সোনারী বিমানবন্দর
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
সোনারী বিমানবন্দর জামশেদপুর বিমানবন্দর | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |||||||||||
বিমানবন্দরের ধরন | জনসাধারন | ||||||||||
পরিচালক | টাকা স্টিল | ||||||||||
সেবা দেয় | জামশেদপুর, টাটানগর | ||||||||||
অবস্থান | সোনারী (ঝাড়খন্ড) | ||||||||||
এএমএসএল উচ্চতা | ৪৭৮ ফুট / ১৪৬ মিটার | ||||||||||
স্থানাঙ্ক | ২২°৪৮′৪৯″ উত্তর ০৮৬°১০′৫″ পূর্ব / ২২.৮১৩৬১° উত্তর ৮৬.১৬৮০৬° পূর্ব | ||||||||||
মানচিত্র | |||||||||||
ঝাড়খন্ড ও ভারতে বিমানবন্দরটির অবস্থান | |||||||||||
রানওয়েসমূহ | |||||||||||
|
সোনারী বিমানবন্দর হল ঝাড়খন্ডের জামশেদপুর মহানগরীর উপকন্ঠে সোনারী শহরে অবস্থিত একটি বেসরকারি বিমানবন্দর।এই বিমানবন্দরটি পরিচালনা করে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ।এই বিমানবন্দরের মালিকানা রয়েছে টাটার জামশেদপুর ইস্পাত কারখানার কাছে।এই বিমানবন্দর প্রধানত চ্যাটার বিমান জন্যই ব্যবহৃত হয়।তবে বর্তমান কেন্দ্র সরকারের আঞ্চলিক বিমান পরিবহনের ঘোষণায় এই বিমান বন্দর স্থান পেয়েছে ভারতবর্ষের ১২৮ টি নতুন ঘোষিত বিমান পথে। [১][২] এই বিমানবন্দর থেকে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর-এ বিমান পরিচালনার কথা বলা হয়েছে।
গন্তব্য ও বিমান সংস্থা[সম্পাদনা]
বিমান সংস্থা | গন্তব্য | ধরন | তথ্য |
---|---|---|---|
এয়ার ডেকান | কলকাতা | অভ্যান্তরীন | [৩] |