শিরডি বিমানবন্দর

স্থানাঙ্ক: ১৯°৪১′১৯″ উত্তর ০৭৪°২২′৪৪″ পূর্ব / ১৯.৬৮৮৬১° উত্তর ৭৪.৩৭৮৮৯° পূর্ব / 19.68861; 74.37889
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শিরডি বিমানবন্দর
সংক্ষিপ্ত বিবরণ
বিমানবন্দরের ধরনপাবলিক
পরিচালকমহারাষ্ট্র এয়ারপোর্ট ডেভেলপমেন্ট কোম্পানি
পরিষেবাপ্রাপ্ত এলাকাশিরডি, মহারাষ্ট্র, ভারত
অবস্থানকাকাডি
এএমএসএল উচ্চতা১,৯২৬ ফুট / ৫৮৭ মিটার
স্থানাঙ্ক১৯°৪১′১৯″ উত্তর ০৭৪°২২′৪৪″ পূর্ব / ১৯.৬৮৮৬১° উত্তর ৭৪.৩৭৮৮৯° পূর্ব / 19.68861; 74.37889
মানচিত্র
শিরডি বিমানবন্দর ভারত-এ অবস্থিত
শিরডি বিমানবন্দর
শিরডি বিমানবন্দর
রানওয়ে
দিক দৈর্ঘ্য পৃষ্ঠতল
ফুট মি
০৯/২৭ ৮,২০০ ২,৫০০ আস্ফাল্ট
পরিসংখ্যান (এপ্রিল ২০১৮ - মার্চ ২০১৯)
যাত্রী সংখ্যা২,২৯,০৪০ (বৃদ্ধি৬১৫.১৩%)
উড়ান সংখ্যা৩,০৬৪ (বৃদ্ধি৩১১.৩%)

শিরডি বিমানবন্দর (আইএটিএ: এসএজি, আইসিএও: ভিএএসডি) ভারতের মহারাষ্ট্র রাজ্যের শিরডি থেকে ১৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কাকাডি গ্রামে অবস্থিত। ৪০০ হেক্টর জমির উপর গড়ে ওঠা বিমানবন্দরটি মহারাষ্ট্র এয়ারপোর্ট ডেভেলপমেন্ট কোম্পানির (এমএডিসি) মালিকানাধীন এবং ১ অক্টোবর ২০১৭ সালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিমানবন্দরটি উদ্বোধন করেন। [৫] বিমানবন্দরটির "যোগাযোগ ন্যাভিগেশন নজরদারি" (সিএনএস) এবং "এয়ার ট্রাফিক কন্ট্রোল" (এটিসি) ভারতের ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ (এএআই) দ্বারা পরিচালিত হবে। [৬]

৩৪০ কোটি টাকা খরচে বিমানবন্দর প্রকল্পটি হল রাজ্য সরকারের শিরডিতে ধর্মীয় পর্যটন, সাই বাবা মন্দির, ভারতে সবচেয়ে সম্মানিত আধ্যাত্মিক গুরু জন্য পরিচয় বাড়ানোর প্রচেষ্টার অংশ। প্রায় ৮০,০০০ জন ভক্ত প্রতিদিন মন্দিরে যান এবং সপ্তাহে ছুটির দিন ও উত্সবের সময় ভক্তের সংখ্যা ৫ লাখেরও বেশি হয়। এই তীর্থযাত্রীদের রাস্তা, সাইনগর শিরডি রেলওয়ে স্টেশন এবং শিরডি থেকে ১২৫ কিলোমিটার দূরে ঔরঙ্গাবাদ বিমানবন্দর দিয়ে শিরডিতে প্রবেশ করে।

ইতিহাস[সম্পাদনা]

২২ ডিসেম্বর ২০০৯ সালে আহম্মনগর জেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে বিমানবন্দর প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করে। [৭] রানওয়েটি প্রাথমিকভাবে ৬০ মিটার চওড়া ও ২,০০০ মিটার লম্বা করে নির্মাণ করা সিধান্ত নেওয়া হয় এবং বিমানবন্দরটি থেকে ২০১১ সালের ডিসেম্বরে উড়ান শুরু করার কথা ছিল। [৮] যাইহোক, "এমএডিসি" বিমানবন্দরটি থেকে বৃহত্তর বিমানের পরিচালনার সক্ষম করার জন্য রানওয়ে দৈর্ঘ্য ৩,২০০ মিটার পর্যন্ত প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু প্রকল্পের নির্মাণ শেষ করার সময়সীমা অতিক্রম করে। [৯] রানওয়ে দৈর্ঘ্য এখন দাঁড়িয়েছে ২,৫০০ মিটার।

অবকাঠামো[সম্পাদনা]

বিমানবন্দরে একটি রানওয়ে রয়েছে। রানওয়েটি ২,৫০০ মিটার (৮,২০০ ফুট) দীর্ঘ। বিমানবন্দরের টার্মিনাল ভবনটি ২,৭৫০ বর্গ মিটার (২৯,৬০০ বর্গ ফুট) এলাকা নিয়ে গঠিত এবং প্রতিদিন ৫০০ জন যাত্রী পরিবহনের ক্ষমতা রয়েছে। [১০] বর্তমানে শিরডি বিমানবন্দরটি আন্তর্জাতিক উড়ানের আবতরণের জন্য ২,৫০০ মিটার (৮,২০০ ফুট) দৈর্ঘ্যের থেকে রানওয়েকে সম্প্রসারিত করে ৩,২০০ মিটার (১০,৫০০ ফুট) দৈর্ঘ্যের রানওয়েতে পরিণত করার কাজ চলছে। সম্পূর্ণ প্রকল্প হায়দ্রাবাদের ভাসিসা প্রজেক্ট দ্বারা পরিচালিত হয়- এমএডিসি (মহারাষ্ট্র বিমানবন্দর ডেভেলপমেন্ট কর্পোরেশন) অধীনে পরিচালিত।

বিমান সংস্থা এবং গন্তব্য[সম্পাদনা]

যাত্রী[সম্পাদনা]

বিমান সংস্থাগন্তব্যস্থল
অ্যালায়েন্স এয়ারহায়দ্রাবাদ, মুম্বই
স্পাইসজেট আহমেদাবাদ, বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, জয়পুর

নাম পরিবর্তন[সম্পাদনা]

মহারাষ্ট্রের শিরডি গ্রিনফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দর-এর নাম বদলে রাখা হবে শ্রী সাইবাবা আন্তর্জাতিক বিমানবন্দর। এ ব্যাপারে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকে প্রস্তাব পাঠানো হয়েছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের কার্যালয় থাকে জানায় " ২০১৭ সালের অক্টোবরে সাইবাবা সমাহিত হওয়ার ১০০ বছর পূর্তি হবে। তাঁর অসংখ্য ভক্তের কথা মাথায় রেখে চেষ্টা করা হচ্ছে, ওই বিমানবন্দরের কাজ যেন যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা চেষ্টা চলছে"। বিমানবন্দরটি ২০১৭ সালের অক্টোবর মাসে চালু হয়।

সাইবাবার সমাধিস্থল দর্শনে আসা ভক্তদের কথা মাথায় রেখে মহারাষ্ট্র এয়ারপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি এই বিমানবন্দরটি তৈরি করেছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. http://knowindia.net/aviation3.html
  2. "Traffic News for the month of Feb 2019: Annexure-III" (পিডিএফ)Airports Authority of India। ১ ফেব্রুয়ারি ২০১৯। পৃষ্ঠা 3। ২৬ এপ্রিল ২০১৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৯ 
  3. "Traffic News for the month of Feb 2019: Annexure-II" (পিডিএফ)Airports Authority of India। ১ ফেব্রুয়ারি ২০১৯। পৃষ্ঠা 3। ২৬ এপ্রিল ২০১৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৯ 
  4. "Traffic News for the month of March 2019: Annexure-IV" (পিডিএফ)Airports Authority of Indiaসংগ্রহের-তারিখ=29 April 2018। পৃষ্ঠা 3। ২৬ এপ্রিল ২০১৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৯ 
  5. "Shirdi gets international airport"Deccan Herald। ১ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৭ 
  6. "Flights to Shirdi airport likely by October"The Indian Express। ১৯ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৭ 
  7. "Shirdi airport work in full swing: Official"Times of India। ২ জুলাই ২০১০। ১৪ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১২ 
  8. "Shirdi airport to become operational by Dec 2011"। ২০১২-০৬-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-২১ 
  9. "Shirdi airport delayed due to runway modification"Daily News & Analysis। ৪ আগস্ট ২০১০। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১২ 
  10. "Shirdi, India to open to commercial traffic in early 4Q17"ch-aviation। ২৫ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৭ .

বহিঃসংযোগ[সম্পাদনা]