বে-ঈমান
বে-ঈমান | |
---|---|
চিত্র:বে-ঈমান চলচ্চিত্রের পোস্টার.jpg চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | সোহানলাল কানওয়ার |
প্রযোজক | সোহানলাল কানওয়ার |
রচয়িতা | সচিন ভৌমিক |
চিত্রনাট্যকার | রাম কেলকর |
কাহিনিকার | সচিন ভৌমিক |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | শঙ্কর জয়কিষণ |
চিত্রগ্রাহক | রাধু কর্মকার |
সম্পাদক | নন্দ কুমার |
প্রযোজনা কোম্পানি | ফিল্মনগর |
পরিবেশক | ফিল্মনগর |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১৪৭ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
আয় | ₹৫.৫০ কোটি |
বে-ঈমান সোহানলাল কানওয়ার পরিচালিত ১৯৭২ সালের ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন মনোজ কুমার, রাখী, প্রাণ ও প্রেম চোপড়া। চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যবসাসফল হয় এবং এটি সেই বছরের ৪র্থ শীর্ষ আয়কারী চলচ্চিত্র।[১]
চলচ্চিত্রটি ২০তম ফিল্মফেয়ার পুরস্কারে ৮টি বিভাগে মনোনয়ন থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্র-সহ ৭টি বিভাগে পুরস্কার লাভ করে।[২] এটি পরবর্তীকালে তামিল ভাষায় এন মগন (১৯৭০) নামে পুনর্নির্মিত হয়, এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন শিবাজি গণেশন।[৩]
অভিনয়শিল্পীদল[সম্পাদনা]
- মনোজ কুমার - মোহন / শ্যাম
- রাখী - সপ্না
- প্রাণ - কনস্টেবল রাম সিং
- প্রেম চোপড়া - দীপক দাস
- নাজিমা - মীনা
- প্রেমনাথ - ডি.আই.জি. গোপাল দাস
- সুলোচনা লতকর - মিসেস গোপাল দাস
- রাজ মেহরা - সেঠ জমনা দাস
- স্নেহলতা - কামিনী
- রাজপাল
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Top Earners 1972"। বক্স অফিস ইন্ডিয়া। ২০১০-০১-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২৩।
- ↑ "Filmfare Awards: Best Film 1953–2000"। ইন্ডিয়ান টাইমস। ১১ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২৩।
- ↑ কেলাচিকন (২৯ সেপ্টেম্বর ১৯৭৪)। "என் மகன் (En Magan)"। কল্কি (তামিল ভাষায়)। পৃষ্ঠা ২৭। ২৭ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২৩।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- ইন্টারনেট মুভি ডেটাবেজে বে-ঈমান (ইংরেজি)
বিষয়শ্রেণীসমূহ:
- ১৯৭২-এর চলচ্চিত্র
- হিন্দি ভাষার চলচ্চিত্র
- ১৯৭০-এর দশকের উর্দু ভাষার চলচ্চিত্র
- ১৯৭০-এর দশকের হিন্দি ভাষার চলচ্চিত্র
- ১৯৭২-এর নাট্য চলচ্চিত্র
- উর্দু ভাষার ভারতীয় চলচ্চিত্র
- ভারতীয় চলচ্চিত্র
- সোহানলাল কানওয়ার পরিচালিত চলচ্চিত্র
- শঙ্কর-জয়কিষণ সুরারোপিত চলচ্চিত্র
- অন্য ভাষায় পুনর্নির্মিত উর্দু চলচ্চিত্র
- অন্য ভাষায় পুনর্নির্মিত হিন্দি চলচ্চিত্র
- শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী
- শঙ্কর-জয়কিশন সুরারোপিত চলচ্চিত্র