২০২১ ভাল্লেত্তা কাপ
অবয়ব
২০২১ ভাল্লেত্তা কাপ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২১ সালের অক্টোবর মাসে মাল্টায় অনুষ্ঠিত হয়।[১] ম্যাচগুলো মার্সার মার্সা স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়।[২] টুর্নামেন্টটিতে স্বাগতিক মাল্টার সঙ্গে অংশগ্রহণ করে জিব্রাল্টার, বুলগেরিয়া ও সুইজারল্যান্ড।[১] টুর্নামেন্টটির পরে মাল্টা ও জিব্রাল্টার নিজেদের মধ্যে দুই ম্যাচের একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলে।[৩]
ভাল্লেত্তা কাপের ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে বিজয়ী হয় মাল্টা।[৪][৫] টুর্নামেন্টের পরে খেলা দ্বিপাক্ষিক সিরিজের একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত ও অপর ম্যাচ ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে টাই হওয়ায় সিরিজটি ০-০ ব্যবধানে ড্র হয়।[৬]
দলীয় সদস্য
[সম্পাদনা]![]() |
![]() |
![]() |
![]() |
---|---|---|---|
ভাল্লেত্তা কাপ
[সম্পাদনা]তারিখ | ২১ অক্টোবর ২০২১ – ২৪ অক্টোবর ২০২১ |
---|---|
তত্ত্বাবধায়ক | মাল্টা ক্রিকেট অ্যাসোসিয়েশন |
ক্রিকেটের ধরন | টোয়েন্টি২০ আন্তর্জাতিক |
আয়োজক | ![]() |
বিজয়ী | ![]() |
রানার-আপ | ![]() |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৪ |
খেলার সংখ্যা | ৮ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | ![]() |
সর্বাধিক রান সংগ্রহকারী | ![]() |
সর্বাধিক উইকেটধারী | ![]() |
রাউন্ড-রবিন
[সম্পাদনা]পয়েন্ট তালিকা
[সম্পাদনা]অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
৩ | ৩ | ০ | ০ | ০ | ৬ | +৩.০৬৭ |
২ | ![]() |
৩ | ২ | ১ | ০ | ০ | ৪ | +১.৩৭৯ |
৩ | ![]() |
৩ | ১ | ২ | ০ | ০ | ২ | −১.২৭৪ |
৪ | ![]() |
৩ | ০ | ৩ | ০ | ০ | ০ | −৩.৬৬২ |
ফাইনালে উত্তীর্ণ
৩য় স্থান নির্ধারণীতে উত্তীর্ণ
সূচি
[সম্পাদনা]ব
|
||
হাইনরিখ গেরিকে ৬৪ (২৫)
বালাজি অবিনাশ পাই ২/২৮ (৪ ওভার) |
লুই ব্রুস ৫৭* (৫৫)
মুহাম্মদ বিলাল ১/২৪ (৪ ওভার) |
- মাল্টা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- আফতাব আলম খান, কল্কি কুমার (মাল্টা), অ্যান্ড্রু রেয়েস ও ফিলিপ রেইকস (জিব্রাল্টার)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
লুই ব্রুস ৩১ (২৭)
এইডান অ্যান্ড্রুস ৩/২১ (৪ ওভার) |
ওসামা মাহমুদ ৫৮* (৪৬)
চার্লস হ্যারিসন ১/১৯ (২ ওভার) |
- জিব্রাল্টার টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- অর্জুন বিনোদ, অশ্বিন বিনোদ, আনসার মাহমুদ, আলি নাইয়ার, আসাদ মাহমুদ, ইদরিস উল হক, এইডান অ্যান্ড্রুস, ওসামা মাহমুদ, নিকোলাস হেন্ডারসন, নুরখান আহমদি ও স্টেফান ফ্র্যাংকলিন (সুইজারল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
জেকব অ্যালবিন ১৯* (৩০)
অনিশ কুমার ৩/৩ (২.৩ ওভার) |
অর্জুন বিনোদ ৪৩* (২০)
ডেলরিক ভারগিজ ১/২১ (১ ওভার) |
- বুলগেরিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- আন্দ্রেই লিলোভ, আহসান খান (বুলগেরিয়া) ও অনিশ কুমার (সুইজারল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
বালাজি অবিনাশ পাই ১০৭ (৫২)
সুলায়মান আলি ২/৩৮ (৪ ওভার) |
হ্রিস্তো লাকোভ ৮০ (৬৩)
জেমস ফিৎসজেরাল্ড ২/৩৭ (৪ ওভার) |
- বুলগেরিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- ডেভিড রোবসন (জিব্রাল্টার)-এর টি২০আই অভিষেক হয়।
- বালাজি অবিনাশ পাই প্রথম জিব্রাল্টারীয় ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে শতরানের ইনিংস খেলেন।
ব
|
||
আসাদ মাহমুদ ৩৩ (২৫)
বিক্রম অরোরা ৩/২০ (৪ ওভার) |
মুহাম্মদ বিলাল ৩৫* (১৭)
অশ্বিন বিনোদ ৩/৩০ (৪ ওভার) |
- সুইজারল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- ম্যাথিউ মার্টিন (সুইজারল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
ওমর রসুল ৬৩* (৩৬)
বরুণ তমোতরম ২/৩০ (৪ ওভার) |
বেসিল জর্জ ৪১ (২৭)
সুলায়মান আলি ২/২৬ (৩ ওভার) |
- বুলগেরিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- জোহেব মালিক ও ডিওন ফোসলো (মাল্টা)-এর টি২০আই অভিষেক হয়।
৩য় স্থান নির্ধারণী
[সম্পাদনা]ব
|
||
বালাজি অবিনাশ পাই ৭১ (৩৭)
প্রকাশ মিশ্র ৩/২২ (৪ ওভার) |
ইশান অরবিন্দ দে সিলভা ৬২ (৪০)
চার্লস হ্যারিসন ২/৩১ (৪ ওভার) |
- জিব্রাল্টার টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ফাইনাল
[সম্পাদনা]ব
|
||
বিক্রম অরোরা ৪২ (৩৯)
অনিশ কুমার ২/২৬ (৪ ওভার) |
ইদরিস উল হক ৪২ (২৩)
বরুণ তমোতরম ৩/২৫ (৪ ওভার) |
- মাল্টা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
দ্বিপাক্ষিক সিরিজ
[সম্পাদনা]টি২০আই সিরিজ
[সম্পাদনা]১ম টি২০আই
[সম্পাদনা]ব
|
||
- টস হয়নি।
- বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।
২য় টি২০আই
[সম্পাদনা]ব
|
||
বরুণ তমোতরম ৫০ (২৭)
লুই ব্রুস ৪/১৩ (৩ ওভার) |
কিরন ফেরারি ৩৫* (২৫)
ওয়াসিম আব্বাস ১/১৫ (২ ওভার) |
- জিব্রাল্টার টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
- জোজো টমাস (মাল্টা) ও কিরন ফেরারি (জিব্রাল্টার)-এর টি২০আই অভিষেক হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "T20 international series in Malta"। ক্রিকেট সুইজারল্যান্ড (ইংরেজি ভাষায়)। ১৯ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০২১।
- ↑ "Swiss men's team to make T20I debut in 4-nation quadrangular tournament in Malta"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২১।
- ↑ @Gibraltar_Cricket (৪ অক্টোবর ২০২১)। "Is it too early to get excited for this?!" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- ↑ "Malta crowned 2021 Valletta Cup champions"। ইমার্জিং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২১।
- ↑ "Malta Cricket beat Switzerland to lift Valletta Cup at Marsa Oval"। টাইমস অব মাল্টা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২১।
- ↑ "Gibraltar cricket match against Malta ends in tie due to rain"। জিব্রাল্টার ক্রনিকল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২১।
- ↑ "SQUAD ANNOUNCEMENT ALERT!!! 🚨🇬🇮"। জিব্রাল্টার ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২১ – ফেসবুক-এর মাধ্যমে।