২০২১–২২ ভারত নারী ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২১–২২ ভারত নারী ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর
 
  নিউজিল্যান্ড ভারত
তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২২ – ২৪ ফেব্রুয়ারি ২০২২
অধিনায়ক সোফি ডিভাইন মিতালি রাজ (ওডিআই)
হরমনপ্রীত কৌর (টি২০আই)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ৪–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান অ্যামেলিয়া কের (৩৫৩) মিতালি রাজ (২৩২)
সর্বাধিক উইকেট জেস কের (৭)
অ্যামেলিয়া কের (৭)
দীপ্তি শর্মা (১০)
সিরিজ সেরা খেলোয়াড় অ্যামেলিয়া কের (নিউজিল্যান্ড)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ১ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ১–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান সুজি বেটস (৩৬) শভীনেণী মেঘনা (৩৭)
সর্বাধিক উইকেট জেস কের (২)
হেইলি জেনসেন (২)
অ্যামেলিয়া কের (২)
পূজা বস্ত্রাকর (২)
দীপ্তি শর্মা (২)

ভারত নারী ক্রিকেট দল ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে পাঁচটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য নিউজিল্যান্ড সফর করে।[১][২] ওডিআই ম্যাচগুলো পরবর্তীতে নিউজিল্যান্ডেই অনুষ্ঠিত ২০২২ নারী ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্টের জন্য প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[৩]

প্রাথমিকভাবে সফরের ম্যাচগুলো উত্তর নিউজিল্যান্ডে আয়োজিত হওয়ার কথা ছিল।[৪] কিন্তু ২০২২ সালের ২৭ জানুয়ারি নিউজিল্যান্ড ক্রিকেট সফরের সূচিতে পরিবর্তন আনে, এবং সফরের সব ম্যাচের আয়োজনস্থল হিসেবে কুইনসটাউনের জন ডেভিস ওভালের নাম ঘোষণা করা হয়।।[৫][৬]

সিরিজের একমাত্র টি২০আই ম্যাচে নিউজিল্যান্ড জয়ী হয়।[৭] ওডিআই সিরিজে নিউজিল্যান্ড ৪-১ ব্যবধানে জয়ী হয়।[৮]

দলীয় সদস্য[সম্পাদনা]

 নিউজিল্যান্ড  ভারত
ওডিআই ও টি২০আই[৯][১০] ওডিআই[১১] টি২০আই[১২]

একমাত্র টি২০আই[সম্পাদনা]

৯ ফেব্রুয়ারি ২০২২
১৩:০০
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
১৫৫/৫ (২০ ওভার)
 ভারত
১৩৭/৮ (২০ ওভার)
সুজি বেটস ৩৬ (৩৪)
পূজা বস্ত্রাকর ২/১৬ (৪ ওভার)
শভীনেণী মেঘনা ৩৭ (৩০)
জেস কের ২/২০ (৪ ওভার)
নিউজিল্যান্ড ১৮ রানে জয়ী
জন ডেভিস ওভাল, কুইনসটাউন
আম্পায়ার: কিম কটন (নিউজিল্যান্ড) ও জন ডেম্পসি (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: লিয়া-মারি তাহুহু (নিউজিল্যান্ড)
  • ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

ওডিআই সিরিজ[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

১২ ফেব্রুয়ারি ২০২২
১১:০০
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
২৭৫ (৪৮.১ ওভার)
 ভারত
২১৩ (৪৯.৪ ওভার)
মিতালি রাজ ৫৯ (৭৩)
জেস কের ৪/৩৫ (৯.৪ ওভার)
নিউজিল্যান্ড ৬২ রানে জয়ী
জন ডেভিস ওভাল, কুইনসটাউন
আম্পায়ার: জন ব্রমলি (নিউজিল্যান্ড) ও ডেরেক ওয়াকার (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: সুজি বেটস (নিউজিল্যান্ড)
  • ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • শভিনেণী মেঘনা (ভারত)-এর ওডিআই অভিষেক হয়।

২য় ওডিআই[সম্পাদনা]

১৫ ফেব্রুয়ারি ২০২২
১১:০০
স্কোরকার্ড
ভারত 
২৭০/৬ (৫০ ওভার)
 নিউজিল্যান্ড
২৭৩/৭ (৪৯ ওভার)
মিতালি রাজ ৬৬* (৮১)
সোফি ডিভাইন ২/৪২ (৮ ওভার)
অ্যামেলিয়া কের ১১৯* (১৩৫)
দীপ্তি শর্মা ৪/৫২ (১০ ওভার)
নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী
জন ডেভিস ওভাল, কুইনসটাউন
আম্পায়ার: জন ডেম্পসি (নিউজিল্যান্ড) ও ডেরেক ওয়াকার (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: অ্যামেলিয়া কের (নিউজিল্যান্ড)
  • ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সিমরন বাহাদুর (ভারত)-এর ওডিআই অভিষেক হয়।

৩য় ওডিআই[সম্পাদনা]

১৮ ফেব্রুয়ারি ২০২২
১১:০০
স্কোরকার্ড
ভারত 
২৭৯ (৪৯.৩ ওভার)
 নিউজিল্যান্ড
২৮০/৭ (৪৯.১ ওভার)
দীপ্তি শর্মা ৬৯* (৬৯)
রোজম্যারি মেয়ার ২/৪৩ (১০ ওভার)
অ্যামেলিয়া কের ৬৭ (৮০)
ঝুলন গোস্বামী ৩/৪৭ (১০ ওভার)
নিউজিল্যান্ড ৩ উইকেটে জয়ী
জন ডেভিস ওভাল, কুইনসটাউন
আম্পায়ার: কোরি ব্ল্যাক (নিউজিল্যান্ড) ও জন ডেম্পসি (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: লরেন ডাউন (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রেণুকা সিং (ভারত)-এর ওডিআই অভিষেক হয়।

৪র্থ ওডিআই[সম্পাদনা]

২২ ফেব্রুয়ারি ২০২২
১১:০০
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
১৯১/৫ (২০ ওভার)
 ভারত
১২৮ (১৭.৫ ওভার)
অ্যামেলিয়া কের ৬৮* (৩৩)
রেণুকা সিং ২/৩৩ (৪ ওভার)
রিচা ঘোষ ৫২ (২৯)
অ্যামেলিয়া কের ৩/৩০ (৩.৫ ওভার)
নিউজিল্যান্ড ৬৩ রানে জয়ী
জন ডেভিস ওভাল, কুইনসটাউন
আম্পায়ার: জন ব্রমলি (নিউজিল্যান্ড) ও ডেরেক ওয়াকার (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: অ্যামেলিয়া কের (নিউজিল্যান্ড)
  • ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ২০ ওভারে খেলা হয়।

৫ম ওডিআই[সম্পাদনা]

২৪ ফেব্রুয়ারি ২০২২
১১:০০
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
২৫১/৯ (৫০ ওভার)
 ভারত
২৫২/৪ (৪৬ ওভার)
অ্যামেলিয়া কের ৬৬ (৭৫)
স্নেহ রানা ২/৪০ (৯ ওভার)
ভারত ৬ উইকেটে জয়ী
জন ডেভিস ওভাল, কুইনসটাউন
আম্পায়ার: জন ডেম্পসি (নিউজিল্যান্ড) ও ডেরেক ওয়াকার (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্মৃতি মন্ধনা (ভারত)
  • নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Summer of Opportunity looms for BLACKCAPS & WHITE FERNS"নিউজিল্যান্ড ক্রিকেট (ইংরেজি ভাষায়)। ১১ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২১ 
  2. "New Zealand to host India Women for one T20I, five ODIs ahead of 2022 ODI World Cup"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২১ 
  3. "New Zealand to host India in six-match LOI series in February ahead of Women's World Cup"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২১ 
  4. "NZ Cricket revises home schedule for Black Caps and White Ferns"স্টাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২২ 
  5. "NZC announces revised home schedule"নিউজিল্যান্ড ক্রিকেট (ইংরেজি ভাষায়)। ২৬ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২২ 
  6. "Schedule for White Ferns' ODI series against India adjusted"স্টাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২২ 
  7. "Tahuhu stars with bat and ball as New Zealand quell India in only T20I"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২২ 
  8. "Mandhana, Harmanpreet and Raj fifties hand India consolation win"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২২ 
  9. "Leigh Kasperek left out of New Zealand's ODI World Cup squad"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২২ 
  10. "White Ferns leave top spinner Leigh Kasperek out of World Cup squad in quest for balance"স্টাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২২ 
  11. "Renuka Singh, Meghna Singh, Yastika Bhatia break into India's World Cup squad"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২২ 
  12. "India Women's squad for ICC Women's World Cup 2022 and New Zealand series announced"ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]