সহরাম দাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সহারাম দাস
সহারাম দাস
জন্ম১৯১৩
মৃত্যু??
জাতীয়তাব্রিটিশ ভারতীয়
ভারতীয়
নাগরিকত্ব ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
 ভারত
পরিচিতির কারণচট্টগ্রামের অস্ত্রগার আক্রমণের ব্যক্তি
রাজনৈতিক দলঅনুশীলন সমিতি
আন্দোলনভারতের বিপ্লবী স্বাধীনতা আন্দোলন
পিতা-মাতা
  • আশুতোষ দাস (পিতা)

সহারাম দাস(ইংরেজি: Sahayram Das) ছিলেন চট্টগ্রাম বিদ্রোহের নায়ক সূর্য সেনের সর্বকনিষ্ঠ অনুসারী।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

আশুতোষ দাসের পুত্র সহাযরাম দাস পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটের ছোটবাজারে জন্মগ্রহণ করেন। শৈশবে বাবাকে হারিয়ে ১৯২৭ সালে চট্টগ্রামে বদলি হয়ে আসা সরকারি কর্মচারীর কাছে নবম শ্রেণিতে পড়ার সময় তিনি বড় হন। [১][২]

বিপ্লবী কর্মকাণ্ড[সম্পাদনা]

কয়েক মাসের মধ্যেই তিনি সুখেন্দুবিকাশ দত্তের মাধ্যমে চট্টগ্রাম যুগান্তর সংঘে যোগ দেন। তাঁর দায়িত্ব ছিল নতুন সদস্য তালিকাভুক্ত করা এবং দলের কাগজপত্র নিরাপদ হেফাজতে রাখা। অচিরেই সূর্য সেনের দলের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠেন তিনি। চট্টগ্রাম অভ্যুত্থানের এক সপ্তাহ আগে (১৮ এপ্রিল ১৯৩০) তিনি তাদের আস্তানায় চলে যান। পুলিশ অস্ত্রাগারে অভিযানের জন্য অনন্ত সিংহের দলে অন্তর্ভুক্ত; তিনি চার দিন পরে জালালাবাদ যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং আধাসামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন; এরপর তাদের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী দলে দলে বিভক্ত হয়ে যায়। ২৪ এপ্রিল সহারামকে গ্রেফতার করে দুই মাস বরিশাল কারাগারে রিমান্ডে নিয়ে চট্টগ্রাম জেলে পাঠানো হয় চট্টগ্রাম জেলে নিয়ে যাওয়ার জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনালের মুখোমুখি হওয়া। ১৯৩২ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সেলুলার জেলে ১৯৩৩ সালে তিনি অনশন ধর্মঘটে অংশ নেন। ১৯৪৬ সালে মুক্তি পেয়ে তিনি ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন I

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. বসু, অঞ্জলি (নভেম্বর ২০১৩)। বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র, সম্পাদকগণ। সংসদ বাঙালি চরিতাভিধান (পঞ্চম সংস্করণ, দ্বিতীয় মুদ্রণ সংস্করণ)। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৫১২। আইএসবিএন 978-8179551356 
  2. রায়, প্রকাশ (২০২০)। বিস্মৃত বিপ্লবীচেন্নাই: নোশনপ্রেস তামিলনাড়ুআইএসবিএন 978-1-63873-011-8