বিষয়বস্তুতে চলুন

লমহে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লমহে
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকযশ চোপড়া
প্রযোজকযশ চোপড়া
টি. সুব্বারামি রেড্ডি
রচয়িতারাহী মাসুম রাজা (সংলাপ)
চিত্রনাট্যকারহানি ইরানি
কাহিনিকারহানি ইরানি
রাহী মাসুম রাজা
শ্রেষ্ঠাংশে
সুরকারশিব-হরি
চিত্রগ্রাহকমনমোহন সিং
প্রযোজনা
কোম্পানি
মুক্তি
  • ২২ নভেম্বর ১৯৯১ (1991-11-22)
স্থিতিকাল১৮৭ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয়₹৬ কোটি
আয়₹২০ কোটি

লমহে যশ চোপড়া পরিচালিত ১৯৯১ সালের ভারতীয় হিন্দি ভাষার প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। যশ রাজ ফিল্মসের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেন যশ চোপড়া। এর চিত্রনাট্য লিখেছেন হানি ইরানিরাহী মাসুম রাজা। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন শ্রীদেবী (দ্বৈত চরিত্রে) ও অনিল কাপুর এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করেন ওয়াহিদা রেহমানঅনুপম খের

চলচ্চিত্রটি ১৯৯১ সালের ২২শে নভেম্বর মুক্তি পায়। এটি দেশে মধ্যমমানের ব্যবসা করলেও দেশের বাইরে ব্যবসাসফল হয় এবং বিশ্বব্যাপী ₹২০ কোটি আয় করে, ১৯৯১ সালের ১০ম শীর্ষ আয়কারী চলচ্চিত্র হয়ে ওঠে।

চলচ্চিত্রটি ৩৯তম ভারত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে একটি বিভাগে এবং ৩৭তম ফিল্মফেয়ার পুরস্কারে ১৩টি মনোনয়ন থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্র-সহ ৫টি বিভাগে পুরস্কৃত হয়।[]

অভিনয়শিল্পীদল

[সম্পাদনা]
  • শ্রীদেবী - দ্বৈত চরিত্রে
    • পল্লবী ঠাকুর ভাটনগর - বীরেনের প্রথম প্রেমিকা, পূজার মা, সিদ্ধার্থের স্ত্রী এবং কোঠিওয়ালে ঠাকুরের কন্যা
    • পূজা ভাটনগর - বীরেনের দ্বিতীয় প্রেমিকা, সিদ্ধার্থ ও পল্লবীর কন্যা
  • অনিল কাপুর - বীরেন্দ্র প্রতাপ সিং ওরফে বীরেন, পল্লবীর ও পূজার প্রেমিক
  • ওয়াহিদা রেহমান - দূর্গাদেবী ওরফে দাই জা
  • অনুপম খের - প্রেম আনন্দ, বীরেন্দের বাল্যকালের বন্ধু
  • দীপক মলহোত্রা - সিদ্ধার্থ কুমার ভাটনগর, পল্লবীর স্বামী ও পূজার বাবা
  • দিপ্পি সাগু - অনিতা
  • মনোহর সিং - কোঠিওয়ালে ঠাকুর, পল্লবীর বাবা
  • ললিত তিওয়ারি - সুদেশ্বর নারায়ন তিওয়ারি
  • ইলা অরুণ - "মোর্নি বাগা মা বোলে" লোকসঙ্গীতের নৃত্যশিল্পী
  • বিকাশ আনন্দ - ডাক্তার বিকাশ
  • ঋচা পল্লোদ - কিশোরী পূজা ভাটনগর

সঙ্গীত

[সম্পাদনা]

লমহে চলচ্চিত্রের সঙ্গীতায়োজন করেছেন শিব কুমার শর্মা ও হরিপ্রসাদ চৌরাসিয়া (তারা একত্রে শিব-হরি নামে পরিচিত)। গানের কথা লিখেছেন আনন্দ বকশি

সকল গানের গীতিকার আনন্দ বকশি; সকল গানের সুরকার শিব-হরি

গানের তালিকা
নং.শিরোনামকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."ইয়ে লমহে ইয়ে পল"হরিহরণ৩:৩৩
২."ইয়ে লমহে ইয়ে পল (দুঃখ)"হরিহরণ 
৩."মহারে রাজস্থান মা"মহিউদ্দিন৩:২৯
৪."মোহে ছেড়ো না"লতা মঙ্গেশকর৩:২৬
৫."মোর্নি বাগা মা বোলে"লতা মঙ্গেশকর, মহিউদ্দিন, ইলা অরুণ৬:০০
৬."মোর্নি বাগা মা বোলে (দুঃখ)"লতা মঙ্গেশকর 
৭."কভি ম্যাঁয় কহোঁ"লতা মঙ্গেশকর ও হরিহরণ৭:২৯
৮."মেঘা রে মেঘা রে"লতা মঙ্গেশকর ও ইলা অরুণ৪:২৭
৯."ইয়াদ নহিঁ ভুল গয়া"লতা মঙ্গেশকর ও সুরেশ ওয়াডকর৪:০৫
১০."গুড়িয়া রানি"লতা মঙ্গেশকর৪:৩৩
১১."মেরি বিন্দিয়া"লতা মঙ্গেশকর৫:২২
১২."ফ্রিক আউট (প্যারডি গান)"পামেলা চোপড়া ও সুদেশ ভোসলে 
১৩."মোমেন্টস অব রেজ (যন্ত্রসঙ্গীত)"  
১৪."মোমেন্টস অব প্যাশন (যন্ত্রসঙ্গীত)"  
মোট দৈর্ঘ্য:৪২:২৫

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
বিভাগ মনোনীত ফলাফল সূত্র
৩৯তম ভারত জাতীয় চলচ্চিত্র পুরস্কার
শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা নীতা লুল্লা, কচিন্স, ও লীনা দারু বিজয়ী []
৩৭তম ফিল্মফেয়ার পুরস্কার
শ্রেষ্ঠ চলচ্চিত্র যশ চোপড়া বিজয়ী [][]
শ্রেষ্ঠ অভিনেত্রী শ্রীদেবী বিজয়ী
শ্রেষ্ঠ কৌতুকাভিনয়শিল্পী অনুপম খের বিজয়ী
শ্রেষ্ঠ কাহিনি হানি ইরানি বিজয়ী
শ্রেষ্ঠ সংলাপ রাহী মাসুম রাজা বিজয়ী
শ্রেষ্ঠ পরিচালক যশ চোপড়া মনোনীত
শ্রেষ্ঠ অভিনেতা অনিল কাপুর মনোনীত
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা অনুপম খের মনোনীত
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী ওয়াহিদা রেহমান মনোনীত
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক শিব-হরি মনোনীত
শ্রেষ্ঠ গীতিকার আনন্দ বকশি (গান: "কভি ম্যাঁয় কহোঁ") মনোনীত
শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী হরিহরণ (গান: "কভি ম্যাঁয় কহোঁ") মনোনীত
শ্রেষ্ঠ চিত্রগ্রহণ মনমোহন সিং মনোনীত

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Filmfare Awards: Best Film 1953–2000"। ইন্ডিয়ান টাইমস। ১১ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২৩ 
  2. "39th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ১০ জুলাই ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৩ 
  3. "The Filmfare Awards Nominations – 1991"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৩ 
  4. "The Filmfare Awards Winners – 1991"দ্য টাইমস গ্রুপ। ২৮ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]