মুহাম্মদ ইলিয়াস কান্ধলভি
(ইলিয়াস থেকে পুনর্নির্দেশিত)
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
মুহাম্মাদ ইলয়াস কান্ধলভি | |
---|---|
জাতীয়তা | ভারতীয় |
জাতিভুক্ত | ভারতীয় |
যুগ | ২০ শতক |
পেশা | দা'ঈ |
সম্প্রদায় | সুন্নি |
মাজহাব | হানাফি |
আন্দোলন | দেওবন্দি |
উল্লেখযোগ্য ধারণা | তাবলিগ জামাত প্রতিষ্ঠা |
শিক্ষায়তন | দারুল উলুম দেওবন্দ |
তাবলিগ জামাতের প্রথম আমির | |
উত্তরসূরী | মুহাম্মদ ইউসুফ কান্ধলভি |
দেওবন্দি আন্দোলন |
---|
সিরিজের অংশ |
![]() |
আদর্শ ও প্রভাব
|
প্রতিষ্ঠাতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব
|
গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান |
তাবলিগের কেন্দ্র (মারকাজ) |
সহযোগী সংস্থা |
অন্যান্য |
মুহাম্মদ ইলিয়াস কান্ধলভি ছিলেন ভারতের একজন ইসলামি পন্ডিত। ১৮৮৫ সালে ব্রিটিশ ভারতের যুক্তপ্রদেশের একটি ছোট শহরে তিনি জন্মগ্রহণ করেন। সাধারণ মুসলিমদের মধ্যে ইসলামি নীতি ও আদর্শের ঘাটতিজনিত কারণে তিনি ১৯২০ এর দশকে তাবলিগ জামাত নামক সংস্কারবাদি আন্দোলনের সূচনা করেন। এই আন্দোলন ইসলামের মৌলিক মূল্যবোধ প্রচার করে এবং মুসলিমদের নামাজ, রোজাসহ অন্যান্য ইবাদতের পদ্ধতি শিক্ষা দেয়ার কাজ করে। এর সদস্যদের কাজ স্বেচ্ছাসেবামূলক। সেই সাথে অন্যান্যদের এতে যোগ দিতে উৎসাহ দেয়া হয়। বিশৃংখলা দূরে রাখতে তাবলিগ জামাতে রাজনীতি ও ফিকহ নিয়ে আলোচনা করা হয় না। তার মৃত্যুর পর মুহাম্মদ ইউসুফ কান্ধলভি তাবলিগ জামাতের আমির নিযুক্ত হন।
তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসযোগ[সম্পাদনা]