২০২১–২২ নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের ইংল্যান্ড সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২১–২২ নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের ইংল্যান্ড সফর
 
  ইংল্যান্ড নিউজিল্যান্ড
তারিখ ১ সেপ্টেম্বর ২০২১ – ২৬ সেপ্টেম্বর ২০২১
অধিনায়ক হেদার নাইট সোফি ডিভাইন
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ৪–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান হেদার নাইট (২১৪) অ্যামি স্যাটারথোয়েইট (১৭৩)
সর্বাধিক উইকেট শার্লট ডিন (১০) হানা রো (১০)
সিরিজ সেরা খেলোয়াড় হেদার নাইট (ইংল্যান্ড)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান ট্যামসিন বউমন্ট (১১৩) সোফি ডিভাইন (৮৭)
সর্বাধিক উইকেট সারা গ্লেন (৪)
নাতাশা ফ্যারান্ট (৪)
লি কাস্পারেক (৬)
সিরিজ সেরা খেলোয়াড় সোফি ডিভাইন (নিউজিল্যান্ড)

নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল ২০২১ সালের সেপ্টেম্বর মাসে পাঁচটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য ইংল্যান্ড সফর করে।[১] ২০২১ সালের এপ্রিল মাসে সফরের সূচি নিশ্চিত করা হয়।[২][৩] ওডিআই সিরিজটি উভয় দলের জন্য ২০২২ নারী ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[৪]

টি২০আই সিরিজে ইংল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী হয়।[৫] ওডিআই সিরিজে ইংল্যান্ড ৪–১ ব্যবধানে জয়লাভ করে।[৬]

দলীয় সদস্য[সম্পাদনা]

 ইংল্যান্ড  নিউজিল্যান্ড
ওডিআই[৭] টি২০আই[৮][৯] ওডিআই ও টি২০আই[১০][১১]

সিরিজ শুরুর আগে চোটের কারণে রোজম্যারি মেয়ার নিউজিল্যান্ড দল থেকে ছিটকে যান।[১২] তাঁর বদলি হিসেবে মলি পেনফোল্ডকে নিউজিল্যান্ড দলে যোগ করা হয়।[১৩] টি২০আই সিরিজের আগে কোভিড-১৯ সংক্রান্ত ঝুঁকির কারণে ইংল্যান্ডের টি২০আই দল থেকে শার্লট ডিন ছিটকে গেলে এমা ল্যাম্বকে দলে নেয়া হয়।[১৪][১৫]

প্রস্ততিমূলক ম্যাচ[সম্পাদনা]

সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড দল ইংল্যান্ড এ দলের বিরুদ্ধে একটি প্রস্তুতিমূলক ম্যাচে অংশগ্রহণ করে।[১৬]

২৩ আগস্ট ২০২১
১১:০০
স্কোরকার্ড
নিউজিল্যান্ড একাদশ 
২২৩ (৪৯.৫ ওভার)
ইংল্যান্ড এ
২২৬/৬ (৪৭.৪ ওভার)
সুজি বেটস ৭০ (১১০)
ব্রায়োনি স্মিথ ২/২৩ (৫ ওভার)
ব্রায়োনি স্মিথ ৫৩ (৫৮)
হানা রো ২/৩২ (৭ ওভার)
ইংল্যান্ড এ ৪ উইকেটে জয়ী
কাউন্টি ক্রিকেট মাঠ, ডার্বি
আম্পায়ার: অ্যান্থনি হ্যারিস (ইংল্যান্ড) ও জেসমিন আরওয়েন (ইংল্যান্ড)
  • নিউজিল্যান্ড একাদশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

১ সেপ্টেম্বর ২০২১
১৮:৩০ (রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড 
১৮৪/৪ (২০ ওভার)
 নিউজিল্যান্ড
১৩৮ (১৮.৫ ওভার)
ইংল্যান্ড ৪৬ রানে জয়ী
কাউন্টি ক্রিকেট মাঠ, চেলমসফোর্ড
আম্পায়ার: গ্রাহাম লয়েড (ইংল্যান্ড) ও সুজান রেডফার্ন (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: ট্যামসিন বউমন্ট (ইংল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • এমা ল্যাম্ব (ইংল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই[সম্পাদনা]

৪ সেপ্টেম্বর ২০২১
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড 
১২৭/৭ (২০ ওভার)
 নিউজিল্যান্ড
১২৮/৬ (১৮.২ ওভার)
ড্যানিয়েল ওয়ায়াট ৩৫ (২৯)
হানা রো ২/১২ (২ ওভার)
সোফি ডিভাইন ৫০ (৪১)
নাতাশা ফ্যারান্ট ২/৩২ (৩.২ ওভার)
নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী
কাউন্টি ক্রিকেট মাঠ, হোভ
আম্পায়ার: নাইজেল লং (ইংল্যান্ড) ও মার্টিন স্যাগারস (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: সোফি ডিভাইন (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মায়া বুশিয়ের (ইংল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় টি২০আই[সম্পাদনা]

৯ সেপ্টেম্বর ২০২১
১৮:৩০ (রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
১৪৪/৪ (২০ ওভার)
 ইংল্যান্ড
১৪৫/৬ (১৯.৫ ওভার)
সোফি ডিভাইন ৩৫ (৩৩)
সারা গ্লেন ১/২০ (৪ ওভার)
হেদার নাইট ৪২ (৩৬)
লি কাস্পারেক ৩/২৫ (৪ ওভার)
ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী
কাউন্টি মাঠ, টনটন
আম্পায়ার: গ্রাহাম লয়েড (ইংল্যান্ড) ও সুজান রেডফার্ন (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: হেদার নাইট (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

ওডিআই সিরিজ[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

১৬ সেপ্টেম্বর ২০২১
১৩:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড 
২৪১ (৪৯.৩ ওভার)
 নিউজিল্যান্ড
২১১ (৪৬.৩ ওভার)
হেদার নাইট ৮৯ (১০৭)
জেস কের ৩/৪২ (৯.৩ ওভার)
ইংল্যান্ড ৩০ রানে জয়ী
ব্রিস্টল কাউন্টি মাঠ, ব্রিস্টল
আম্পায়ার: পল পোলার্ড (ইংল্যান্ড) ও সুজান রেডফার্ন (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: হেদার নাইট (ইংল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • শার্লট ডিন (ইংল্যান্ড)-এর ওডিআই অভিষেক হয়।

২য় ওডিআই[সম্পাদনা]

১৯ সেপ্টেম্বর ২০২১
১১:০০
স্কোরকার্ড
ইংল্যান্ড 
১৯৭ (৪৩.৩ ওভার)
 নিউজিল্যান্ড
১৬৯ (৩৯ ওভার)
ব্রুক হ্যালিডে ২৯ (৪২)
শার্লট ডিন ৪/৩৬ (৮ ওভার)
ইংল্যান্ড ১৩ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
নিউ রোড, উরস্টার
আম্পায়ার: অ্যানা হ্যারিস (ইংল্যান্ড) ও ডেভিড মিল্‌নস (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: ড্যানিয়েল ওয়ায়াট (ইংল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের লক্ষ্য ৪২ ওভারে ১৮৩ নির্ধারণ করা হয়।

৩য় ওডিআই[সম্পাদনা]

২১ সেপ্টেম্বর ২০২১
১৩:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড 
১৭৮ (৪৮.৩ ওভার)
 নিউজিল্যান্ড
১৮১/৭ (৪৫.৫ ওভার)
ক্যাথরিন ব্রান্ট ৪৯* (৯৮)
লিয়া-মারি তাহুহু ৫/৩৭ (১০ ওভার)
ম্যাডি গ্রিন ৭০* (১০৬)
ক্যাথরিন ব্রান্ট ৪/২২ (১০ ওভার)
নিউজিল্যান্ড ৩ উইকেটে জয়ী
গ্রেস রোড, লেস্টার
আম্পায়ার: পল পোলার্ড (ইংল্যান্ড) ও সুজান রেডফার্ন (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: ম্যাডি গ্রিন (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মলি পেনফোল্ড (নিউজিল্যান্ড)-এর ওডিআই অভিষেক হয়।
  • লিয়া-মারি তাহুহু (নিউজিল্যান্ড) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[১৭]

৪র্থ ওডিআই[সম্পাদনা]

২৩ সেপ্টেম্বর ২০২১
১৩:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
২৪৪/৮ (৫০ ওভার)
 ইংল্যান্ড
২৪৫/৭ (৪৯.৩ ওভার)
কেটি মার্টিন ৬৫* (৮৩)
শার্লট ডিন ৩/৫২ (১০ ওভার)
হেদার নাইট ১০১ (১০৭)
হানা রো ৪/৪৭ (১০ ওভার)
ইংল্যান্ড ৩ উইকেটে জয়ী
কাউন্টি ক্রিকেট মাঠ, ডার্বি
আম্পায়ার: অ্যানা হ্যারিস (ইংল্যান্ড) ও ডেভিড মিল্‌নস (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: হেদার নাইট (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৫ম ওডিআই[সম্পাদনা]

২৬ সেপ্টেম্বর ২০২১
১১:০০
স্কোরকার্ড
ইংল্যান্ড 
৩৪৭/৫ (৫০ ওভার)
 নিউজিল্যান্ড
১৪৪ (৩৫.২ ওভার)
ট্যামসিন বউমন্ট ১০২ (১১৪)
হানা রো ২/৬৫ (১০ ওভার)
লরেন ডাউন ২৭ (৪৩)
হেদার নাইট ৩/২৪ (৫ ওভার)
ইংল্যান্ড ২০৩ রানে জয়ী
সেন্ট লরেন্স মাঠ, ক্যান্টারবেরি
আম্পায়ার: পল পোলার্ড (ইংল্যান্ড) ও সুজান রেডফার্ন (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: ট্যামসিন বউমন্ট (ইংল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "England to play India Test & host New Zealand during summer"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২১ 
  2. "England Women announce home fixtures for 2021"ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২১ 
  3. "Heather Knight welcomes return of women's Tests as England summer schedule confirmed"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২১ 
  4. "White Ferns get eight-game series with England in September as World Cup looms"স্টাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০২১ 
  5. "White Ferns beaten in last-over thriller by England to lose Twenty20 series 2-1"স্টাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২১ 
  6. "England v New Zealand: Tammy Beaumont hits 102 as hosts win final ODI by 203 runs for 4-1 series victory"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২১ 
  7. "Charlie Dean selected in England Women's ODI Squad"ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২১ 
  8. "Maia Bouchier, Charlie Dean called into England T20I squad to face New Zealand"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২১ 
  9. "Bouchier and Dean earn first England Women call-ups"ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২১ 
  10. "Amelia Kerr opts out of England tour to prioritise mental health"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২১ 
  11. "McFadyen & Green receive maiden call-ups | Kerr to remain in NZ"নিউজিল্যান্ড ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২১ 
  12. "New Zealand's Rosemary Mair to miss England tour"এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২১ 
  13. "Rosemary Mair ruled out of England tour with shin injury"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২১ 
  14. "Maia Bouchier, Charlie Dean ruled out of first T20I vs New Zealand, Emma Lamb called into England squad"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২১ 
  15. "Bouchier and Dean to miss first T20 against New Zealand, Emma Lamb called up as replacement"দ্য ক্রিকেটার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২১ 
  16. "Suzie Bates makes strong return from injury in warm-up loss for White Ferns"স্টাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২১ 
  17. "England v New Zealand ODI: Lea Tahutu claims five England wickets"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]