২০১৩-১৪ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ভারত সফর
অবয়ব
২০১৩-১৪ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ভারত সফর | |||
---|---|---|---|
ভারত | ওয়েস্ট ইন্ডিজ | ||
তারিখ | ৩১ অক্টোবর ২০১৩ – ২৭ নভেম্বর ২০১৩ | ||
অধিনায়ক | মহেন্দ্র সিং ধোনি |
ড্যারেন স্যামি (টেস্ট) ডোয়েন ব্র্যাভো(ওডিআই) | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে ভারত ২–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | রোহিত শর্মা (২৮৮) | শিবনারায়ণ চন্দরপল (১৩৩) | |
সর্বাধিক উইকেট | রবিচন্দ্রন অশ্বিন (১২) | শেন শিলিংফোর্ড (১১) | |
সিরিজ সেরা খেলোয়াড় | রোহিত শর্মা (ভারত) | ||
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে ভারত ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | বিরাট কোহলি (২০৪) | ড্যারেন ব্র্যাভো (১৬০) | |
সর্বাধিক উইকেট | রবিচন্দ্রন অশ্বিন (৬) | রবি রামপাল (৭) | |
সিরিজ সেরা খেলোয়াড় | বিরাট কোহলি (ভারত) |
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ৩১ অক্টোবর, ২০১৩ তারিখ থেকে ২৭ নভেম্বর, ২০১৩ তারিখ পর্যন্ত ভারত সফর করে। সফরে দলটি দু’টি টেস্ট, তিনটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় ভারত জাতীয় ক্রিকেট দলের মুখোমুখি হয়।[১] ভারতীয় ক্রিকেটার শচীন তেন্ডুলকর এই সিরিজে তার ২০০তম টেস্ট ম্যাচ খেলার পর সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেয়ার কথা ঘোষণা করেন।[২][৩]
দলের সদস্য
[সম্পাদনা]টেস্ট[৪] | ওডিআই[৪] | ||
---|---|---|---|
ওয়েস্ট ইন্ডিজ[৫] | ভারত[৬] | ওয়েস্ট ইন্ডিজ[৭] | ভারত[৮] |
প্রস্তুতিমূলক খেলা
[সম্পাদনা]টেস্ট সিরিজ
[সম্পাদনা]১ম টেস্ট
[সম্পাদনা]৬-১০ নভেম্বর
স্কোরকার্ড |
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয় এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
- ভারতের পক্ষে রোহিত শর্মা এবং মোহাম্মদ শমী’র টেস্ট অভিষেক হয়।
- ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শেল্ডন কট্রিলের টেস্ট অভিষেক হয়।
২য় টেস্ট
[সম্পাদনা]১৪-১৮ নভেম্বর
স্কোরকার্ড |
ব
|
||
- ভারত টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- এটি শচীন তেন্ডুলকরের ২০০তম ও সর্বশেষ টেস্ট ম্যাচ।
পরিসংখ্যান
[সম্পাদনা]ব্যাটিং
[সম্পাদনা]- সর্বাধিক রান সংগ্রহকারী[৯]
খেলোয়াড় | খেলার সংখ্যা | মোট রান | সর্বোচ্চ রান | রান গড় | বল মোকাবেলা |
---|---|---|---|---|---|
রোহিত শর্মা | ২ | ২৮৮ | ১৭৭ | ২৮৮.০০ | ৪২৮ |
রবিচন্দ্রন অশ্বিন | ২ | ১৫৪ | ১২৪ | ৭৭.০০ | ২৪২ |
শিবনারায়ণ চন্দরপল | ২ | ১৩৩ | ৪১ | ৪৪.৩৩ | ২৩৫ |
চেতেশ্বর পুজারা | ২ | ১৩০ | ১১৩ | ৬৫.০০ | ২০৩ |
কাইরেন পাওয়েল | ২ | ১২১ | ৪৮ | ৩০.২৫ | ২১৯ |
বোলিং
[সম্পাদনা]- সর্বাধিক উইকেট লাভকারী[১০]
খেলোয়াড় | খেলার সংখ্যা | উইকেট সংখ্যা | প্রদেয় রান | ইনিংসে সেরা | ওভার প্রতি রান |
---|---|---|---|---|---|
রবিচন্দ্রন অশ্বিন | ২ | ১২ | ২৩২ | ৪/৮৯ | ৩.২২ |
প্রজ্ঞান ওঝা | ২ | ১১ | ১৭৮ | ৫/৪০ | ২.৬৮ |
মোহাম্মদ শমী | ২ | ১১ | ১৮২ | ৫/৪৭ | ৩.৭০ |
শেন শিলিংফোর্ড | ২ | ১১ | ৩৪৬ | ৬/১৬৭ | ৩.৫৩ |
ভুবনেশ্বর কুমার | ২ | ৩ | ১০২ | ১/২০ | ২.৫৫ |
ওডিআই সিরিজ
[সম্পাদনা]১ম ওডিআই
[সম্পাদনা] ২১ নভেম্বর
স্কোরকার্ড |
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়
- বিরাট কোহলি দ্রুততম ক্রিকেটার হিসেবে ৫,০০০ রান সংগ্রহ করে ভিভ রিচার্ডসের ওডিআই রেকর্ড স্পর্শ করেন।
২য় ওডিআই
[সম্পাদনা]৩য় ওডিআই
[সম্পাদনা]সম্প্রচার ব্যবস্থা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "West Indies tour of India, 2013/14"। ESPNcricinfo। ESPN EMEA। ১০ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৩।
- ↑ "Sachin Tendulkar: India batting legend to retire from all cricket"। BBC Sport। সংগ্রহের তারিখ ২০১৩-১০-১০।
- ↑ "Tendulkar to retire after 200th Test"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২০১৩-১০-১০।
- ↑ ক খ "West Indies tour of India, 2013/14 / Squads"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৩।
- ↑ "India v West Indies Test Series, 2013/14: West Indies Test Squad"। ESPNcricinfo। ৩ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৩।
- ↑ "India v West Indies Test Series, 2013/14: India Test Squad"। ESPNcricinfo। ৩১ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৩।
- ↑ "India v West Indies ODI series 2013/14: West Indies One-Day Squad"। ESPNcricinfo।
- ↑ "India v West Indies ODI series 2013/14: India One-Day Squad"। ESPNcricinfo।
- ↑ "Most runs"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৩।
- ↑ "Most wickets"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ক্রিকইনফোতে West Indies in India 2013-14