২০২১ পুরুষ মহাদেশীয় কাপ
তারিখ | ২ সেপ্টেম্বর ২০২১ – ৫ সেপ্টেম্বর ২০২১ |
---|---|
তত্ত্বাবধায়ক | ক্রিকেট রোমানিয়া |
ক্রিকেটের ধরন | টোয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | গ্রুপ রাউন্ড-রবিন ও প্লেঅফ |
আয়োজক | ![]() |
বিজয়ী | ![]() |
রানার-আপ | ![]() |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৬ |
খেলার সংখ্যা | ১১ |
সর্বাধিক রান সংগ্রহকারী | ![]() |
সর্বাধিক উইকেটধারী | ![]() |
২০২১ পুরুষ মহাদেশীয় কাপ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যা ২০২১ সালের সেপ্টেম্বর মাসে রোমানিয়ার ইলফোভ কাউন্টির মোয়ারা ভ্ল্যসিয়েই ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[১] টুর্নামেন্টটিতে স্বাগতিক রোমানিয়ার সঙ্গে অংশগ্রহণ করে চেক প্রজাতন্ত্র, বুলগেরিয়া, মাল্টা, লুক্সেমবুর্গ ও হাঙ্গেরি।[১] এ টুর্নামেন্টেই হাঙ্গেরি দল নিজেদের প্রথম আনুষ্ঠানিক পুরুষ টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলে।[২] অংশগ্রহণকারী দলসমূহকে দুটি গ্রুপে ভাগ করা হয়, এবং প্রতিটি গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।[৩] ২০১৯ সালে অনুষ্ঠিত টুর্নামেন্টটির পূর্ববর্তী আসরে বিজয়ী হয়েছিল অস্ট্রিয়া।[৪]
টুর্নামেন্টের ফাইনালে লুক্সেমবুর্গকে হারিয়ে বিজয়ী হয় রোমানিয়া।[৫]
দলীয় সদস্য
[সম্পাদনা]![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
---|---|---|---|---|---|
গ্রুপ পর্ব
[সম্পাদনা]গ্রুপ এ
[সম্পাদনা]পয়েন্ট তালিকা
[সম্পাদনা]অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
২ | ২ | ০ | ০ | ০ | ৪ | +১.৬৯২ |
২ | ![]() |
২ | ১ | ১ | ০ | ০ | ২ | +১.৪৮৪ |
৩ | ![]() |
২ | ০ | ২ | ০ | ০ | ০ | −৩.৫৪৯ |
সেমিফাইনালে উত্তীর্ণ
৫ম স্থান নির্ধারণীতে উত্তীর্ণ
সূচি
[সম্পাদনা]ব
|
||
টিমোথি বার্কার ৭৮ (৫৯)
মুকুল কাদিয়ান ২/৩৪ (৪ ওভার) |
কেভিন দ্'সুজা ৩১ (১৯)
মোহিত দীক্ষিত ৩/১৯ (৪ ওভার) |
- বুলগেরিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- ওমর রসুল, ভাসিল হ্রিস্তোভ, মুকুল কাদিয়ান (বুলগেরিয়া) ও অমিত হালভবি (লুক্সেমবুর্গ)-এর টি২০আই অভিষেক হয়।
- এটি ছিল পুরুষ টি২০আই ক্রিকেটে লুক্সেমবুর্গের সর্বোচ্চ রানের ইনিংস।
ব
|
||
বরুণ তমোতরম ২৮ (২২)
বিক্রম বিঝ ৪/১৯ (৩ ওভার) |
টনি হোয়াইটম্যান ৫৭* (৫৫)
ওয়াসিম আব্বাস ১/১৫ (৪ ওভার) |
- লুক্সেমবুর্গ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বেসিল জর্জ (মাল্টা) ও অমিত ধিংরা (লুক্সেমবুর্গ)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
হ্রিস্তো লাকোভ ৬২* (৬০)
মুহাম্মদ বিলাল ৪/১০ (৪ ওভার) |
বিক্রম অরোরা ৪৯* (৩৯)
হ্রিস্তো লাকোভ ২/৩০ (৪ ওভার) |
- বুলগেরিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
গ্রুপ বি
[সম্পাদনা]পয়েন্ট তালিকা
[সম্পাদনা]অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
২ | ২ | ০ | ০ | ০ | ৪ | +১.০৭৫ |
২ | ![]() |
২ | ১ | ১ | ০ | ০ | ২ | −০.০৭৫ |
৩ | ![]() |
২ | ০ | ২ | ০ | ০ | ০ | −১.০০০ |
সেমিফাইনালে উত্তীর্ণ
৫ম স্থান নির্ধারণীতে উত্তীর্ণ
সূচি
[সম্পাদনা]ব
|
||
জিশান খান কুকিখেল ৭৫ (৪৯)
কায়ুল মেহতা ৩/১৮ (৩ ওভার) |
সুদেশ বিক্রমসেকারা ৫৮ (৪১)
জিশান খান কুকিখেল ২/২৭ (৩ ওভার) |
- চেক প্রজাতন্ত্র টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- কায়ুল মেহতা, বৈশাখ জগন্নিবাসন (চেক প্রজাতন্ত্র), অভিজিত আহুজা, অভিষেক রাজ, অশঙ্কা ভেলিগামাগে, আলি ইয়ালমাজ, খাইবার দেলদার, জাহির সাফি মোহাম্মদ, জিশান খান কুকিখেল, নিশান্ত লিয়ানাগে, সত্যদীপ অশ্বত্থনারায়ণ, সন্দীপ মোহনদাস ও হর্ষবর্ধন মানধ্যান (হাঙ্গেরি)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
সাত্বিক নাদিগোটলা ৩৮ (২৩)
কাইল গিলহাম ২/৩৪ (৪ ওভার) |
অরুণ অশোকন ৫১ (৩০)
সামি উল্লাহ ৩/৩০ (৪ ওভার) |
- চেক প্রজাতন্ত্র টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
রমেশ সতীশন ৭৬ (৪১)
হর্ষবর্ধন মানধ্যান ৩/৩৩ (৪ ওভার) |
জিশান খান কুকিখেল ৭৬ (৪১)
আসিফ আবদুল্লাহ ৫/৩০ (৪ ওভার) |
- রোমানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- মার্ক দে ফোঁতেন ও সঞ্জয় কুমার (হাঙ্গেরি)-এর টি২০আই অভিষেক হয়।
- আসিফ আবদুল্লাহ প্রথম রোমানীয় ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।[১১]
প্লেঅফ
[সম্পাদনা]বন্ধনী
[সম্পাদনা]৫ম স্থান নির্ধারণী | |||
এ৩ | ![]() |
১৩৭/৬ (২০) | |
বি৩ | ![]() |
১৪১/৩ (১৬.২) |
সেমিফাইনাল | ফাইনাল | |||||||
এ১ | ![]() |
১৭৯/৬ (২০) | ||||||
বি২ | ![]() |
১৭৭/৯ (২০) | ||||||
বি১ | ![]() |
১৫৬ (১৯.৫) | ||||||
এ১ | ![]() |
১২৩/৯ (২০) | ||||||
বি১ | ![]() |
২০২/৮ (২০) | ||||||
এ২ | ![]() |
১৬৬/৮ (২০) | ৩য় স্থান নির্ধারণী | |||||
বি২ | ![]() |
১৭০/৫ (২০) | ||||||
এ২ | ![]() |
১৭১/২ (১৮.২) |
৫ম স্থান নির্ধারণী
[সম্পাদনা]ব
|
||
হ্রিস্তো লাকোভ ৬৪* (৫৮)
নাভিদ আহমেদ ৩/১৭ (৪ ওভার) |
বৈশাখ জগন্নিবাসন ৫৫ (৪১)
জেকব অ্যালবিন ১/২০ (২ ওভার) |
- বুলগেরিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- অক্ষয় হরিকুমার (বুলগেরিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
সেমিফাইনাল
[সম্পাদনা]১ম সেমিফাইনাল
[সম্পাদনা]ব
|
||
ইয়োস্ত মেস ৪৩ (২৯)
জিশান খান কুকিখেল ৩/৩৭ (৪ ওভার) |
সত্যদীপ অশ্বত্থনারায়ণ ৪১* (১৯)
বিক্রম বিঝ ৩/২১ (৩.৩ ওভার) |
- হাঙ্গেরি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
২য় সেমিফাইনাল
[সম্পাদনা]ব
|
||
তরনজিৎ সিং ৯১ (৫৭)
ওয়াসিম আব্বাস ৫/৩৭ (৪ ওভার) |
বিক্রম অরোরা ৪২ (৩৮)
পাভেল ফ্লোরিন ২/৩ (১ ওভার) |
- মাল্টা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- ওয়াসিম আব্বাস প্রথম মাল্টীয় ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে পাঁচ উইকেট লাভ করেন।[১২]
ফাইনাল
[সম্পাদনা]ব
|
||
সাত্বিক নাদিগোটলা ৫৫ (৩৮)
বিক্রম বিঝ ২/২৫ (৩.৫ ওভার) |
অদ্বৈত মানেপাল্লি ২২ (১৯)
আফতাব কায়ানি ২/৭ (২ ওভার) |
- রোমানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
৩য় স্থান নির্ধারণী
[সম্পাদনা]ব
|
||
বেসিল জর্জ ৪৮ (৪৬)
অভিষেক রাজ ২/৩৫ (৪ ওভার) জিশান খান কুকিখেল ২/৩৫ (৪ ওভার) |
জিশান খান কুকিখেল ৮২ (৪২)
বিক্রম অরোরা ১/১৯ (৩.২ ওভার) |
- হাঙ্গেরি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
চূড়ান্ত অবস্থান
[সম্পাদনা]অবস্থান | দল |
---|---|
১ | ![]() |
২ | ![]() |
৩ | ![]() |
৪ | ![]() |
৫ | ![]() |
৬ | ![]() |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Czech Republic men's squad announced for 6-nation Continental Cup in Romania"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২১।
- ↑ "Two wins for Luxembourg as Continental Cup underway"। ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ২ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "Romania to host 6-nation Continental T20I Cup in September 2021"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২১।
- ↑ "Austria triumphant in 5-nation Continental T20I Cup in Romania"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "Luxembourg and Romania to face off in Continental Cup final"। ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২১।
- ↑ @CzechCricket (২৭ জুলাই ২০২১)। "Czech Men's National Team for the Continental Cup Sep 1 - 6 2021" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- ↑ "Malta men's squad announced for Continental Cup in Romania"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "Meet Romania's men's squad participating in the Continental Cricket Cup, at Moara Vlasiei, Romania between 02 and 05 September, 2021"। ক্রিকেট রোমানিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২১ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "Luxembourg men's squad announced for 6-nation Continental Cup T20I event"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২১।
- ↑ "Happy to announce the National squad travelling to Romania to compete in intercontinental cup. All the best boys"। হাঙ্গেরীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২১ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "23-year-old bowler spewed 'fire', took 5 wickets for the first time in T20 match"। নিউজ জাতীয় রাজধানী অঞ্চল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "Global Game: Romania crowned Continental Cup champions with record T20I wins"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২১।