২০২২ নাইজেরিয়া আমন্ত্রণমূলক টি২০আই টুর্নামেন্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২ নাইজেরিয়া আমন্ত্রণমূলক টি২০আই টুর্নামেন্ট
তারিখ২৮ মার্চ ২০২২ – ৩ এপ্রিল ২০২২
তত্ত্বাবধায়কনাইজেরিয়া ক্রিকেট ফেডারেশন
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন ও ফাইনাল
আয়োজক নাইজেরিয়া
বিজয়ী রুয়ান্ডা (১ম শিরোপা)
রানার-আপ নাইজেরিয়া
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১২
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়রুয়ান্ডা মার্গারিত ভুমিলিয়া
সর্বাধিক রান সংগ্রহকারীরুয়ান্ডা জিজেল ইশিমোয়ে (১৬২)
সর্বাধিক উইকেটধারীরুয়ান্ডা মার্গারিত ভুমিলিয়া (১২)

২০২২ নাইজেরিয়া আমন্ত্রণমূলক টি২০আই টুর্নামেন্ট ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২২ সালের মার্চ ও এপ্রিল মাসে নাইজেরিয়ায় অনুষ্ঠিত হয়।[১][২] টুর্নামেন্টের ম্যাচগুলো লেগোসের তাফাওয়া বালেওয়া চত্বর ক্রিকেট ওভালে অনুষ্ঠিত হয়।[৩] টুর্নামেন্টটিতে স্বাগতিক নাইজেরিয়ার সাথে অংশগ্রহণ করে গাম্বিয়া, ঘানা, রুয়ান্ডাসিয়েরা লিওন[৪] প্রাথমিকভাবে টুর্নামেন্টটিতে ক্যামেরুনেরও অংশ নেয়ার কথা ছিল।[৫]

প্রাথমিকভাবে অংশগ্রহণকারী ছয়টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছিল।[৬][৭] কিন্তু ক্যামেরুন দল নিজেদের নাম প্রত্যাহার করে নিলে টুর্নামেন্টটি রাউন্ড-রবিন পদ্ধতিতে খেলা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।[৮] টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক নাইজেরিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রুয়ান্ডা।[৯]

দলীয় সদস্য[সম্পাদনা]

 গাম্বিয়া[১০]  ঘানা[১১]  নাইজেরিয়া[১২]  রুয়ান্ডা[১৩]  সিয়েরা লিওন
  • ফাতু ফায়ে (অধি.)
  • মাইমুনা সানো (সহ-অধি.)
  • আওয়া বোব
  • কুম্বা বাহ
  • ক্যাথেরিন মেন্দি
  • তিদা কাস্‌সামা
  • ফাতু সিসায় (উই.)
  • ফাতুমাতা সিংগাতেহ
  • মারি গ্রেস মেন্দি
  • মারি সাম্বু
  • সেকা দিব্বা
  • সোস্‌সেহ সানো
  • হাওয়া বাজি
  • হাদ্দি ওয়ালি (উই.)
  • রিদা ওফোরি (অধি.)
  • রোজাবেল আসুমাদু (সহ-অধি.)
  • আইভি ইয়েবোআহ (উই.)
  • এমানুয়েলা নিয়াবা
  • এলিজাবেথ আননোর
  • এলেন আসান্তে
  • কেট আউআহ
  • জ্যানেট আলারে
  • ফাতি বাওয়া (উই.)
  • ফেলিসিয়া সেরোয়া
  • বিয়াট্রিস ওদুরো
  • মিরিয়াম এশুন
  • রাশিদাতু সালিয়া
  • সিনথিয়া কোনাদু
  • ব্লেসিং এতিম (অধি.)
  • ওমোনিয়ে আসিকা (সহ-অধি.)
  • অ্যাবিগেইল ইগবোবিয়ে (উই.)
  • আগাথা ওবুলোর
  • ওসেয়েন্দে ওমোনখোবিও
  • কেহিন্দে আব্দুলকাদরি (উই.)
  • তাইও আব্দুলকাদরি
  • পিকিউলিয়ার আগবোইয়া
  • ফেভার এসেইগবে (উই.)
  • মিরাকল ইমিমোলে
  • ম্যারি ডেসমন্ড
  • র‌্যাচেল স্যামসন
  • লাকি পাইটি (উই.)
  • লিলিয়ান উদে
  • সালোমে সানডে
  • মারি বিমেন্‌য়িমানা (অধি.)
  • অঁতোয়ানেত উয়িম্বাবাজি
  • অ্যালিস ইকুজোয়ে
  • ইমাকুলে মুহাওয়েনিমানা
  • ক্যাথিয়া উয়ামাহোরো
  • জিজেল ইশিমোয়ে
  • জোসিয়্যান ন্‌য়িরানকুন্দিনেজা
  • ফ্লোরা ইরাকোজে (উই.)
  • বেলিস মুরেকাতেতে
  • মার্গারিত ভুমিলিয়া
  • মেরভেইল উয়াসে (উই.)
  • সারাহ উয়েরা (উই.)
  • সিফা ইনগাবিরে
  • হেনরিয়েট ইশিমোয়ে
  • আমিনাতা কামারা (অধি.)
  • লিন্ডা বুল (সহ-অধি.)
  • অ্যান-মারি কামারা
  • ইসাতু কোরোমা
  • জয়নব কামারা (উই.)
  • জ্যানেট কোওয়া
  • ন্যান্সি স্কোয়ায়ার (উই.)
  • ফাতমাতা পার্কিনসন
  • ফাতু পেস্‌সিমা
  • মাবিন্তি কিং (উই.)
  • মাবিন্তি সানকোহ (উই.)
  • মারি তুরে
  • ম্যারি শেরিফ
  • রামাতু কাসেম

টুর্নামেন্টের আগে নাইজেরিয়া ক্রিকেট ফেডারেশন ৩৬ জন খেলোয়াড়কে বেনিন শহরে একটি প্রশিক্ষণ ক্যাম্পে আমন্ত্রণ জানায়।[১৪] ২০২২ সালের ১০ মার্চ প্রশিক্ষণ ক্যাম্পের শেষ পর্যায়ের জন্য দলের সদস্য সংখ্যা কমিয়ে ১৮ জনকে নির্বাচন করা হয়।[৭]

রাউন্ড-রবিন[সম্পাদনা]

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 নাইজেরিয়া (H) +২.৮৬২
 রুয়ান্ডা +২.৯৮৯
 সিয়েরা লিওন +০.৯০৩
 ঘানা −১.৪৯৫
 গাম্বিয়া −৬.৩৫২
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     ফাইনালে উত্তীর্ণ
     ৩য় স্থান নির্ধারণীতে উত্তীর্ণ

সূচি[সম্পাদনা]

২৮ মার্চ ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
রুয়ান্ডা 
১৩৫/৯ (২০ ওভার)
 ঘানা
৫৪ (১৪.২ ওভার)
জিজেল ইশিমোয়ে ৩৭ (২৯)
মিরিয়াম এশুন ৩/২০ (২ ওভার)
এলেন আসান্তে ১২ (১৯)
মার্গারিত ভুমিলিয়া ৪/৭ (৪ ওভার)
রুয়ান্ডা ৮১ রানে জয়ী
তাফাওয়া বালেওয়া চত্বর ক্রিকেট ওভাল, লেগোস
আম্পায়ার: তেমিতোপে ওনিকোয়ি (নাইজেরিয়া) ও প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: মার্গারিত ভুমিলিয়া (রুয়ান্ডা)
  • ঘানা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এমানুয়েলা নিয়াবা, এলিজাবেথ আননোর, এলেন আসান্তে, কেট আউআহ, ফাতি বাওয়া, ফেলিসিয়া সেরোয়া, মিরিয়াম এশুন, রাশিদাতু সালিয়া, রিদা ওফোরি, রোজাবেল আসুমাদু ও সিনথিয়া কোনাদু (ঘানা)-এর টি২০আই অভিষেক হয়।

২৮ মার্চ ২০২২
১৩:৫০
স্কোরকার্ড
নাইজেরিয়া 
১৩১/৩ (২০ ওভার)
 সিয়েরা লিওন
৯০/৬ (২০ ওভার)
সালোমে সানডে ৬১* (৬৩)
জ্যানেট কোওয়া ২/৩৭ (৪ ওভার)
মাবিন্তি কিং ৩৩* (৪৯)
ব্লেসিং এতিম ২/১৬ (৪ ওভার)
নাইজেরিয়া ৪১ রানে জয়ী
তাফাওয়া বালেওয়া চত্বর ক্রিকেট ওভাল, লেগোস
আম্পায়ার: আইজ্যাক ওয়িয়েকো (কেনিয়া) ও তাইও ওলাদুনজোয়ে (নাইজেরিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ব্লেসিং এতিম (নাইজেরিয়া)
  • সিয়েরা লিওন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • লিলিয়ান উদে (নাইজেরিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

২৯ মার্চ ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
গাম্বিয়া 
২০ (১০.১ ওভার)
 নাইজেরিয়া
২১/০ (১.৫ ওভার)
আওয়া বোব ৮ (৮)
ফেভার এসেইগবে ৩/৭ (৩ ওভার)
লাকি পাইটি ১৪* (৮)
নাইজেরিয়া ১০ উইকেটে জয়ী
তাফাওয়া বালেওয়া চত্বর ক্রিকেট ওভাল, লেগোস
আম্পায়ার: ইতাংগিশাকা অলিভিয়ের (রুয়ান্ডা) ও ওলুমিদে আকিন্তোকুন (নাইজেরিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: লিলিয়ান উদে (নাইজেরিয়া)
  • গাম্বিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আওয়া বোব, কুম্বা বাহ, ফাতু ফায়ে, ফাতু সিসায়, ফাতুমাতা সিংগাতেহ, মাইমুনা সানো, মারি গ্রেস মেন্দি, মারি সাম্বু, সেকা দিব্বা, হাওয়া বাজি ও হাদ্দি ওয়ালি (গাম্বিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

২৯ মার্চ ২০২২
১৩:৫০
স্কোরকার্ড
সিয়েরা লিওন 
১৩৬/২ (২০ ওভার)
 ঘানা
৪৯ (১২.৫ ওভার)
মাবিন্তি কিং ৫৯* (৬৩)
সিনথিয়া কোনাদু ১/২২ (৪ ওভার)
কেট আউআহ ১৬ (১৫)
ফাতু পেস্‌সিমা ৪/১৪ (৪ ওভার)
সিয়েরা লিওন ৮৭ রানে জয়ী
তাফাওয়া বালেওয়া চত্বর ক্রিকেট ওভাল, লেগোস
আম্পায়ার: ডেবোরাহ ইমোবিগে (নাইজেরিয়া) ও প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফাতু পেস্‌সিমা (সিয়েরা লিওন)
  • সিয়েরা লিওন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আইভি ইয়েবোআহ (ঘানা)-এর টি২০আই অভিষেক হয়।

৩০ মার্চ ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
সিয়েরা লিওন 
৭১/৮ (২০ ওভার)
 রুয়ান্ডা
৭২/১ (১১.৫ ওভার)
জয়নব কামারা ১২* (২২)
সিফা ইনগাবিরে ২/১৪ (৪ ওভার)
ইমাকুলে মুহাওয়েনিমানা ২/১৪ (৪ ওভার)
জিজেল ইশিমোয়ে ৪১ (৩৮)
জয়নব কামারা ১/১০ (০.৫ ওভার)
রুয়ান্ডা ৯ উইকেটে জয়ী
তাফাওয়া বালেওয়া চত্বর ক্রিকেট ওভাল, লেগোস
আম্পায়ার: ডেবোরাহ ইমোবিগে (নাইজেরিয়া) ও প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: জিজেল ইশিমোয়ে (রুয়ান্ডা)
  • সিয়েরা লিওন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩০ মার্চ ২০২২
১৩:৫০
স্কোরকার্ড
ঘানা 
১৪৯/৬ (২০ ওভার)
 গাম্বিয়া
৪৩ (১১ ওভার)
ফেলিসিয়া সেরোয়া ২৮ (২৮)
সোস্‌সেহ সানো ৩/২৮ (৪ ওভার)
ক্যাথেরিন মেন্দি ১২ (১৪)
জ্যানেট আলারে ৩/৯ (৩ ওভার)
ঘানা ১০৬ রানে জয়ী
তাফাওয়া বালেওয়া চত্বর ক্রিকেট ওভাল, লেগোস
আম্পায়ার: ওলুমিদে আকিন্তোকুন (নাইজেরিয়া) ও তাইও ওলাদুনজোয়ে (নাইজেরিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফেলিসিয়া সেরোয়া (ঘানা)
  • ঘানা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ক্যাথেরিন মেন্দি, সোস্‌সেহ সানো (গাম্বিয়া), জ্যানেট আলারে ও বিয়াট্রিস ওদুরো (ঘানা)-এর টি২০আই অভিষেক হয়।

১ এপ্রিল ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
ঘানা 
৫৮/৮ (২০ ওভার)
 নাইজেরিয়া
৬১/১ (৯.৫ ওভার)
এলিজাবেথ আননোর ১১ (২১)
লিলিয়ান উদে ৩/৮ (৪ ওভার)
কেহিন্দে আব্দুলকাদরি ৩৪* (৩৬)
বিয়াট্রিস ওদুরো ১/১০ (২ ওভার)
নাইজেরিয়া ৯ উইকেটে জয়ী
তাফাওয়া বালেওয়া চত্বর ক্রিকেট ওভাল, লেগোস
আম্পায়ার: আইজ্যাক ওয়িয়েকো (কেনিয়া) ও প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: লিলিয়ান উদে (নাইজেরিয়া)
  • ঘানা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • লিলিয়ান উদে (নাইজেরিয়া) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম হ্যাটট্রিক লাভ করেন।

১ এপ্রিল ২০২২
১৩:৫০
স্কোরকার্ড
গাম্বিয়া 
৪২ (১৫.৫ ওভার)
 রুয়ান্ডা
৪৩/০ (৩.৫ ওভার)
ক্যাথেরিন মেন্দি ১১ (২০)
সিফা ইনগাবিরে ৩/৯ (৪ ওভার)
হেনরিয়েট ইশিমোয়ে ২৩* (১৫)
রুয়ান্ডা ১০ উইকেটে জয়ী
তাফাওয়া বালেওয়া চত্বর ক্রিকেট ওভাল, লেগোস
আম্পায়ার: ইতাংগিশাকা অলিভিয়ের (রুয়ান্ডা) ও তেমিতোপে ওনিকোয়ি (নাইজেরিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: সিফা ইনগাবিরে (রুয়ান্ডা)
  • গাম্বিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • তিদা কাস্‌সামা (গাম্বিয়া) ও মেরভেইল উয়াসে (রুয়ান্ডা)-এর টি২০আই অভিষেক হয়।

২ এপ্রিল ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
সিয়েরা লিওন 
৬৭/৫ (৯ ওভার)
 গাম্বিয়া
১৪/৬ (৯ ওভার)
মাবিন্তি সানকোহ ১৬ (১৫)
কুম্বা বাহ ১/১১ (২ ওভার)
ফাতুমাতা সিংগাতেহ ১/১১ (২ ওভার)
ফাতুমাতা সিংগাতেহ ৭ (১৫)
ফাতু পেস্‌সিমা ২/৩ (২ ওভার)
সিয়েরা লিওন ৫৩ রানে জয়ী
তাফাওয়া বালেওয়া চত্বর ক্রিকেট ওভাল, লেগোস
আম্পায়ার: ইতাংগিশাকা অলিভিয়ের (রুয়ান্ডা) ও ওলুমিদে আকিন্তোকুন (নাইজেরিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: মাবিন্তি সানকোহ (সিয়েরা লিওন)
  • সিয়েরা লিওন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ৯ ওভারে খেলা হয়।

২ এপ্রিল ২০২২
১৩:৫০
স্কোরকার্ড
নাইজেরিয়া 
১১৭/৬ (২০ ওভার)
 রুয়ান্ডা
১১৪/৬ (২০ ওভার)
সালোমে সানডে ৬৩ (৫৮)
অ্যালিস ইকুজোয়ে ১/৭ (২ ওভার)
জিজেল ইশিমোয়ে ৫৩ (৪৮)
লিলিয়ান উদে ২/৮ (৪ ওভার)
নাইজেরিয়া ৩ রানে জয়ী
তাফাওয়া বালেওয়া চত্বর ক্রিকেট ওভাল, লেগোস
আম্পায়ার: আইজ্যাক ওয়িয়েকো (কেনিয়া) ও প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: সালোমে সানডে (নাইজেরিয়া)
  • নাইজেরিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • পিকিউলিয়ার আগবোইয়া (নাইজেরিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় স্থান নির্ধারণী[সম্পাদনা]

৩ এপ্রিল ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
ঘানা 
৯০/৯ (২০ ওভার)
 সিয়েরা লিওন
৯১/০ (১৩.৪ ওভার)
রিদা ওফোরি ২৪ (২০)
ফাতু পেস্‌সিমা ৪/১৪ (৪ ওভার)
আমিনাতা কামারা ৪৮* (৪৫)
সিয়েরা লিওন ১০ উইকেটে জয়ী
তাফাওয়া বালেওয়া চত্বর ক্রিকেট ওভাল, লেগোস
আম্পায়ার: ডেবোরাহ ইমোবিগে (নাইজেরিয়া) ও তেমিতোপে ওনিকোয়ি (নাইজেরিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফাতু পেস্‌সিমা (সিয়েরা লিওন)
  • ঘানা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

ফাইনাল[সম্পাদনা]

৩ এপ্রিল ২০২২
১৩:৫০
স্কোরকার্ড
রুয়ান্ডা 
১২৯/৫ (২০ ওভার)
 নাইজেরিয়া
৭৬ (১৭.১ ওভার)
সারাহ উয়েরা ৩৪ (৫৪)
মিরাকল ইমিমোলে ২/৮ (৩ ওভার)
ফেভার এসেইগবে ২৫* (৪৬)
মার্গারিত ভুমিলিয়া ৪/১৭ (৪ ওভার)
রুয়ান্ডা ৫৩ রানে জয়ী
তাফাওয়া বালেওয়া চত্বর ক্রিকেট ওভাল, লেগোস
আম্পায়ার: আইজ্যাক ওয়িয়েকো (কেনিয়া) ও প্যাট্রিক মাকুম্বি (উগান্ডা)
ম্যাচ সেরা খেলোয়াড়: মার্গারিত ভুমিলিয়া (রুয়ান্ডা)
  • রুয়ান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Nigeria set to host 6-nation women's T20I cricket tournament in Lagos: Official"পিপলস গ্যাজেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২২ 
  2. "Nigeria ready to host Women T20I Cricket Tournament, says Akpata"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০২২ 
  3. "Lagos set to host six-nation women's T20 tourney"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২২ 
  4. "Ghana women's cricket team depart to Nigeria for T20 international"স্পোর্টস ইন ঘানা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২২ 
  5. "Cricket: Nigeria to host 6-nation women's T20I tourney on March 26"দ্য কেবল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২২ 
  6. "Nigeria draws Ghana, Rwanda in Group A"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০২২ 
  7. "NCF WT20I: List pruned to18 Players for final stage of camping"নাইজেরিয়া ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২২ 
  8. "Looking forward to new records being set and broken as we approach the tournament with just 4 Days to go"নাইজেরিয়া ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  9. "Cricket: Rwanda edge Nigeria to win maiden NCF Women's T20 Tournament"স্পোর্ট নিউজ আফ্রিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২২ 
  10. "The Gambia national female cricket team is one of the teams that will be competing in the upcoming female qualifiers slated to take place later this month in Nigeria"গাম্বিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  11. "Ghana Cricket names final squad for Women's T20 tournament"ট্রু নিউজ ঘানা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২২ 
  12. "Nigeria lists exciting women cricketers for T20I Invitational"দ্য নেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২২ 
  13. "Nhamburo summons squad for Nigeria Women's T20 tourney"দ্য নিউ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২২ 
  14. "Nigeria Cricket Federation invites 36 players to camp in Benin City"নাইজেরিয়া ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]