ইম্ফল বিমানবন্দর

স্থানাঙ্ক: ২৪°৪৫′৩৬″ উত্তর ০৯৩°৫৩′৪৮″ পূর্ব / ২৪.৭৬০০০° উত্তর ৯৩.৮৯৬৬৭° পূর্ব / 24.76000; 93.89667
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইম্ফল আন্তর্জাতিক বিমানবন্দর
সংক্ষিপ্ত বিবরণ
বিমানবন্দরের ধরনপাবলিক
পরিচালকভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ
পরিষেবাপ্রাপ্ত এলাকাইম্ফল, মণিপুর
অবস্থানইম্ফল, মণিপুর, ভারত
এএমএসএল উচ্চতা৭৭৪ মিটার / ২,৫৪০ ফুট
স্থানাঙ্ক২৪°৪৫′৩৬″ উত্তর ০৯৩°৫৩′৪৮″ পূর্ব / ২৪.৭৬০০০° উত্তর ৯৩.৮৯৬৬৭° পূর্ব / 24.76000; 93.89667
মানচিত্র
আইএমএফ ভারত-এ অবস্থিত
আইএমএফ
আইএমএফ
রানওয়ে
দিক দৈর্ঘ্য পৃষ্ঠতল
মি ফুট
০৪/২২ ২,৭৪৬ ৯,০০৯ আস্ফাল্ট
পরিসংখ্যান (এপ্রিল ২০১৭ - মার্চ ২০১৮)
পাবলিক (মণিপুর সরকার)
যাত্রী সংখ্যা৯,৮৭,৫০৬(বৃদ্ধি১১.৪%)
বিমান সংখ্যা৬,৭৩৭(বৃদ্ধি২.১%)
পণ্য (টন)৪,৩০৬(বৃদ্ধি-৮.৮%)

ইম্ফল বিমানবন্দর (আইএটিএ: IMF, আইসিএও: VEIM) গুয়াহাটি পর ভারতের উত্তর-পূর্ব ভারতের দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর এবং গুয়াহাটিআগরতলা পর উত্তর-পূর্ব ভারতের তৃতীয় বৃহত্তম বিমানবন্দর। এটি রাজা তিকেন্দ্রজীতের নামে পরিচিত। মণিপুরের রাজধানী শহর ইম্ফলের থেকে ৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইম্ফল আন্তর্জাতিক বিমানবন্দর উত্তর-পূর্বাঞ্চলীয় ভারতের সঙ্গে যুক্ত করেছে কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু এবং মিয়ানমারের মান্দালয় শহর সহ বহু বড় বড় শহরকে। এআইএক্স কানেক্ট, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং অ্যালায়েন্স এয়ার বিমানবন্দরটি থেকে উড়ান পরিচালনা করে বড় বড় শহর ও আঞ্চলিক বিমানবন্দরগুলি, যেমন আগরতলা, শিলচর, আইজলযোরহাট। ইম্ফল আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন।

অত্যাধুনিক কার্গো টার্মিনাল[সম্পাদনা]

উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরের রাজধানীতে অবস্থিত ইম্ফল বিমানবন্দরে অত্যাধুনিক কার্গো টার্মিনাল নির্মাণ করবে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ (এ এ আই)।

এএআই ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ‘রফতানি প্রকল্পের জন্য বাণিজ্য পরিকাঠামো’ (টি আই ই এস) এর আওতায় গ্র্যান্ট-ইন-এইড অর্জন করার পর ইম্ফল বিমান বন্দরে সুসংহত কার্গো টার্মিনাল নির্মাণের কাজ শুরু করবে।

মনিপুর সরকার বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এ এস আই ডি ই প্রকল্পের আওতায় ইম্ফল বিমানবন্দরের তুলিহালে একটি ‘রফতানি আমদানি কার্গো টার্মিনাল’ (ই আই সি টি) প্রতিষ্ঠা করার পরিকল্পনা করেছে।

প্রস্তাবিত অত্যধিক কার্গো টার্মিনালটি হস্তশিল্প সামগ্রী ও সহজে পচনশীল মালপত্র রফতানির ক্ষেত্রে গতি আনবে বলে মনে করা হচ্ছে।

এটা দেশের উত্তর-পূর্বাঞ্চলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও সহায়তা করবে। যা এই অঞ্চলের অর্থনৈতিক বিকাশের উন্নতি সাধনে সহায়তা করবে। পাশাপাশি ই আই সি টি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে উত্তম যোগাযোগ ব্যবস্থা স্থাপনে সহায়তা করবে বলেও মনে করেন তারা।

কার্গো টার্মিনালটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ২০ লাখ টাকা। এর বাইরে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় টি আই ই এস-এর আওতায় ১২ কোটি ৯৬ লাখ টাকা অনুমোদন দিয়েছে।

প্রযুক্তিগত বিবরণ[সম্পাদনা]

ইম্ফল বিমানবন্দরে একটি ০৪/২২ ভিত্তিক ২,৭৪৬ মিটার দীর্ঘ রানওয়ে রয়েছে। এয়ারফিল্ডটি রাতে লিজিং সুবিধাগুলির পাশাপাশি ডিভিওআর / ডিএমই এবং একটি এনডিবি মত ন্যাভিগেটর সুবিধা দিয়ে সজ্জিত। আইওএফ দ্বারা পাইওনিয়ার এয়ার ট্র্যাফিক কন্ট্রোল পরিচালিত হয়। বিমানবন্দরটি এ৩২০ ও বোয়িং ৭৩৭ বিমান পরিচালনা করতে সক্ষম।

টার্মিনাল[সম্পাদনা]

টার্মিনালের অ্যাপ্রনে এটিআর ৭২সহ এ৩২০ ও বোয়িং ৭৩৭ বিমান রাখার ব্যবস্থা ছিল। টার্মিনালে প্যাসেঞ্জার লাউঞ্জ, এয়ার ট্র্যাফিক, স্ক্রু এবং পাইলটদের রেস্ট রুম, প্রয়োজন মত রেস্তরা, রিফ্রেশমেন্ট কাউন্টার রয়েছে।

বিমান সংস্থা এবং গন্তব্য[সম্পাদনা]

বিমান সংস্থাগন্তব্যস্থল
এআইএক্স কানেক্ট দিল্লি, কলকাতা [৭] গুয়াহাটি
এয়ার ইন্ডিয়া আইজল, দিল্লি, গুয়াহাটি, কলকাতা
ইন্ডিগো আমেদাবাদ, আগরতলা, বেঙ্গালুরু, দিল্লি, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, তিরুবনন্তপুরম

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Traffic News for the month of March 2018: Annexure-III" (PDF)Airports Authority of India। ১ মে ২০১৮। পৃষ্ঠা 3। সংগ্রহের তারিখ ১ মে ২০১৮ 
  2. "Traffic News for the month of March 2018: Annexure-II" (পিডিএফ)Airports Authority of India। ১ মে ২০১৮। পৃষ্ঠা 3। ১ মে ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০১৮ 
  3. "Traffic News for the month of March 2018: Annexure-IV" (পিডিএফ)Airports Authority of India। ১ মে ২০১৮। পৃষ্ঠা 3। ১ মে ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০১৮ 
  4. "Traffic News for the month of March 2017: Annexure-III" (PDF)Airports Authority of India। ২৭ এপ্রিল ২০১৭। পৃষ্ঠা 3। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৭ 
  5. "Traffic News for the month of March 2017: Annexure-II" (পিডিএফ)Airports Authority of India। ২৭ এপ্রিল ২০১৭। পৃষ্ঠা 3। ২ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৭ 
  6. "Traffic News for the month of March 2017: Annexure-IV" (পিডিএফ)Airports Authority of India। ২৭ এপ্রিল ২০১৭। পৃষ্ঠা 3। ১ মার্চ ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৭ 
  7. https://economictimes.indiatimes.com/industry/transportation/airlines-/-aviation/airasia-india-adds-17th-jet-to-launch-services-to-imphal/articleshow/63288612.cms

বহিঃসংযোগ[সম্পাদনা]

উইকিমিডিয়া কমন্সে Imphal International Airport সম্পর্কিত মিডিয়া দেখুন।