বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:আলোচনাসভা/সংগ্রহশালা/২০২১/৩-৪

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলোচনাসভার সংগ্রহশালা
+ জানুয়ারি - এপ্রিল মে - আগস্ট সেপ্টেম্বর - ডিসেম্বর
২০০৪/০৫ সবচেয়ে পুরাতন
২০০৬ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০০৭ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০০৮ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০০৯ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১০ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১১ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১২ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৩ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৪ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৫ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৬ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৭ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৮ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০১৯ ১ থেকে ৪ ৫ থেকে ৮ ৯ থেকে ১২
২০২০ ১ থেকে ৪ ৫ - ৬ ৭ - ৮ ৯ -১০ ১১ - ১২
২০২১ ১ - ২ ৩ - ৪ ৫ - ৬ ৭ - ৮ ৯ - ১০ ১১ - ১২
২০২২ ১ - ২ ৩ - ৪ ৫ - ৬ ৭ - ৮ ৯ - ১০ ১১ - ১২
২০২৩ ১ - ২ ৩ - ৪ ৫ - ৬ ৭ - ৮ ৯ - ১০ ১১ - ১২
২০২৪ ১ - ২ ৩ - ৪ ৫ - ৬ ৭ - ৮ ৯ - ১০ ১১ - ১২
সংগ্রহশালার সূচিপত্র‎‎

উইকিফাংশনস লোগো প্রতিযোগিতা

সর্বজনীন আচরণবিধির প্রয়োগ সংক্রান্ত আলোচনার শেষ দিন চলমান

সুধী,

আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, সর্বজনীন আচরণবিধির প্রয়োগ সংক্রান্ত আলোচনার আজ রবিবার-ই শেষ দিন।

তাই অনুগ্রহপূর্বক শীঘ্রই এ সংক্রান্ত গুগল ফর্ম জরিপ বা উইকির আলোচনা পাতায় অংশ নিন।

ধন্যবাদ। — তানভির রহমানআলাপ১৩:২৭, ৭ মার্চ ২০২১ (ইউটিসি)

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে চলমান নিবন্ধ প্রতিযোগিতার নতুন বিষয়

প্রিয় সবাই, আজ, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে চলমান অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১-এর নিবন্ধ তালিকায় নতুন বিষয় যুক্ত করা হয়েছে। আপনাদেরকে বিশেষভাবে এ সকল নিবন্ধে কাজ করার আমন্ত্রণ জানাচ্ছি, যেন গুরুত্বপূর্ণ এ সকল ব্যাপারে বাংলায় বিশ্বব্যাপী সবাই প্রয়োজনীয় তথ্য বিস্তারিতভাবে পেতে পারে। ধন্যবাদ। অংকন (আলাপ) ১৩:৪৪, ৮ মার্চ ২০২১ (ইউটিসি)

CIS-A2K Newsletter February 2021

Hello,
CIS-A2K has published their newsletter for the month of February 2021. The edition includes details about these topics:

  • Wikimedia Wikimeet India 2021
  • Online Meeting with Punjabi Wikimedians
  • Marathi Language Day
  • Wikisource Audiobooks workshop
  • 2021-22 Proposal Needs Assessment
  • CIS-A2K Team changes
  • Research Needs Assessment
  • Gender gap case study
  • International Mother Language Day

Please read the complete newsletter here.
If you want to subscribe/unsubscribe this newsletter, click here.

MediaWiki message delivery (আলাপ) ১৭:২৪, ৮ মার্চ ২০২১ (ইউটিসি)

WMF Community Board seats: Upcoming panel discussions

As a result of the first three weeks of the call for feedback on WMF Community Board seats, three topics turned out to be the focus of the discussion. Additionally, a new idea has been introduced by a community member recently: Candidates resources. We would like to pursue these focus topics and the new idea appropriately, discussing them in depth and collecting new ideas and fresh approaches by running four panels in the next week. Every panel includes four members from the movement covering many regions, backgrounds and experiences, along with a trustee of the Board. Every panel will last 45 minutes, followed by a 45-minute open mic discussion, where everyone’s free to ask questions or to contribute to the further development of the panel's topics.

To counter spamming, the meeting link will be updated on the Meta-Wiki pages and also on the Telegram announcements channel, 15 minutes before the official start.

Let me know if you have any questions, KCVelaga (WMF), ০৮:৩৬, ১০ মার্চ ২০২১ (ইউটিসি)

বানান সংশোধন

উইকিতে Preview এর বাংলা পরিভাষা হিসেবে প্রাক্ দর্শন লেখা হয়। প্রকৃত বানান হবে--প্রাগ্ দর্শন। — সিতাংশু কর (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@সিতাংশু কর: অনুগ্রহ করে প্রাক্ ও প্রাগ্ শব্দ দুইটির পার্থক্য কি বলুন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০২, ১১ মার্চ ২০২১ (ইউটিসি)

[Small wiki toolkits] Workshop on "Debugging/fixing template errors" - 27 March

As part of the Small wiki toolkits (South Asia) initiative, we are happy to announce the third workshop of this year. The workshop will be on "Debugging/fixing template errors", and we will learn how to address the common template errors on wikis (related but not limited to importing templates, translating them, Lua, etc.).

Note: We are providing modest internet stipends to attend the workshops, for those who need and wouldn't otherwise be able to attend. More information on this can be found on the registration page.

Regards, Small wiki toolkits - South Asia organizers, ০৭:০১, ১৬ মার্চ ২০২১ (ইউটিসি)

গ্রোথ দলের নিউজলেটার #১৭

গ্রোথ দলের সপ্তদশ নিউজলেটারে আপনাকে স্বাগতম!

গ্রোথ দলের লক্ষ্য হল সফটওয়্যারজনিত পরিবর্তনের মাধ্যমে মধ্যম আকারের উইকিমিডিয়া প্রকল্পসমূহে নবাগতদের ধরে রাখতে সহায়তা করা।

কাঠামোবদ্ধ কাজ

একটি লিঙ্ক যুক্ত করুন: গ্রোথ দল আমাদের প্রথম "কাঠামোবদ্ধ কাজ" নিয়ে প্রকৌশলগত কাজ চালিয়ে যাচ্ছে, যার মাধ্যমে নিবন্ধে উইকিলিঙ্ক যুক্ত করার কাজটি ভেঙে সহজ কিছু কার্যপ্রণালীর আওতায় নিয়ে আসা হবে। এর মাধ্যমে নবাগতদের একটি অ্যালগোরিদম দিয়ে কিছু শব্দ ও বাক্যাংশের পরামর্শ দেয়া হবে, যা অন্য নিবন্ধের সাথে সংযুক্ত হতে পারে।

একটি ছবি যুক্ত করুন: যদিও আমরা আমাদের প্রথম কাঠামোবদ্ধ কাজটি নির্মাণ করছি, একই সাথে আমরা পরবর্তী কাজ নিয়েও চিন্তা করছি। "একটি ছবি যুক্ত করুন" কাঠামোবদ্ধ কাজের মাধ্যমে যেসকল নিবন্ধে ছবি নেই, সে সকল নিবন্ধের ক্ষেত্রে নবাগতদেরকে উইকিমিডিয়া কমন্স থেকে ছবির পরামর্শ দেয়া হবে। এটা একটা আশাব্যাঞ্জক ভাবনা, এবং এক্ষেত্রে অনেক দিক নিয়ে চিন্তা করতে হচ্ছে। আমরা ইতিমধ্যে সম্প্রদায়ের সদস্যদের থেকে অনেক কিছু জেনেছি। আমরা সবাইকে প্রকল্প পাতা দেখার জন্য এবং আলোচনায় অংশ নেয়ার জন্য উৎসাহিত করছি।

আগামীর পথ: আরো উইকি গ্রোথ বৈশিষ্ট্য পেতে যাচ্ছে

গত নভেম্বরে গ্রোথ দল নবাগতদের কাজের প্রভাব সম্পর্কিত বিশ্লেষণ প্রকাশ করেছে। আমরা ঘোষণা দিয়েছিলাম, যে আমরা দেখতে পেয়েছি গ্রোথ বৈশিষ্ট্য এবং বিশেষত নবাগতদের কাজ নবাগতদের থেকে সম্পাদনার পরিমাণ বাড়িয়েছে। এই ফলাফলের ভিত্তিতে আমরা মনে করি সকল উইকিপিডিয়ার উচিত এই বৈশিষ্ট্যসমূহ চালু করা।

আমরা আরো বিভিন্ন উইকির সাথে সংযুক্ত হয়ে এই বৈশিষ্ট্যাবলী প্রয়োগ করার কথা ভাবছি, এর মধ্যে সকল আকারের উইকিপিডিয়া অন্তর্ভুক্ত। বাংলা উইকিপিডিয়া সম্প্রতি গ্রোথ বৈশিষ্ট্য ব্যবহার করতে শুরু করেছে। ড্যানিশ, থাই, ইন্দোনেশিয়, এবং রোমানিয় উইকিপিডিয়াতে দ্রুতই এ বৈশিষ্ট্য চালু হতে যাচ্ছে। এ সম্পর্কিত প্রশ্নের জন্য আমাদেরকে জানান

আমরা অনুবাদকের সন্ধানে আছি যারা এই ইন্টারফেস অনুবাদ করতে পারবে। Translatewiki.net-এ অনুবাদের কাজ করা হয় (এখানে কাজ করার জন্য উইকিমিডিয়া ব্যতীত অন্য একটি অ্যাকাউন্টের প্রয়োজন)। যেসকল সম্প্রদায়ে ইতিমধ্যে গ্রোথ বৈশিষ্ট্য চালু আছে, তাদেরকে অনুবাদ যাচাই করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। এখানে অনুবাদের কাজগুলো দেখুন।

প্রকারভেদ পরীক্ষণ

আগের নিউজলেটারে উল্লেখ করা হয়েছিল, আমরা নবাগতদের নীড়পাতার দুইটি প্রকারভেদ নিয়ে পরীক্ষা করেছি। এর মাধ্যমে আমরা দেখতে চেয়েছি কোন সংস্করণ বেশি পরিমাণ পরামর্শকৃত সম্পাদনা শেষ করার ক্ষেত্রে কার্যকরী। আমরা পরীক্ষণটি শেষ করেছি, এবং জেনেছি যে এদের মধ্যে একটি ধরণের ফলে ডেস্কটপে বেশি সম্পাদনা করা হয়েছে, অন্যদিকে অপর ধরণের ফলে মোবাইলে বেশি সম্পাদনা হয়েছে। এর ভিত্তে, আমরা প্রতিটি প্ল্যাটফর্মে নবাগতদের জন্য সবচেয়ে কার্যকরী প্রকারভেদটি প্রয়োগ করব।

মেন্টরদের জন্য সংবাদ

মেন্টর ড্যাশবোর্ড: আমরা বিভিন্ন সম্প্রদায়ের মেন্টরদের সাক্ষাৎকার নিয়েছি। এর কারণ আমরা মেন্টর ড্যাশবোর্ড বৈশিষ্ট্য নিয়ে ভাবছি, যার মাধ্যমে মেন্টরগণ তাদের পরামর্শগ্রহীতাদের উন্নতির ব্যাপারে ওয়াকেবহাল থাকতে পারবেন। আমরা সকল মেন্টরদের উৎসাহিত করব এ সকল সরঞ্জাম নিয়ে তাদের চিন্তা জানানোর জন্য।

মেন্টরদের জন্য জাদুশব্দ: বর্তমানে একটি জাদুশব্দ, {{#mentor}}, ব্যবহার করা সম্ভব, যার মাধ্যমে নবাগতদের মেন্টরের নাম দেখা যাবে। এটি স্বাগত বার্তা, ব্যবহারকারী বাক্স, ইত্যাদিতে প্রয়োগ করা যেতে পারে।

সাহায্য প্যানেলের বদলে প্রশ্ন সরাসরি মেন্টরদের কাছে যাচ্ছে: অধিকাংশ উইকিতে সাহায্য প্যানেল ব্যবহার করার সময় নবাগতরা সাহায্যকেন্দ্রে প্রশ্ন জিজ্ঞাসা করেন। চেক উইকিপিডিয়াতে আমরা এই প্রশ্ন সাহায্যকেন্দ্রের বদলে সরাসরি মেন্টরদের পাঠানোর মাধ্যমে পরীক্ষা করেছি। এর মাধ্যমে নবাগতদের অভিজ্ঞতা আরো সহজ হয়ে ওঠে, এবং মেন্টরশিপ প্রশ্ন কেবলমাত্র এর ৩০% বৃদ্ধি পায়। আমরা বর্তমানে এই পরিবর্তন আরবি, বাংলা, ফরাসি, এবং ভিয়েতনামিয় উইকিপিডিয়াতে প্রয়োগ করেছি এবং এটাকে সহজাত (ডিফল্ট) অভিজ্ঞতা হিসেবে তৈরি করছি।

গ্রোথ দলের নিউজলেটার প্রস্তুত করেছে গ্রোথ দল এবং বার্তা রেখেছে Ankan (WMF)মতামত দিনসাবস্ক্রাইব বা আনসাবস্ক্রাইব করুন


অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১-এর সময়সীমা বৃদ্ধি প্রসঙ্গে

সুধী,

আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আয়োজকদলের সিদ্ধান্তক্রমে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১-এর সময়সীমা আগামী রবিবার, ১১ এপ্রিল ২০২১ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। — তানভির১৪:৪৩, ২২ মার্চ ২০২১ (ইউটিসি)

কাপড়ে সৌন্দর্য বর্ধনে ব্যবহৃত ব্রোচ ও ফিবুলা এর সম্পর্কে প্রবন্ধ বিষয়ক

ব্রোচ ,Brooch (https://en.wikipedia.org/wiki/Brooch?wprov=sfla1) ও ফিবুলা, fibula (https://en.wikipedia.org/wiki/Fibula_%28brooch%29?wprov=sfla1) আমরা প্রায় অনুষ্ঠানে কাপড়ের সৌন্দর্য বর্ধনে ব্যবহার করি। এটির প্রচলন ইতিহাস ও বিবর্তন সম্পর্কে প্রবন্ধ কি ইতিপূর্বে অন্য কোন নামে আছে? — Nazrul Islam Nahid Majumder (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Nazrul Islam Nahid Majumder: না, বাংলা উইকিতে এই দুটির উপর কোন প্রবন্ধ/নিবন্ধ তৈরি হয়নি। আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৪০, ৩১ মার্চ ২০২১ (ইউটিসি)

সর্বজনীন আচরণবিধির প্রয়োগ সংক্রান্ত অন্যান্য আলোচনা

সুধী,

বাংলা উইকিপিডিয়াসহ অন্যান্য প্রকল্পে সর্বজনীন আচরণবিধি সংক্রান্ত আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আলোচনার প্রতিবেদনগুলো আগামী সপ্তাহে প্রকাশিত হবে। তবে আপনারা হয়তো প্রত্যক্ষ করে থাকবেন যে, সর্বজনীন আচরণবিধির প্রয়োগ সংক্রান্ত নতুন কিছু আলোচনা ইতোমধ্যেই শুরু হয়েছে। অনুগ্রহ করে লক্ষ্য করুন যে, এই আলোচনা-পরামর্শ কোনোভাবেই ফেব্রুয়ারিতে হয়ে যাওয়া আমাদের আলোচনা-পরামর্শকে অগ্রাহ্য বা বাতিল করে দেয় না। সামনের আলোচনাগুলো মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মতো যেসকল প্রকল্পে সুনির্ধারিত আলোচনা হয়নি তাদেরকেও সর্বজনীন আচরণবিধির প্রয়োগ সংক্রান্ত আলোচনায় সামিল করা। তদুপরি আপনি যদি মেটা-উইকির এই আলোচনায় অংশগ্রহণ ও বাড়তি কোনো মতামত প্রদান করতে চান তবে আপনি অবশ্যই তা করতে পারেন।

আপনার যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে তবে আমার সাথে যোগাযোগ করার অনুরোধ করছি। ধন্যবাদ ও শুভকামনা। — তানভির রহমানআলাপ১৮:২৪, ৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)

Universal Code of Conduct – 2021 consultations

Universal Code of Conduct Phase 2

দয়া করে আপনার ভাষায় অনুবাদ করতে সাহায্য করুন

The Universal Code of Conduct (UCoC) provides a universal baseline of acceptable behavior for the entire Wikimedia movement and all its projects. The project is currently in Phase 2, outlining clear enforcement pathways. You can read more about the whole project on its project page.

Drafting Committee: Call for applications

The Wikimedia Foundation is recruiting volunteers to join a committee to draft how to make the code enforceable. Volunteers on the committee will commit between 2 and 6 hours per week from late April through July and again in October and November. It is important that the committee be diverse and inclusive, and have a range of experiences, including both experienced users and newcomers, and those who have received or responded to, as well as those who have been falsely accused of harassment.

To apply and learn more about the process, see Universal Code of Conduct/Drafting committee.

2021 community consultations: Notice and call for volunteers / translators

From 5 April – 5 May 2021 there will be conversations on many Wikimedia projects about how to enforce the UCoC. We are looking for volunteers to translate key material, as well as to help host consultations on their own languages or projects using suggested key questions. If you are interested in volunteering for either of these roles, please contact us in whatever language you are most comfortable.

To learn more about this work and other conversations taking place, see Universal Code of Conduct/2021 consultations.

-- Xeno (WMF) (talk) ২১:৫৩, ৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)

সালমা সুলতানা নিয়ে নিবন্ধ

কৃষিক্ষেত্রে যারা অবদান রাখে শুধুমাত্র তাদেরকেই নোরমান বোরলগ পুরস্কার দেয়া হয়। এটি ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের পক্ষ থেকে দেয়াহ হয়। সালমা সুলতানা একজন নারী এবং বাংলাদেশি। ২০২০ সালে এই পুরস্কারটি তিনি পেয়েছিলেন। ডেইলি স্টারসহ আরো কয়েকটি দৈনিক পত্রিকা এই খবরটি প্রকাশ করেছে। আমার প্রশ্ন, সালমা সুলতানা নিয়ে যদি নিবন্ধ লেখা হয় সেটি কি উইকিপিডিয়ায় থাকার মতো উল্লেখযোগ্য হবে? জাতীয় দৈনিকে প্রকাশিত কিছু লিংক দিয়ে দিচ্ছিঃ

অগ্রিম ধন্যবাদান্তে - --রাফি * জিজ্ঞাসা ১৩:১৩, ৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)

হ্যা, আমার কাছে তাকে গবেষক (উচ্চশিক্ষায়তনিক ব্যক্তিত্ব হিসাবে উত্তীর্ণ মনে হচ্ছে, বোরলগ পুরস্কার নামেও ইংরেজি-বাংলাতে নিবন্ধ রয়েছে। -- Prodipto Deloar (আলাপ) ১৯:৩১, ১১ এপ্রিল ২০২১ (ইউটিসি)

কিছু ভুল করেছি

টেমপ্লেট:ভারত-রাজনীতিবিদ-অসম্পূর্ণ এই টেমপ্লেট আগে থেকেই আছে । তবে হয়েছি কি,আমি টেমপ্লেট:India-politician-stub তৈরি করে ফেলেছি। এডমিন দের কে এটা মুছে দেওয়ার অনুরোধ করছি। ধন্যবাদ।20kb (আলাপ) ১৪:০৫, ১১ এপ্রিল ২০২১ (ইউটিসি)

@20kb: পুনর্নির্দেশ  করা হয়েছে37.111.229.242 (আলাপ) ১৪:১৮, ১১ এপ্রিল ২০২১ (ইউটিসি)

আপনি কিভাবে পুনর্নির্দেশ করলেন।আমি কি পুনর্নির্দেশ করতে পারি? এবং কিভাবে? আমি শিখতে আগ্ৰহী।20kb (আলাপ) ১৪:২৫, ১১ এপ্রিল ২০২১ (ইউটিসি)

@20kb যদি পাতাকে -তে পুননির্দেশ করতে চান, তবে পাতাতে যেয়ে সব লেখা মুছে দিয়ে #পুননির্দেশ [[খ]] লিখলেই হবে। পাতার লেখা মুছে ফেলার আগে সবকিছু বুঝে নিবেন। আশা করি সে বিষয়ে বেশিকিছু আপনাকে বলা লাগবে না, আপনি নিজেই বুঝবেন কখন পুননির্দেশ করা উচিত বা কখন উচিত নয়। হীরক রাজা ১৫:৫৮, ১১ এপ্রিল ২০২১ (ইউটিসি)

সকল উইকিতে শীঘ্রই লাইন নাম্বারিং আসছে

-- Johanna Strodt (WMDE) ১৫:০৭, ১২ এপ্রিল ২০২১ (ইউটিসি)

উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০২১/রমজান

শুভেচ্ছা নিন। রমজান মাস ও রোজা উপলক্ষে রমজান এডিটাথন ২০২১-এর আয়োজন করা হয়েছে। এই এডিটাথন পুরো রমজান মাস জুড়ে চলবে। সকলকে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৫:২০, ১৩ এপ্রিল ২০২১ (ইউটিসি)

বাংলা উইকিপিডিয়ায় সর্বজনীন আচরণবিধির প্রয়োগ সংক্রান্ত আলোচনার সারাংশ প্রকাশিত হয়েছে

সুধী,

সর্বজনীন আচরণবিধির প্রয়োগ সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণের জন্য বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্প্রদায়ের জ্ঞাতার্থে এই আলোচনার সারাংশ বাংলা উইকিপিডিয়ামেটা-উইকিতে প্রকাশিত হয়েছে।

এই আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে আমাদের প্রিয় উইকিপিডিয়াকে সুন্দর ও নিরাপদ রাখতে সহায়তা করায় আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সবাই সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন। — তানভির রহমানআলাপ০৪:৪১, ১৬ এপ্রিল ২০২১ (ইউটিসি)

নবাগতদের জন্য বিশেষ গবেষণা স্থগিত

প্রিয় সবাই, গত বছরের নভেম্বরে নবাগতদের জন্য বিশেষ গবেষণা শীর্ষক একটি প্রস্তাবনা দিয়েছিলাম। উইকিমিডিয়া ফাউন্ডেশনের সাথে যৌথভাবে একাধিক গবেষণা পরিচালনাকারী সংস্থা ক্যাটল্যাব আয়োজিত এই গবেষণায় বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় অংশ নেয়ার ব্যাপারে আপনারা সবাই একমত হয়েছিলেন। দুঃখজনকভাবে অংশগ্রহণকারী একটি উইকিপিডিয়া সম্প্রদায় এ গবেষণায় আর যুক্ত না থাকতে পারায় গবেষণার কাজটি স্থগিত করা হয়েছে। ক্যাটল্যাব বাংলা উইকির সাথে কাজ করতে পারায় আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা জানিয়েছে এবং এই গবেষণার কাজটি সমাপ্ত না হওয়ায় দুঃখপ্রকাশ করেছে। তবে ভবিষ্যতে তারা বাংলা উইকিপিডিয়ায় সাথে সম্ভব হলে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। ধন্যবাদ। ― অংকন (আলাপ) ১৪:৪৪, ১৭ এপ্রিল ২০২১ (ইউটিসি)

[Small wiki toolkits] Workshop on "Designing responsive main pages" - 30 April (Friday)

As part of the Small wiki toolkits (South Asia) initiative, we would like to announce the third workshop of this year on “Designing responsive main pages”. The workshop will take place on 30 April (Friday). During this workshop, we will learn to design main pages of a wiki to be responsive. This will allow the pages to be mobile-friendly, by adjusting the width and the height according to various screen sizes. Participants are expected to have a good understanding of Wikitext/markup and optionally basic CSS.

Details of the workshop are as follows:

If you are interested, please sign-up on the registration page at https://w.wiki/3CGv.

Note: We are providing modest internet stipends to attend the workshops, for those who need and wouldn't otherwise be able to attend. More information on this can be found on the registration page.

Regards, Small wiki toolkits - South Asia organizers, ১৫:৫১, ১৯ এপ্রিল ২০২১ (ইউটিসি)

Intimation about the Research Proposal on Gender Gap

Dear Wikimedians,

Hope you are doing well. We would like to inform you that we (User: Praveenky1589 and User: Nitesh Gill) have proposed a research project for Project Grant. The study will focus on analyzing gender-based differences in leadership of Indian Wikimedia communities. The purpose of the research project is to analyse the growth of projects under different leadership, reasons behind the difference in engagement, contribution and iterations of the project. It also aims to study-

How male and female leadership impacts volunteer contribution and their retention?

The output of events under different leadership and the future of projects and leaders.

The study will be conducted on the last 5 years of online and offline activities. For knowing more about the project please visit the proposal page and share your valuable feedback and suggestions on the talk page. We look forward to refining it more following your valuable inputs and questions.

Thank you Nitesh Gill (আলাপ) ১৯:৩৮, ১৯ এপ্রিল ২০২১ (ইউটিসি)

অনুচ্ছেদ অনুবাদ সম্পর্কে নতুন তথ্য

সময়োচীত নিবেদন

ভাষা দলের পক্ষ থেকে অনুচ্ছেদ অনুবাদ ব্যবস্থার উন্নতির উদ্দেশ্যে আমাদের সাম্প্রতিক কাজ সম্পর্কে আপনাদের অবগত করতে এই বার্তা। বাংলা উইকিপিডিয়াতে অনুচ্ছেদ অনুবাদ ব্যবস্থা সক্রিয় করার পূর্বে ও পরে হওয়া একাধিক রিসার্চ সেশানের মাধ্যমে আপনাদের অনেকের থেকে প্রাপ্ত মূল্যবান মতামতের ভিত্তিতে মূলত এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই পর্যায়ের জন্য চিহ্নিত উন্নতি

নিম্নলিখিত ক্ষেত্রে আমরা পরিবর্তন করতে আরম্ভ করেছি:

অনুচ্ছেদ অনুবাদ বৈশিষ্ট্যটি আপাতত নিয়মিতভাবে পরিবর্তিত হচ্ছে ও ভবিষ্যতে আরো উন্নত করা হবে। আমরা জানি যে আপনারা আরো অনেকগুলি বিষয় সম্পর্কে উদ্বেগ জানিয়েছিলেন, কিন্তু এই মুহুর্তে আমরা উপরোক্ত বিষয়গুলিকেই প্রাধান্য দিতে পেরেছি। এই কাজ সম্পন্ন হলে, ও পরবর্তী পর্যায়ের পরিকল্পনা নির্ধারিত হলে আমরা আবার আপনাদেরকে সুচীত করব।

আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা পেয়ে ভাষা দল খুবই কৃতজ্ঞ। আমাদের অনুরোধ যে উপরোক্ত টিকেটগুলির উপর আপনারাও নজর রাখুন ও প্রয়োজনে এই বৈশিষ্ট্যগুলির পরিবর্তন সম্পর্কে কোনো মতামত থাকলে মন্তব্য যোগ করে আমাদের জানালে বিশেষ সাহায্য হবে। অনুগ্রহ করে মোবাইল ফোনে অনুচ্ছেদ অনুবাদের পরীক্ষা নিরীক্ষা করতে থাকুন ও প্রকল্পের আলোচনা পৃষ্ঠায় আপনার মতামত আমাদের জানান।

ধন্যবাদ!

UOzurumba (WMF) (আলাপ) ০৯:৫১, ২০ এপ্রিল ২০২১ (ইউটিসি) On behalf of the WMF Language team (Message translated by Runab (WMF))

Suggested Values

Timur Vorkul (WMDE) ১৪:০৮, ২২ এপ্রিল ২০২১ (ইউটিসি)

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ

প্রিয় সবাই,

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১-এর ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল ও সম্পর্কিত পরিসংখ্যান দেখুন এখানে। প্রতিযোগিতায় মোট ১৫৭টি নিবন্ধ জমা পড়েছে। পর্যালোচকগণের যাচাই-বাছাই শেষে মোট ১১৪টি নিবন্ধ গৃহীত হয়েছে। প্রতিযোগিতার সকল অংশগ্রহণকারীকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। পর্যালোচকগণ এ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে বিশেষভাবে অবদান রেখেছেন। কয়েকজনের সক্রিয়তা ছিল রীতিমত অসামান্য। সকল পর্যালোচকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অংকন (আলাপ) ১০:১৬, ২৪ এপ্রিল ২০২১ (ইউটিসি)

অভিনন্দন, @Hasnat Abdullah: আমার মতে এই প্রতিযোগিতার সবচেয়ে বড়ো প্রাপ্তি হচ্ছে, আপনার মতো একজন অসাধারণ নবাগত অবদানকারী। ≈ MS Sakib  «আলাপ» ১১:৩৯, ২৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)
সুপ্রিয় @MS Sakib ভাই, ধন্যবাদ। আর আমার প্রাপ্তি হল আপনি, ও @SHEKH ভাই সহ আরও অসংখ্য প্রতিভাবান বড় ভাই পাওয়া। যারা নিরলস কষ্ট করে নিবন্ধ পর্যালোচনা করেছেন তারা বুঝিয়ে দিয়েছেন তারা উইকিপিডিয়াকে কত ভালোবাসেন। এটা আমাদের নবাগত উইকিপিডিয়ানদের অনেক অনুপ্রাণিত করবে। পর্যালোচনাকারী সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও ভালোবাসা Hasnat Abdullah (আলাপ) ১২:১৬, ২৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)
ধন্যবাদ, ও অভিনন্দন @Hasnat Abdullah! সামনে এরকম আরো অসামান্য অবদান রেখে বাংলা উইকি, বাংলাভাষা আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের সবার প্রত্যাশা হয়ে উঠুক এই কামনায় — SHEIKH (আলাপন) ১৩:১৪, ২৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)

ত্বরীকা নাকি তরিকা? ত্বরীকত নাকি তরিকত?

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



উচ্চারণ সমূহ(ভিডিও): (এগুলো কপি করে ইউটিউবে পেস্ট করে দেখুন। লিংক কাজ করেনা।পুরো লিংক বাধাপ্রাপ্ত হয়) ১. /l3fwUtv-6ao ২. /UJsc0AAug0Y ৩. /7qW4Q8hmQYk

সূফিবাদের চারটি স্তর(station)।‌‌‌‌‌‌ শরীয়ত, ত্বরীকত, হাকীকতমারিফাত। এখানে শরীয়ত আর হাকীকত ছাড়া বাকি দুটো বানানে সংশয় আছে। অনুগ্রহ করে বাংলা বানান বিশেষজ্ঞ কেউ থাকলে এগুলো একটু যাচাই করে দিন।— Nazrul Islam Nahid Majumder (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Nazrul Islam Nahid Majumder: সুধী, অন্য ভাষার উচ্চারণ অনুযায়ী বাংলা বানান নির্ধারণ না করে বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম ও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির বানানের নিয়ম অনুসরণ করুন। আপনি যে পদ্ধতির কথা বলছেন, সে অনুযায়ী আরবি-ফারসি শব্দের বানান আজকাল নির্ধারণ করা হয় না। শব্দের আদ্যক্ষরে বাংলা “ত্ব” এর উচ্চারণ আরবি-হিন্দির মতো “তোয়া” হয় না, হয় “তো”। আবার বিদেশি শব্দের বানানে ঈ-কার বসে না। তাই “ইদ”, “সুফিবাদ”, “শরিয়ত”, “তরিকা”, “তরিকত”, “হকিকত”, “মারিফত” ইত্যাদি বানান আধুনিক নিয়মে প্রমিত। — Meghmollar2017আলাপ০৪:২৫, ২৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)
@Meghmollar2017: আপনার বক্তব্যের সাথে আমি প্রায় একমত। তবে বাংলা একাডেমির সম্প্রতি (যদিও কয়েক বছর আগে) নির্ধারিত “ইদ” বানান মোটেও সার্বজনীন গ্রহণযোগ্যতা পায়নি। বাংলাদেশে একমাত্র “ঈদ” বানানটিই প্রচলিত। তাই উইকিতেও আমি “ঈদ” ব্যবহারের পক্ষপাতী (এবং ব্যবহৃত হচ্ছে)। বাকিগুলোর ক্ষেত্রে সহমত জ্ঞাপন করছি। -- ≈ MS Sakib  «আলাপ» ১৫:১২, ২৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)
@MS Sakib: ধন্যবাদ, তোমার মতামতের জন্য। আমি কিন্তু বলিনি কোনটি অধিক প্রচলিত; আমি বলেছি কোন বানানগুলো প্রমিত। আমার বক্তব্যে বিষয়টি স্পষ্ট না হওয়ায় দুঃখ প্রকাশ করছি। — Meghmollar2017আলাপ১৭:২২, ২৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)
@Meghmollar2017: আরেকটা কথা, আমি যতদূর জানি “মারেফত” বেশি প্রচলিত; “মারিফত” নয়। তবে কোনটা প্রমিত, তা জানা নেই। -- ≈ MS Sakib  «আলাপ» ১৯:১৭, ২৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)
@Meghmollar2017 এবং MS Sakib: আপনারা দুইজনই এখানে দেখুন। :) 42.0.5.238 (আলাপ) ০৬:২৫, ২৯ এপ্রিল ২০২১ (ইউটিসি)
উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

মানবাধিকারের পক্ষে উইকি এডিটাথন

প্রিয় সবাই, আজ ৩০ এপ্রিল থেকে শুরু করে আগামী ১০ই মে পর্যন্ত বাংলা উইকিপিডিয়ায় মানবাধিকারের পক্ষে উইকি এডিটাথন আয়োজিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য "স্বাস্থ্যকর পরিবেশের অধিকার"। জলবায়ু পরিবর্তন ও এর ফলে সৃষ্ট পরিবেশ-বিষয়ক বা অন্যান্য সমস্যাবলী নিয়ে নিবন্ধ তৈরির লক্ষ্যে আয়োজিত এ এডিটাথনে অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ এ বিষয়াবলী সম্প্রসারণ করার আমন্ত্রণ রইলো। নির্দিষ্ট তালিকায় উল্লেখিত নিবন্ধাবলী সম্পূর্ণ অনুবাদের মাধ্যমে মানসম্মত ও গুরুত্বপূর্ণ নিবন্ধ তৈরিই এই এডিটাথনের লক্ষ্য। :) ― অংকন (আলাপ) ১৮:৪২, ২৯ এপ্রিল ২০২১ (ইউটিসি)