শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার | |
---|---|
প্রদানের কারণ | চলচ্চিত্রের নৃত্য পরিচালনার জন্য |
অবস্থান | ভারত |
দেশ | ভারত |
পুরস্কারদাতা | ফিল্মফেয়ার |
প্রথম পুরস্কৃত | ১৯৮৯ (১৯৮৮-এর চলচ্চিত্রের জন্য) |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৯ (২০১৮-এর চলচ্চিত্রের জন্য) |
বর্তমানে আধৃত | ক্রুতি মহেশ মিধ্য ও জ্যোতি ডি. তোমার (পদ্মাবত-এর "ঘুমার" গানের জন্য) |
ওয়েবসাইট | filmfareawards |
শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার হল ভারতের চলচ্চিত্রে নৃত্য পরিচালকের কাজের স্বীকৃতি হিসেবে ফিল্মফেয়ার ম্যাগাজিন প্রদত্ত বাৎসরিক পুরস্কার। ১৯৮৯ সাল থেকে ফিল্মফেয়ার পুরস্কারের অংশ হিসেবে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।[১] সরোজ খান এই বিভাগের প্রথম পুরস্কার বিজয়ী এবং তিনি সর্বাধিক আটবার এই পুরস্কার অর্জন করেন। এছাড়া ফারাহ খান ছয়বার এই পুরস্কার অর্জন করেন।
একাধিকবার বিজয়ী[সম্পাদনা]
- ৮ বার
- ৬ বার
- ৩ বার
- চিন্নি প্রকাশ
- বস্কো-সিজার
- ২ বার
- আহমেদ খান
আরও দেখুন[সম্পাদনা]
- শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত)
- শ্রেষ্ঠ নৃত্য পরিচালনার জন্য আইফা পুরস্কার
- শ্রেষ্ঠ নৃত্য পরিচালনার জন্য স্ক্রিন পুরস্কার
- শ্রেষ্ঠ নৃত্য পরিচালনার জন্য জি সিনে পুরস্কার
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Best Choreographer Official Listing"। ইন্ডিয়া টাইমস। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৯।