২০২১ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ আমেরিকা বাছাইপর্ব
অবয়ব
তারিখ | ১৮ অক্টোবর ২০২১ – ২৫ অক্টোবর ২০২১ |
---|---|
তত্ত্বাবধায়ক | আইসিসি আমেরিকাস |
ক্রিকেটের ধরন | টোয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | দ্বৈত রাউন্ড-রবিন |
আয়োজক | মেক্সিকো |
বিজয়ী | মার্কিন যুক্তরাষ্ট্র |
রানার-আপ | ব্রাজিল |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৪ |
খেলার সংখ্যা | ১২ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | দিব্যা সাক্সেনা |
সর্বাধিক রান সংগ্রহকারী | দিব্যা সাক্সেনা (১৮০) |
সর্বাধিক উইকেটধারী | লাউরা কারদোসো (১১) |
২০২১ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ আমেরিকা বাছাইপর্ব ছিল একটি ক্রিকেট টুর্নামেন্ট যা ২০২১ সালের অক্টোবর মাসে মেক্সিকোতে অনুষ্ঠিত হয়।[১] ম্যাচগুলো টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) হিসেবে খেলা হয়, এবং টুর্নামেন্টের সেরা দল ২০২২ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করে।[২] ২০১২ সালের পর এ টুর্নামেন্টেই কোনও আইসিসি নারী ইভেন্টে প্রথমবারের মত আর্জেন্টিনা ও ব্রাজিল অংশগ্রহণ করে।[৩] ২০২১ সালের সেপ্টেম্বর মাসে টুর্নামেন্টের সূচি নিশ্চিত করা হয়।[৪]
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে মূল বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করে মার্কিন যুক্তরাষ্ট্র।[৫] কানাডার দিব্যা সাক্সেনা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।[৬]
দলীয় সদস্য
[সম্পাদনা]টুর্নামেন্টের জন্য নিম্নলিখিত দলসমূহ ঘোষণা করা হয়:[৭]
আর্জেন্টিনা[৮] | কানাডা[৯] | ব্রাজিল[১০] | মার্কিন যুক্তরাষ্ট্র[১১] |
---|---|---|---|
|
পয়েন্ট তালিকা
[সম্পাদনা]অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|---|
১ | মার্কিন যুক্তরাষ্ট্র | ৬ | ৫ | ১ | ০ | ০ | ১০ | +১.৮৭৯ |
২ | ব্রাজিল | ৬ | ৪ | ২ | ০ | ০ | ৮ | +০.১৬৪ |
৩ | কানাডা | ৬ | ৩ | ৩ | ০ | ০ | ৬ | +০.৬৫২ |
৪ | আর্জেন্টিনা | ৬ | ০ | ৬ | ০ | ০ | ০ | −৩.১৮২ |
উৎস: ইএসপিএনক্রিকইনফো
মূল বাছাইপর্বে উত্তীর্ণ
সূচি
[সম্পাদনা]ব
|
||
রেনাতা জি সোউজা ১৩* (৫৫)
তারা নরিস ২/৫ (৪ ওভার) |
- মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- এভেলিন জি সোউজা, দানিয়েলা স্তাদোঁ, মারিআন আর্তুর, মারিয়া এদুয়ার্দা রিবেইরো, লাউরা কারদোসো (ব্রাজিল), আনিকা কোলান, ঈশানী বাগেলা, গার্গী ভোগলে, তারা নরিস, মোক্ষা চৌধুরী ও সুহানি তদনী (মার্কিন যুক্তরাষ্ট্র)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
দিব্যা সাক্সেনা ৭০* (৭০)
তামারা বাসিলে ১/১৯ (৩ ওভার) |
ভেরোনিকা ভাসকেস ১৯ (৪৭)
সানিয়া জিয়া ৩/৯ (৪ ওভার) |
- কানাডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- কাতালিনা গ্রেলোনি, তামারা বাসিলে, মাগদালেনা এসকিভেল, লুসিয়া ইগলেসিয়াস (আর্জেন্টিনা), দিব্যা সাক্সেনা, মাহরুখ ইমতিয়াজ, মুখবিন্দর গিল, সানা জাফর ও সোনালি ভিগ (কানাডা)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
তামারা বাসিলে ২ (৮)
রেনাতা জি সোউজা ২/১ (২ ওভার) |
লরা আগাথা ৪* (১৩)
তামারা বাসিলে ২/৬ (১.৩ ওভার) |
- ব্রাজিল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
মিরিয়াম খোখর ২৩ (৩০)
সুহানি তদনী ২/৭ (৪ ওভার) |
গার্গী ভোগলে ৩৯* (৩৭)
|
- কানাডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
শিবানী ভাস্কর ২৯ (৪২)
অ্যালিসন স্টকস ৩/১৩ (৪ ওভার) |
ভেরোনিকা ভাসকেস ৬ (২৩)
সুহানি তদনী ৪/৬ (৪ ওভার) |
- আর্জেন্টিনা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- চেতনা প্রসাদ (মার্কিন যুক্তরাষ্ট্র)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
সোনালি ভিগ ১৩ (৩৩)
নিকোল মোন্তেইরো ৪/৬ (৪ ওভার) |
রোবের্তা মোরেত্তি ১৭ (৪৪)
হালা আজমত ২/৮ (৪ ওভার) |
- ব্রাজিল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- কৃমা কাপাডিয়া ও জেসমিনা ওল্ডহ্যাম (কানাডা)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
অ্যালিসন স্টকস ১৮* (১৮)
মুখবিন্দর গিল ২/৬ (৪ ওভার) |
দিব্যা সাক্সেনা ৩৯* (৩৯)
অ্যালিসন স্টকস ১/১৫ (৩ ওভার) |
- কানাডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- কেট গ্রে (কানাডা)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
গার্গী ভোগলে ২৬ (৪০)
লাউরা কারদোসো ৩/২৪ (৪ ওভার) |
রোবের্তা মোরেত্তি ১২ (৩৫)
সারা ফারুক ৩/৮ (৪ ওভার) |
- মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
দিব্যা সাক্সেনা ৪০ (৪৫)
অক্ষতা রাও ২/২২ (৪ ওভার) |
ঈশানী বাগেলা ২০ (৩২)
হালা আজমত ৪/১৫ (৪ ওভার) |
- মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- লাস্যা মুল্লপুড়ি (মার্কিন যুক্তরাষ্ট্র)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
রেনাতা জি সোউজা ১৪* (২৯)
কোনস্তানসা সোসা ২/১৩ (৪ ওভার) |
ভেরোনিকা ভাসকেস ১৬* (৩৮)
লারা মোইজেস ২/১২ (৪ ওভার) |
- আর্জেন্টিনা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
ব
|
||
রোবের্তা মোরেত্তি ২১ (৩২)
হিবা শমসাদ ৩/৮ (৪ ওভার) |
মুখবিন্দর গিল ১৯ (২৯)
লাউরা কারদোসো ৩/৮ (৩ ওভার) |
- কানাডা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৭ ওভারে খেলা হয়।
- লাউরা কারদোসো প্রথম ব্রাজিলীয় ক্রিকেটার হিসেবে নারী টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।
ব
|
||
মারিয়ানা মার্তিনেস ১০ (৩১)
মোক্ষা চৌধুরী ৩/৭ (৪ ওভার) |
শিবানী ভাস্কর ২৩* (১৮)
|
- মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- আলবের্তিনা গালান ও সোফিয়া ব্রুনো (আর্জেন্টিনা)-এর টি২০আই অভিষেক হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ICC's East-Asia Pacific qualifiers in Japan cancelled"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "Qualification for ICC Women's T20 World Cup 2023 announced"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২০।
- ↑ "ICC announce qualification process for 2023 Women's T20 World Cup"। দ্য ক্রিকেটার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২০।
- ↑ "ICC T20 World Cup America Qualifiers to begin on October 18 in Mexico"। উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "Team USA finish brilliantly as champions of the ICC Americas T20 World Cup Qualifier in Mexico"। যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২১।
- ↑ "DIVYA SAXENA NAMED ICC WOMEN'S T20 CWC QUALIFIER TOURNAMENT MVP"। ক্রিকেট কানাডা (ইংরেজি ভাষায়)। ২৭ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২১।
- ↑ "ICC T20 World Cup 2023 qualifiers set to begin in August 2021"। উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২০।
- ↑ "Argentina women's national squad for 2021 ICC Women's t20 world cup Americas qualifier"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২১।
- ↑ "Canadian women's national squad for 2021 ICC Women's t20 world cup Americas qualifier"। ক্রিকেট কানাডা (ইংরেজি ভাষায়)। ৭ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২১।
- ↑ "T20 World Cup Americas Qualifiers – Know the teams"। উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২১।
- ↑ "Team USA Women's squad named for ICC Americas T20 World Cup Qualifier in Mexico"। যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২১।