কালা পানি (১৯৫৮-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কালা পানি
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকরাজ খোসলা
প্রযোজকদেব আনন্দ
রচয়িতাবাপ্পি সোনি
চিত্রনাট্যকারজি. আর. কমত
কাহিনিকারআনন্দ পাল
উৎসএ. জে. ক্রোনিন কর্তৃক 
বিয়ন্ড দিস প্লেস
শ্রেষ্ঠাংশে
সুরকারশচীন দেববর্মণ
চিত্রগ্রাহকভি. রাত্র
সম্পাদকধরম বীর
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকনবকেতন ফিল্মস
মুক্তি
  • ৯ মে ১৯৫৮ (1958-05-09)
স্থিতিকাল১৬৪ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
আয়প্রা. ১২ মিলিয়ন

কালা পানি রাজ খোসলা পরিচালিত ১৯৫৮ সালের ভারতীয় হিন্দি ভাষার থ্রিলার চলচ্চিত্র। এটি প্রযোজনা করেছেন দেব আনন্দ। এটি উত্তম কুমারছবি বিশ্বাস অভিনীত ১৯৫৫ সালের বাংলা ভাষার চলচ্চিত্র সবার উপরে-এর পুনর্নির্মাণ, যা মূলত এ. জে. ক্রোনিনের ১৯৫৩ সালের বিয়ন্ড দিস প্লেস উপন্যাস অবলম্বনে নির্মিত।[১] এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন দেব আনন্দ, মধুবালানলিনী জয়বন্ত। চলচ্চিত্রটির সঙ্গীতায়োজন করেছেন শচীন দেববর্মণ এবং গীত লিখেছেন মজরূহ সুলতানপুরি[২]

১৯৫৮ সালের ৯ই মে মুক্তির পর চলচ্চিত্রটি ব্যবসায়িক এবং সমালোচনার দিক থেকে সফল হয় এবং প্রধান চরিত্রে অভিনয়শিল্পীরা তাদের অভিনয়ের জন্য বিপুল প্রশংসিত হন।[৩] ৬ষ্ঠ ফিল্মফেয়ার পুরস্কারে চলচ্চিত্রটি শ্রেষ্ঠ অভিনেতাশ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে দুটি পুরস্কার লাভ করে।

অভিনয়শিল্পীদল[সম্পাদনা]

  • দেব আনন্দ - করণ মেহরা
  • মধুবালা - আশা
  • নলিনী জয়বন্ত - কিশোরী
  • আঘা - বদরু
  • মুকরি - মদহোশ
  • জনকীদাস - দৌলতচাঁদ
  • কিশোর সাহু - রাই বাহাদুর জসবন্ত রাই
  • কৃষণ ধবন - জুম্মন
  • সাপরু - দিওয়ান সরদারিলাল
  • নজির হুসেইন - ইনস্পেক্টর মেহতা
  • এম. এ. লতিফ শঙ্করলাল মেহরা
  • মুমতাজ বেগম - মিসেস মেহরা
  • রাশিদ খান - রামদাস
  • বীর সকুজা - ডেকান টাইমসের সম্পাদক
  • হীরা সাওয়ান্ত - কোঠেওয়ালি

সঙ্গীত[সম্পাদনা]

কালা পানি চলচ্চিত্রের সঙ্গীতায়োজন করেছেন শচীন দেববর্মণ এবং গীত লিখেছেন মজরূহ সুলতানপুরি

গানের তালিকা
নং.শিরোনামকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."হাম বেখুদি মেঁ তুমকো"মোহাম্মদ রফি 
২."আচ্ছা জি ম্যাঁয় হারি"মোহাম্মদ রফি, আশা ভোসলে 
৩."দিলওয়ালে ও দিলওয়ালে"মোহাম্মদ রফি, আশা ভোসলে 
৪."নজর লাগি রাজা"আশা ভোসলে 
৫."দিল লগাকে কদর গয়ি"আশা ভোসলে 
৬."জব নাম-এ-মোহব্বত"আশা ভোসলে 

পুরস্কার[সম্পাদনা]

৬ষ্ঠ ফিল্মফেয়ার পুরস্কার[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ইউ, সাইয়াম জেড. (২০১২)। Houseful The Golden Years of Hindi Cinema (ইংরেজি ভাষায়)। ওম বুকস ইন্টারন্যাশনাল। আইএসবিএন 9789380070254 
  2. "Hindi film Kala Paani screened"দ্য পাইয়োনিয়ার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৩ 
  3. "Kala Pani - Lifetime Box Office Collection, Budget, Reviews, Cast, etc"বেস্ট অব দ্য ইয়ার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৩ 
  4. "The Winners 1958"দ্য টাইমস অব ইন্ডিয়া। ২০১২-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]