২০২১–২২ নিউজিল্যান্ড ক্রিকেট দলের ভারত সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২১–২২ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের ভারত সফর
 
  ভারত নিউজিল্যান্ড
তারিখ ১৭ নভেম্বর ২০২১ – ৭ ডিসেম্বর ২০২১
অধিনায়ক বিরাট কোহলি[টীকা ১] (টেস্ট)
রোহিত শর্মা (টি২০আই)
কেন উইলিয়ামসন[টীকা ২] (টেস্ট)
টিম সাউদি[টীকা ৩] (টি২০আই)
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে ভারত ১–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান মায়াঙ্ক আগরওয়াল (২৪২) টম ল্যাথাম (১৬৩)
সর্বাধিক উইকেট রবিচন্দ্রন অশ্বিন (১৪) এজাজ প্যাটেল (১৭)
সিরিজ সেরা খেলোয়াড় রবিচন্দ্রন অশ্বিন (ভারত)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ভারত ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান রোহিত শর্মা (১৫৯) মার্টিন গাপটিল (১৫২)
সর্বাধিক উইকেট হর্ষল প্যাটেল (৪)
অক্ষর প্যাটেল (৪)
টিম সাউদি (৪)
মিচেল স্যান্টনার (৪)
সিরিজ সেরা খেলোয়াড় রোহিত শর্মা (ভারত)

নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দল দুটি টেস্ট ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য ২০২১ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে ভারত সফর করে।[১][২][৩] টেস্ট ম্যাচগুলো ২০২১–২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলা হয়।[৪] ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) সফরের সূচি নিশ্চিত করে।[৫][৬]

২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপের আগে বিরাট কোহলি টুর্নামেন্ট শেষে ভারতের টি২০আই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবেন বলে ঘোষণা দেন।[৭] ২০২১ সালের নভেম্বর মাসে বিসিসিআই রোহিত শর্মাকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য ভারতের টি২০আই অধিনায়ক হিসেবে ঘোষণা করে।[৮] অজিঙ্কা রাহানেকে প্রথম টেস্ট ম্যাচের জন্য ভারতের অধিনায়ক ঘোষণা করা হয়।[৯][১০] টি২০আই সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড ক্রিকেট ঘোষণা দেয় যে কেন উইলিয়ামসন টেস্ট ম্যাচের প্রস্তুতির দিকে মনোযোগ দেয়ার জন্য টি২০আই দল থেকে সরে দাঁড়িয়েছেন।[১১] টিম সাউদিকে প্রথম টি২০আই ম্যাচের জন্য অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়।[১২]

টি২০আই সিরিজে ভারত ৩–০ ব্যবধানে জয়লাভ করে।[১৩] দুই টেস্টের প্রথমটি ড্র হয়।[১৪][১৫] দ্বিতীয় টেস্টে ভারত জয়লাভ করে ও ১-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয়।[১৬]

দলীয় সদস্য[সম্পাদনা]

 ভারত  নিউজিল্যান্ড
টেস্ট[১৭] টি২০আই[১৮] টেস্ট[১৯] টি২০আই[২০]

অ্যাডাম মিলনাকে চোটের বদলি হিসেবে নিউজিল্যান্ডের টি২০আই দলে রাখা হয়।[২১] কলিন দ্য গ্রন্ডহোমট্রেন্ট বোল্ট বুদ্‌বুদজনিত ক্লান্তির কারণে নিউজিল্যান্ডের টেস্ট দল থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন।[২২] ২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে হাতে চোট পাওয়ায় ডেভন কনওয়ে নিউজিল্যান্ডের টেস্ট ও টি২০আই দল থেকে ছিটকে যান।[২৩] তাঁর বদলি হিসেবে নিউজিল্যান্ডের টেস্ট দলে ড্যারিল মিচেলকে নেয়া হয়।[২৪] প্রথম টি২০আই ম্যাচ শুরুর দিনে কাইল জেমিসন টেস্ট সিরিজের প্রতি মনোযোগ দেয়ার জন্য টি২০আই সিরিজের দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন।[২৫] লোকেশ রাহুল চোটের কারণে ভারতের টেস্ট দল থেকে ছিটকে গেলে তাঁর বদলি হিসেবে সূর্যকুমার যাদবকে দলে নেয়া হয়।[২৬][২৭]

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

১৭ নভেম্বর ২০২১
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
১৬৪/৬ (২০ ওভার)
বনাম
 ভারত
১৬৬/৫ (১৯.৪ ওভার)
  • ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ভেঙ্কটেশ আইয়ার (ভারত)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই[সম্পাদনা]

১৯ নভেম্বর ২০২১
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
১৫৩/৬ (২০ ওভার)
বনাম
 ভারত
১৫৫/৩ (১৭.২ ওভার)
লোকেশ রাহুল ৬৫ (৪৯)
টিম সাউদি ৩/১৬ (৪ ওভার)
  • ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • হর্ষল প্যাটেল (ভারত)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় টি২০আই[সম্পাদনা]

২১ নভেম্বর ২০২১
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
ভারত 
১৮৪/৭ (২০ ওভার)
বনাম
 নিউজিল্যান্ড
১১১ (১৭.২ ওভার)
  • ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

টেস্ট সিরিজ[সম্পাদনা]

১ম টেস্ট[সম্পাদনা]

২৫–২৯ নভেম্বর ২০২১
স্কোরকার্ড
৩৪৫ (১১১.১ ওভার)
শ্রেয়াস আইয়ার ১০৫ (১৭১)
টিম সাউদি ৫/৬৯ (২৭.৪ ওভার)
২৯৬ (১৪২.৩ ওভার)
টম ল্যাথাম ৯৫ (২৮২)
অক্ষর প্যাটেল ৫/৬২ (৩৪ ওভার)
২৩৪/৭ঘো (৮১ ওভার)
শ্রেয়াস আইয়ার ৬৫ (১২৫)
কাইল জেমিসন ৩/৪০ (১৭ ওভার)
১৬৫/৯ (৯৮ ওভার)
টম ল্যাথাম ৫২ (১৪৬)
রবীন্দ্র জাদেজা ৪/৪০ (২৮ ওভার)
  • ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • শ্রেয়াস আইয়ার (ভারত) ও রচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড)-এর টেস্ট অভিষেক হয়।
  • শ্রেয়াস আইয়ার (ভারত) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[২৮]
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ভারত ৪, নিউজিল্যান্ড ৪।

২য় টেস্ট[সম্পাদনা]

৩–৭ ডিসেম্বর ২০২১
স্কোরকার্ড
৩২৫ (১০৯.৫ ওভার)
মায়াঙ্ক আগরওয়াল ১৫০ (৩১১)
এজাজ প্যাটেল ১০/১১৯ (৪৭.৫ ওভার)
৬২ (২৮.১ ওভার)
কাইল জেমিসন ১৭ (৩৬)
রবিচন্দ্রন অশ্বিন ৪/৮ (৮ ওভার)
২৭৬/৭ঘো (৭০ ওভার)
মায়াঙ্ক আগরওয়াল ৬২ (১০৮)
এজাজ প্যাটেল ৪/১০৬ (২৬ ওভার)
১৬৭ (৫৬.৩ ওভার)
ড্যারিল মিচেল ৬০ (৯২)
রবিচন্দ্রন অশ্বিন ৪/৩৪ (২২.৩ ওভার)
  • ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্রথম দিনে বৃষ্টির কারণে ১২ ওভার খেলা সম্ভব হয়নি।
  • এজাজ প্যাটেল (নিউজিল্যান্ড) তৃতীয় ক্রিকেটার হিসেবে পুরুষ টেস্ট ক্রিকেটে ইনিংসে দশ উইকেট লাভ করেন।[২৯]
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: ভারত ১২, নিউজিল্যান্ড ০।

টীকা[সম্পাদনা]

  1. অজিঙ্কা রাহানে প্রথম টেস্ট ম্যাচে ভারতের অধিনায়কত্ব করেন।
  2. টম ল্যাথাম দ্বিতীয় টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডের অধিনায়কত্ব করেন।
  3. মিচেল স্যান্টনার তৃতীয় টি২০আই ম্যাচে নিউজিল্যান্ডের অধিনায়কত্ব করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Complete schedule of Indian cricket team in 2021 including IPL and T20 World Cup at home"দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২০ 
  2. "Schedule for inaugural World Test Championship announced"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯ 
  3. "Men's Future Tours Programme" (পিডিএফ)আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ১১ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯ 
  4. "ICC confirms details of next World Test Championship"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২১ 
  5. "India to host New Zealand, West Indies, Sri Lanka and South Africa in next nine months"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২১ 
  6. "Update - 9th Apex Council Meeting"ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২১ 
  7. "Virat Kohli to step down as India's T20I captain after T20 World Cup"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২১ 
  8. "Rohit Sharma to captain India in T20Is against New Zealand"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২১ 
  9. "Rahane to lead India in first New Zealand Test"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২১ 
  10. "Rohit, Pant, Bumrah and Shami to sit out Test series against New Zealand"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২১ 
  11. "Williamson to miss India T20s to focus on Tests"নিউজিল্যান্ড ক্রিকেট (ইংরেজি ভাষায়)। ১৬ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২১ 
  12. "Williamson to sit out India T20Is, will join team for Tests"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২১ 
  13. "Rohit and Axar sparkle as India complete 3-0 sweep"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২১ 
  14. "India v New Zealand: Tourists bat out final day to earn draw in Kanpur"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২১ 
  15. "Stubborn Black Caps earn thrilling draw against India in first test in Kanpur"স্টাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২১ 
  16. "Jayant, Ashwin complete four-fers as India seal series win"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০২১ 
  17. "India's squad for Tests against New Zealand announced"ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২১ 
  18. "India's squad for T20Is against New Zealand & India 'A' squad for South Africa tour announced"ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২১ 
  19. "Patel & Somerville to lead Test spin attack in India"নিউজিল্যান্ড ক্রিকেট (ইংরেজি ভাষায়)। ১ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২১ 
  20. "Black Caps announce Twenty20 World Cup squad, two debutants for leadup tours with stars absent"স্টাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২১ 
  21. "T20 World Cup squad revealed: McConchie and Sears called up for Bangladesh/Pakistan"নিউজিল্যান্ড ক্রিকেট (ইংরেজি ভাষায়)। ১০ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২১ 
  22. "Boult and de Grandhomme opt out, New Zealand name spin-heavy squad for India Tests"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২১ 
  23. "Black Caps blow as Devon Conway ruled out of Twenty20 World Cup final"স্টাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২১ 
  24. "Daryl Mitchell replaces Devon Conway for India Test series"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২১ 
  25. "Jamieson opts out of India T20Is to focus on Test series"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২১ 
  26. "Shardul Thakur for A tour to SA, Suryakumar Yadav included in Test squad for NZ series"দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২১ 
  27. "Breaking: KL Rahul ruled out of first India vs New Zealand Test, Suryakumar Yadav named as his replacement"জি নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১১-২৩ 
  28. "Shreyas Iyer slams century on Test debut, joins elite list of Indian cricketers to do so"টাইমস নাও (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২১ 
  29. "Black Cap Ajaz Patel becomes third bowler in history of tests to take all 10 wickets"স্টাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]