ববি দেওল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ববি দেওল
Bobby Deol at Femina Miss India Grand Finale 2018.jpg
২০১৮ সালে ববি দেওল
জন্ম
বিজয় সিং দেওল

(1969-01-27) ২৭ জানুয়ারি ১৯৬৯ (বয়স ৫৪)[১]
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৭৭,১৯৯৫-বর্তমান
দাম্পত্য সঙ্গীতানিয়া দেওল
সন্তানঅরামন দেওল
ধর্ম দেওল
পিতা-মাতাধর্মেন্দ্র
প্রকাশ কাঊর
আত্মীয়সানি দেওল (ভাই)

অভয় দেওল (কাজিন)
এশা দেওল (সৎ বোন)
অহনা দেওল (সৎ বোন)

হেমা মালিনী(সৎ মা)

ববি দেওল (জন্ম বিজয় সিং দেওল, ২৭ জানুয়ারী, ১৯৬৯ )[২] একজন ভারতীয় অভিনেতা। তিনি বলিউড অভিনেতা ধর্মেন্দ্রের পুত্র ও সানি দেওলের ভাই।

দেওল ১৯৯৫ সালে বারসাত সিনেমায় তার ভূমিকার জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিষেক পুরস্কার লাভ করেন এবং পরে ২০০২ সালে হামরাজ সিনেমায় তার অভিনয়ের জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জন্য মনোনীত হয়েছিলেন।

চলচ্চিত্র[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "BOBBY DEOL BRINGS IN HIS 48TH BIRTHDAY WITH FRIENDS AND FAMILY"Mumbai Mirror। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৭ 
  2. "I wish I get very busy with work this year: Bobby Deol"Daily News and Analysis। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]