২০২২ কমনওয়েলথ গেমস ক্রিকেট বাছাইপর্ব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২ কমনওয়েলথ গেমস বাছাইপর্ব
তারিখ১৮ জানুয়ারি ২০২২ – ২৪ জানুয়ারি ২০২২
তত্ত্বাবধায়কআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন
আয়োজক মালয়েশিয়া
বিজয়ী শ্রীলঙ্কা
রানার-আপ বাংলাদেশ
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১০
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়শ্রীলঙ্কা চামারি আতাপাত্তু
সর্বাধিক রান সংগ্রহকারীশ্রীলঙ্কা চামারি আতাপাত্তু (২২১)
সর্বাধিক উইকেটধারীবাংলাদেশ নাহিদা আক্তার (১০)

২০২২ কমনওয়েলথ গেমস বাছাইপর্ব ছিল একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২২ সালের জানুয়ারি মাসে মালয়েশিয়াতে অনুষ্ঠিত হয়।[১] ২০২২ সালের জুলাই ও আগস্ট মাসে ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠেয় ২০২২ কমনওয়েলথ গেমসের ক্রিকেট টুর্নামেন্টে স্থান করে নেয়ার জন্য পাঁচটি জাতীয় দল এ টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে।[২] বাছাইপর্ব টুর্নামেন্টের ম্যাচগুলো টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) হিসেবে খেলা হয়।[৩]

২০২০ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২২ কমনওয়েলথ গেমসের বাছাই প্রক্রিয়া ঘোষণা করে।[৪] স্বাগতিক হিসেবে ইংল্যান্ড দল সরাসরি টুর্নামেন্টে সুযোগ পায়।[৫] তাদের সাথে ২০২১ সালের ১ এপ্রিল পর্যন্ত র‍্যাংকিং-এ সেরা ছয়টি অবস্থানে থাকা দলও টুর্নামেন্টের জন্য উত্তীর্ণ হয়।[৬] সর্বশেষ স্থানটি কমনওয়েলথ গেমস বাছাইপর্ব টুর্নামেন্টের মাধ্যমে নির্ধারিত হয়।[৭]

টুর্নামেন্টে নিজেদের প্রতিটি ম্যাচে জয়ী হয়ে মূল টুর্নামেন্টে উত্তীর্ণ হয় শ্রীলঙ্কা[৮]

দলীয় সদস্য[সম্পাদনা]

 কেনিয়া[৯]  বাংলাদেশ[১০]  মালয়েশিয়া[১১]  শ্রীলঙ্কা[১২]  স্কটল্যান্ড[১৩]
  • মার্গারেট ন্‌গোচে (অধি.)
  • এস্থার ওয়াচিরা
  • কুইন্টর আবেল
  • জেন ওতিয়েনো
  • ডেইজি ঞ্জোরোগে
  • ফ্লাভিয়া ওধিয়াম্বো
  • ভেনাসা ওকো
  • ভেরোনিকা আবুগা
  • মনিকাহ ন্ধাম্বি
  • মার্সিলিন ওচিয়েং
  • ম্যারি মোয়াংগি (উই.)
  • রুথ আচান্দো (উই.)
  • লাভেন্দাহ ইদাম্বো
  • শ্যারন জুমা (উই.)
  • সারাহ বাকিতা
  • সিলভিয়া কিনিয়ুয়া
  • উইনিফ্রেড দুরাইসিংগম (অধি.)
  • আইনা হামিজাহ বিনতে হাশেম
  • আমালিন সোরফিনা
  • আয়েশা এলিসা
  • ইউসরিনা বিনতে ইয়াকুব
  • ওয়ান জুলিয়া (উই.)
  • ওয়ান নুর জুলাইকা
  • জমাহিদায়া ইনতান
  • ধনুশ্রী মুহুনন
  • নিক নুর আদিলা
  • নুর আরিয়ানা নাতশা
  • নুর দানিয়া শুহাদা
  • নুরিলিয়া নাতাশা (উই.)
  • মাস এলিসা ইয়াসমিন
  • সাশা আজমি

স্কটল্যান্ডের দলে ওর্লা মন্টগোমারিকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[১৪] শ্রীলঙ্কা দলে ইমেশা দুলানি, কাব্য কাভিন্দি, মদুশিকা মেথতানন্দ ও সত্যা সন্দীপনিকে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে রাখা হয়।[১২] বাংলাদেশ দলে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে খাদিজা তুল কুবরা, জাহানারা আলমনুজহাত তাসনিয়াকে রাখা হয়।[১০]

প্রস্তুতিমূলক ম্যাচ[সম্পাদনা]

১৬ জানুয়ারি ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
১৬৬/৭ (২০ ওভার)
 মালয়েশিয়া
৮২/৭ (২০ ওভার)
বিশমি গুণরত্নে ৩৫ (২৯)
ওয়ান নুর জুলাইকা ১/১৮ (৩ ওভার)
মাস এলিসা ইয়াসমিন ৩২ (৩০)
ইনোকা রণবীরা ২/৩ (২ ওভার)
শ্রীলঙ্কা ৮৪ রানে জয়ী
কিনরারা অ্যাকাডেমি ওভাল, বন্দর কিনরারা
আম্পায়ার: বিশ্বনাথন কালিদাস (মালয়েশিয়া) ও শিজু স্যাম (সংযুক্ত আরব আমিরাত)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৬ জানুয়ারি ২০২২
১৩:১৫
স্কোরকার্ড
বাংলাদেশ 
১৪৮/৫ (২০ ওভার)
 স্কটল্যান্ড
১৩৬/৭ (২০ ওভার)
বাংলাদেশ ১২ রানে জয়ী
কিনরারা অ্যাকাডেমি ওভাল, বন্দর কিনরারা
আম্পায়ার: বিশ্বনাথন কালিদাস (মালয়েশিয়া) ও শিজু স্যাম (সংযুক্ত আরব আমিরাত)
  • স্কটল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 শ্রীলঙ্কা +৩.৯২৪
 বাংলাদেশ +২.০০৫
 স্কটল্যান্ড −১.৩৯৩
 মালয়েশিয়া (H) −২.৫২১
 কেনিয়া −২.৬৫১
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।

     কমনওয়েলথ গেমস ক্রিকেট টুর্নামেন্টে উত্তীর্ণ

সূচি[সম্পাদনা]

১৮ জানুয়ারি ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
মালয়েশিয়া 
৪৯/৯ (২০ ওভার)
 বাংলাদেশ
৫৩/২ (৮ ওভার)
উইনিফ্রেড দুরাইসিংগম ১২ (৩১)
রুমানা আহমেদ ২/৪ (৪ ওভার)
শামীমা সুলতানা ২৮ (১৯)
নুর আরিয়ানা নাতশা ২/১৪ (২ ওভার)
বাংলাদেশ ৮ উইকেটে জয়ী
কিনরারা অ্যাকাডেমি ওভাল, বন্দর কিনরারা
আম্পায়ার: বিনোদ বাবু (ওমান) ও শিজু স্যাম (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: রুমানা আহমেদ (বাংলাদেশ)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সুরাইয়া আজমিন (বাংলাদেশ), নুর দানিয়া শুহাদা ও নুরিলিয়া নাতাশা (মালয়েশিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

১৮ জানুয়ারি ২০২২
১৩:১৫
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
১৮২/৪ (২০ ওভার)
 স্কটল্যান্ড
৭৩ (১২.১ ওভার)
এলেন ওয়াটসন ৩০* (২৬)
সচিনি নিশংসলা ২/১০ (২.১ ওভার)
শ্রীলঙ্কা ১০৯ রানে জয়ী
কিনরারা অ্যাকাডেমি ওভাল, বন্দর কিনরারা
আম্পায়ার: বিশ্বনাথন কালিদাস (মালয়েশিয়া) ও শিজু স্যাম (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বিশমি গুণরত্নে, সচিনি নিশংসলা (শ্রীলঙ্কা) ও র‍্যাচেল স্লেটার (স্কটল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

১৯ জানুয়ারি ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
বাংলাদেশ 
১২৫/৬ (২০ ওভার)
 কেনিয়া
৪৫ (১২.৪ ওভার)
ঋতু মণি ৩৯* (৩৪)
কুইন্টর আবেল ৩/১৪ (৪ ওভার)
শ্যারন জুমা ২৪ (২০)
নাহিদা আক্তার ৫/১২ (৩.৪ ওভার)
বাংলাদেশ ৮০ রানে জয়ী
কিনরারা অ্যাকাডেমি ওভাল, বন্দর কিনরারা
আম্পায়ার: বিনোদ বাবু (ওমান) ও বিশ্বনাথন কালিদাস (মালয়েশিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: নাহিদা আক্তার (বাংলাদেশ)
  • কেনিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • নাহিদা আক্তার (বাংলাদেশ) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।

১৯ জানুয়ারি ২০২২
১৩:১৫
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
১৪৮/৫ (২০ ওভার)
 মালয়েশিয়া
১১৭/৮ (২০ ওভার)
ক্যাথরিন ব্রাইস ৬২* (৪৬)
নিক নুর আদিলা ২/২৫ (৩ ওভার)
জমাহিদায়া ইনতান ২৪ (৩১)
ক্যাথেরিন ফ্রেজার ৪/১৯ (৪ ওভার)
স্কটল্যান্ড ৩১ রানে জয়ী
কিনরারা অ্যাকাডেমি ওভাল, বন্দর কিনরারা
আম্পায়ার: বিনোদ বাবু (ওমান) ও শিজু স্যাম (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: ক্যাথরিন ব্রাইস (স্কটল্যান্ড)
  • স্কটল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২০ জানুয়ারি ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
কেনিয়া 
৮৭/৬ (২০ ওভার)
 শ্রীলঙ্কা
৮৯/১ (৯.৩ ওভার)
কুইন্টর আবেল ৩৩ (৫৩)
চামারি আতাপাত্তু ১/১০ (৩ ওভার)
চামারি আতাপাত্তু ৫৭ (২৯)
এস্থার ওয়াচিরা ১/৪ (১ ওভার)
শ্রীলঙ্কা ৯ উইকেটে জয়ী
কিনরারা অ্যাকাডেমি ওভাল, বন্দর কিনরারা
আম্পায়ার: বিশ্বনাথন কালিদাস (মালয়েশিয়া) ও শিজু স্যাম (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • থারিকা সেব্বন্দি (শ্রীলঙ্কা)-এর টি২০আই অভিষেক হয়।

২২ জানুয়ারি ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
৭০/৩ (৮ ওভার)
 কেনিয়া
৫৪/৩ (৮ ওভার)
ক্যাথরিন ব্রাইস ২৭ (১৯)
লাভেন্দাহ ইদাম্বো ১/৮ (১ ওভার)
সারাহ বাকিতা ২৪* (১৬)
ক্যাথেরিন ফ্রেজার ২/১৭ (২ ওভার)
স্কটল্যান্ড ১৬ রানে জয়ী
কিনরারা অ্যাকাডেমি ওভাল, বন্দর কিনরারা
আম্পায়ার: নারায়ণন জননী (ভারত) ও বিশ্বনাথন কালিদাস (মালয়েশিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ক্যাথরিন ব্রাইস (স্কটল্যান্ড)
  • কেনিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ৮ ওভারে খেলা হয়।

২২ জানুয়ারি ২০২২
১৩:১৫
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
১৭৫/৩ (২০ ওভার)
 মালয়েশিয়া
৮২/৭ (২০ ওভার)
হর্ষিতা মাধবী ৬৫* (৪২)
নিক নুর আদিলা ১/২১ (২ ওভার)
উইনিফ্রেড দুরাইসিংগম ৪২* (৫৪)
সুগন্ধিকা কুমারী ২/১২ (৪ ওভার)
শ্রীলঙ্কা ৯৩ রানে জয়ী
কিনরারা অ্যাকাডেমি ওভাল, বন্দর কিনরারা
আম্পায়ার: নারায়ণন জননী (ভারত) ও শিজু স্যাম (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: হর্ষিতা মাধবী (শ্রীলঙ্কা)
  • মালয়েশিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৩ জানুয়ারি ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
৭৭ (১৭.৩ ওভার)
 বাংলাদেশ
৭৮/১ (১৫.২ ওভার)
সারা ব্রাইস ২৯ (৩২)
সালমা খাতুন ২/৯ (৩ ওভার)
বাংলাদেশ ৯ উইকেটে জয়ী
কিনরারা অ্যাকাডেমি ওভাল, বন্দর কিনরারা
আম্পায়ার: নারায়ণন জননী (ভারত) ও বিশ্বনাথন কালিদাস (মালয়েশিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: মুর্শিদা খাতুন (বাংলাদেশ)
  • স্কটল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২৩ জানুয়ারি ২০২২
১৩:১৫
স্কোরকার্ড
কেনিয়া 
৮৮/৬ (২০ ওভার)
 মালয়েশিয়া
৮৯/৫ (১৮.২ ওভার)
ম্যারি মোয়াংগি ২৩ (৩৭)
মাস এলিসা ইয়াসমিন ২/১৯ (৪ ওভার)
মাস এলিসা ইয়াসমিন ৩৭ (২৬)
ফ্লাভিয়া ওধিয়াম্বো ১/৯ (১.২ ওভার)
মালয়েশিয়া ৫ উইকেটে জয়ী
কিনরারা অ্যাকাডেমি ওভাল, বন্দর কিনরারা
আম্পায়ার: নারায়ণন জননী (ভারত) ও বিনোদ বাবু (ওমান)
ম্যাচ সেরা খেলোয়াড়: মাস এলিসা ইয়াসমিন (মালয়েশিয়া)
  • কেনিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২৪ জানুয়ারি ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা 
১৩৬/৬ (২০ ওভার)
 বাংলাদেশ
১১৪/৫ (২০ ওভার)
শ্রীলঙ্কা ২২ রানে জয়ী
কিনরারা অ্যাকাডেমি ওভাল, বন্দর কিনরারা
আম্পায়ার: বিনোদ বাবু (ওমান) ও শিজু স্যাম (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "No Northern Ireland team in Commonwealth Games"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ৯ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২১ 
  2. "Complete schedule of 2022 Commonwealth Games Cricket Qualifier"ফিমেল ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২২ 
  3. "Commonwealth Games qualification process announced"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২০ 
  4. "Commonwealth Games 2022: England women qualify for debut T20 event"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২০ 
  5. "Five-team Commonwealth Games Qualifier set to commence"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২ 
  6. "England Women automatically qualify for 2022 Commonwealth Games in Birmingham"ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২০ 
  7. "Sri Lanka women's cricket fails to qualify for historic event at Commonwealth Games"সানডে অবজার্ভার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২১ 
  8. "Sri Lanka Women secure final qualifying berth at Commonwealth Games 2022"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২২ 
  9. "All team squads for 2022 Commonwealth Games cricket qualifier"ফিমেল ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২২ 
  10. "Bangladesh drop Jahanara for CWC qualifiers"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২২ 
  11. "Wishing our national women's team the best of luck"মালয়েশীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। ১০ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  12. "Sri Lanka Women's Squad for Commonwealth Games Qualifier 2022"শ্রীলঙ্কা ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২২ 
  13. "Scotland's women aim to start 2022 on a high at Commonwealth Games qualifier"ক্রিকেট স্কটল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২২ 
  14. "Scotland Women's Cricket Team are off to Malaysia for Commonwealth Qualifiers"ফিমেল ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]