বিষয়বস্তুতে চলুন

২০১৬–১৭ বাংলাদেশ ক্রিকেট দলের ভারত সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৬ বাংলাদেশ ক্রিকেট দলের ভারত সফর
 
  ভারত বাংলাদেশ
তারিখ ৫ – ১৩ ফেব্রুয়ারি ২০১৭
অধিনায়ক বিরাট কোহলি মুশফিকুর রহিম
টেস্ট সিরিজ
ফলাফল ১ ম্যাচের সিরিজে ভারত ১–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান বিরাট কোহলি (২৪২) মুশফিকুর রহিম (১৫০)
সর্বাধিক উইকেট রবীন্দ্র জাদেজা (৬)
রবিচন্দ্রন অশ্বিন (৬)
তাসকিন আহমেদ (৩)
তাইজুল ইসলাম (৩)

বাংলাদেশ ক্রিকেট দল একমাত্র টেস্ট ক্রিকেট খেলার জন্য ভারত সফর করে, যা ফেব্রুয়ারি ২০১৭-এ অনুষ্ঠিত হয়।[][] টেস্ট অভিষেকের পর ভারতের মাটিতে স্বাগতিক ভারত দলের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম সফর ছিল।[] প্রকৃতপক্ষে সফরটি আগস্ট, ২০১৬ সালে নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আরও গ্রহণযোগ্য করে তুলতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নিয়ে যায়।[] আগস্ট, ২০১৬ সালে টেস্টের তারিখ নির্ধারিত হয়।[] জানুয়ারি, ২০১৭ সালে বিসিসিআই একদিন এগিয়ে নিয়ে আসে।[] এ টেস্টে ডিআরএস ব্যবহৃত হয়।[]

টেস্ট শুরুর পূর্বে ভারত এ ও বাংলাদেশ দুই দিনের প্রস্তুতিমূলক খেলায় অংশ নেয়।[] বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম ঐতিহাসিক সফর প্রসঙ্গে বলেন, ‘আমরা এমনভাবে খেলতে যাচ্ছি যাতে ভারত বারংবার আমাদেরকে আমন্ত্রণ জানায়। এটি আমার জন্য শুধুই আরেকটি টেস্ট খেলা’।[] ভারত ২০৮ রানের ব্যবধানে টেস্ট খেলায় জয় পায়।[১০]

দলীয় সদস্য

[সম্পাদনা]
 ভারত  বাংলাদেশ

প্রস্তুতিমূলক খেলায় বাংলাদেশের ইমরুল কায়েস আঘাত পেলে মোসাদ্দেক হোসেনকে তার স্থলাভিষিক্ত হন।[১১] ১ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চূড়ান্ত টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অমিত মিশ্র আহত হন। কুলদীপ যাদব তার স্থলে অন্তর্ভুক্ত হন।[১২]

প্রস্তুতিমূলক খেলা

[সম্পাদনা]
৫–৬ ফেব্রুয়ারি ২০১৭
স্কোরকার্ড
২২৪/৮ঘো (৬৭ ওভার)
সৌম্য সরকার ৫২ (৭৩)
অনিকেত চৌধুরী ৪/২৬ (১২ ওভার)
৪৬১/৮ঘো (৯০ ওভার)
বিজয় শঙ্কর ১০৩* (৮১)
শুভাশিস রায় ৩/৫৭ (১৬ ওভার)
৭৩/২ (১৫ ওভার)
তামিম ইকবাল ৪২* (৫৪)
কুলদীপ যাদব ২/২ (২ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • প্রতি দলে ১৪ খেলোয়াড় (১১ ব্যাটিং, ১১ ফিল্ডিং)।

একমাত্র টেস্ট

[সম্পাদনা]
৯–১৩ ফেব্রুয়ারি, ২০১৭
স্কোরকার্ড
৬৮৭/৬ঘো (১৬৬ ওভার)
বিরাট কোহলি ২০৪ (২৪৬)
তাইজুল ইসলাম ৩/১৫৬ (৪৭ ওভার)
৩৮৮ (১২৭.৫ ওভার)
মুশফিকুর রহিম ১২৭ (২৬২)
উমেশ যাদব ৩/৮৪ (২৫ ওভার)
১৫৯/৪ঘো (২৯ ওভার)
চেতেশ্বর পুজারা ৫৪* (৫৮)
তাসকিন আহমেদ ২/৪৩ (৭ ওভার)
২৫০ (১০০.৩ ওভার)
মাহমুদুল্লাহ রিয়াদ ৬৪ (১৪৯)
রবিচন্দ্রন অশ্বিন ৪/৭৩ (৩০.৩ ওভার)
  • ভারত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "India Cricket Schedule 2016: Fixtures and dates of all matches for Men in Blue in New Year"International Business Times (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৬ 
  2. "BCB confirms four series with India, maiden Test tour in 2016"ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৬ 
  3. "BCCI names six new Test venues"ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৬ 
  4. "Bangladesh considering hosting West Indies in September"ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৬ 
  5. "Bangladesh set for historic India Test from February 8"ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৬ 
  6. "India-Bangladesh Test to start on February 9"ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৭ 
  7. "IND vs BAN: DRS to be used for Bangladesh Test"DNA India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৭ 
  8. "Jayant Yadav set for India A return"ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৭ 
  9. "'This is not a historic game' - Mushfiqur Rahim"ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৭ 
  10. "Jadeja, Ishant wrap up 208-run win"ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৭ 
  11. "Thigh injury rules out Imrul Kayes"ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৭ 
  12. "Kuldeep Yadav replaces injured Mishra"ইএসপিএন ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৭ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]