বিষয়বস্তুতে চলুন

২০২১ ওমান ত্রিদেশীয় সিরিজ (রাউন্ড ৬)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২১ ওমান ত্রিদেশীয় সিরিজ
২০১৯–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর অংশ
তারিখ১৩ সেপ্টেম্বর ২০২১ – ২০ সেপ্টেম্বর ২০২১
স্থানওমান
দলসমূহ
 ওমান    নেপাল  মার্কিন যুক্তরাষ্ট্র
অধিনায়কবৃন্দ
জিশান মাকসুদ জ্ঞানেন্দ্র মল্ল সৌরভ নেত্রাবলকর
সর্বাধিক রান
জতিন্দর সিং (১৭৯) আসিফ শেখ (১৫৬) মোনংক প্যাটেল (২০২)
সর্বাধিক উইকেট
বিলাল খান (৭) করণ খত্রী ক্ষেত্রী (৮)
সন্দীপ লামিছানে (৮)
সৌরভ নেত্রাবলকর (৮)

২০২১ ওমান ত্রিদেশীয় সিরিজ ছিল ২০১৯–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ ক্রিকেট টুর্নামেন্টের ৬ষ্ঠ পর্ব যা ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ওমানে অনুষ্ঠিত হয়।[] সিরিজটি ছিল ওমান, নেপালমার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় সিরিজ, এবং সিরিজের ম্যাচগুলো খেলা হয় একদিনের আন্তর্জাতিক (ওডিআই) হিসেবে।[] আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ টুর্নামেন্টটি ছিল ২০২৩ পুরুষ ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের একটি ধাপ।[][]

সিরিজটি প্রথমে ২০২১ সালের মার্চ মাসে খেলা হওয়ার কথা ছিল।[] ২০২১ সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ক্রিকেট সিরিজের আগে টেক্সাসে অনুশীলন শুরুর জন্য ৪৪ সদস্যের একটি দল ঘোষণা করে।[][] এর পরের মাসে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন সিরিজের অনুশীলন শুরুর জন্য ৩২ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করে।[] কিন্তু ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি কোভিড-১৯ মহামারির কারণে সিরিজটি স্থগিত করা হয়।[][১০] ২০২১ সালের আগস্ট মাসে ওমান ক্রিকেট নিশ্চিত করে যে পরের মাসেই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।[১১] এর পরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সিরিজের সম্পূর্ণ সূচি ঘোষণা করে।[১২]

দলীয় সদস্য

[সম্পাদনা]
 ওমান[১৩]    নেপাল[১৪]  মার্কিন যুক্তরাষ্ট্র[১৫]
  • সৌরভ নেত্রাবলকর (অধি.)
  • অ্যারন জোনস (সহ-অধি.)
  • অভিষেক পরাডকর
  • এলমোর হাচিনসন
  • করিমা গোরে
  • কাইল ফিলিপ
  • গজানন্দ সিং
  • জসদীপ সিং
  • জাসকরন মালহোত্রা (উই.)
  • ডমিনিক রিখি
  • নোস্তুশ কেনজিগে
  • নিসর্গ প্যাটেল
  • মোনাংক প্যাটেল (উই.)
  • সঞ্জয় কৃষ্ণমূর্তি
  • সুশান্ত মোদানি
  • স্টিভেন টেলর (উই.)

মার্কিন যুক্তরাষ্ট্র দলে কাইল ফিলিপকে প্রাথমিকভাবে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[১৬] সিরিজ শুরুর আগে অ্যারন জোনস ও জসদীপ সিং মার্কিন যুক্তরাষ্ট্র দল থেকে ছিটকে গেলে কাইল ফিলিপকে মূল দলে নেয়া হয়।[১৭] দীপেন্দ্র সিং আইরি চোটের কারণে নেপাল দল থেকে ছিটকে যান।[১৮]

১ম ওডিআই

[সম্পাদনা]
১৩ সেপ্টেম্বর ২০২১
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
   নেপাল
২৩১/৫ (৪৯ ওভার)
মোনংক প্যাটেল ১০০ (১১৪)
সুশান ভারি ২/৩১ (১০ ওভার)
কুশল ভুর্তেল ৮৪ (৯৩)
নিসর্গ প্যাটেল ২/৩৩ (১০ ওভার)
  • মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সঞ্জয় কৃষ্ণমূর্তি (মার্কিন যুক্তরাষ্ট্র)-এর ওডিআই অভিষেক হয়।
  • মোনংক প্যাটেল (মার্কিন যুক্তরাষ্ট্র) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[১৯]

২য় ওডিআই

[সম্পাদনা]
১৪ সেপ্টেম্বর ২০২১
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
নেপাল   
১৯৬ (৪৭.৪ ওভার)
 ওমান
২০০/৫ (৩১.১ ওভার)
আসিফ শেখ ৯০ (১১২)
বিলাল খান ৪/৪৭ (১০ ওভার)
জতিন্দর সিং ১০৭ (৬২)
কুশল মল্ল ২/৩৮ (১০ ওভার)
  • নেপাল টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আয়ান খান, নেস্টর ধাম্বা ও শোয়েব খান (ওমান)-এর ওডিআই অভিষেক হয়।
  • জতিন্দর সিং (ওমান) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[২০]

৩য় ওডিআই

[সম্পাদনা]
১৬ সেপ্টেম্বর ২০২১
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
 ওমান
১৭৯/৪ (৪৯.৪ ওভার)
এলমোর হাচিনসন ৪৯* (৬১)
আয়ান খান ২/২৯ (৯ ওভার)
সুরজ কুমার ৩৫ (৪৫)
সৌরভ নেত্রাবলকর ৩/৩৯ (১০ ওভার)
ওমান ৪ উইকেটে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ১), আল আমিরাত
আম্পায়ার: আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান) ও বিনোদ বাবু (ওমান)
ম্যাচ সেরা খেলোয়াড়: মোহাম্মদ নাদিম (ওমান)
  • ওমান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ডমিনিক রিখি (মার্কিন যুক্তরাষ্ট্র)-এর ওডিআই অভিষেক হয়।

৪র্থ ওডিআই

[সম্পাদনা]
১৭ সেপ্টেম্বর ২০২১
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
নেপাল   
১৭৪ (৪৮ ওভার)
 মার্কিন যুক্তরাষ্ট্র
১৭৫/৪ (২৯.৩ ওভার)
স্টিভেন টেলর ৯২ (৬৩)
করণ খত্রী ক্ষেত্রী ২/২৩ (৫ ওভার)
মার্কিন যুক্তরাষ্ট্র ৬ উইকেটে জয়ী
আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম (মিনিস্ট্রি টার্ফ ১), আল আমিরাত
আম্পায়ার: রাহুল আশের (ওমান) ও হরিকৃষ্ণ পিল্লাই (ওমান)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্টিভেন টেলর (মার্কিন যুক্তরাষ্ট্র)
  • মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • গুলশান ঝা (নেপাল) ও কাইল ফিলিপ (মার্কিন যুক্তরাষ্ট্র)-এর ওডিআই অভিষেক হয়।

৫ম ওডিআই

[সম্পাদনা]
১৯ সেপ্টেম্বর ২০২১
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ওমান 
১২১ (৩৭.১ ওভার)
   নেপাল
১২২/৩ (১৮.২ ওভার)
জ্ঞানেন্দ্র মল্ল ৫২* (৪৬)
নেস্টর ধাম্বা ২/২০ (৩ ওভার)
  • নেপাল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সুফিয়ান মাহমুদ (ওমান)-এর ওডিআই অভিষেক হয়।

৬ষ্ঠ ওডিআই

[সম্পাদনা]
২০ সেপ্টেম্বর ২০২১
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ওমান 
২৭৪/৭ (৫০ ওভার)
জিশান মাকসুদ ৫৩ (৫৩)
নোস্তুশ কেনজিগে ৩/৪৯ (১০ ওভার)
মোনংক প্যাটেল ৫৬ (৫৮)
আয়ান খান ৪/৩৬ (৮ ওভার)
  • মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • পৃথ্বীকুমার মাচ্চি (ওমান)-এর ওডিআই অভিষেক হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Oman confirms hosting Mumbai to prepare for WCL League Two, T20 Cricket World Cup"টাইমস অব ওমান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১ 
  2. "ICC Men's Cricket World Cup League 2 series announced"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৯ 
  3. "Namibia crowned ICC World Cricket League Division 2 champions with victory over Oman"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৯ 
  4. "Associates pathway to 2023 World Cup undergoes major revamp"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৮ 
  5. "Men's Cricket World Cup 2023 qualifying matches rescheduled"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২০ 
  6. "Former West Indies player Narsingh Deonarine part of USA training camp"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২১ 
  7. "USA Cricket Selection Update"যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২১ 
  8. "32 players called up for Oman Tri-series closed-camp"ক্রিকেটিংনেপাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২১ 
  9. "Three Men's Cricket World Cup League 2 series postponed"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২১ 
  10. "Covid-19 forces postponement of three men's World Cup League 2 series"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২১ 
  11. "Many India players among strong Mumbai side coming to Oman"ওমান ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২১ 
  12. "Men's Cricket World Cup League 2 set to resume"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২১ 
  13. "Our 14 member squad that would compete for World Cricket League Championship 2"ওমান ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২১ – ফেসবুক-এর মাধ্যমে। 
  14. "Nepal announces squad for the CWCL2 series"ইমার্জিং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২১ 
  15. "Former Guyana batter Gajanand Singh earns USA call-up as part of revamped squad"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২১ 
  16. "Team USA Men's Squad Named for Return of International Cricket with Tour of Oman"যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২১ 
  17. "Phillip and Krishnamurthi called into ICC Cricket World Cup League 2 Squad"যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২১ 
  18. "Dipendra Airee ruled out of Oman tri-series"ক্রিকনেপাল (ইংরেজি ভাষায়)। ৮ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২১ 
  19. "Kushal Bhurtel and Rohit Paudel carry Nepal to World Cup qualifying success over USA"দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২১ 
  20. "Jatinder, Bilal power Oman to comfortable win over Nepal"টাইমস অব ওমান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]