দাগ (১৯৫২-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দাগ
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকঅমিয় চক্রবর্তী
প্রযোজকঅমিয় চক্রবর্তী
রচয়িতারাজিন্দর সিং বেদী
চিত্রনাট্যকারঅমিয় চক্রবর্তী
রাজেন্দ্র শঙ্কর
কাহিনিকারঅমিয় চক্রবর্তী
রাজেন্দ্র শঙ্কর
শ্রেষ্ঠাংশে
সুরকারশঙ্কর-জয়কিশন
চিত্রগ্রাহকভি. বাবাসাহেব
সম্পাদকডি. বি. জোশী
প্রযোজনা
কোম্পানি
মার্স অ্যান্ড মুভিজ প্রডাকশন্স
পরিবেশকমার্স অ্যান্ড মুভিজ প্রডাকশন্স
মুক্তি
  • ৪ জুলাই ১৯৫২ (1952-07-04)
স্থিতিকাল১৪৯ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
আয়১.৫০ কোটি[১]

দাগ অমিয় চক্রবর্তী প্রযোজিত ও পরিচালিত ১৯৫২ সালের ভারতীয় হিন্দি ভাষার প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে অমিয় চক্রবর্তী ও রাজেন্দ্র শঙ্কর। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন দিলীপ কুমারনিম্মী এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করেন ঊষা কিরণ, ললিতা পবার, কানহাইয়ালাল, ও লীলা মিশ্র। চলচ্চিত্রটির সঙ্গীতায়োজন করেন শঙ্কর-জয়কিশন[২]

চলচ্চিত্রটি ১৯৫২ সালের ৪ঠা জুলাই ভারতে মুক্তি পায় এবং বক্স অফিসে ব্যবসাসফল হয়।[১] দিলীপ কুমার ১ম ফিল্মফেয়ার পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে পুরস্কার অর্জন করেন।

অভিনয়শিল্পীদল[সম্পাদনা]

নির্মাণ[সম্পাদনা]

এই চলচ্চিত্রের প্রধান নারী চরিত্রের জন্য নির্মাতা অমিয় চক্রবর্তীর প্রথম পছন্দ ছিলেন মধুবালা, কিন্তু ব্যস্ত সময়সূচীর জন্য তিনি কাজটি করতে পারেননি। তিনি সে সময় দিলীপ কুমারের বিপরীতে তরানাসংদিল চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত ছিলেন।[৩]

সঙ্গীত[সম্পাদনা]

দাগ চলচ্চিত্রের সঙ্গীতায়োজন করেছেন শঙ্কর-জয়কিশন এবং গীত লিখেছেন শৈলেন্দ্রহসরত জয়পুরি

গানের তালিকা
নং.শিরোনামকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."কোই নহিঁ মেরা"তালাত মাহমুদ 
২."হাম দর্দ কে মারোঁ কা"তালাত মাহমুদ 
৩."অ্যায় মেরে দিল কাহিঁ অউর চল - ১"তালাত মাহমুদ 
৪."অ্যায় মেরে দিল কাহিঁ অউর চল - ২"তালাত মাহমুদ 
৫."অ্যায় মেরে দিল কাহিঁ অউর চল - ৩"লতা মঙ্গেশকর 
৬.শিরোনামহীনলতা মঙ্গেশকর 
৭."কাহে কো দের লাগায়ি রে"লতা মঙ্গেশকর 
৮."দেখো আয়া ইয়ে ক্যায়সা"লতা মঙ্গেশকর 
৯."লাগে জবসে নয়ন"লতা মঙ্গেশকর 
১০."প্রীত ইয়ে ক্যায়সি"লতা মঙ্গেশকর 

পুরস্কার[সম্পাদনা]

১ম ফিল্মফেয়ার পুরস্কার[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Box Office India - Top Earners 1952"বক্স অফিস ইন্ডিয়া। ২২ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২৩ 
  2. "Daag (1952 film)"কমপ্লিট ইনডেক্স টু ওয়ার্ল্ড ফিল্ম (সিআইটিডাব্লিউএফ)। ৪ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২৩ 
  3. আকবর, কাতিজিয়া (১ এপ্রিল ২০১১)। I Want to Live: The Story of Madhubala (ইংরেজি ভাষায়)। হে হাউজ, ইঙ্ক.। পৃষ্ঠা ১১৩। আইএসবিএন 978-93-81398-21-0 
  4. "The Winners - 1953"। ইন্ডিয়া টাইমস। ৯ মার্চ ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]