শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার | |
---|---|
![]() বর্তমান বিজয়ী: আলিয়া ভাট | |
পুরষ্কারের কারণ | চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনেত্রীর জন্য |
অবস্থান | ভারত |
দেশ | ভারত |
পুরস্কারদাতা | ফিল্মফেয়ার |
প্রথম পুরস্কৃত | ১৯৫৪ (১৯৫২-৫৩ সালের চলচ্চিত্রের জন্য) |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৯ (২০১৮ সালের চলচ্চিত্রের জন্য) |
বর্তমানে আধৃত | আলিয়া ভাট রাজি (২০১৮) |
ওয়েবসাইট | filmfareawards |
ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার হল ভারতের চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনেত্রীর অবদানের স্বীকৃতি হিসেবে ফিল্মফেয়ার ম্যাগাজিন প্রদত্ত বাৎসরিক পুরস্কার। ১৯৫৪ সালে প্রথম ফিল্মফেয়ার পুরস্কারের অংশ হিসেবে ১৯৫২-৫৩ সালের চলচ্চিত্রের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। নূতন ও কাজল দেবগন সর্বাধিক পাঁচবার এই বিভাগে পুরস্কার লাভ করেন।
পরিচ্ছেদসমূহ
বিজয়ী অভিনেত্রী[সম্পাদনা]
- গাঢ় বর্ণ বিজয়ী নির্দেশ করে।

মাধুরী দীক্ষিত ১৯৯১, ১৯৯৩, ১৯৯৫ ও ১৯৯৮ সালে চারবার এই পুরস্কার লাভ করেন।

কাজল দেবগন ১৯৯৬, ১৯৯৯, ২০০২, ২০০৭ ও ২০১০ সালে পাঁচবার এই পুরস্কার লাভ করেন।

কারিশমা কাপুর ১৯৯৭ ও ২০০১ সালে এই পুরস্কার লাভ করেন।

ঐশ্বর্যা রাই বচ্চন ২০০০ ও ২০০৩ সালে দুইবার এই পুরস্কার লাভ করেন।

প্রীতি জিনতা ২০০৪ সালে এই পুরস্কার লাভ করেন।

রাণী মুখার্জী ২০০৫ ও ২০০৬ সালে টানা দুইবার এই পুরস্কার লাভ করেন।

কারিনা কাপুর ২০০৮ সালে এই পুরস্কার লাভ করেন।

বিদ্যা বালান ২০১০, ২০১২ ও ২০১৩ সালে তিনবার এই পুরস্কার লাভ করেন।

দীপিকা পাড়ুকোন ২০১৪ ও ২০১৬ সালে দুইবার এই পুরস্কার লাভ করেন।

কঙ্গনা রানাওয়াত ২০১৫ সালে এই পুরস্কার লাভ করেন।
১৯৫০-এর দশক[সম্পাদনা]
বছর (আয়োজন) |
অভিনেতা | চলচ্চিত্র | ভূমিকা | সূত্র |
---|---|---|---|---|
১৯৫৪ (১ম) |
মিনা কুমারী | বাইজু বাওরা | গৌরী | [১] |
১৯৫৫ (২য়) |
মিনা কুমারী | পরিণীতা | ললিতা | |
১৯৫৬ (৩য়) |
কামিনি কৌশল | বিরাজ বহু | বিরাজ চক্রবর্তী | |
গীতা বলি | বচন | কমলা | ||
মিনা কুমারী | আজাদ | শোভা | ||
১৯৫৭ (৪র্থ) |
নূতন | সীমা | গৌরী | |
১৯৫৮ (৫ম) |
নার্গিস দত্ত | মাদার ইন্ডিয়া | রাধা | |
১৯৫৯ (৬ষ্ঠ) |
বৈজয়ন্তীমালা | সাধনা | চম্পাবাই / রজনী | |
মিনা কুমারী | সাহারা | লীলা | ||
বৈজয়ন্তীমালা | মধুমতী | মধুমতী / মাধবী / রাধা |
২০০০-এর দশক[সম্পাদনা]
২০১০-এর দশক[সম্পাদনা]
পরিসংখ্যান[সম্পাদনা]
একাধিকবার বিজয়ী[সম্পাদনা]
|
|
|
একাধিকবার মনোনীত[সম্পাদনা]
|
|
|
বয়ঃক্রমিক বিজয়ী[সম্পাদনা]
রেকর্ড | বিজয়ী | চলচ্চিত্র | বয়স (প্রদানের সাল) |
---|---|---|---|
বয়োজ্যেষ্ঠ বিজয়ী | নূতন | ম্যাঁ তুলসী তেরে অাঙ্গন কী | ৪২ (১৯৭৯) |
বয়োজ্যেষ্ঠ মনোনীত | শর্মিলা ঠাকুর | বিরুদ্ধ... ফ্যামিলি কামস ফার্স্ট | ৬১ (২০০৬) |
বয়োকনিষ্ঠ বিজয়ী | ডিম্পল কাপাডিয়া | ববি | ১৬ (১৯৭৪) |
বয়োকনিষ্ঠ মনোনীত | ববি | তারে জমিন পর | ১৬ (১৯৭৪) |
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Filmfare Best Film Awards 1953-2000"। দ্য টাইমস অফ ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৭।
- ↑ "Filmfare Popular Awards 2000"। দ্য টাইমস অফ ইন্ডিয়া। ১৫ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৭।
- ↑ Sahota, Baldev। "Filmfare Awards 2009 Nominees"। দেশিব্লিটজ। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৭।
- ↑ Malhotra, Amit (২৭ ফেব্রুয়ারি ২০১০)। "55th Filmfare Awards 2010 Winners"। দেশিব্লিটজ। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৭।
- ↑ "Winners of 56th Filmfare Awards 2011"। বলিউড হাঙ্গামা। ২৯ জানুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৭।
- ↑ "Filmfare Awards 2011 Winners"। দ্য টাইমস অফ ইন্ডিয়া। ৩১ জানুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৭।
- ↑ Bhushan, Nyay (২১ জানুয়ারি ২০১২)। "'Barfi!' Sweeps India's Filmfare Awards"। দ্য হলিউড রিপোর্টার। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৭।
- ↑ "59th Idea Filmfare Awards 2013: Complete list of winners"। দ্য টাইমস অফ ইন্ডিয়া। ২৫ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৭।
- ↑ "60th Britannia Filmfare Awards 2014: Winners"। দ্য টাইমস অফ ইন্ডিয়া। ১ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৭।
- ↑ "Full list of winners of the 61st Britannia Filmfare Awards"। ফিল্মফেয়ার। ১৫ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৭।
- ↑ "62nd Filmfare Awards 2017: Complete winners' list"। দ্য টাইমস অফ ইন্ডিয়া। ১৫ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৭।
- ↑ "সেরা ছবি 'রাজি', নায়ক রণবীর, নায়িকা আলিয়া ভাট"। দৈনিক প্রথম আলো। ২৪ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১৯।