জিয়াউল রোশান
জিয়াউল রোশান | |
---|---|
![]() জিয়াউল রোশান | |
জন্ম | আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া,বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | অভিনেতা, মডেল |
পরিচিতির কারণ | রক্ত, ধ্যাততেরিকি, ককপিট, বেপরোয়া |
জিয়াউল রোশান একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা ও মডেল যিনি বাংলাদেশী এবং ভারতীয় বাংলা ছায়াছবিতে অভিনয় করেন। তার প্রথম চলচ্চিত্র রক্ত ২০১৬ সালের ১৩ সেপ্টেম্বর মুক্তি পায়। [১] জিয়াউলের ডাক নাম রিক্ত।[২]
কর্মজীবন[সম্পাদনা]
রোশান মডেলিং এর মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ২০১৬ সালে রক্ত চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রজীবন শুরু করেন। রক্তে তার বিপরীতে অভিনয় করেন পরীমনি।[৩] চলচ্চিত্রটি ২০১৬ সালের ঈদুল আযহায় বাংলাদেশ এবং ভারতে মুক্তি পায়।[৪] বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ধ্যাততেরিকি তার দ্বিতীয় চলচ্চিত্র। শামিম আহমেদ রনি পরিচালিত ছবিটিতে আরো আছেন ফারিন খান, আরিফিন শুভ এবং নুসরাত ফারিয়া মাজহার। ২০১৭ সালে মুক্তি পায় তার অভিনীত ভারতীয় বাংলা চলচ্চিত্র ককপিট। অভিনেতা দেব প্রযোজিত এই ছবিতে তিনি দেবের সাথে পার্শ্ব ভূমিকায় অভিনয় করেন।[৫]
বর্তমানে তিনি পরিচালক জুটি ইস্পাহানী-আরিফ জাহানের সুন্দরীতমা চলচ্চিত্রে কাজ করছেন।[৬]
চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "'রক্ত' গরম পরীমনির!"। বাংলানিউজটুয়েন্টিফোর.কম।
- ↑ "কে এই বার্বিডল"। ভোরের কাগজ। ১৪ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "নতুন নায়ক রোশান"। দৈনিক প্রথম আলো। ১ মে ২০১৬। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "আবার রোশান"। দৈনিক প্রথম আলো। ২১ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "কলকাতার ছবি ককপিটে দেবের সঙ্গে রোশান"। দৈনিক কালের কণ্ঠ। ১৫ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "'সুন্দরীতমা'য় চুক্তিবদ্ধ রোশান"। দৈনিক প্রথম আলো। ২৩ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৯।
- ↑ "I want to be a serious actor:Ziaul Roshan"। নিউ এজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৬।
- ↑ "ঘুরে দাঁড়ানোর বছর ২০২০!"। চ্যানেল আই অনলাইন। ২০২০-০১-০১। সংগ্রহের তারিখ ২০২০-০১-০২।
- ↑ "সাইফ চন্দনের 'ওস্তাদ' রোশান"। NTV Online। ২০১৯-১১-২৬। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০১।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- ইন্টারনেট মুভি ডেটাবেজে জিয়াউল রোশান (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে জিয়াউল রোশান
