শফিকুল ইসলাম খোকা
শফিকুল ইসলাম খোকা | |
---|---|
![]() | |
জামালপুর-৩ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৮৬ – ১৯৯০ | |
চেয়ারম্যান- জামালপুর পৌরসভা | |
কাজের মেয়াদ ১৯৮৪ – ১৯৮৬ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ৩ আগস্ট ১৯৪৭ জামালপুর জেলা |
মৃত্যু | ১৫ সেপ্টেম্বর ২০১৭ ইউনাইটেড হাসপাতাল, ঢাকা |
সমাধিস্থল | জামালপুর পৌর কবরস্থান |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
অন্যান্য রাজনৈতিক দল | জাতীয় পার্টি (১৯৮৮-১৯৯০) |
সন্তান | ৪ মেয়ে ও ১ ছেলে |
শফিকুল ইসলাম খোকা (৩ আগস্ট ১৯৪৭-১৫ সেপ্টেম্বর ২০১৭) বাংলাদেশের জামালপুর জেলার রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।[১][২][৩]
প্রাথমিক জীবন[সম্পাদনা]
শফিকুল ইসলাম খোকা ৩ আগস্ট ১৯৪৭ সালে জামালপুর জেলার ঝাউগড়ায় জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক ও কর্মজীবন[সম্পাদনা]
শফিকুল ইসলাম খোকা জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন। তিনি ১৯৮৪ সালে বাকশালের মনোনয়নে জামালপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন।[৪] ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের নেতৃত্বাধীন আট দলের প্রার্থী হিসেবে জামালপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[২] পরে তিনি জাতীয় পার্টিতে যোগ দিয়ে একই আসন থেকে ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।[৩] পরবর্তী সময়ে আওয়ামী লীগে যোগ দিয়ে জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন শফিকুল ইসলাম খোকা।[১]
মৃত্যু[সম্পাদনা]
শফিকুল ইসলাম খোকা ১৫ সেপ্টেম্বর ২০১৭ সালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন তাকে জামালপুর পৌর কবরস্থান সমাহিত করা হয়।[১][৪][৫]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ "জামালপুরের সাবেক এমপি শফিকুল ইসলাম খোকার ইন্তেকাল"। এনটিভি অনলাইন। ১৫ সেপ্টেম্বর ২০১৭। ২২ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২০।
- ↑ ক খ "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২০।
- ↑ ক খ "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২০।
- ↑ ক খ "সাবেক এমপি শফিকুল ইসলাম আর নেই"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৬ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২০।
- ↑ "জামালপুরের সাবেক এমপি শফিকুল ইসলাম খোকার ইন্তেকাল | বাংলাদেশ প্রতিদিন"। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ১৫ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২০।