২০২১–২২ বাহামা দ্বীপপুঞ্জ ক্রিকেট দলের কেইম্যান দ্বীপপুঞ্জ সফর
অবয়ব
বাহামা দ্বীপপুঞ্জ পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের এপ্রিল মাসে পাঁচটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচের একটি সিরিজ খেলার উদ্দেশ্যে কেইম্যান দ্বীপপুঞ্জ সফর করে[১][২] সিরিজের প্রথম দুটি ম্যাচ ওয়েস্ট বে-এর জিমি পাওয়েল ওভালে ও শেষ তিনটি ম্যাচ জর্জ টাউনের স্মিথ রোড ওভালে খেলা হয়।[৩] সিরিজে কেইম্যান দ্বীপপুঞ্জ ৫–০ ব্যবধানে জয়লাভ করে।[৪]
দলীয় সদস্য
[সম্পাদনা]কেইম্যান দ্বীপপুঞ্জ | বাহামা দ্বীপপুঞ্জ[৫] |
---|---|
|
টি২০আই সিরিজ
[সম্পাদনা]১ম টি২০আই
[সম্পাদনা]ব
|
||
রুডল্ফ ফক্স ২৪* (২১)
মারভিন সোয়্যাক ২/১২ (৪ ওভার) |
প্যাট্রিক হেরন ৫৬* (৩৮)
ভুমেশ্বর জগরু ১/৮ (১ ওভার) |
- কেইম্যান দ্বীপপুঞ্জ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- কেভন ব্যাজিল, জ্যালন লিন্টন, পল চিন, প্যাট্রিক হেরন, মারভিন সোয়্যাক, র্যামন সিলি (কেইম্যান দ্বীপপুঞ্জ), ডোয়াইট হুইটলি, ফেস্টাস বেন, রুডল্ফ ফক্স ও হুলিও জেমিসন (বাহামা দ্বীপপুঞ্জ)-এর টি২০আই অভিষেক হয়।
২য় টি২০আই
[সম্পাদনা]ব
|
||
র্যামন সিলি ৪৩ (২৪)
ভুমেশ্বর জগরু ২/৩৪ (৪ ওভার) |
জগন্নাথ জগরু ৩৪ (৩৮)
আলেসান্দ্রো মরিস ৪/২৬ (৪ ওভার) |
- বাহামা দ্বীপপুঞ্জ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
৩য় টি২০আই
[সম্পাদনা]ব
|
||
মার্ক টেলর ৬৭ (৪৯)
কেভন ব্যাজিল ২/৯ (৪ ওভার) |
র্যামন সিলি ৭৩* (৩২)
জগন্নাথ জগরু ১/২৫ (৩ ওভার) |
- কেইম্যান দ্বীপপুঞ্জ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৭ ওভারে খেলা হয়।
- গ্রেগরি স্মিথ ও ডেমার জনসন (কেইম্যান দ্বীপপুঞ্জ)-এর টি২০আই অভিষেক হয়।
৪র্থ টি২০আই
[সম্পাদনা]ব
|
||
কনরয় রাইট ৫০ (৩০)
গ্রেগরি টেলর ২/২৭ (৪ ওভার) |
সন্দীপ গৌড় ২৫ (২১)
অ্যালিস্টেয়ার ইফিল ২/১২ (৩.১ ওভার) |
- কেইম্যান দ্বীপপুঞ্জ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- কিথ বারোজ (বাহামা দ্বীপপুঞ্জ)-এর টি২০আই অভিষেক হয়।
৫ম টি২০আই
[সম্পাদনা]ব
|
||
প্যাট্রিক হেরন ৫৯ (৪০)
মার্ক টেলর ৩/৩৫ (৪ ওভার) |
মার্ক টেলর ৪২ (৩৭)
অ্যালিস্টেয়ার ইফিল ২/১৮ (৪ ওভার) |
- বাহামা দ্বীপপুঞ্জ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Bahamas national cricket team set for T-20 Cayman matches"। দ্য ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২২।
- ↑ "Cricket: Cayman welcomes Bahamas for T20 series"। কেইম্যান কম্পাস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২২।
- ↑ "Bahamas Men's team to tour Cayman Islands for T20I series in April 2022"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২২।
- ↑ "Cayman Islands whitewash Bahamas in international return"। ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ২০ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২২।
- ↑ "BCA sends 14-member team to the Cayman Islands"। দ্য নাসাউ গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২২।