বরং দ্বিমত হও, আস্থা রাখ দ্বিতীয় বিদ্যায়। বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে। বরং বুদ্ধির নখে শান দাও, প্রতিবাদ করো। অন্তত আর যাই করো, সমস্ত কথায় অনায়াসে সম্মতি দিও না। কেননা, সমস্ত কথা যারা অনায়াসে মেনে নেয়, তারা আর কিছুই করে না, তারা আত্মবিনাশের পথ পরিস্কার করে। মিলিত মৃত্যু:নীরক্ত করবী
আমি উইকিপিডিয়ায় একজন স্বেচ্ছাসেবক ব্যবহারকারী এবং এটি আমার একান্তই ব্যক্তিগত অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট থেকে করা যাবতীয় সম্পাদনা, আলোচনা, বিবৃতি এবং কার্যক্রমও একান্তই আমার ব্যক্তিগত যা উইকিপিডিয়া বা উইকিমিডিয়া ফাউন্ডেশনের দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে না।