শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার
ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার | |
---|---|
![]() বর্তমান বিজয়ী: রণবীর সিং | |
প্রদানের কারণ | চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনেতার জন্য |
অবস্থান | ভারত |
দেশ | ভারত |
পুরস্কারদাতা | ফিল্মফেয়ার |
প্রথম পুরস্কৃত | ১৯৫৪ (১৯৫২-৫৩ সালের চলচ্চিত্রের জন্য) |
সর্বশেষ পুরস্কৃত | ২০২০ (২০১৯ সালের চলচ্চিত্রের জন্য) |
বর্তমানে আধৃত | রণবীর সিং সঞ্জু (২০১৯) |
ওয়েবসাইট | শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার |
ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার হল ভারতের চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনেতার অবদানের স্বীকৃতি হিসেবে ফিল্মফেয়ার ম্যাগাজিন প্রদত্ত বাৎসরিক পুরস্কার। ১৯৫৪ সাল থেকে ফিল্মফেয়ার পুরস্কারের অংশ হিসেবে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। দিলীপ কুমার ও শাহরুখ খান সর্বাধিক আটবার এই বিভাগে পুরস্কার লাভ করেন। ২০১৭ সালের জানুয়ারিতে ঋষি কাপুর স্বীকার করেন ১৯৭৩ সালে তিনি ৩০,০০০ রুপীর বিনিময়ে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ক্রয় করে ছিলেন এবং এজন্য তিনি লজ্জিত।[১]
বিজয়ী অভিনেতা[সম্পাদনা]
গাঢ় বর্ণ বিজয়ী নির্দেশ করে।

দিলীপ কুমার প্রথমবার ও যৌথভাবে সর্বাধিক আটবার এই পুরস্কার লাভ করেন।

দেব আনন্দ দুইবার এই পুরস্কার লাভ করেন।

রাজ কাপুর দুইবার এই পুরস্কার লাভ করেন।

অশোক কুমার দুইবার এই পুরস্কার লাভ করেন।

সুনীল দত্ত দুইবার এই পুরস্কার লাভ করেন।

মনোজ কুমার ১৯৬৮ ও ১৯৭৩ সালে দুইবার এই পুরস্কার লাভ করেন।

শাম্মী কাপুর ১৯৬৯ সালে এই পুরস্কার লাভ করেন।

রাজেশ খান্না তিনবার এই পুরস্কার লাভ করেন।

ঋষি কাপুর ১৯৭৪ সালে এই পুরস্কার লাভ করেন।

সঞ্জীব কুমার আঁধী (১৯৭৫) ও অরুণ পণ্ডিত (১৯৭৬) চলচ্চিত্রে অভিনয় করে টানা দুইবার এই পুরস্কার লাভ করেন।

অমিতাভ বচ্চন পাঁচবার এই পুরস্কার লাভ করেন।

নাসিরুদ্দিন শাহ্ ১৯৮১, ১৯৮২ ও ১৯৮৪ সালে তিনবার এই পুরস্কার লাভ করেন।

অনিল কাপুর দুইবার এই পুরস্কার লাভ করেন।

জ্যাকি শ্রফ ১৯৯০ সালে এই পুরস্কার লাভ করেন।

সানি দেওল ১৯৯১ সালে এই পুরস্কার লাভ করেন।

শাহরুখ খান যৌথভাবে সর্বাধিক আটবার এই পুরস্কার লাভ করেন।

ক্রান্তিবীর চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।

আমির খান তিনবার এই পুরস্কার লাভ করেন।

সঞ্জয় দত্ত ২০০০ সালে এই পুরস্কার লাভ করেন।

হৃতিক রোশন চারবার এই পুরস্কার লাভ করেন।

রণবীর কাপুর রকস্টার (২০১১), বর্ফী! (২০১২) ও সঞ্জু (২০১৮) চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনবার এই পুরস্কার লাভ করেন।

ফারহান আখতার ২০১৪ সালে এই পুরস্কার লাভ করেন।

শাহিদ কপূর ২০১৫ সালে এই পুরস্কার লাভ করেন।
১৯৫০-এর দশক[সম্পাদনা]
বছর (আয়োজন) |
অভিনেতা | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র |
---|---|---|---|---|
১৯৫৪ (১ম) |
দিলীপ কুমার | দাগ | শঙ্কর | [২] |
১৯৫৫ (২য়) |
ভারত ভূষণ | চৈতন্য মহাপ্রভু | চৈতন্য মহাপ্রভু | |
১৯৫৬ (৩য়) |
দিলীপ কুমার | আজাদ | আব্দুর রহিম খান | |
ভারত ভূষণ | মির্জা গালিব | মির্জা গালিব | ||
দেব আনন্দ | মুনিমজি | কালা গোদা | ||
১৯৫৭ (৪র্থ) |
দিলীপ কুমার | দেবদাস | দেবদাস মুখার্জি | |
রাজ কাপুর | জাগতে রাহো | কৃষক | ||
১৯৫৮ (৫ম) |
দিলীপ কুমার | নয়া দৌর | শঙ্কর | |
১৯৫৯ (৬ষ্ঠ) |
দেব আনন্দ | কালা পানি | করণ মেহরা | |
দিলীপ কুমার | মধুমতি | আনন্দ / দেবেন | ||
রাজ কাপুর | ফির সুবাহ হোগি | রাম বাবু |
১৯৬০-এর দশক[সম্পাদনা]
১৯৭০-এর দশক[সম্পাদনা]
১৯৮০-এর দশক[সম্পাদনা]
বছর (আয়োজন) |
অভিনেতা | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র |
---|---|---|---|---|
১৯৮০ (২৭তম) |
অমল পালেকর | গোলমাল | রাম / লক্ষ্মণ প্রসাদ শর্মা | [২] |
অমিতাভ বচ্চন | কালা পাত্থর | বিজয় পাল সিং | ||
অমিতাভ বচ্চন | মিস্টার নটবরলাল | মিস্টার নটবরলাল | ||
ঋষি কাপুর | সরগম" | রাজু | ||
রাজেশ খান্না | অমর দীপ | রাজা / সনু | ||
১৯৮১ (২৮তম) |
নাসিরুদ্দিন শাহ্ | আক্রোশ | ভাস্কর কুলকার্নি | |
১৯৮২ (২৯তম) |
নাসিরুদ্দিন শাহ্ | চক্র | লুকা | |
১৯৮৩ (৩০তম) |
দিলীপ কুমার | শক্তি | ডিসিপি অশ্বিনী কুমার | |
১৯৮৪ (৩১তম) |
নাসিরুদ্দিন শাহ্ | মাসুম | ডি কে মালহোত্রা | |
১৯৮৫ (৩২তম) |
অনুপম খের | সারাংশ | বি ভি প্রধান | |
১৯৮৬ (৩৩তম) |
কামাল হাসান | সাগর | রাজা | |
১৯৮৭ | পুরস্কার দেওয়া হয় নি | |||
১৯৮৮ | পুরস্কার দেওয়া হয় নি | |||
১৯৮৯ (৩৪তম) |
অনিল কাপুর | তেজাব | মহেশ "মুন্না" দেশমুখ | |
অমিতাভ বচ্চন | শাহেনশাহ | বিজয় কুমার শ্রীবাস্তব | ||
আমির খান | কেয়ামত সে কেয়ামত তক | রাজ |
১৯৯০-এর দশক[সম্পাদনা]
২০০০-এর দশক[সম্পাদনা]
২০১০-এর দশক[সম্পাদনা]
পরিসংখ্যান[সম্পাদনা]
একাধিকবার বিজয়ী[সম্পাদনা]
|
|
|
একাধিকবার মনোনীত[সম্পাদনা]
|
|
|
বয়ঃক্রমিক বিজয়ী[সম্পাদনা]
রেকর্ড | বিজয়ী | চলচ্চিত্র | বয়স (প্রদানের সাল) |
---|---|---|---|
বয়োজ্যেষ্ঠ বিজয়ী | অমিতাভ বচ্চন | পা | ৬৭ (২০১০) |
বয়োজ্যেষ্ঠ মনোনীত | অমিতাভ বচ্চন | পিঙ্ক | ৭৪ (২০১৭) |
বয়োকনিষ্ঠ বিজয়ী | ঋষি কাপুর | ববি | ২১ (১৯৭৩) |
বয়োকনিষ্ঠ মনোনীত | দর্শিল সাফারি | তারে জমিন পর | ১১ (২০০৭) |
আরও দেখুন[সম্পাদনা]
- শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত)
- শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে আইফা পুরস্কার
- শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে স্ক্রিন পুরস্কার
- শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জি সিনে পুরস্কার
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Rishi Kapoor admits to buying the Best Actor award for 'Bobby': I am ashamed of what I did"। মিড-ডে অনলাইন (ইংরেজি ভাষায়)। ১৯ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৭।
- ↑ ক খ গ ঘ ঙ "Filmfare Best Film Awards 1953-2000"। দ্য টাইমস অফ ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৭।
- ↑ "Filmfare Popular Awards 2000"। দ্য টাইমস অফ ইন্ডিয়া। ১৫ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৭।
- ↑ Sahota, Baldev। "Filmfare Awards 2009 Nominees"। দেশিব্লিটজ। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৭।
- ↑ Malhotra, Amit (২৭ ফেব্রুয়ারি ২০১০)। "55th Filmfare Awards 2010 Winners"। দেশিব্লিটজ। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৭।
- ↑ "Winners of 56th Filmfare Awards 2011"। বলিউড হাঙ্গামা। ২৯ জানুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৭।
- ↑ "Filmfare Awards 2011 Winners"। দ্য টাইমস অফ ইন্ডিয়া। ৩১ জানুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৭।
- ↑ Bhushan, Nyay (২১ জানুয়ারি ২০১২)। "'Barfi!' Sweeps India's Filmfare Awards"। দ্য হলিউড রিপোর্টার। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৭।
- ↑ "59th Idea Filmfare Awards 2013: Complete list of winners"। দ্য টাইমস অফ ইন্ডিয়া। ২৫ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৭।
- ↑ "60th Britannia Filmfare Awards 2014: Winners"। দ্য টাইমস অফ ইন্ডিয়া। ১ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৭।
- ↑ "Full list of winners of the 61st Britannia Filmfare Awards"। ফিল্মফেয়ার। ১৫ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৭।
- ↑ "62nd Filmfare Awards 2017: Complete winners' list"। দ্য টাইমস অফ ইন্ডিয়া। ১৫ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৭।
- ↑ "সেরা ছবি 'রাজি', নায়ক রণবীর, নায়িকা আলিয়া ভাট"। দৈনিক প্রথম আলো। ২৪ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৯।
- ↑ "Winners of 65th Amazon Filmfare Awards 2020"। ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২০।