উত্তর-পূর্ব ভারত
উত্তর-পূর্ব ভারত | |
---|---|
উত্তর পূর্ব অঞ্চল | |
![]() | |
স্থানাঙ্ক: ২৬° উত্তর ৯১° পূর্ব / ২৬° উত্তর ৯১° পূর্ব | |
দেশ | ![]() |
রাজ্য | |
বৃহত্তম শহর | গুয়াহাটি |
অন্যান্য উল্লেখযোগ্য শহর (২০১১)[১] | |
আয়তন | |
• মোট | ২,৬২,১৭৯ বর্গকিমি (১,০১,২২৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১ ভারতের জনগণনা) | |
• মোট | ৪,৫৭,৭২,১৮৮ |
• জনঘনত্ব | ১৭৩/বর্গকিমি (৪৫০/বর্গমাইল) |
সময় অঞ্চল | ভারত মান সময় (ইউটিসি+৫:৩০) |
প্রাতিষ্ঠানিক ভাষা |
উত্তর-পূর্ব ভারত বলতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা ও সিকিম রাজ্যসংলগ্ন অঞ্চলটিকে বোঝায়।
জনউপাত্ত[সম্পাদনা]
উত্তর -পূর্ব ভারতের মোট জনসংখ্যা ৪৬ মিলিয়ন এবং ৬৮% মানুষ আসামে বাস করে। আসামেরও জনসংখ্যার ঘনত্ব ৩৯৭ জন প্রতি কিমি২। অরুণাচল প্রদেশ এবং আসাম বাদে উত্তর -পূর্বাঞ্চলের রাজ্যে সাক্ষরতার হার জাতীয় গড় ৭৪ শতাংশের চেয়ে বেশি। ২০১১ সালের আদমশুমারি অনুসারে, মেঘালয় এই অঞ্চলের সমস্ত রাজ্যের মধ্যে সর্বোচ্চ জনসংখ্যা বৃদ্ধি ২৭.৮ শতাংশ রেকর্ড করেছে, যা জাতীয় গড় ১৭.৬৪ শতাংশের চেয়ে বেশি; নাগাল্যান্ডে ঋণাত্মক ০.৫ শতাংশ সহ সমগ্র দেশে সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে।
আরও দেখুন[সম্পাদনা]
পাদটীকা[সম্পাদনা]
- ↑ "Indian cities by population" (PDF)।