ছোটি সি বাত
ছোটি সি বাত | |
---|---|
পরিচালক | বসু চ্যাটার্জী |
প্রযোজক | বিআর চোপড়া |
রচয়িতা | শরদ জোশী, বসু চ্যাটার্জী (সংলাপ) |
চিত্রনাট্যকার | বসু চ্যাটার্জী |
শ্রেষ্ঠাংশে | অমল পালেকর বিদ্যা সিনহা |
সুরকার | সলিল চৌধুরী |
চিত্রগ্রাহক | কে কে মহাজন |
সম্পাদক | ভিএন মায়েকর |
মুক্তি | ৯ জানুয়ারী ১৯৭৬ |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
ছোটি সি বাত (হিন্দি: छोटी सी बात, বাংলা: ছোটো খাটো কথা) হচ্ছে ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র। এক পুরুষের কার্যালয়ের এক সহকর্মী নারীকে তার নিজের প্রতি আকৃষ্ট করার চেষ্টার কাহিনী হচ্ছে এই চলচ্চিত্র। অমল পালেকর এবং বিদ্যা সিনহা চলচ্চিত্রটির মুখ্য ভূমিকায় ছিলেন। বসু চ্যাটার্জী পরিচালিত এই চলচ্চিত্রটির কাহিনী লিখেছিলেন শরদ জোশী এবং সংলাপ বসুর নিজের লেখা ছিলো, প্রযোজক ছিলেন বিআর চোপড়া এবং বসু চিত্রনাট্য পরিচালনার কাজও করেছিলেন। বসু শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার বিভাগে মনোনয়ন পেয়েছিলেন।[১][২][৩]
সারাংশ
[সম্পাদনা]অরুণ প্রদীপ নামের এক তরুণ নিজের অফিসের এক তরুণীর (প্রভা) মন জয়ের চেষ্টা করে কারণ সে তার সঙ্গে প্রেম করতে চায়, তরুণীটি অরুণকে অসভ্য ভাবে কারণ অরুণ মেয়েদের সঙ্গে কথা বলতে পারঙ্গম নয়; অরুণের আরেক সহকর্মী নাগেশ ঠিকই মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করে। হতাশ অরুণ একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার কাছে যায় যার নাম কর্নেল জুলিয়াস নাগেন্দ্রনাথ সিংহ, তিনি অরুণকে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করার ব্যাপারে অনেক প্রশিক্ষণ দেন হাতে-কলমে, কর্নেলের নিজের অনেক কর্মচারী মেয়ে আছে যারা অরুণকে সাহায্য করে এই ব্যাপারে।
অরুণ কর্নেলের কাছ থেকে সাহায্য নিয়ে প্রভার সঙ্গে বন্ধুত্ব করতে সক্ষম হয়।
চরিত্র রূপায়নে
[সম্পাদনা]- অমল পালেকর - অরুন প্রদীপ
- বিদ্যা সিনহা - প্রভা নারায়ণ
- অশোক কুমার - কর্নেল নগেন্দ্রনাথ সিংহ
- কমিলা বির্ক - কর্নেল সিংহের সহকারী
- অস্রনি - নাগেশ শাস্ত্রী
সঙ্গীত
[সম্পাদনা]সকল গানের গীতিকার যোগেশ; সকল গানের সুরকার সলিল চৌধুরী।
নং. | শিরোনাম | গায়ক-গায়িকা | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "জানেমান জানেমান তেরে দো নায়ান" | কে জে জেসুদাস, আশা ভোসলে | |
২. | "না জানে কিউ হোতা হে ইয়ে যিন্দেগী কে সাথ" | লতা মঙ্গেশকর | |
৩. | "ইয়ে দিন কিয়া আয়ে" | মুকেশ |
পুরস্কার
[সম্পাদনা]বছর | বিষয়শ্রেণী | অভিনয়/প্রযোজনা সদস্য | অবস্থা |
---|---|---|---|
১৯৭৭ | শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার | বসু চ্যাটার্জী[৪] | বিজয়ী |
শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার | বি আর চোপড়া (বিআর ফিল্মসের জন্য) | মনোনীত | |
শ্রেষ্ঠ পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার | বসু চ্যাটার্জী | মনোনীত | |
শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার | অমল পালেকর | মনোনীত | |
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার | অশোক কুমার | মনোনীত | |
শ্রেষ্ঠ কৌতুকাভিনয়শিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার | অস্রনি | মনোনীত |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Box Office 1975"। Box Office India। ২০ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০২-১৩।
- ↑ ক খ "1st Filmfare Awards 1953" (পিডিএফ)। ১২ জুন ২০০৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ https://www.thehindubusinessline.com/blink/watch/working-it-out/article7587102.ece
- ↑ "Best Screenplay Award"। Filmfare Award Official Listings, Indiatimes। ২৯ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে ছোটি সি বাত (ইংরেজি)