২০২২–২৩ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের ভারত সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২–২৩ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের ভারত সফর
 
  ভারত নিউজিল্যান্ড
তারিখ ১৮ জানুয়ারি ২০২৩ – ১ ফেব্রুয়ারি ২০২৩
অধিনায়ক রোহিত শর্মা (ওডিআই)
হার্দিক পান্ডিয়া (টি২০আই)
টম ল্যাথাম (ওডিআই)
মিচেল স্যান্টনার (টি২০আই)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ভারত ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান শুভমান গিল (৩৬০) মাইকেল ব্রেসওয়েল (১৮৮)
সর্বাধিক উইকেট শার্দুল ঠাকুর (৬)
কুলদীপ যাদব (৬)
ব্লেয়ার টিকনার (৪)
সিরিজ সেরা খেলোয়াড় শুভমান গিল (ভারত)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ভারত ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান শুভমান গিল (১৪৪) ড্যারিল মিচেল (১০২)
সর্বাধিক উইকেট অর্শদীপ সিং (৫)
হার্দিক পান্ডিয়া (৫)
মাইকেল ব্রেসওয়েল (৪)
সিরিজ সেরা খেলোয়াড় হার্দিক পান্ডিয়া (ভারত)

নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য ভারত সফর করে।[১] ২০২২ সালের ডিসেম্বর মাসে সফরের সূচি নিশ্চিত করা হয়।[২]

ওডিআই সিরিজে ভারত ৩–০ ব্যবধানে জয়ী হয়।[৩] টি২০আই সিরিজে ভারত ২–১ ব্যবধানে জয়লাভ করে।[৪]

দলীয় সদস্য[সম্পাদনা]

 ভারত  নিউজিল্যান্ড
ওডিআই[৫] টি২০আই[৬] ওডিআই[৭] টি২০আই[৮]

২০২৩ সালের ২ জানুয়ারি অ্যাডাম মিলনার পরিবর্তে নিউজিল্যান্ডের ওডিআই দলে ব্লেয়ার টিকনারকে যোগ করা হয়।[৯] ওডিআই সিরিজ শুরুর আগে চোটের কারণে ম্যাট হেনরি নিউজিল্যান্ডের ওডিআই দল থেকে ছিটকে যান।[১০] তাঁর বদলি হিসেবে ডগ ব্রেসওয়েলকে দলে নেয়া হয়।[১১] শ্রেয়াস আইয়ার ভারতের ওডিআই দল থেকে ছিটকে গেলে তাঁর পরিবর্তে রজত পাটিদারকে দলে যোগ করা হয়।[১২]

ওডিআই সিরিজ[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

১৮ জানুয়ারি ২০২৩
১৩:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত 
৩৪৯/৮ (৫০ ওভার)
বনাম
 নিউজিল্যান্ড
৩৩৭ (৪৯.২ ওভার)
শুভমান গিল ২০৮ (১৪৯)
ড্যারিল মিচেল ২/৩০ (৫ ওভার)
  • ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় ওডিআই[সম্পাদনা]

২১ জানুয়ারি ২০২৩
১৩:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
১০৮ (৩৪.৩ ওভার)
বনাম
 ভারত
১১১/২ (২০.১ ওভার)
  • ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় ওডিআই[সম্পাদনা]

২৪ জানুয়ারি ২০২৩
১৩:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত 
৩৮৫/৯ (৫০ ওভার)
বনাম
 নিউজিল্যান্ড
২৯৫ (৪১.২ ওভার)
শুভমান গিল ১১২ (৭৮)
ব্লেয়ার টিকনার ৩/৭৬ (১০ ওভার)
ডেভন কনওয়ে ১৩৮ (১০০)
শার্দুল ঠাকুর ৩/৪৫ (৬ ওভার)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

২৭ জানুয়ারি ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
১৭৬/৬ (২০ ওভার)
বনাম
 ভারত
১৫৫/৯ (২০ ওভার)
  • ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় টি২০আই[সম্পাদনা]

২৯ জানুয়ারি ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
৯৯/৮ (২০ ওভার)
বনাম
 ভারত
১০১/৪ (১৯.৫ ওভার)
  • নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই[সম্পাদনা]

১ ফেব্রুয়ারি ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
ভারত 
২৩৪/৪ (২০ ওভার)
বনাম
 নিউজিল্যান্ড
৬৬ (১২.১ ওভার)
শুভমান গিল ১২৬* (৬৩)
ড্যারিল মিচেল ১/৬ (১ ওভার)
  • ভারত টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বেনজামিন লিস্টার (নিউজিল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।
  • শুভমান গিল (ভারত) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[১৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "India's home season to begin on January 3 with Sri Lanka T20Is"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২২ 
  2. "BCCI announces schedule for Mastercard home series against Sri Lanka, New Zealand & Australia"ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২২ 
  3. "Rohit and Gill outdo Conway as India go No. 1 with 3-0 win"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২৩ 
  4. "Record win for India as they clinch series against New Zealand"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৩ 
  5. "India's squads for Mastercard New Zealand tour of India and first two Test matches against Australia announced"ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৩ 
  6. "Rohit and Kohli left out of squad for T20Is against New Zealand"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৩ 
  7. "Different captains, major recalls as New Zealand name ODI squads for Pakistan, India tours"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০২২ 
  8. "Mitchell Santner to lead New Zealand's T20I squad in India"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৩ 
  9. "Adam Milne withdrawn from New Zealand's ODI series in Pakistan and India"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৩ 
  10. "Injured Matt Henry out of ODIs in Pakistan, India; Boult 'out of the picture' for England Tests"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২৩ 
  11. "Bracewell called into ODI squads"নিউজিল্যান্ড ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২৩ 
  12. "Shreyas Iyer ruled out of ODI series against New Zealand"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২৩ 
  13. "Gill, Pandya power India to record win"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]