লমহে
লমহে | |
---|---|
পরিচালক | যশ চোপড়া |
প্রযোজক | যশ চোপড়া টি. সুব্বারামি রেড্ডি |
রচয়িতা | রাহী মাসুম রাজা (সংলাপ) |
চিত্রনাট্যকার | হানি ইরানি |
কাহিনিকার | হানি ইরানি রাহী মাসুম রাজা |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | শিব-হরি |
চিত্রগ্রাহক | মনমোহন সিং |
প্রযোজনা কোম্পানি | |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৮৭ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹৬ কোটি |
আয় | ₹২০ কোটি |
লমহে যশ চোপড়া পরিচালিত ১৯৯১ সালের ভারতীয় হিন্দি ভাষার প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। যশ রাজ ফিল্মসের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেন যশ চোপড়া। এর চিত্রনাট্য লিখেছেন হানি ইরানি ও রাহী মাসুম রাজা। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন শ্রীদেবী (দ্বৈত চরিত্রে) ও অনিল কাপুর এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করেন ওয়াহিদা রেহমান ও অনুপম খের।
চলচ্চিত্রটি ১৯৯১ সালের ২২শে নভেম্বর মুক্তি পায়। এটি দেশে মধ্যমমানের ব্যবসা করলেও দেশের বাইরে ব্যবসাসফল হয় এবং বিশ্বব্যাপী ₹২০ কোটি আয় করে, ১৯৯১ সালের ১০ম শীর্ষ আয়কারী চলচ্চিত্র হয়ে ওঠে।
চলচ্চিত্রটি ৩৯তম ভারত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে একটি বিভাগে এবং ৩৭তম ফিল্মফেয়ার পুরস্কারে ১৩টি মনোনয়ন থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্র-সহ ৫টি বিভাগে পুরস্কৃত হয়।[১]
অভিনয়শিল্পীদল
[সম্পাদনা]- শ্রীদেবী - দ্বৈত চরিত্রে
- পল্লবী ঠাকুর ভাটনগর - বীরেনের প্রথম প্রেমিকা, পূজার মা, সিদ্ধার্থের স্ত্রী এবং কোঠিওয়ালে ঠাকুরের কন্যা
- পূজা ভাটনগর - বীরেনের দ্বিতীয় প্রেমিকা, সিদ্ধার্থ ও পল্লবীর কন্যা
- অনিল কাপুর - বীরেন্দ্র প্রতাপ সিং ওরফে বীরেন, পল্লবীর ও পূজার প্রেমিক
- ওয়াহিদা রেহমান - দূর্গাদেবী ওরফে দাই জা
- অনুপম খের - প্রেম আনন্দ, বীরেন্দের বাল্যকালের বন্ধু
- দীপক মলহোত্রা - সিদ্ধার্থ কুমার ভাটনগর, পল্লবীর স্বামী ও পূজার বাবা
- দিপ্পি সাগু - অনিতা
- মনোহর সিং - কোঠিওয়ালে ঠাকুর, পল্লবীর বাবা
- ললিত তিওয়ারি - সুদেশ্বর নারায়ন তিওয়ারি
- ইলা অরুণ - "মোর্নি বাগা মা বোলে" লোকসঙ্গীতের নৃত্যশিল্পী
- বিকাশ আনন্দ - ডাক্তার বিকাশ
- ঋচা পল্লোদ - কিশোরী পূজা ভাটনগর
সঙ্গীত
[সম্পাদনা]লমহে চলচ্চিত্রের সঙ্গীতায়োজন করেছেন শিব কুমার শর্মা ও হরিপ্রসাদ চৌরাসিয়া (তারা একত্রে শিব-হরি নামে পরিচিত)। গানের কথা লিখেছেন আনন্দ বকশি।
সকল গানের গীতিকার আনন্দ বকশি; সকল গানের সুরকার শিব-হরি।
গানের তালিকা | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
১. | "ইয়ে লমহে ইয়ে পল" | হরিহরণ | ৩:৩৩ |
২. | "ইয়ে লমহে ইয়ে পল (দুঃখ)" | হরিহরণ | |
৩. | "মহারে রাজস্থান মা" | মহিউদ্দিন | ৩:২৯ |
৪. | "মোহে ছেড়ো না" | লতা মঙ্গেশকর | ৩:২৬ |
৫. | "মোর্নি বাগা মা বোলে" | লতা মঙ্গেশকর, মহিউদ্দিন, ইলা অরুণ | ৬:০০ |
৬. | "মোর্নি বাগা মা বোলে (দুঃখ)" | লতা মঙ্গেশকর | |
৭. | "কভি ম্যাঁয় কহোঁ" | লতা মঙ্গেশকর ও হরিহরণ | ৭:২৯ |
৮. | "মেঘা রে মেঘা রে" | লতা মঙ্গেশকর ও ইলা অরুণ | ৪:২৭ |
৯. | "ইয়াদ নহিঁ ভুল গয়া" | লতা মঙ্গেশকর ও সুরেশ ওয়াডকর | ৪:০৫ |
১০. | "গুড়িয়া রানি" | লতা মঙ্গেশকর | ৪:৩৩ |
১১. | "মেরি বিন্দিয়া" | লতা মঙ্গেশকর | ৫:২২ |
১২. | "ফ্রিক আউট (প্যারডি গান)" | পামেলা চোপড়া ও সুদেশ ভোসলে | |
১৩. | "মোমেন্টস অব রেজ (যন্ত্রসঙ্গীত)" | ||
১৪. | "মোমেন্টস অব প্যাশন (যন্ত্রসঙ্গীত)" | ||
মোট দৈর্ঘ্য: | ৪২:২৫ |
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র |
---|---|---|---|
৩৯তম ভারত জাতীয় চলচ্চিত্র পুরস্কার | |||
শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা | নীতা লুল্লা, কচিন্স, ও লীনা দারু | বিজয়ী | [২] |
৩৭তম ফিল্মফেয়ার পুরস্কার | |||
শ্রেষ্ঠ চলচ্চিত্র | যশ চোপড়া | বিজয়ী | [৩][৪] |
শ্রেষ্ঠ অভিনেত্রী | শ্রীদেবী | বিজয়ী | |
শ্রেষ্ঠ কৌতুকাভিনয়শিল্পী | অনুপম খের | বিজয়ী | |
শ্রেষ্ঠ কাহিনি | হানি ইরানি | বিজয়ী | |
শ্রেষ্ঠ সংলাপ | রাহী মাসুম রাজা | বিজয়ী | |
শ্রেষ্ঠ পরিচালক | যশ চোপড়া | মনোনীত | |
শ্রেষ্ঠ অভিনেতা | অনিল কাপুর | মনোনীত | |
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | অনুপম খের | মনোনীত | |
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | ওয়াহিদা রেহমান | মনোনীত | |
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | শিব-হরি | মনোনীত | |
শ্রেষ্ঠ গীতিকার | আনন্দ বকশি (গান: "কভি ম্যাঁয় কহোঁ") | মনোনীত | |
শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী | হরিহরণ (গান: "কভি ম্যাঁয় কহোঁ") | মনোনীত | |
শ্রেষ্ঠ চিত্রগ্রহণ | মনমোহন সিং | মনোনীত |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Filmfare Awards: Best Film 1953–2000"। ইন্ডিয়ান টাইমস। ১১ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২৩।
- ↑ "39th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ১০ জুলাই ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৩।
- ↑ "The Filmfare Awards Nominations – 1991"। দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৩।
- ↑ "The Filmfare Awards Winners – 1991"। দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে লমহে (ইংরেজি)
- ১৯৯১-এর চলচ্চিত্র
- হিন্দি ভাষার চলচ্চিত্র
- ১৯৯১-এর প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র
- ১৯৯০-এর দশকের হিন্দি ভাষার চলচ্চিত্র
- ভারতীয় চলচ্চিত্র
- ভারতীয় প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র
- যশ চোপড়া পরিচালিত চলচ্চিত্র
- যশ রাজ ফিল্মসের চলচ্চিত্র
- শিব-হরি সুরারোপিত চলচ্চিত্র
- রাজস্থানের পটভূমিতে চলচ্চিত্র
- লন্ডনে ধারণকৃত চলচ্চিত্র
- শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী
- ভারতে ধারণকৃত চলচ্চিত্র