২০২১ নামিবিয়া ত্রিদেশীয় সিরিজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২১ নামিবিয়া ত্রিদেশীয় সিরিজ
২০১৯–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর অংশ
তারিখ২৬ নভেম্বর ২০২১ – ২৭ নভেম্বর ২০২১
স্থাননামিবিয়া
দলসমূহ
 ওমান  নামিবিয়া  সংযুক্ত আরব আমিরাত
অধিনায়কবৃন্দ
জিশান মাকসুদ ইয়োহানেস জোনাথান স্মিট আহমেদ রাজা
সর্বাধিক রান
আয়ান খান (৯২) ইয়োহানেস জোনাথান স্মিট (১৫০) প্রযোজ্য নয়
সর্বাধিক উইকেট
জিশান মাকসুদ (৬) ইয়োহানেস জোনাথান স্মিট (৭)
রুবেন ট্রুম্পেলমান (৭)
প্রযোজ্য নয়

২০২১ নামিবিয়া ত্রিদেশীয় সিরিজ ছিল ২০১৯–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ ক্রিকেট টুর্নামেন্টের ৮ম পর্ব যা ২০২১ সালের নভেম্বর মাসে নামিবিয়ায় অনুষ্ঠিত হয়।[১][২] সিরিজটি ছিল ওমান, নামিবিয়াসংযুক্ত আরব আমিরাতের অংশগ্রহণে অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় সিরিজ, এবং সিরিজের ম্যাচগুলো খেলা হয় একদিনের আন্তর্জাতিক (ওডিআই) হিসেবে।[৩] আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ টুর্নামেন্টটি ছিল ২০২৩ পুরুষ ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের একটি ধাপ।[৪][৫] ২০২০ সালের জানুয়ারি মাসে ৪র্থ পর্ব চলার সময় স্থগিত হওয়া দুটি ম্যাচ এ সিরিজের সূচিতে যোগ করা হয়।[৬]

সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হয় নামিবিয়া ও ওমানের মধ্যে, এবং দুই দল একটি করে ম্যাচে জয়লাভ করে।[৭] কিন্তু নভেম্বর মাসের শেষে আফ্রিকার দক্ষিণাঞ্চলে নতুন করোনাভাইরাসের নতুন এক প্রজাতি সংক্রান্ত ঝুঁকি বেড়ে যাওয়ার কারণে সিরিজের বাকি ম্যাচগুলো বাতিল করা হয়।[৮][৯]

দলীয় সদস্য[সম্পাদনা]

 ওমান[১০]  নামিবিয়া[১১]  সংযুক্ত আরব আমিরাত[১২]

তাংগেনি লুংগামেনি ও শন ফুশেকে নামিবিয়া দলে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[১১]

সূচি[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

২৬ নভেম্বর ২০২১
০৯:৩০
স্কোরকার্ড
নামিবিয়া 
২২৮ (৫০ ওভার)
 ওমান
১৮৮ (৪৬.৫ ওভার)
নামিবিয়া ৪০ রানে জয়ী
ওয়ান্ডারারস ক্রিকেট মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: অ্যান্ড্রু লাউ (নামিবিয়া) ও শন জর্জ (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইয়োহানেস জোনাথান স্মিট (নামিবিয়া)
  • ওমান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মাইকেল ফন লিংএন, মিশাউ দু প্রে ও রুবেন ট্রুম্পেলমান (নামিবিয়া)-এর ওডিআই অভিষেক হয়।

২য় ওডিআই[সম্পাদনা]

২৭ নভেম্বর ২০২১
০৯:৩০
স্কোরকার্ড
ওমান 
২৯১/৯ (৫০ ওভার)
 নামিবিয়া
২৮২/৯ (৫০ ওভার)
আয়ান খান ৮৩ (৯৩)
রুবেন ট্রুম্পেলমান ৫/৭৬ (১০ ওভার)
ওমান ৯ রানে জয়ী
ওয়ান্ডারারস ক্রিকেট মাঠ, ভিন্টহুক
আম্পায়ার: ক্লাউস শুমাখার (নামিবিয়া) ও শন জর্জ (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: আয়ান খান (ওমান)
  • ওমান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ইয়ান নিকোল লফটি-ইটন (নামিবিয়া)-এর ওডিআই অভিষেক হয়।
  • রুবেন ট্রুম্পেলমান (নামিবিয়া) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।

৩য় ওডিআই[সম্পাদনা]

২৯ নভেম্বর ২০২১
০৯:৩০
স্কোরকার্ড
ম্যাচ বাতিল
ওয়ান্ডারারস ক্রিকেট মাঠ, ভিন্টহুক
  • কোভিড-১৯ সংক্রান্ত ঝুঁকির কারণে ম্যাচটি বাতিল করা হয়।

৪র্থ ওডিআই[সম্পাদনা]

৩০ নভেম্বর ২০২১
০৯:৩০
স্কোরকার্ড
ম্যাচ বাতিল
ওয়ান্ডারারস ক্রিকেট মাঠ, ভিন্টহুক
  • কোভিড-১৯ সংক্রান্ত ঝুঁকির কারণে ম্যাচটি বাতিল করা হয়।

৫ম ওডিআই[সম্পাদনা]

২ ডিসেম্বর ২০২১
০৯:৩০
স্কোরকার্ড
ম্যাচ বাতিল
ওয়ান্ডারারস ক্রিকেট মাঠ, ভিন্টহুক
  • কোভিড-১৯ সংক্রান্ত ঝুঁকির কারণে ম্যাচটি বাতিল করা হয়।

৬ষ্ঠ ওডিআই[সম্পাদনা]

৪ ডিসেম্বর ২০২১
০৯:৩০
স্কোরকার্ড
ম্যাচ বাতিল
ওয়ান্ডারারস ক্রিকেট মাঠ, ভিন্টহুক
  • কোভিড-১৯ সংক্রান্ত ঝুঁকির কারণে ম্যাচটি বাতিল করা হয়।

৭ম ওডিআই[সম্পাদনা]

৫ ডিসেম্বর ২০২১
০৯:৩০
স্কোরকার্ড
ম্যাচ বাতিল
ওয়ান্ডারারস ক্রিকেট মাঠ, ভিন্টহুক
  • কোভিড-১৯ সংক্রান্ত ঝুঁকির কারণে ম্যাচটি বাতিল করা হয়।

৮ম ওডিআই[সম্পাদনা]

৬ ডিসেম্বর ২০২১
০৯:৩০
স্কোরকার্ড
ম্যাচ বাতিল
ওয়ান্ডারারস ক্রিকেট মাঠ, ভিন্টহুক
  • কোভিড-১৯ সংক্রান্ত ঝুঁকির কারণে ম্যাচটি বাতিল করা হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Namibia to host Oman and UAE for CWC League 2 series in November/December 2021"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২১ 
  2. "Men's Cricket World Cup 2023 qualifying matches rescheduled"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২০ 
  3. "ICC Men's Cricket World Cup League 2 series announced"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৯ 
  4. "Namibia crowned ICC World Cricket League Division 2 champions with victory over Oman"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৯ 
  5. "Associates pathway to 2023 World Cup undergoes major revamp"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৮ 
  6. "Oman cricket team leaves for Namibia tour"টাইমস অব ওমান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২১ 
  7. "Oman level series against Namibia"দ্য নামিবিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২১ 
  8. "Tri-Nations cancelled"দ্য নামিবিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২১ 
  9. "Tri-series in Namibia called off, Oman cricket team flying back"টাইমস অব ওমান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২১ 
  10. "Oman Cricket Announces Squad for CWC League 2 Series in Namibia"ওমান ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২১ 
  11. "Namibia Hosting Oman and UAE in Castle Lite Series"ক্রিকেট নামিবিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২১ 
  12. "Emirates Cricket Board announce team to compete in ICC Men's Cricket World Cup League 2 in Namibia"আমিরাত ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]