২০২১–২২ উগান্ডা ক্রিকেট দলের নামিবিয়া সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২১–২২ উগান্ডা পুরুষ ক্রিকেট দলের নামিবিয়া সফর
 
  নামিবিয়া উগান্ডা
তারিখ ৮ এপ্রিল ২০২২ – ১০ এপ্রিল ২০২২
অধিনায়ক খেরহার্ট এরাসমাস ব্রায়ান মাসাবা
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে নামিবিয়া ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান খেরহার্ট এরাসমাস (১৩১) দিনেশ মগন নাকরানি (১২৯)
সর্বাধিক উইকেট ইয়োহানেস জোনাথান স্মিট (৮) রিয়াজত আলি শাহ (২)
দিনেশ মগন নাকরানি (২)

উগান্ডা পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের এপ্রিল মাসে তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ও দুটি অনানুষ্ঠানিক একদিনের ম্যাচ খেলার জন্য নামিবিয়া সফর করে।[১] সিরিজের সবগুলো ম্যাচ ভিন্টহুকের ইউনাইটেড মাঠে খেলা হয়।[২] ২০২১ সালের সফরের পর এটি ছিল উগান্ডার দ্বিতীয় নামিবিয়া সফর।[৩][৪]

টি২০আই সিরিজে নামিবিয়া ২–১ ব্যবধানে জয়ী হয়।[৫][৬] একদিনের ম্যাচের সিরিজটি ১–১ ব্যবধানে ড্র হয়।[৭]

দলীয় সদস্য[সম্পাদনা]

 নামিবিয়া[৮]  উগান্ডা[৯]
  • ব্রায়ান মাসাবা (অধি.)
  • দেউসদেদিত মুহুমুজা (সহ-অধি.)
  • আর্নল্ড ওতোয়ানি (উই.)
  • এমানুয়েল হাসাহিয়া
  • কসমাস কিয়েউতা
  • কেনেথ ওয়াইসোয়া
  • জুমা মিয়াগি
  • দিনেশ মগন নাকরানি
  • ফ্রেড আচেলাম (উই.)
  • ফ্র্যাংক আকানকোয়াসা
  • ফ্র্যাংক ন্সুবুগা
  • রিচার্ড আগামিরে
  • রিয়াজত আলি শাহ
  • সাইমন সেসাজি (উই.)
  • হেনরি সেনিয়োন্দো

কার্ল বারকেনস্টক, লুই পিটারস ও সালোমন নুইয়োমা নামিবিয়ার হয়ে একদিনের ম্যাচের সিরিজে অংশগ্রহণ করেন।

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

৮ এপ্রিল ২০২২
১৩:০০
স্কোরকার্ড
উগান্ডা 
১২৭/৫ (২০ ওভার)
 নামিবিয়া
১২৮/২ (১৮.৪ ওভার)
সাইমন সেসাজি ৫৪ (৫৪)
ইয়োহানেস জোনাথান স্মিট ২/১৪ (৪ ওভার)
স্টেফান বার্ড ৫২* (৪৭)
ফ্র্যাংক আকানকোয়াসা ১/২২ (৪ ওভার)
নামিবিয়া ৮ উইকেটে জয়ী
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: অ্যান্ড্রু লাউ (নামিবিয়া) ও জেফ লাক (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্টেফান বার্ড (নামিবিয়া)
  • নামিবিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ডিলান লাইখার (নামিবিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই[সম্পাদনা]

৯ এপ্রিল ২০২২
১০:০০
স্কোরকার্ড
নামিবিয়া 
১৭৭/৪ (২০ ওভার)
 উগান্ডা
১৭৮/৩ (১৯.৫ ওভার)
খেরহার্ট এরাসমাস ১০০* (৪৭)
রিয়াজত আলি শাহ ২/২৪ (৪ ওভার)
দিনেশ মগন নাকরানি ৭৭* (৩৯)
খেরহার্ট এরাসমাস ২/২৮ (৪ ওভার)
উগান্ডা ৭ উইকেটে জয়ী
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: অ্যান্ড্রু লাউ (নামিবিয়া) ও ক্লাউস শুমাখার (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: দিনেশ মগন নাকরানি (উগান্ডা)
  • উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • খেরহার্ট এরাসমাস (নামিবিয়া) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।

৩য় টি২০আই[সম্পাদনা]

১০ এপ্রিল ২০২২
১২:০০
স্কোরকার্ড
নামিবিয়া 
১৮৫/৭ (২০ ওভার)
 উগান্ডা
১৩৩ (১৯.২ ওভার)
ইয়োহানেস জোনাথান স্মিট ৭১ (৩৫)
কসমাস কিয়েউতা ১/১৮ (৪ ওভার)
সাইমন সেসাজি ৫৮ (৪৭)
ইয়োহানেস জোনাথান স্মিট ৬/১০ (৪ ওভার)
নামিবিয়া ৫২ রানে জয়ী
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: ক্লাউস শুমাখার (নামিবিয়া) ও জেফ লাক (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইয়োহানেস জোনাথান স্মিট (নামিবিয়া)
  • উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জুমা মিয়াগি (উগান্ডা)-এর টি২০আই অভিষেক হয়।
  • ইয়োহানেস জোনাথান স্মিট (নামিবিয়া) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।
  • ইয়োহানেস জোনাথান স্মিট প্রথম নামিবীয় ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেট হ্যাটট্রিক লাভ করেন।

একদিনের ম্যাচের সিরিজ[সম্পাদনা]

১ম একদিনের ম্যাচ[সম্পাদনা]

১২ এপ্রিল ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
উগান্ডা 
৬৮ (২৩.৫ ওভার)
 নামিবিয়া
৭১/৩ (১৬.৫ ওভার)
সাইমন সেসাজি ২৪ (২২)
ডিলান লাইখার ৩/৬ (৫ ওভার)
ক্রেইগ উইলিয়ামস ৩৬* (৫১)
রিচার্ড আগামিরে ১/৮ (৩ ওভার)
নামিবিয়া ৭ উইকেটে জয়ী
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: অ্যান্ড্রু লাউ (নামিবিয়া) ও এভাউত লাসেন (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ডিলান লাইখার (নামিবিয়া)
  • নামিবিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় একদিনের ম্যাচ[সম্পাদনা]

১৩ এপ্রিল ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
নামিবিয়া 
২৬৬/৬ (৫০ ওভার)
 উগান্ডা
২৬৯/৭ (৪৯.৩ ওভার)
ক্রেইগ উইলিয়ামস ৯০ (১০৭)
কসমাস কিয়েউতা ১/৪৮ (১০ ওভার)
হেনরি সেনিয়োন্দো ১/৪৮ (১০ ওভার)
সাইমন সেসাজি ৮২ (৮৬)
ইয়ান ফ্রাইলিংক ২/৫১ (৭.৩ ওভার)
উগান্ডা ৩ উইকেটে জয়ী
ইউনাইটেড মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: এসাউ হাইনেস (নামিবিয়া) ও জেফ লাক (নামিবিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: সাইমন সেসাজি (উগান্ডা)
  • উগান্ডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Cricket Cranes to check rev in their engines against 'elite' Namibians"উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২২ 
  2. "Cricket Cranes go for more experience in Namibia"স্পোর্টস ওশেন উগান্ডা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২২ 
  3. "Namibia wrap up T20 series"দ্য নামিবিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২১ 
  4. "Namibia too strong for Uganda, sweep Castle Lite T20 series"ইমার্জিং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২১ 
  5. "Brilliant Smit sends Uganda packing"দ্য নামিবিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২২ 
  6. "All-round Smit stars as Namibia secure T20I series"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ১০ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২২ 
  7. "Uganda square 50-over series"দ্য নামিবিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২২ 
  8. @CricketNamibia1। "Richelieu Eagles Squad" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 
  9. "Hasahya, Miyagi earn Cricket Cranes call up for Namibia tour"কাওও স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]