দোস্তানা (২০০৮-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দোস্তানা
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকতরুণ মনসুখানি
প্রযোজক
রচয়িতাকাহিনি ও চিত্রনাট্য:
তরুণ মনসুখানি
সংলাপ:
অন্বিতা দত্ত গুপ্তন
শ্রেষ্ঠাংশে
সুরকারসঙ্গীত:
বিশাল-শেখর
আবহ:
সেলিম-সুলেমান
চিত্রগ্রাহকঅয়নঙ্ক বোস
সম্পাদকমনন অজয় সাগর
প্রযোজনা
কোম্পানি
মুক্তি
  • ১৪ নভেম্বর ২০০৮ (2008-11-14)
স্থিতিকাল১৩৯ মিনিট[১]
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয়৪০ কোটি[২]
আয়৮৭.১৫ কোটি[২]

দোস্তানা তরুণ মনসুখানি পরিচালিত ২০০৮ সালের ভারতীয় হিন্দি ভাষার প্রণয়ধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র। ধর্ম প্রডাকশন্সের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন করণ জোহর। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন অভিষেক বচ্চন, জন আব্রাহামপ্রিয়াঙ্কা চোপড়া। গল্পে দেখা যায় স্যাম ও কুণাল নামে দুই যুবক নেহা নামে এক যুবতীর সাথে একই অ্যাপার্টমেন্টে থাকার জন্য সমকামী হওয়ার ভান করে এবং সময়ের পরিক্রমায় দুজনেই তার প্রেমে পড়ে।

দোস্তানা ২০০৮ সালের ১৪ই নভেম্বর মুক্তি পায় এবং সমালোচকদের নিকট থেকে প্রশংসা লাভ করে, তারা অভিনয়শিল্পীদের অভিনয়, তিন প্রধান অভিনয়শিল্পীর রসায়ন এবং পরিচালনা, সঙ্গীত, চিত্রগ্রহণ, হাস্যরস, পোশাক-পরিচ্ছদ এবং স্টাইলের প্রশংসা করে। চলচ্চিত্রটি বক্স অফিসে সফল হয় এবং ৮৭.১৫ কোটি রূপী আয়কারী চলচ্চিত্রটি ২০০৮ সালের অন্যতম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। ৫৪তম ফিল্মফেয়ার পুরস্কারে চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ অভিনেতা (বচ্চন), শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী (খের) ও শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক (বিশাল-শেখর)-সহ ৯টি মনোনয়ন লাভ করে।

অভিনয়শিল্পীদল[সম্পাদনা]

এই চলচ্চিত্রের অভিনয়শিল্পীরা হলেন:[৩]

সঙ্গীত[সম্পাদনা]

দোস্তানা
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ১০ অক্টোবর ২০০৮ (2008-10-10)
ঘরানাচলচ্চিত্রের সাউন্ডট্র্যাক
দৈর্ঘ্য৩০:৪৫
সঙ্গীত প্রকাশনীসনি বিএমজি
প্রযোজকবিশাল-শেখর
বিশাল-শেখর কালক্রম
বাচনা অ্যায় হাসিনো
(২০০৮)
দোস্তানা
(২০০৮)
আলাদিন
(২০০৯)

দোস্তানাটেমপ্লেট:'র সঙ্গীতায়োজন করেছেন বিশাল-শেখরঅন্বিতা দত্ত গুপ্তন তিনটি গান ও কুমার দুটি গানের গীত লিখেছেন।[৪] সঙ্গীতায়োজনের পাশাপাশি বিশাল দাদলানি চারটি গানে কণ্ঠ দেন এবং একটি গানের গীত লিখেন।[৪] এই অ্যালবামে ছয়টি মৌলিক গান রয়েছে, যেগুলোতে কণ্ঠ দিয়েছেন দাদলানি, শঙ্কর মহাদেবন, সুনিধি চৌহান, মাস্টার সলিম, শ্রেয়া ঘোষাল, আমানত আলি ও শান[৪] সনি মিউজিক ২০০৮ সালের ১০ই অক্টোবর সাউন্ডট্র্যাক অ্যালবামটি প্রকাশ করে।[৫]

গানের তালিকা[৬]
নং.শিরোনামগীতিকারকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."জানে কিউঁ"অন্বিতা দত্ত গুপ্তনবিশাল দাদলানি৪:৩৭
২."শাট আপ অ্যান্ড বাউন্স"অন্বিতা দত্ত গুপ্তনবিশাল দাদলানি, সুনিধি চৌহান৪:৩৭
৩."দেসি গার্ল"কুমারশঙ্কর মহাদেবন, সুনিধি চৌহান, বিশাল দাদলানি৫:০৬
৪."খবর নহিঁ"অন্বিতা দত্ত গুপ্তনবিশাল দাদলানি, শ্রেয়া ঘোষাল, আমানত আলি, রাজা হাসান৪:১৯
৫."মা ডা লাডলা"কুমারমাস্টার সলিম, সুনিধি চৌহান৪:০৫
৬."কুছ কম"বিশাল দাদলানিশান৫:৪০
মোট দৈর্ঘ্য:৩০:৪৯

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Dostana (2008)"ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন। ৩ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২৩ 
  2. "Dostana – Movie"বক্স অফিস ইন্ডিয়া। ২৫ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২৩ 
  3. "Dostana Cast & Crew"বলিউড হাঙ্গামা। ১৩ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২৩ 
  4. টুতেজা, জোগিন্দর (১৭ অক্টোবর ২০০৮)। "Dostana Music Review"বলিউড হাঙ্গামা। ১১ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২৩ 
  5. "Dostana Music Review"প্ল্যানেট বলিউড। ১৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২৩ 
  6. "Dostana (Original Motion Picture Soundtrack)"আইটিউন্স। ৬ অক্টোবর ২০০৮। ১১ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]