বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:খাঁ শুভেন্দু/সংগ্রহশালা ১

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সংগ্রহশালা ১ সংগ্রহশালা ২ সংগ্রহশালা ৩ সংগ্রহশালা ৪

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

জাতীয় মহাসড়ক ১বি

জাতীয় মহাসড়ক ১বি/খ এটূ কোথায় আছে [[বর্ধমান]এ নাকি কাশ্মীরএ? আজিজ (আলাপ) ০৯:৩৬, ২১ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)

Geographical Indications in India Edit-a-thon

Hello,

Sorry for writing in English
CIS-A2K is organizing an edit-a-thon between 25 and 31 January this year. The aim of this edit-a-thon is creating and improving List of Geographical Indications in India related articles.

We welcome all of you to join this edit-a-thon.
Please see the event and add your name as a participant: meta:CIS-A2K/Events/Geographical Indications in India Edit-a-thon

Feel free to ask if you have question(s).
Regards. --টিটো দত্ত (কথা কও, কথা কও, অনাদি অতীত. . .) ১৯:৫৮, ২৭ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)

এক দু লাইনের নিবন্ধ

দয়া করে গণহারে এক দু লাইনের নিবন্ধ তৈরি না করে একটি একটি করে সম্পূর্ন নিবন্ধ তৈরি করুন। এক দু লাইনের নিবন্ধ সম্প্রসারণ না করা হলে অপসারণের জন্য বিবেচিত হয়ে থাকে। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৮:৫৭, ৯ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)

নতুন নিবন্ধ সম্পর্কে

প্রিয় শুভেন্দু, শুভেচ্ছা নেবেন। আপনার নিয়মিত নিবন্ধ তৈরিকে স্বাগত জানাচ্ছি ও আপনার তৈরি নিবন্ধগুলোর মান আগের থেকে ভালো হচ্ছে ও বড়ও হচ্ছে। তবে নিবন্ধ তৈরির সময় ইঙ্গিরেজি উইকিপিডিয়া থেকে তথ্যসূত্রও যুক্ত করে দেবেন ও আর একটু বড় করার চেষ্ঠা করবেন। আপনার তৈরি প্রায় নিবন্ধগুলোতেই কোন তথ্যসূত্র নেই অথচ আপনি ইচ্ছে করলেই কপি করে তথ্যসূত্রগুলো বসিয়ে দিতে পারেন। মোটের উপর সম্পাদনা ভালো হচ্ছে। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:২১, ২৯ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)

গঙ্গা পাড়ের সৌন্দরয়ায়ন স্থানান্তর

আপনার প্রবন্ধটি পড়ে খুব ভাল লাগল। পাতাটিকে শিরোনাম সংশোধন করার দরকার। গঙ্গা তীরের সৌন্দর্য্যবর্ধন নামে সরিয়ে দিব। আরো কিছু সংশোধন করে দিচ্ছি। ধন্যবাদ

Hatorininja (আলাপ) ১৭:৩১, ২ মার্চ ২০১৬ (ইউটিসি)

বানান সম্পর্কিত নির্দেশ

সুধী, পশ্চিমবঙ্গ ও অন্যান্য বিষয়ক নিবন্ধের জন্য উইকিপিডিয়ার তরফ থেকে ধন্যবাদ।নিবন্ধ লেখার সময় বানান সম্পর্কে সাবধান হওয়া একান্ত প্রয়োজনীয়। আপনার রচিত কয়েকটি নিবন্ধের বানান ঠিক করে দেওয়া হয়েছে।নতুন নিবন্ধরচনাকালে বানান অবশ্যই ঠিক রাখবার চেষ্টা করবেন।বাবলু (আলাপ) ১৮:০৮, ৯ মার্চ ২০১৬ (ইউটিসি)

তথ্যসূত্র

প্রিয় খাঁ শুভেন্দু, আপনাকে আবারও স্বরণ করিয়ে দেওয়ার জন্য আমার এই বার্তা যে, আপনি নিবেন্ধে তথ্যসূত্র যুক্ত করবেন তৈরির সময়। এটা গুরুত্বপূর্ণ যে, আপনি এই বার্তাগুলো আমলে নিন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৪৫, ২৫ মার্চ ২০১৬ (ইউটিসি)

কিছু কথা

হ্যালো শুভেন্দু ভাই!! ভালো আছো নিশ্চয়! আমি বলছিলাম যে আপনার তৈরি নিবন্ধ এএইচ ১ এবং এএইচ ৪৮ এই নিবন্ধগুলির শিরনাম এএইচ না দিয়ে এশীয় মহাসড়ক ১, এশীয় মহাসড়ক ৪৮ ইত্যাদি দিলে ভালো হয়। পরমাণু আলাপ ১১:১৬, ৮ মে ২০১৬ (ইউটিসি)

আপনার উত্তর না পেয়ে আমি সেটা করে দিলাম।পরমাণু আলাপ ১৩:১৩, ৮ মে ২০১৬ (ইউটিসি)

পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান প্রসঙ্গে

প্রিয় খাঁ শুভেন্দু, আপনি পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান নামে একটি পাতা তৈরি করেছেন, যে পাতাটির আসলে দরকার নেই। আপনি যদি পশ্চিমবঙ্গের সংরক্ষিত অঞ্চল নামে যে পাতাটি আছে সেটির উন্নতি করেন তবে ভালো হয়। এছাড়া পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান পাতাটি বিলুপ্তির আবেদন করেন সেটিও গ্রহণযোগ্য, অযথা একটি পাতা বাড়ানোর মানে নেই।--সাদি (আলাপ) ১৭:১২, ১২ মে ২০১৬ (ইউটিসি)

বিষয়শ্রেণী সম্পাদনা

প্রিয় শুভেন্দু

প্রথমেই উইকিপিডিয়া সম্পাদনা করার জন্য ধন্যবাদ! তবে আপনি কয়েকটি বিষয়শ্রেণীও সম্পাদন করেছেন আর সেখানে বিভিন্ন নিবন্ধের নাম যোগ করেছেন; কথা হলো বিষয়শ্রেণীতে সেভাবে সম্পাদনা কোরে কোনো নিবন্ধের নাম যোগ করতে হয় না বরং কোনো নিবন্ধের একদম নিচে [[বিষয়শ্রেণী:এখানে বিষয়শ্রেণীটির নাম]] (উদাঃ বিষয়শ্রেণী:পশ্চিমবঙ্গের বন্দর) এভাবে লিখলে নিবন্ধটি স্বয়ংক্রিয়ভাবে সেই বিষয়শ্রেণীভুক্ত হবে; আপনাকে আলাদাভাবে যোগ করতে হবে না। আশাকরি বোঝাতে পেরেছি। ধন্যবাদাতা আমি পরমাণু আলাপ ২২:৩৫, ৩০ মে ২০১৬ (ইউটিসি)

Image:Shuvendu.png-চিত্র কপিরাইট লাইসেন্সের সমস্যা

Image Copyright problem
Image Copyright problem

Image:Shuvendu.png চিত্রটি আপলোড করার আপনাকে ধন্যবাদ। আমি লক্ষ্য করলাম, কে এই ফাইলের সৃষ্টিকর্তা তা নির্দিষ্ট করে বলা নেই অর্থাৎ চিত্রটির কপিরাইট তথ্য অস্পষ্ঠ।যদি আপনি এই ফাইলটি নিজে তৈরি না করে থাকেন,তাহলে আপনাকে এই ফাইলের স্বত্তাধিকার বা প্রকৃত মালিকের কপিরাইট উল্লেখ করতে হবে। যদি আপনি এটি কোন ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন তবে সেই ওয়েবসাইট লিঙ্কে আপনি এই ফাইলের উপাদান ব্যবহারের শর্তাবলী পাবেন যা সাধারণত পর্যাপ্ত ভাবে বর্ননা থাকে। যদি কপিরাইট ধারক ঐ ওয়েবসাইটের প্রকাশক থেকে আলাদা হয়, তাদেরও কপিরাইট জানানো উচিত।

আমরা আরও জানার প্রয়োজন মনেকরি এর লাইসেন্সের শর্তাবলী যা এই চিত্রের কপিরাইট ধারক প্রকাশ করেছেন, যা সাধারনভাবে লাইসেন্স ট্যাগ যুক্ত করে করা হয়।যদি এই চিত্র,অডিও,ভিডিও আপনি নিজে তৈরি করেন বা সৃষ্টি কর্তা হন তবে {{GFDL-self}} ট্যাগ লাগিয়ে তা জিএফডিএলে মুক্ত করতে পারেন। যদি আপনি বিশ্বাস করেন যে মিডিয়াটি মুক্ত নয় এমন তবে {{non-free fair use in|article name}} এই ট্যাগ লাগান বা অন্য কোন ট্যাগ লাগান যা এখানে বর্নিত। কপিরাইট ট্যাগের পূর্ণ তালিকার জন্য দেখুন, চিত্র কপিরাইট ট্যাগ, যেগুলির মধ্যে থেকেও আপনি ব্যাবহার করতে পারেন।

যদি আপনি পূর্বে অন্যান্য ফাইল আপলোড করে থাকেন,তবে তা পরীক্ষা করে বিবেচনা করুন যে আপনি তাদের উৎ‍স ও কপিরাইট লাইসেন্সের ঠিক উল্লেখ করেছেন কিনা। আপনি এই সংযোগটিতে অনুসরণ করে আপনার পূর্বের আপলোড করা ফাইলগুলিকে একটি তালিকা আকারে পাবেন। উৎস-বিহীন ও ট্যাগ-বিহীন চিত্র গুলিকে এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে তাদেরকে ট্যাগকৃত করার পর, যেমনটা বর্নিত আছে দ্রুত অপসারণযোগ্য যোগ্য চিত্রে। যদি চিত্রটি মুক্ত নয় এমন লাইসেন্সের(সৌজন্যমূলক ব্যবহার) মধ্যে পরে তবে ৪৮ ঘন্টার মধ্য চিত্রগুলিকে অপসারণ করা হবে। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জানান। আপনাকে ধন্যবাদ। ~ মহীন (আলাপ) ১৩:৪৯, ৩১ মে ২০১৬ (ইউটিসি)

চিত্র:Kolkata beautification.jpg ফাইলের উৎস সমস্যা

চিত্র:Kolkata beautification.jpg আপলোড করার আপনাকে ধন্যবাদ। আমি লক্ষ্য করলাম যা ফাইলের বর্ণনার পাতায় কে এই ফাইলের সৃষ্টিকর্তা তা নির্দিষ্ট করে বলা নেই অর্থাৎ চিত্রটির কপিরাইট তথ্য অস্পষ্ঠ। যদি আপনি এই ফাইলটি নিজে তৈরি না করে থাকেন, তাহলে আপনাকে এই ফাইলের স্বত্তাধিকার বা প্রকৃত মালিকের কপিরাইট উল্লেখ করতে হবে। যদি আপনি এটি কোন ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন, তবে সেই ওয়েবসাইট লিঙ্ক ফাইলের বর্ণনার পাতায় যোগ করুন, সেইসাথে বিষয়বস্তু ব্যবহার সম্পর্কে সেই ওয়েবসাইটের শর্তাবলীর একটি সংক্ষিপ্ত বিবরণ। যদি স্বত্তাধিকারী ঐ ওয়েবসাইটের প্রকাশক থেকে আলাদা হয়, তাহলে তার কৃতিত্বও যোগ করা উচিত। দয়া করে চিত্রের বর্ণনার পাতা সম্পাদনা করে এই তথ্য যোগ করুন।

যদি প্রয়োজনীয় তথ্য পরবর্তী দিনের মধ্যে যোগ করা না হয় তাহলে, ছবিটি মুছে ফেলা হবে।

আপনি উইকিপিডিয়ায় কোন চিত্র আপলোড করতে পারবেন বা পারবেন না তা শিখতে দয়া করে চিত্র ব্যবহারের নীতি পড়ুন। এছাড়াও দয়া করে আপনার আপলোডকৃত অন্যান্য ফাইল সঠিকভাবে ট্যাগ করা হয়েছ কিনা তা নিশ্চিত করার জন্য তাদের পরীক্ষা করুন। এখানে আপনার আপলোডের একটি তালিকা পাবেন। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে বা আপনার সাহায্যের দরকার হয় তাহলে, দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জিজ্ঞেস করুন। আপনাকে ধন্যবাদ। বোধিসত্ত্ব (আলাপ) ১৪:৪৫, ২ জুন ২০১৬ (ইউটিসি)

তথ্যসূত্র

প্রিয় ভাই,

আপনি ছোটো হোলেও অনেক ভলোভালো নিবন্ধ তৈরি করছেন। আর এজন্যে আমাকেও ভালো লাগছে যে আপনার মতো পরিশ্রমী সম্পাদক বাংলা উইকিপিডিয়াতে আছে! কিন্তু আপনি আপনার নিবন্ধ গুলিতে তথ্যসূত্র যোগ করছেন না; আবশ্য আমি সেটা বুঝতে পারছি যে আপনিও তা যুক্ত করতে চান। কারণ আপনি সূত্রের লিংকগুলি সরাসরি তথ্যসূত্র অনুচ্ছেদের নিচে সেগুলি যোগ করছেন। তথ্যসূত্র আসলে <ref>{{Cite web|url= এখানে লিংকটির ইউআরএল|title= যথোপযুক্ত শিরোনাম|date= যে তারিখে প্রকাশিত|publisher=প্রকাশকের নাম|accessdate= যে তারিখে যোগ করছেন|language= যে ভাষার লিংক}}</ref> পরমাণু আলাপ ১৯:২১, ২ জুন ২০১৬ (ইউটিসি)

উইকিপিডিয়া সম্মিলন

নমস্কার! আগামী ১১ই জুন কলকাতায় সকল বাংলা উইকিপিডিয়ানদের নিয়ে একটি সম্মিলন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। আরো জানতে ও আগ্রহী থাকলে আপনাকে এই পৃষ্ঠাটি দেখে সমর্থন জানাতে অনুরোধ করছি। সম্মিলনে আপনার উপস্থিতি একান্তভাবেই কামনা করি। ধন্যবাদ। -- মৌর্য্য বিশ্বাস​ (আলাপ - অবদান) ০৭:৩১, ৭ জুন ২০১৬ (ইউটিসি)

কোড ভাঙ্গা

আপনি কি ব্যবহার করে সম্পাদনা করছেন জানি না, তবে আপনার করা কিছু সম্পাদনায় কিছু চিহ্ন html এ রুপান্তরিত হয়ে যাচ্ছে যা উইকির টেমপ্লেটের কোড ভেঙ্গে ফেলছে। যেমন এটি। সম্পাদনার সময় একটু খেয়াল রাখবেন। --আফতাব (আলাপ) ১২:৫১, ১২ জুন ২০১৬ (ইউটিসি)

আপনি আবারো কোড ভেঙ্গে দিয়েছেন এখানে। একটু সতর্ক হোন। --আফতাব (আলাপ) ১৫:০২, ১৩ জুন ২০১৬ (ইউটিসি)

ছবি আপলোড

@খাঁ শুভেন্দু: দাদা আপনি প্রায়ই বিভিন্ন ছবি আপলোড করে চলেছেন, যদিও কিছু ছবি অপসারিত হয়েছে। ইন্টারনেটে যে সকল ছবি পাওয়া যায় তা কপিরাইটকৃত তাই আপনি সেগুলো উইকিতে আপলোড করতে পারেন না। এজন্য দেখুন উইকিপিডিয়া:কপিরাইট। যেমন The 42.jpg এই ছবিটি এখানে আছে আর আপনি নিজের কাজ বলে চালিয়ে দিয়েছেন। যা ভয়ানক কপিরাইট লঙ্ঘন। তাই কপিরাইটকৃত বিষয়বস্তু আপলোড না করার অনুরোধ করছি। ধন্যবাদ Kayser Ahmad (আলাপ) ১৩:৪৭, ১৪ জুন ২০১৬ (ইউটিসি)

ছোট নিবন্ধ

দয়া করে গণহারে ছোট নিবন্ধ তৈরি করবেন না, বাংলা উইকিপিডিয়ায় ছোট নিবন্ধগুলিকে সম্প্রসারণ না করলে অপসারণ করা হয়ে থাকে। এক একটি নিবন্ধ সম্পূর্ণ করে তবে অন্য নিবন্ধে হাত দিন। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৪:৩৮, ১৪ জুন ২০১৬ (ইউটিসি)

বানান ও তথ্যসূত্র নিয়ে কথা

প্রিয় শুভেন্দু, আশা করি ভালো আছেন। অনেক ভালো কাজ করে চলেছেন। কিন্তু বানান নিয়ে আরোও অনেক সতর্ক থাকতে হবে, সঠিকভাবে লিখতে হবে। তথ্যসূত্র কিভাবে লিখবেন তা সম্পর্কে একটু জানতে হবে, এই টুলটা ব্যবহার করে সূত্র লিখপ্তে পারেন।

আমার আগে আরোও কয়েকজন বানান ও তথ্যসূত্র নিয়ে সতর্ক হবার জন্য বলেছে। একটু কষ্ট করে তা খেয়াল করে চলবেন, আর কোনো সমস্যায় যে কারোও আলাপ পাতায় বললেই হবে। ভালো থাকবেন। Ibrahim Husain Meraj (আলাপ) ১৫:৫৭, ২০ জুন ২০১৬ (ইউটিসি)

বাংলা উইকিপিডিয়া কলকাতা সম্প্রদায়ের সাথে যুক্ত হওয়ার আহ্বান

প্রিয় শুভেন্দু আশা করি ভালো আছেন। সক্রিয় পশ্চিমবঙ্গ পিডিয়ানদের মধ্যে অবশ্যই আপনি একজন। বাংলা উইকিপিডিয়ার মানোন্নয়নের দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গ-ভিত্তিক অধিকাংশ বাংলা উইকিপিডিয়ানরা সম্প্রতি একটি সম্মিলনে নির্ণ​য় নিয়েছেন যে প্রতি মাসের দ্বিতীয় শনিবার একটি করে সম্মিলনের আয়োজন করা হবে যেখানে উইকিপিডিয়া সহ উইকিমিডিয়া ফাউন্ডেশনের অন্যান্য প্রকল্পগুলির সমস্ত প্রাসঙ্গিক বিষয়ে বিষদে আলাপালোচনা করা হবে। আপনাকেও এই মাসিক মিট​-আপগুলিতে শামিল হতে অনুরোধ ও আমন্ত্রিত করছি। আরো জানতে দয়া করে সোশ্যাল মিডিয়াতে আমার সাথে জুড়ুন এবং আমার আলাপ পাতায় আমার সাথে যোগাযোগ করুন। আপনাকে অশেষ ধন্যবাদ। -- মৌর্য্য বিশ্বাস​ (আলাপ - অবদান) ২০:০৪, ২৯ জুন ২০১৬ (ইউটিসি)

উইকিপিডিয়া সম্মিলন

নমস্কার! আগামী ৯ই জুলাই কলকাতায় সকল বাংলা উইকিপিডিয়ানদের নিয়ে একটি সম্মিলন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। আরো জানতে ও আগ্রহী থাকলে আপনাকে এই পৃষ্ঠাটি দেখতে অনুরোধ করছি। সম্মিলনে আপনার উপস্থিতি একান্তভাবেই কামনা করি। ধন্যবাদ। -- মৌর্য্য বিশ্বাস​ (আলাপ - অবদান) ০৬:৩০, ৯ জুলাই ২০১৬ (ইউটিসি)

বঙ্গ সম্মেলন নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

বঙ্গ সম্মেলন নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারন নীতিমালা অনুসারে অপসারনের যোগ্য কিনা এই বিষয়ে মতামততের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/বঙ্গ সম্মেলন পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারন প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চ মানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ত্ব দেওয়া হবে।

অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। বোধিসত্ত্ব (আলাপ) ১০:৫৭, ১০ জুলাই ২০১৬ (ইউটিসি)

আবারও তথ্যসূত্র নিয়ে

প্রিয় শুভেন্দু ভাই, আপনি এত কষ্ট করে নিয়মিত নিবন্ধ লিখে যাচ্ছেন, কিন্তু আপনার আগের সমস্যা (বানান ও তথ্যসূত্র যোগ) র‍য়েই গেছে। এটা তো কোনো কঠিন বিষয় হবার কথা না। আপনি দয়া করে inline citation, Citation templates, References dos and don'ts, Citations quick reference এই লিংকগুলো পড়ুন।

কি বা কোথায় সমস্যা হচ্ছে জানান, যোগাযোগ করুন। এভাবেই বাংলা উইকিতে নিবন্ধ/বিষয়বস্তু কম, সম্পাদকও কম। ফলে আপনার করা ভুল বানানযুক্ত নিবন্ধ থেকেই যায়, তাই একটু সতর্ক হোক। ধন্যবাদ Ibrahim Husain Meraj (আলাপ) ০৫:৪৮, ১৩ জুলাই ২০১৬ (ইউটিসি)

উইকিপিডিয়া সম্মিলন

নমস্কার! আগামী ১৩ই আগস্ট কলকাতায় সকল বাংলা উইকিপিডিয়ানদের নিয়ে একটি সম্মিলন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। আরো জানতে ও আগ্রহী থাকলে আপনাকে এই পৃষ্ঠাটি দেখতে অনুরোধ করছি। সম্মিলনে আপনার উপস্থিতি একান্তভাবেই কামনা করি। ধন্যবাদ। -- মৌর্য্য বিশ্বাস​ (আলাপ - অবদান) ১৬:০২, ৩০ জুলাই ২০১৬ (ইউটিসি)


অসাধারণ অবদান পদক

অসাধারণ নবাগত পদক
বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার জন্য আপনাকে এই পদক দেওয়া হলো। আরো বেশী বেশী কাজ করুন এবং বাংলা উইকিপিডিয়াকে উইকিপিডিয়ার অন্যতম বড় উইকিপিডিয়া হিসেবে গড়ে তুলুন। - ফের দৌস ১২:৪৩, ৭ আগস্ট ২০১৬ (ইউটিসি)

সংশোধন করুন

প্রিয় শুভেন্দু আশা করি ভালো আছেন। আপনি একটি পাতা গঙ্গা পাড়ের সৌন্দরয়ায়ন পাতাটির নাম ভুল আছে পাতাটির নাম গঙ্গা পাড়ের সৌন্দর্যবর্ধন করা উচিৎ হবে। তা না করলে সৌন্দর্যায়ন বানানটি ঠিক; এই বানানটি ঠিক করতে পারেন।

তথ্যসূত্র তথ্যসূত্র

আপনি সম্প্রতি অনেক ভালো কাজ করে যাচ্ছেন। কিন্তু আপনাকে দুইটি বার্তা দিলাম, তার তো কোনো উত্তর দিলেন না। যাই হোক, এখনো তথ্যসূত্র -এর উন্নতি হয় নি। যেমন, আপনি শুধু লিংকে মূল ঠিকানাটা দেন, আসলে পুরো URL টা দিতে হবে। আপনি শুধু এটা http://www.thedailystar.net দেন, কিন্তু তথ্যসূত্রের জন্য পুরো লিঙ্ক http://www.thedailystar.net/how-to-submit-your-income-tax-return-45498 দিতে হবে।


আবারো বলছি, না বুঝলে আমি বা যে কোনো পুরোনো সম্পাদকের আলাপ পাতায় সাহায্য চাইতে পারেন, ই-মেইল আছে, ফেসবুক আছে; যেখানে খুশি নক করতে পারেন। ধন্যবাদ। Ibrahim Husain Meraj (আলাপ) ০৮:৩৯, ২৫ আগস্ট ২০১৬ (ইউটিসি)


কিছু কথা

ভাই শুভেন্দু

আশাকরি ভাল আছেন। সাম্প্রতিক আপনি একটি নিবন্ধ বাগদা নামে তৈরি করলেন, যেখানে শুধুমাত্র বাগদা গ্রামটি সম্পর্কে তথ্য পেশ করেছেন। নিবন্ধটি বাগদা ব্লক সম্পর্কিত হোলে ভাল হত, তাই না। ধন্যবাদ ভাল হচ্ছে! পরমাণু আলাপ ১২:১৪, ১২ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)

টাবরিজ বানান

ভাই Tabriz এর বাংলা বানান 'টাবরিজ' এটি অপ্রচলিত এবং শুদ্ধও নয়, বরং এটা "তাবরিজ" হবে। আশাকরি টাবরিজ মেট্রো নিবন্ধটি স্থানান্তর করে তাবরিজ মেট্রো করবেন। আর বিষয়টি যেহেতু তাবরিজ মেট্রোর সাথে সম্পর্কিত তাই বলছি, যে আন্তঃউইকি সংযোগ দেওয়ার জন্য উইকিউপাত্তে নতুন উপাদান (Item) তৈরি করতে হয় না বরং ঐ নামে বিদ্যমান আইটেমটির সাথে জুড়ে দিতে হয়। যেমনটি এখানে করেছি; দেখলে বুঝতে পারবেন। পরমাণু আলাপ ১০:৩৭, ১১ অক্টোবর ২০১৬ (ইউটিসি)

কয়েক লাইনবিশিষ্ট নিবন্ধ

জনাব, শুভেচ্ছা নিবেন। বাংলা উইকিপিডিয়ায় আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। সম্প্রতি লক্ষ্য করলাম আপনার তৈরি করা নিবন্ধগুলো কয়েকটি লাইনবিশিষ্ট হচ্ছে। যেমন- সিটি অফ লন্ডন, নিউ অরলিন্স কেন্দ্রীয় ব্যবসাহিক জেলা। বাংলা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে কোন নিবন্ধ রচনা করতে গেলে তাতে কমপক্ষ্যে কয়েক অনুচ্ছেদ এবং বিষয়বস্ত উপলব্ধি করার মত যথেষ্ট তথ্য থাকতে হবে। তা না হলে নিবন্ধ মুছে ফেলা হবে। আপনাকে তাই এটি জানিয়ে রাখলাম। পরবর্তিতে এধরণের ভুক্তিসমূহ কোন সতর্কতা ব্যতিতই মুছে ফেলা হতে পারে। ধন্যবাদ।  – তানভির (আলাপ) ১৩:৪৬, ২৫ অক্টোবর ২০১৬ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

অর্ধ পদক
আপনি যে ভাবে নিবন্ধ তৈরি করে যাচ্ছেন, তার প্রতি সম্মান জানানোর জন্য এই পদক দেয়া হলো। কিন্তু এখনো বানানের যাচ্ছেতাই অবস্থা রয়েই গেছে, তাই সম্পূর্ণ পদক না দিয়ে এই অর্ধ পদক দেয়া হলো। Ibrahim Husain Meraj (আলাপ) ১৫:৩১, ৩০ নভেম্বর ২০১৬ (ইউটিসি)

দৃষ্টি আকর্ষণ

প্রিয় শুভ ভাইয়া, দয়া করে এই পাতাটি দেখেন। এখন আপনিই বলেন যে, এগুলো কে ঠিক করবে? Ibrahim Husain Meraj (আলাপ) ১০:১২, ২ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)

Address Collection

Congratulations! You have more than 4 accepted articles in Wikipedia Asian Month! Please submit your mailing address (not the email) via this google form. This form is only accessed by me and your username will not distribute to the local community to send postcards. All personal data will be destroyed immediately after postcards are sent. Please contact your local organizers if you have any question. Best, Addis Wang, sent by MediaWiki message delivery (আলাপ) ০৭:৫৮, ৩ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)

কোন ওয়েবসাইট থেকে কপিপেস্ট করবেন না

ইরানের দ্বীপের নিবন্ধটি দয়া করে আবার নিজের ভাষায় লিখুন। ক্বেশম নাম বদলে গেশম দ্বীপ বানিয়ে দিচ্ছি, কেন না প্রতিবর্ণীকরণ ও উচ্চারণ অনুযায়ী গ-ই সবচেয়ে কাছাকাছি বর্ণ। চালিয়ে যান। অর্ণব (আলাপ | অবদান) ০৫:১৩, ১১ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)

গেশম দ্বীপ নিবন্ধটি নিজের ভাষায় লেখার ও ভিন্নভাবে তথ্য উপস্থাপনের অনুরোধ জানাচ্ছি। অর্ণব (আলাপ | অবদান) ০৭:২৩, ১২ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)

পশ্চিমবঙ্গে বাংলা পিডিয়ানদের নিয়ে মিনি মিডিয়া উইকি ট্রেনিং ও ট্রেন​-দ্য-​ট্রেনার কর্মশালা

নমস্কার দাদা! আগামী বছরের প্রথম দিকে (৭ ও ৮ই জানুয়ারী, ২০১৭ তারিখে) কলকাতা শহরে সকল বাংলা উইকিপিডিয়ানদের নিয়ে একটা মিনি মিডিয়া উইকি ট্রেনিংট্রেন​-দ্য-​ট্রেনার কর্মশালা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে, যেখানে উপস্থিত সকল অংশগ্রহণকারীদের উইকিপিডিয়া ও উইকিমিডিয়া ফাউন্ডেশনের অন্যান্য প্রকল্পগুলিতে অবদান রাখা ও সম্পাদনা সংক্রান্ত বিভীন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনায় এনগেজ করা হবে। সম্মিলনের প্রসঙ্গে সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটির কাছে প্রয়োজনীয় ফান্ডিঙের জন্য শীঘ্রই আবেদনও জানানো হবে। আগ্রহী থাকলে আপনাকে এখানে সমর্থন জানাতে অনুরোধ করছি। এই কর্মশালা আপনার উপস্থিতি একান্তভাবেই কামনা করি। ধন্যবাদ। -- মৌর্য্য বিশ্বাস​ (আলাপ - অবদান) ১৯:১৩, ১৪ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)

গুরুত্বপূর্ণ বার্তা

নমস্কার! আপনার যোগাযোগ নম্বরটি অনুগ্রহ করে আমায় অবিলম্বে জানান।
আপনার কাছ থেকে এ বার্তার উত্তর আসন্ন মিনি টিটিটি ইভেন্ট প্ল্যানিঙের জন্য অত্যন্ত জরুরি। -- মৌর্য্য বিশ্বাস​ (আলাপ - অবদান) ১৭:২৮, ১৭ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)

শুভ নববর্ষ, খাঁ শুভেন্দু!

-- Iqsrb722 (আলাপ) ০৩:৫৬, ১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)

পশ্চিমবঙ্গ টিটিটি এবং মিনি টিটিটি সংক্রান্ত বিজ্ঞপ্তি

নমস্কার শুভেন্দু! আগামী কাল (৭ ও ৮ই জানুয়ারী, ২০১৭ তারিখে) কলকাতা শহরে সকল বাংলা উইকিপিডিয়ানদের নিয়ে একটা মিনি মিডিয়া উইকি ট্রেনিংট্রেন​-দ্য-​ট্রেনার কর্মশালা আয়োজন করা হচ্ছে, যেখানে উপস্থিত সকল অংশগ্রহণকারীদের উইকিপিডিয়া ও উইকিমিডিয়া ফাউন্ডেশনের অন্যান্য প্রকল্পগুলিতে অবদান রাখা ও সম্পাদনা সংক্রান্ত বিভীন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনায় এনগেজ করা হবে। এই উইকি কর্মশালাটি কলকাতার West Bengal National University of Juridical Sciences (সংক্ষেপেঃ NUJS), Kolkata (No.12, LB Block, Dr. Ambedkar Bhavan, Sector III, Salt Lake City, Kolkata, West Bengal 700098)-তে অনুষ্ঠিত হবে। মানচিত্রে অবস্থান দেখতে এখানে ক্লিক করুন।
যদি আপনি এই কর্মশালাতে অংশগ্রহণ করতে ইচ্ছুক হন তবে অনুগ্রহ পূর্বক মনে রাখবেন-

  1. উইকি কর্মশালা ঠিক ১০ ঘটিকায় শুরু হবে।
  2. দয়া করে আপনার ল্যাপটপ সাথে আনবেন।
  3. আহারের ব্যবস্থা থাকবে। শাকাহারী আহার নির্বাচন গ্রাহ্য হবে।
  4. যদি আপনার অন্য কোনো প্রয়োজন থাকে তবে আয়োজকদের জানান।

আরো বিশদ জানতে এই পাতায় চোখ রাখুন: Mini TTT and MWT Kolkata 2017

ধন্যবাদ। -- মৌর্য্য বিশ্বাস​ (আলাপ - অবদান) ০৬:২০, ৬ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

সম্পাদকের পদক
উইকিপিডিয়ায় আপনি নিরলস ভাবে কাজ করে চলেছেন। আপনার এই কর্মযজ্ঞ অব্যাহত হোক। ফেরদৌস১০:২৭, ১২ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)

Share your experience and feedback as a Wikimedian in this global survey

  1. This survey is primarily meant to get feedback on the Wikimedia Foundation's current work, not long-term strategy.
  2. Legal stuff: No purchase necessary. Must be the age of majority to participate. Sponsored by the Wikimedia Foundation located at 149 New Montgomery, San Francisco, CA, USA, 94105. Ends January 31,| ]] ([[ 2017. Void where prohibited. Click here for contest rules.

আপনার জন্য একটি পদক!

পরিশ্রমী পদক
খুব ভালো কাজ করছো। চালিয়ে যাও। -- টিটো দত্ত (কথা কও, কথা কও, অনাদি অতীত. . .) ০৭:৩৭, ১৫ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)

Wikipedia Asian Ambassador

Hi

Congratulations! Thanks for participating the Wikipedia Asian Month and you now become one of the Wikipedia Asian Ambassadors this year! We would like to issue you a certificate and send you a digital copy with you, as well as a physical copy by basic mail service. Please reply this message to addiswang94@gmail.com, and provide following information:

  1. The name you wish to be appeared on the certificate
  2. The Email address you wish to receive the digital copy
  3. The address you wish to receive the paper copy (if you would like one, we will put some Wikipedia stickers into the envelope also.)

Also, as the ambassador, an additional postcard for you is on the way!

In a rare case you think I sent a wrong message to you, please let me. Thanks!

Best,
Addis Wang (User:AddisWang)
Wikipedia Asian Month Team--AddisWang (আলাপ) ০২:৫০, ১৮ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)

নিবন্ধ প্রতিযোগীতায় অংশ গ্রহণ প্রসংগে

সুপ্রিয় শুভেন্দু, সম্প্রতি আপনি বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধ প্রতিযোগীতার জন্য শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশন নিবন্ধটি জমা দিয়েছেন। প্রতিযোগীতায় অংশ নিতে হলে এই তালিকা থেকে নিবন্ধ অনুবাদ করে সাবমিট করুন। ফেরদৌস১৪:৩৬, ২ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)

বিটা ক্ষয়

সুধী, নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭-এ অংশ নিয়ে উপরের নিবন্ধটি অনুবাদে আগ্রহ প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। আপনার তৈরি উপরের নিব্ধটি অপসারণ করা হয়েছে। নিয়ম অনুসারে, আপনি ইংরেজি যে নিবন্ধটি অনুবাদ করবেন সেটির কমপক্ষে তিন/চার প্যারা বাংলাতে অনুবাদ করে নিবন্ধটি তৈরি করার কথা বলা হয়েছে কিন্তু আপনি উপরের নিবন্ধটি মাত্র এক/কয়েক লাইন অনুবাদ করে বেশ কয়েকদিন যাবত ফেলে রেখেছেন। অপসারণের পর নিবন্ধটি এখন যে কেউ তৈরি করতে পারবেন। আপনিও ইচ্ছে করলে তৈরি করতে পারবেন যদি ইতিমধ্যে অন্য কেউ তৈরি না করে থাকেন। তবে, দয়া করে নিবন্ধটি তৈরির সময় কমপক্ষে তিন/চার প্যারা অনুবাদ যুক্ত করুন এবং পরবর্তীতে আপনার সময় অনুসারে আস্তে আস্তে অনুবাদ শেষ করুন। কোন প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:৪৮, ৭ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)

Your feedback matters: Final reminder to take the global Wikimedia survey

(Sorry for writing in English)

কুয়াংচৌ

বাংলা ভাষায় ম্যান্ডারিন চীনা শব্দের বানান কী হবে, সে ব্যাপারে স্পষ্ট নির্দেশিকা ইতিমধ্যেই তৈরি হয়ে আছে। এই নির্দেশিকাটি সঠিক চীনা উচ্চারণের সাথে যতদূর সম্ভব মিল রেখে তৈরি করা হয়েছে। নির্দেশিকা অনুসারে শহর ও বন্দরের নাম প্রতিবর্ণীকরণ করা হয়েছে "কুয়াংচৌ"। আমি আবার কুয়াংচৌ-তে ফেরত নিয়ে যাচ্ছি। অর্ণব (আলাপ | অবদান) ২১:১৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)

বানান

আমি কিঞ্চিৎ রাজকোট বিমানবন্দর লেখাটায় বানান নিয়ে কাজ করছিলাম। "৪ শক্ষোর বেশি" -- ৪ লক্ষের বেশি কি? --টিটো দত্ত (কথা কও, কথা কও, অনাদি অতীত. . .) ০৭:৩৩, ১৬ মার্চ ২০১৭ (ইউটিসি)

ল্যাপটপের আবেদন সম্পর্কিত লিঙ্ক

শুভেন্দু, যেহেতু শুনেছি পড়াশুনার মাঝে তুমি মোবাইল থেকেই সম্পাদনা চালাচ্ছ কারণ তোমার ল্যাপটপ নেই, তাই তোমার প্রয়োজন ভেবে এই লিঙ্কটি এখানে দিলাম। ভাল থেকো, সম্পাদনা চালিয়ে যাও। https://meta.wikimedia.org/wiki/Hardware_donation_program উইকিমিডিয়া তাঁদের চালু পুরানো ল্যাপটপগুলি সম্পাদকগণ যাদের জরুরী তাঁদের দেবেন। তাড়াতাড়ি আপ্লাই কর। শুভেেচ্ছা সহ।

সুমিতা রায় দত্ত ১৯:৫০, ১৭ মার্চ ২০১৭ (ইউটিসি)

উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী প্রক্রিয়ায় আপনার মন্তব্য প্রয়োজন :)

সুপ্রিয় খাঁ শুভেন্দু,
আগামী ১৫ বছরে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত, আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী হতে পারে - এই প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করতে উইকিপিডিয়া/উইকিমিডিয়ার সাথে জড়িত সবার (পাঠক, সম্পাদক, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অবদানকারী) সার্বিক মতামত প্রয়োজন। দয়া করে কৌশল নির্ধারণী আলোচনায় আপনার মত প্রকাশ করুন। উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পগুলোর ব্যাপারে আপনার যেকোন মতামতকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ।

কৌশল নির্ধারণী আলোচনার সমন্বয়কদের পক্ষে,
নাহিদ (আলাপ), তানভির (আলাপ) ও জয়ন্ত (আলাপ)
বুধবার ১৮:১২, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)

গ্রামের নিবন্ধ অপসারণ প্রসঙ্গে

প্রিয় শুভেন্দু দা, আপনার কয়েকটি গ্রামের নিবন্ধ অপসারণ করা হয়েছে। কারণ, সম্প্রদায়ের আলোচনা অনুসারে ঐতিহাসিক কিংবা প্রত্নতাত্ত্বিক কারণে কিছু উল্লেখযোগ্য গ্রাম ছাড়া বাকি সব গ্রামের নিবন্ধ অনুল্লেখযোগ্য ধরে নেয়া হবে। ধন্যবাদ। -Ibrahim Husain Meraj (আলাপ) ১৭:১৪, ৪ এপ্রিল ২০১৭ (ইউটিসি)

ফিরতি বার্তা

সুপ্রিয়, খাঁ শুভেন্দু। Ibrahim Husain Meraj-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৬:০৬, ৯ এপ্রিল ২০১৭ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

Ibrahim Husain Meraj (আলাপ) ১৬:০৬, ৯ এপ্রিল ২০১৭ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

সম্পাদকের পদক
সুপ্রিয় খাঁ শুভেন্দু, বাংলা উইকিপিডিয়ায় নিরলসভাবে কাজ করার জন্য আন্তরিক অভিনন্দন জানাই। আপনি নিয়মিত কাজ করে ইতোমধ্যে সম্প্রদায়ের কাছে পরিচিত নাম হতে পেরেছেন। আপনি প্রচুর নিবন্ধ তৈরী করেছেন। প্রতিদিনই নতুন নতুন প্রবন্ধ তৈরী করছেন। আপনার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। কিন্তু আপনার অধিকাংশ নিবন্ধ ক্ষুদ্রাকৃতির। দশটি ক্ষুদ্র নিবন্ধের তুলনায় একটি মানসম্মত নিবন্ধ একজন উইকিপিডিয়ানকে সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য করে তোলে। তাই আপনার প্রতি নিবন্ধসমূহের মানোন্নয়নের আহবান রইলো। গত এক মাসে কি কি নিবন্ধ তৈরী করেছেন তার তালিকা এখানে পাবেন। আরো অনেক বেশী বেশী কাজ করুন এই প্রত্যাশা। ফেরদৌস২০:৪৯, ২১ এপ্রিল ২০১৭ (ইউটিসি)

যান্ত্রিক অনুবাদ

শুভেচ্ছা নিবেন, আমি আপনার তৈরি কর্ডস সেতু নিবন্ধটি অপসারণ করেছি। আমি পরীক্ষা করে দেখতে পেয়েছি নিবন্ধটি সম্পূর্ণভাবে গুগল অনুবাদ ব্যবহার করে তৈরি করা হয়েছে। সম্পূর্ণভাবে যান্ত্রিক নিবন্ধ যোগ না করতে আপনাকে অনুরোধ করছি। ধন্যবাদ। --আফতাব (আলাপ) ১৮:৪৯, ১৮ মে ২০১৭ (ইউটিসি)

সরশুনা মহাবিদ্যালয় এ অনুষ্ঠিত উইকিপিডিয়ার কর্মশালা

প্রিয় উইকিপিডিয়ান বন্ধুগণ,

পশ্চিমবঙ্গ এর সরশুনা মহাবিদ্যালয় এ অনুষ্ঠিত উইকিপিডিয়ার কর্মশালা-তে অংশগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করার জন্য ধন্যবাদ। এই উইকিপিডিয়ার কর্মশালা ২৩শে জুলাই সরশুনা মহাবিদ্যালয় (4/HB/A, Ho-Chi-Minh Sarani, Sarsuna Upanagari, Sarsuna, Kolkata 700061, West Bengal, India) তে অনুষ্ঠিত হবে। অনুগ্রহ পূর্বক মনে রাখুন-

  1. উইকি কর্মশালা ঠিক ১০ ঘটিকায় শুরু হবে।
  2. দয়া করে আপনার ল্যাপটপ সাথে আনবেন।
  3. আহারের ব্যবস্থা থাকবে। শাকাহারী আহার নির্বাচন গ্রাহ্য হবে।
  4. যদি আপনার অন্য কোনো প্রয়োজন থাকে তবে আয়োজকদের জানান।

আরো বিশদ জানতে এই পাতায় চোখ রাখুন: Wikipedia Orientation Workshop at Sarsuna College, West Bengal, India

আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। ধন্যবাদ। -- অনন্যা মণ্ডল

প্রসঙ্গ সোহিনী সরকার

প্রিয় শুভেন্দু

তোমার লেখা নতুন নিবন্ধ সোহিনী সরকার দেখছিলাম। ভালো হয়েছে। একটি ছবি হলে আরও ভালো হত হয়তো, কিন্তু তার জন্য উইকিপিডিয়ার নিয়ম মেনে ছবি হয়তো অমিল, বুঝতে পারছি। কিন্তু আরেকটি বিষয় সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করছি। সেটা হল, ওঁর অভিনীত ধারাবাহিক নাটকের তালিকায় ওগো বধু সুন্দরী ধারাবাহিকটির যে নাম দিয়েছ, সেখানে লিঙ্কটা ঐ একই নামের চলচ্চিত্রটির (উত্তম কুমার অভিনীত) সাথে হয়ে গেছে। ওটা বোধ হয় ঠিক করে দেওয়াটাই ভালো। আন্তরিক শুভেচ্ছা নিও। আরও কাজের মধ্যে সৃষ্টিশীল থাকো। --অরিন্দম মৈত্র (আলাপ) ০২:৫৮, ৫ জুন ২০১৭ (ইউটিসি)

তোর এক কথায় নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

তোর এক কথায় নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/তোর এক কথায় পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। মেরাজ (আলাপ) ১৪:২৩, ১৭ জুন ২০১৭ (ইউটিসি)

ইদ মোবারক

এই ইদ আপনার এবং আপনার পরিবারের সদস্যবৃন্দের জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ইদ মোবারক :) -মেরাজ (আলাপ) ০৮:৫৮, ২৬ জুন ২০১৭ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক

ভারতীয় জাতীয় মেধার পুরষ্কার
আপনি প্রতিনিয়ত ভারত সম্পর্কিত বিভিন্ন নিবন্ধ তৈরি করে চলেছেন। উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। -- The Jack Sparrow (আলাপ) - ২১:০৮, ২৬ জুলাই ২০১৭ (ইউটিসি)

ঋতু আগরওয়াল নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

ঋতু আগরওয়াল নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/ঋতু আগরওয়াল পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। মেরাজ (আলাপ) ০৫:০৪, ১২ আগস্ট ২০১৭ (ইউটিসি)

গঙ্গা তীরের সৌন্দর্য্যবর্ধন নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

গঙ্গা তীরের সৌন্দর্য্যবর্ধন নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/গঙ্গা তীরের সৌন্দর্য্যবর্ধন পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। মেরাজ (আলাপ) ১৬:০১, ১৮ আগস্ট ২০১৭ (ইউটিসি)

সায়গন নদী নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

সায়গন নদী নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/সায়গন নদী পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:২৩, ১৯ আগস্ট ২০১৭ (ইউটিসি)

ফিরতি বার্তা

সুপ্রিয়, খাঁ শুভেন্দু। Ibrahim Husain Meraj-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৫:২১, ১৯ আগস্ট ২০১৭ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

মেরাজ (আলাপ) ১৫:২১, ১৯ আগস্ট ২০১৭ (ইউটিসি)

সম্পাদনা দ্বন্দ্ব

সুপ্রিয় খাঁ শুভেন্দু, বাংলা উইকিপিডিয়ায় আপনার শ্রম প্রশংসাযোগ্য। আমি একটি ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিষয়টি কিছুটা স্পর্শকাতর তাই আমি এই বিষয়ে কথা বলতে চাইনি। কিন্তু একাধিকবার আপনার সম্পাদনা গুলো রিভার্ট করে দিয়েছি যাতে আপনি উৎসাহী হয়ে আমাকে জিজ্ঞেস করেন কেন এমন করলাম। কিন্তু আপনি ভ্রুক্ষেপ করেন না। বাংলা উইকিপিডিয়া বাঙালীদের। ভারতীয়, বাংলাদেশী সকল বাঙালীর। পূর্বে করা কোন নিবন্ধে আপনি যদি বাংলাদেশ সম্পর্কিত তথ্যের আগে ভারত সম্পর্কিত তথ্য বসান কিংবা বাংলাদেশের চলচ্চিত্র মুছে দিয়ে পশ্চিমবঙ্গের চলচিত্র বসান তবে অবশ্যই সেটা দৃষ্টিকটু দেখায়। সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে আমাদের। ব্যালান্সও রাখতে হবে। আপনি যদি জানতে আগ্রহী হন কোথায় কোথায় এই ধরণের সম্পাদনা করেছেন তবেই আমি লিংক দেবো। কারণ আপনি সাধারণত আলাপ পাতার বার্তায় কোনরূপ রেসপন্স করেন না। আপনার অগ্রযাত্রা অব্যহত থাকুক। এই কামনায়। ফেরদৌস০৯:৫১, ২ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)

পদক প্রদান

ধন্যবাদ হে বাঙালি উইকিপিডিয়ান
অক্লান্তভাবে ভারত সম্পর্কিত বিভিন্ন নিবন্ধ তৈরি করে চলেছেন। আপনার হাত ধরে এগিয়ে চলেছে বাংলা উইকিপিডিয়া। আপনার প্রচেষ্টাকে সালাম জানাই। আপনার পদচারণায় মুখর হোক বাংলা উইকিপিডিয়া। ফেরদৌস১৫:৩৩, ৬ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)

ধন্যবাদ ফেরদৌস দা। খাঁ শুভেন্দু (আলাপ) ১৬:১০, ৬ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)

ছোট নিবন্ধ ট্যাগ সম্পর্কে

প্রিয় সুধী! শুভেচ্ছা নিবেন। ছোট নিবন্ধ ট্যাগ দেয়ার ব্যাপারে আপনার মতামত জানতে চাই যে নিবন্ধ তৈরির দুচার মিনিটের মধ্যে ট্যাগ লাগানো কতটা যুক্তিযুক্ত!? তবে অন্তত পক্ষে দুয়েক দিন তো অবশ্যই অপেক্ষা করা যায়। কারণ অনেক সময় দেখা যায় একজন সম্পাদক তার অবসর সময়ে দুচার লাইন করে করে এগিয়ে যান। তাই আমার যতদূর মনে হয়, সাথেসাথে ট্যাগ দেয়া নতুনদের ক্ষেত্রে নেতিবাচকও হতে পারে! যা বাংলা উইকির জন্য কখনো কাম্য নয়। ধন্যবাদান্তে -- আবু সাঈদ (আলাপ) ০৪:৩৩, ৯ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)

টেমপ্লেট অনুবাদ

সুপ্রিয় শুভেন্দু, আপনার করা টেমপ্লেট:ভূবনেশ্বরের মন্দির শীর্ষক টেমপ্লেটটি যান্ত্রিক অনুবাদ নির্ভর। যথার্থ বাংলায় অনুবাদ করে ফেলার অনুরোধ রইলো। ধন্যবাদ। Ferdous (আলাপ) ০২:৪০, ১৩ অক্টোবর ২০১৭ (ইউটিসি)

Ferdous দা আমি কিছু দিনের মধ্যে ভুবনেশ্বরের মন্দির টেমপ্লেটটি যথাযথ অনুবাদ করে দেওয়ার চেষ্টা করব।খাঁ শুভেন্দু (আলাপ) ০৬:২২, ১৩ অক্টোবর ২০১৭ (ইউটিসি)

'খা মং সিক গণহত্যা' প্রসঙ্গে

শুভেন্দুদা, খা মং সিক গণহত্যার মূল ইংরেজি নিবন্ধটি অনুসরণ না করাই ভালো কারণ সেটা আপত্তিকর অবস্থায় আছে এবং অভিজ্ঞ উইকিপিডিয়ানদের নজরে এলে তাতে অনেক কাটাছেঁড়া হবে। পাতাটির একক অবদানকারী BengaliHindu স্পষ্টত একপেশেভাবে লিখেছেন এবং তাতে চ্যালেঞ্জেবল অনেক তথ্যই রেফারেন্সবিহীন যা লেখকের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। আপনি সম্ভব হলে বর্তমান তথ্যসূত্রগুলোর নির্ভরযোগ্যতা ও নিরপেক্ষতা যাচাই করে নিন এবং সেগুলোর বিপরীত কোনো তথ্য পেলে তাও উল্লেখ করে দিতে পারেন। আমার সাধারণ ইন্টারনেট সংযোগ থাকলে আমিই চেষ্টা করতাম। যাইহোক, উইকিতে ব্যবহারকারীরা স্বেচ্ছায় সম্পাদনা করেন, কিন্তু কেউ বিতর্কিত বিষয় নিয়ে লিখতে/অনুবাদ করতে গেলে যদ্দূর সম্ভব সেটা নিরপেক্ষ/সঠিক করে লেখার দায়িত্বও তার। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা-সমালোচনা চলছে, এমতাবস্থায় উইকির পাঠকেরা যেন অনিরপেক্ষ নিবন্ধ পড়ে বিভ্রান্ত না হন। - রেজওয়ান (আলাপ) ০৯:৪১, ১৬ অক্টোবর ২০১৭ (ইউটিসি)

Bhubaneswar Heritage Edit-a-thon starts with great enthusiasm

Hello,
Thanks for signing up as a participant of Bhubaneswar Heritage Edit-a-thon (2017). The edit-a-thon has started with great enthusiasm and will continue till 10 November 2017. Please create/expand articles, or create/improve Wikidata items. You can see some suggestions here. Please report you contribution here.

If you are an experienced Wikimedian, and want to lead this initiative, become an ambassador and help to make the event a bigger success.

Thanks and all the best. -- Titodutta using MediaWiki message delivery (আলাপ) ১৮:০৫, ১৪ অক্টোবর ২০১৭ (ইউটিসি)

You are getting this message because you have joined as a participant/ambassador. You can subscribe/unsubscribe here.

চিত্র:Megha.png-এর জন্য মুক্ত নয় যৌক্তিক ভিত্তি

চিত্র:Megha.png আপলোড করার জন্য বা এতে অবদান রাখার জন্য ধন্যবাদ। আমি লক্ষ্য করেছি ফাইলের পাতায় উল্লেখ করা হয়েছে যে ফাইলটি মুক্ত নয় বিষয়বস্তুর মানদণ্ডের অধীনে ব্যবহার করা হচ্ছে, কিন্তু সেখানে একটি উপযুক্ত বা যুক্তিপূর্ণ ব্যাখ্যা দেয়া হয়নি যে কেন ফাইলটির প্রতিটি নির্দিষ্ট ব্যবহার উইকিপিডিয়ায় গ্রহণযোগ্য। দয়া করে ফাইলের বিবরণ পাতায় যান, এবং মুক্ত নয় যুক্তিপূর্ণ ব্যাখ্যা অন্তর্ভুক্ত করতে তা সম্পাদনা করুন।

যদি আপনি আরো মুক্ত নয় মিডিয়া আপলোড করে থাকেন, তাহলে তাদের পরীক্ষণ করতে বিবেচনা করুন যে আপনি ঐ পাতাসমূহে মুক্ত নয় যুক্তিপূর্ণ ব্যাখ্যা উল্লেখ করেছেন। আপনি "আপনার অবদানে" ক্লিক করে (প্রবেশরত অবস্থান এটি যে কোন পাতার শীর্ষে ডান দিকে পাবেন), এবং তারপর ড্রপডাউন বক্স থেকে "চিত্র" নির্বাচন করে আপনার সম্পাদিত ফাইলের পাতার একটি তালিকা পেতে পারেন। খেয়াল করুন যে মুক্ত নয় চিত্র যাতে ব্যাখ্যার অভাব আছে তাদেরকে ট্যাগ দেয়ার এক সপ্তাহ পর মুছে ফেলা হবে, যেমনটা দ্রুত অপসারণের জন্য বিচারধারায় বর্ণিত আছে। যদি আপনার কোন প্রশ্ন থাকে, তাহলে দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জিজ্ঞাসা করুন। আপনাকে ধন্যবাদ ~মহীন (আলাপ) ১০:২২, ১৭ অক্টোবর ২০১৭ (ইউটিসি)

চলচ্চিত্রের স্ক্রিনশটের লাইসেন্স পরিবর্তন করা হয়েছে। আপনি ছবির বা-পাশ থেকে কপিরাইটেড লোগো কেটে পুরনরায় আপলোড করুন। ~মহীন (আলাপ) ০৫:০৪, ৪ নভেম্বর ২০১৭ (ইউটিসি)

শুভ কামনা

১০০ দিন চ্যালেঞ্জের জন্য শুভ কামনা দাদা।রিফাত(আলাপ) ০৭:১১, ২১ অক্টোবর ২০১৭ (ইউটিসি)

রিফাত ভাই আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন। খাঁ শুভেন্দু (আলাপ) ০৭:২৭, ২১ অক্টোবর ২০১৭ (ইউটিসি)

উইকিপিডিয়া এশীয় মাসে স্বাগতম!

হ্যালো! উইকিপিডিয়া এশীয় মাস ২০১৭ শুরু হয়েছে। আপনি আগের বছর উইকিপিডিয়া এশীয় মাস-এ অংশগ্রহণ করেছিলেন। আশা করি এই বছরও করবেন। এখানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সম্পর্কে কিছু তথ্য দেওয়া হল:

  • দয়া করে এই সরঞ্জাম ব্যবহার করে নিবন্ধ জমা দিন। ওপরের ডানদিকে 'প্রবেশ' বোতামে ক্লিক করুন। প্রবেশ করার বাকি সমস্ত কিছুই OAuth সামলে নেবে। আপনি চাইলে ওপরের ডানদিকে ইন্টারফেস ভাষা পরিবর্তন করতে পারেন।
  • যখনই আপনি কোন নিবন্ধ জমা দেবেন, এই সরঞ্জামটি আপনার নিবন্ধে একটি টেমপ্লেট যোগ করবে যা কোন সংগঠক দ্বারা পর্যালোচনার জন্য অপেক্ষমাণ বলে নিবন্ধটিকে চিহ্নিত করবে। আপনি এই সরঞ্জাম ব্যবহার করে আপনার অগ্রগতি যাচাই করে নিতে পারেন, যেমন আপনি কতগুলি গৃহীত নিবন্ধ আপনি তৈরি করেছেন।
  • যে সমস্ত অংশগ্রহণকারীর তৈরি ৪টি নিবন্ধ গৃহীত হয়েছে তাঁকে একটি পোস্টকার্ড পাঠানো হবে। ১৫টি নিবন্ধ গৃহীত হলে আরেকটি বিশেষ পোস্টকার্ড পাবেন। বাংলা উইকিপিডিয়ায় যিনি সবচেয়ে বেশি গৃহীত নিবন্ধ তৈরি করবেন, তাঁকে উইকিপিডিয়া এশীয় দূত হিসেবে সম্মানিত করে একটি সার্টিফিকেট ও অতিরিক্ত একটি পোস্টকার্ড পাঠানো হবে।
  • এই সরঞ্জাম ব্যবহার করতে যদি আপনার সমস্যা হয়ে থাকে তবে এই পাতায় আপনার ব্যবহারকারী নামের পাশে আপনার নিবন্ধ জমা দিতে পারেন।

যদি কোন প্রশ্ন থাকে, তবে আমাদের প্রাজিপ্র পাতায় তার উত্তর রয়েছে।

Che12Guevara (আলাপ) ০৬:০৪, ২ নভেম্বর ২০১৭ (ইউটিসি)

Che12Guevara ধন্যবাদ। আজ থেকেই এশিয়া মাসে অবদান রাখা শুরু করতে চলেছি।খাঁ শুভেন্দু (আলাপ) ১২
২১, ২ নভেম্বর ২০১৭ (ইউটিসি)

দীপক কাপুর

@দাদা, দীপক কাপুর পাতাটিতে আন্তঃউইকি সংযোগ দিয়ে দিন (আন্তঃভাষা সংযোগ) , ব্যক্তিটি একজন স্থলসেনাবাহিনী অফিসার ছিলেন (জেনারেল দীপক কাপুরের ইংরেজি উইকি পাতা)। প্রতিভা মনির (আলাপ) ০৬:৪২, ১১ নভেম্বর ২০১৭ (ইউটিসি)

@দা, জেনারেল দীপক কাপুর পাতাটি অতটা গুরুত্বপূর্ণ নয় তবে আমি লেখব ওটায়, চাইলে আপনিও তো লেখতে পারেন দাদা, কাপুর বংশের জেনারেল। প্রতিভা মনির (আলাপ) ১৩:৪৮, ১১ নভেম্বর ২০১৭ (ইউটিসি)

কমল হাসন

@শুভেন্দু দা, কমল হাসন (পাতাটির ইংরেজি উইকি দেখুন) পাতাটিতে আন্তঃউইকি সংযোগ করে দিন (আন্তঃভাষা সংযোগ), আমার ইংরেজি উইকিতে আইপি ঠিকানা বাঁধাপ্রাপ্ত (ব্লক) বিধায় আমি পারছিনা। প্রতিভা মনির (আলাপ) ০৫:৩৫, ৭ নভেম্বর ২০১৭ (ইউটিসি)

দা, ধন্যবাদ। প্রতিভা মনির (আলাপ) ০৫:৫৯, ৭ নভেম্বর ২০১৭ (ইউটিসি)

যান্ত্রিক অনুবাদ

শুভেচ্ছা নিবেন হে উইকিপিডিয়ান! আপনি প্রতিনিয়ত নতুন নতুন নিবন্ধ তৈরি করে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করে যাচ্ছেন, এজন্য আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তবে বর্তমানে আপনার অনেক নিবন্ধই রুক্ষ এবং যান্ত্রিক অনুবাদ হিসেবে ট্যাগকৃত হয়েছে, যেমন- কান্দ্যান নৃত্য, খলিফা বন্দর, ঘওয়ার তৈল ক্ষেত্র, ভেদ্দা ভাষাসহ আরো অনেক নিবন্ধ। সম্প্রতি আমি মুসাফাহ বন্দর নামে একটির মানোন্নয়ন করেছি। তাই নতুন নিবন্ধের সাথে আগের করা নিবন্ধগুলোতে কাজ করে বাংলা উইকির মানোন্নয়নে সচেষ্ট হওয়ার আহবান রইল।--আবু সাঈদ (আলাপ) ০৯:১১, ২ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)

Bhubaneswar Heritage Edit-a-thon Update

Hello,
Thanks for signing up as a participant of Bhubaneswar Heritage Edit-a-thon (2017). The edit-a-thon has ended on 20th November 2017, 25 Wikipedians from more than 15 languages have created around 180 articles during this edit-a-thon. Make sure you have reported your contribution on this page. Once you're done with it, Please put a YesY mark next to your username in the list by 10th December 2017. We will announce the winners of this edit-a-thon after this process.-- Sailesh Patnaik using MediaWiki message delivery (আলাপ) ১৭:৩০, ৪ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি) You are getting this message because you have joined as a participant/ambassador. You can subscribe/unsubscribe here.

দৃষ্টি আকর্ষণ

প্রিয় সুধী! শুভেচ্ছা নিবেন। আপনি নিয়মিত অনেক নিবন্ধ তৈরি করে যাচ্ছেন, তবে আপনার করা অনেক নিবন্ধে যথেষ্ট পরিমাণ বানান ভুল, যতিচিহ্নের সঠিক ব্যবহার না করা, একাধিক ফাঁকাস্থান রেখে দেয়া সহ ছোটখাট ভুল প্রায়ই পরিলক্ষিত হয়। যা একটা একটা করে বের করে সংশোধন করা অন্য ব্যবহারকারীর জন্য প্রায়ই কষ্টসাধ্য। তাই নিবন্ধ সম্পাদনায় আরো একটু মনোযোগী হলে এসব বিষয় এড়ানো যায়। আপনার করা ইন্দোনেশিয়ার উচ্চগতির রেল এবং ইস্ট-ওয়েস্ট মেট্রো সুড়ঙ্গ সংশোধন করে দিয়েছি, নিবন্ধের ইতিহাস দেখে নিলে বিষয়টা বুঝতে পারবেন।--আবু সাঈদ (আলাপ) ১৮:৩৮, ১৬ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)

আবু সাঈদ বানান সংশোধনের জন্য ও আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমার নিবন্ধ গুলিতে বানানের ভুল না হয় সেইদিকে এবার থেকে লক্ষ্য রাখব।খাঁ শুভেন্দু (আলাপ) ০৬:৩৮, ১৭ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)

ধন্যবাদ ম্যানশন করে প্রত্যুতরের জন্য। আপনার কাছ থেকে ভালো ভালো নিবন্ধ আশা করি। তবে বানানের সাথে ফাঁকাস্থানের বিষয়টিও মাথায় রাখবেন, যেহেতু আপনার অনেক নিবন্ধে এখনো অনেক ফাঁকাস্থান রয়ে গেছে, যা দৃষ্টি কটু। --আবু সাঈদ (আলাপ) ০৯:৪৬, ১৭ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)

WAM Address Collection

Congratulations! You have more than 4 accepted articles in Wikipedia Asian Month! Please submit your postal mailing address via Google form or email me about that on erick@asianmonth.wiki before the end of Janauary, 2018. The Wikimedia Asian Month team only has access to this form, and we will only share your address with local affiliates to send postcards. All personal data will be destroyed immediately after postcards are sent. Please contact your local organizers if you have any question. We apologize for the delay in sending this form to you, this year we will make sure that you will receive your postcard from WAM. If you've not received a postcard from last year's WAM, Please let us know. All ambassadors will receive an electronic certificate from the team. Be sure to fill out your email if you are enlisted Ambassadors list.

Best, Erick Guan (talk)

WAM Address Collection - 1st reminder

Hi there. This is a reminder to fill the address collection. Sorry for the inconvenience if you did submit the form before. If you still wish to receive the postcard from Wikipedia Asian Month, please submit your postal mailing address via this Google form. This form is only accessed by WAM international team. All personal data will be destroyed immediately after postcards are sent. If you have problems in accessing the google form, you can use Email This User to send your address to my Email.

If you do not wish to share your personal information and do not want to receive the postcard, please let us know at WAM talk page so I will not keep sending reminders to you. Best, Sailesh Patnaik

Confusion in the previous message- WAM

Hello again, I believe the earlier message has created some confusion. If you have already submitted the details in the Google form, it has been accepted, you don't need to submit it again. The earlier reminder is for those who haven't yet submitted their Google form or if they any alternate way to provide their address. I apologize for creating the confusion. Thanks-Sailesh Patnaik

আপনি জানেন কি বিভাগে আপনাকে আমন্ত্রণ!

সুধী,
শভেচ্ছা গ্রহণ করুন। বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আপনি জানেন কি (আজাকি) বিভাগটি পুনরায় সক্রিয় করার জন্য কাজ করছি এবং পুরো প্রক্রিয়াকে আরও সহজীকরণ করেছি। এই বার্তাটি যারা বাংলা উইকিপিডিয়ায় নিয়মিত নিবন্ধ তৈরি করে থাকেন তাদের সবাইকে ‘আজাকিতে’ নিবন্ধ মনোনয়নে উৎসাহিত করার জন্য প্রদান করছি। আপনি প্রায়শই নতুন নিবন্ধ তৈরি করে থাকেন সুতরাং বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতা সক্রিয় রাখতে আপনাকে আজাকিতে নিবন্ধ মনোনয়ন বা পর্যালোচনা করতে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ এবং আপনার সম্পাদনা শুভ হোক :) -- নাহিদ সুলতান দাদা (আলাপ) রবিবার ১৮:৩২, ১৪ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)

নাহিদ সুলতান দাদা আপনাকে ধন্যবান। আমি আমার সাধ্যমত চেষ্টা করব।খাঁ শুভেন্দু (আলাপ) ০৭:১২, ১৫ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)


সুপ্রিয় শুভেন্দু, তোমার বার্তা দেখে ভালো লাগছে। আমি নিয়মিত উইকিপিডিয়ায় কাজ করতে পারিনা। পারলে খুশি হতাম। কারিগরি দিকটাও ভালো রপ্ত নেই। তোমার উদ্যোগ দেখে আমি আশান্বিত। সময় সুযোগ হলে দেখা হবে আশা করছি। ভালো থেকো। শুভরাত। sukan (আলাপ) ১৭:৩৮, ২ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)

sukan,

আমাদের পশ্চিমবঙ্গের উইকিপিডিয়ান ইউজার গ্রুপের সদস্যরা মাঝে মধ্যেই কলকাতাতে মিটাপ করি এবং নিজেদের সমস্যা ও অভিজ্ঞতার কথা বলি। আপনিও যোগ দিতে পাড়েন সেখানে। আপনি কারগরি সমস্যার কথা বলছেন, তা হলে যোগ দিন মিটাপে সমস্ত কিছু শিখিয়ে দেওয়া হবে। আমার মোবাইল নম্বর-৭৭৯৭৬৭৫৪০৮। যোগাযোগ করতে পাড়েন। বা আপনার মোবাইল নম্বর পাঠান আমি যোগাযোগ করব। আমি বনগাঁ- এর কাছেই থাকি , যদি আপনার এদিকে কোথাও বাড়ি হয় তো জানাবেন যোগাযোগ করা যাবে। ধন্যবাদ। খাঁ শুভেন্দু (আলাপ) ১২:৫৮, ৩ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)

পরবর্তী সাক্ষাতে আমি থাকতে চাই একা একা কাজ করার মধ্যে ভুলভ্রান্তিই বেশি। তাই উইকিপিডিয়ানদের সঙ্গে যোগাযোগটা খুবই জরুরি। ব্যক্তিগত কাজের পর সময়-সুযোগমতো যৌথভাবে কাজ করলে আমরা পারস্পরিকভাবে আরো অনেক কিছুই জানতে পারব বলে আশা করি। এখন প্রথম সাক্ষাতের দিন গুনছি। শুভরাত। Sumasa sukan (আলাপ) ১৭:৪৩, ৩ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)


আপনার তৈরি তিমুর নিবন্ধটি গৃহীত হয়েছে

সুপ্রিয় খাঁ শুভেন্দু,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি তিমুর নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - অংকন (আলাপ), বুধবার ১৯:৩৬, ১৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)

আন্দীয় ভাষা

সুধী, নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮-এ অংশ নিয়ে উপরের নিবন্ধটি অনুবাদে আগ্রহ প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। আপনার তৈরি উপরের নিব্ধটি অপসারণ করা হয়েছে। নিয়ম অনুসারে যান্ত্রিক বা গুগল ট্রান্সলেটরের অনুবাদ ব্যবহার করা যাবে না। আপনার উপরের তৈরি নিবন্ধটিতে যান্ত্রিক অনুবাদ ছিলো এবং অপসারণ করা হয়েছে। অপসারণের পর নিবন্ধটি এখন যে কেউ তৈরি করতে পারবেন। আপনিও ইচ্ছে করলে তৈরি করতে পারবেন যদি ইতিমধ্যে অন্য কেউ তৈরি না করে থাকেন। তবে, দয়া করে যান্ত্রিক অনুবাদ যুক্ত করবেন না। ধন্যবাদ।~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:২৮, ২৫ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

লিঙ্গ সমতা পদক
সুপ্রিয় খাঁ শুভেন্দু,

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে উইকিমিডিয়া বাংলাদেশ এবং সুইডিশ দূতাবাস, ঢাকা আয়োজিত উইকিগ্যাপ এডিটাথন ২০১৮-এ অংশ নিয়ে নারী বিষয়ক এক বা একাধিক নিবন্ধ তৈরি করে উইকিপিডিয়ার বিষয়বস্তুুর লিঙ্গবৈষম্য দূর করতে সাহায্য করায় আপনাকে ধন্যবাদ। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। -নাহিদ সুলতান (আলাপ) বৃহস্পতিবার ১৮:৩০, ০৮ মার্চ ২০১৮ (ইউটিসি)

নিবন্ধ প্রতিযোগিতা

https://meta.wikimedia.org/w/index.php?title=Supporting_Indian_Language_Wikipedias_Program/Contest&mobileaction=toggle_view_desktop এই প্রতিযোগীতাটিতে কি ভাবে অংশগ্রহণ করবো? Tushar Singha (আলাপ) ১৮:৩৩, ২৩ মার্চ ২০১৮ (ইউটিসি) Tushar Singha (আলাপ) ১৮:৩৩, ২৩ মার্চ ২০১৮ (ইউটিসি)

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮

সুপ্রিয় খাঁ শুভেন্দু,
উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮-এ অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার জমা দেয়া এক/একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক কমিটি প্রতিযোগিতা শেষ হওয়ার পর অংশগ্রহণকারীদের গৃহীত হওয়া নিবন্ধগুলোর সংখ্যা অনুসারে বাংলাদেশ জাতীয় জাদুঘরে অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের পুরস্কার প্রদান করবে অথবা অনুষ্ঠানে কেউ উপস্থিত না থাকলে পরবর্তীতে তার পুরস্কার ডাকযোগে পাঠানো হবে। সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। প্রতিযোগিতা শেষ হওয়ার পর ফর্মে সরবরাহ করা আপনার ইমেইল ঠিকানা অনুসারে আপনার সাথে যোগাযোগ করা হবে। যদি আপনি ইতিমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন তাহলে দয়া করে দ্বিতীয়বার করবেন না (করলে আমাদের কাজ অনেক বৃদ্ধি পাবে)। ধন্যবাদ।

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮ আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
সোমবার ২৩:৪১, ২৬ মার্চ ২০১৮ (ইউটিসি)

উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৮/ব্যাঘ্র প্রকল্পে নিবন্ধ গৃহীত

সুপ্রিয় শুভেন্দু,
উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৮/ব্যাঘ্র প্রকল্পে অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশী হবেন যে, আপনার তৈরি নষ্টনীড় ও আরো আঠারোটি নিবন্ধ পর্যালোচনার পর গৃহীত হয়েছে। আশা করি আগামী দুমাস ধরে আপনি আরো অবদান রাখবেন।

ব্যাঘ্র প্রকল্প নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮ আয়োজক কমিটির পক্ষে,
সুমিতা রায় দত্ত ১৭:৩০, ৩০ মার্চ ২০১৮ (ইউটিসি)


সুমিতা রায় দত্ত--- ধন্যবাদ। খাঁ শুভেন্দু (আলাপ) ১৮:১৪, ৩০ মার্চ ২০১৮ (ইউটিসি)

ব্যাঘ্র প্রকল্প নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮

নমস্কার শুভেন্দু,
ব্যাঘ্র প্রকল্প নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮ -এ অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার জমা দেয়া এক/একাধিক নিবন্ধ চলমান ব্যাঘ্র প্রকল্প নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে ও আপনি এই (মার্চ) মাসে প্রথম স্থান অর্জন করেছেন! আয়োজক কমিটি প্রতিযোগিতার প্রথম মাসের অন্তিমে এই মাসের বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় থেকে আপনার অবদানের উপর ভিত্তি করে আপনাকে ৩০০০ টাকার ব্যক্তিগত (স্বতন্ত্র) পুরস্কার দ্বারা পুরস্কৃত করবে। সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। ফর্মে সরবরাহ করা আপনার ইমেইল ঠিকানা অনুযায়ী আপনার সাথে যোগাযোগ করা হবে। যদি আপনি ইতিমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন তাহলে দয়া করে দ্বিতীয়বার করবেন না (করলে আমাদের কাজ অনেক বৃদ্ধি পাবে)। ধন্যবাদ।

ব্যাঘ্র প্রকল্প নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮ আয়োজক কমিটির পক্ষে,
Mouryan (আলাপ) ২০:০০, ১৬ এপ্রিল ২০১৮ (ইউটিসি)

ধন্যবাদ শুভেন্দু

তোমার কাছে আমি কৃতজ্ঞ, এতদিনে কলকাতা সম্পর্কে একটা নিবন্ধ লিখতে পেরে সত্যিই ভালো লাগছে। কলকাতা নিয়ে আরো লেখার আশা থাকছে। ধন্যবাদ, শুভরাত। Sumasa sukan (আলাপ) ১৭:১১, ২৭ এপ্রিল ২০১৮ (ইউটিসি)


সুপ্রভাত শুভেন্দু,

এই মুহূর্তে এখানে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। এদিকে আমি আরো একটা নিবন্ধ 'হরেন্দ্র কুমার মুখার্জি' জমা দিলাম, দেখে ঠিকঠাক করে দিয়ো।

ধনবাদ।

সুমস sukan (আলাপ) ০৪:৪০, ৩০ এপ্রিল ২০১৮ (ইউটিসি)

আমি নিবন্ধটি দেখছি।খাঁ শুভেন্দু (আলাপ) ০৮:২২, ৩০ এপ্রিল ২০১৮ (ইউটিসি)

Thank you for keeping Wikipedia thriving in India

I wanted to drop in to express my gratitude for your participation in this important contest to increase articles in Indian languages. It’s been a joyful experience for me to see so many of you join this initiative. I’m writing to make it clear why it’s so important for us to succeed.

Almost one out of every five people on the planet lives in India. But there is a huge gap in coverage of Wikipedia articles in important languages across India.

This contest is a chance to show how serious we are about expanding access to knowledge across India, and the world. If we succeed at this, it will open doors for us to ensure that Wikipedia in India stays strong for years to come. I’m grateful for what you’re doing, and urge you to continue translating and writing missing articles.

Your efforts can change the future of Wikipedia in India.

You can find a list of articles to work on that are missing from Wikipedia right here:

https://meta.wikimedia.org/wiki/Supporting_Indian_Language_Wikipedias_Program/Contest/Topics

Thank you,

Jimmy Wales, Wikipedia Founder ১৮:১৮, ১ মে ২০১৮ (ইউটিসি)

ব্যাঘ্র প্রকল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রজ্ঞপ্তি

নমস্কার খাঁ শুভেন্দু!
ব্যাঘ্র প্রকল্পে অবদান রাখার জন্য ধন্যবাদ। আপনি আয়োজকের কাছ থেকে প্রাপ্ত মূল বাংলা তালিকার
মধ্য থেকে নিবন্ধ লিখুন যা গৃহীত হবে এবং দরকার হলে প্রতিটি ভারতীয় ভাষার উইকিপিডিয়ায় থাকা উচিৎ নিবন্ধের তালিকাটি
খেয়াল করে লিখুন। অসুবিধা হলে, নিবন্ধ জমা করার বা লেখবার পূর্বে আয়োজক কমিটির সাথে যোগাযোগ করুন। আরো খেয়াল রাখবেন যে, উপযুক্ত তালিকা থেকে হলেও, ১২ই মার্চের পূর্বের লেখা নিবন্ধ ১২ মার্চের পর সম্প্রসারিত হিসাবে জমা দিতে গেলে, পুনরায় কমপক্ষে ৯০০০ বাইট ও ৩০০ শব্দ যোগ করতে হবে। আপনার সুবিধার্থে, এই প্রতিযোগিতা সম্পর্কিত নিম্নলিখিতগুলি অনুগ্রহপূর্বক মনে রাখবেনঃ

  • আপনি যে নিবন্ধটি সম্প্রসারনের জন্য বাছছেন, সেই নিবন্ধের ইতিহাস থেকে দেখে নিন যিনি নিবন্ধটির আদি স্রষ্টা, তিনি ১২ই মার্চের পরে লিখে থাকলে, নিবন্ধ ইতিমধ্যেই ব্যাঘ্র প্রকল্পে জমা করে দিয়েছেন কি না।
  • জমা দেবার সময় নিবন্ধের আলাপ পাতায় {{আলাপ পাতা}}
  • নতুন নিবন্ধ হলে {{ব্যাঘ্র প্রকল্প ২০১৮|}} এবং
  • সম্প্রসারিত হলে {{ব্যাঘ্র প্রকল্প ২০১৮|সম্প্রসারিত=হ্যাঁ}} টেমপ্লেট ব্যবহার করুন।

আপনার লেখা শুভ হোক। ব্যাঘ্র প্রকল্প নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮ আয়োজক কমিটির পক্ষে,
Mouryan (আলাপ) ০৯:৩৪, ৩ মে ২০১৮ (ইউটিসি)

সাহায্য প্রয়োজন

বন্ধু ব্যবহারকারী:খাঁ শুভেন্দু, আমার একটি সাহায্য দরকার। আমি আজকে পঙ্কজ আদবানি নামক একটি নিবন্ধ তৈরি করেছি। সেখানে একটি ইনফবক্স ব্যবহার করেছি। যখন পাতা প্রয়াকশিত হল, তখন মেডাল এর তথ্য গুলি দেখা যাচ্ছে না, যদিও সেই তথ্য গুলি ইনফোবক্সএ রয়েছে। কি ভুল হচ্ছে, একটু দেখতে পারবেন কি? ধন্যবাদান্তে, Asmita comp (আলাপ) ০৯:৩৮, ১৮ মে ২০১৮ (ইউটিসি)

যান্ত্রিক অনুবাদ

সুপ্রিয় শুভেন্দু আপনার করা থু থিম নতুন শহর এলাকা দীর্ঘদিন যান্ত্রিক অনুবাদ হিসেবে পড়ে আছে। নিবন্ধটির মানোন্নয়ন করার অনুরোধ রইলো। ফেরদৌস০৪:৪০, ২১ মে ২০১৮ (ইউটিসি)

ফেরদৌস দা থু থিম নতুন শহর এলাকা নিবন্ধটির ত্রুটিগুলি সংশোধন করেছি। নিবন্ধটি একবার সময় করে দেখে নেওয়ার আনুরোধ রইল। খাঁ শুভেন্দু (আলাপ) ০৬:০৬, ২১ মে ২০১৮ (ইউটিসি)

ব্যাঘ্র প্রকল্প নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮ এপ্রিল মাসের ফল প্রকাশ

নমস্কার শুভেন্দু,
ব্যাঘ্র প্রকল্প নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮ -এ অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার জমা দেওয়া এক/একাধিক নিবন্ধ চলমান ব্যাঘ্র প্রকল্প নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে ও আপনি এপ্রিল মাসে প্রথম স্থান অর্জন করেছেন! আয়োজক কমিটি প্রতিযোগিতার দ্বিতীয় মাসের অন্তিমে এই মাসের বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় থেকে আপনার অবদানের উপর ভিত্তি করে আপনাকে ৩০০০ টাকার ব্যক্তিগত (স্বতন্ত্র) পুরস্কার দ্বারা পুরস্কৃত করবে। সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। ফর্মে সরবরাহ করা আপনার ইমেইল ঠিকানা অনুযায়ী আপনার সাথে যোগাযোগ করা হবে। যদি আপনি ইতিমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন তাহলে দয়া করে দ্বিতীয়বার করবেন না (করলে আমাদের কাজ অনেক বৃদ্ধি পাবে)। ধন্যবাদ।

ব্যাঘ্র প্রকল্প নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮ আয়োজক কমিটির পক্ষে,
Mouryan (আলাপ) ০৪:৪৫, ১১ জুন ২০১৮ (ইউটিসি)

অভিনন্দন শুভেন্দু! ব্যাঘ্র-প্রকল্প প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের জন্যে :) Asmita comp (আলাপ) ০৬:২৪, ১১ জুন ২০১৮ (ইউটিসি)

অভিনন্দন শুভেন্দু! ব্যাঘ্র-প্রকল্প প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের জন্যে :) ব্যবহারকারী:Marajozkee (আলাপ) ০৬:৬০, ১৩ জুন ২০১৮ (ইউটিসি)

সকলকে ধন্যবাদ। খাঁ শুভেন্দু (আলাপ) ১৯:০৮, ১৩ জুন ২০১৮ (ইউটিসি)


হৃদয়োৎসারিত অভিনন্দন শুভেন্দু! তোমাকে দেখে অনেক কিছু শিখছি। বাংলার জন্যে কাজ করে চলো। সঙ্গে আছি, থাকব। সুমস sukan (আলাপ) ০৪:৫৩, ১৭ জুন ২০১৮ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

নিরলস অবদানের পদক
তিন মাস ব্যাপী ব্যাঘ্র প্রকল্পে লাগাতার প্রথম স্থানে থাকা ও নতুনদের সাহায্য ও উৎসাহ প্রদানের জন্য এই পদক। সুমিতা রায় দত্ত ১৯:১৯, ৩ জুলাই ২০১৮ (ইউটিসি)

ধন্যবাদ। খাঁ শুভেন্দু (আলাপ) ১০:৫৯, ৪ জুলাই ২০১৮ (ইউটিসি)

অভিনন্দন শুভেন্দু! সুমস/Sumasa sukan (আলাপ) ০৩:৪৭, ৪ জুলাই ২০১৮ (ইউটিসি)

ইদ মোবারক

চিত্র:ইদ মোবারক.jpg
কি হবে ঐ বনের পশু খোদারে দিয়ে

কাম ক্রোধাদি মনের পশু জবেহ্ কর্ নিয়ে।
কোরবানী দে তোরা কোরবানী দে
--কাজী নজরুল ইসলাম
আপনার এবং আপনার পরিবারের মহান ত্যাগ মহান আল্লাহর দরবারে কবুল হোক এই কামনায়। সবাইকে ইদের অনেক অনেক শুভেচ্ছা। ইদ মোবারক --IqbalHossain (আলাপ) ১২:২৩, ২১ আগস্ট ২০১৮ (ইউটিসি)

দয়া করে রুক্ষ অনুবাদ করবেন না

সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর নামের নিবন্ধটি ১৮ নভেম্বর ২০১৭ সালে শুরু করা হয়, যা আর পরে কোন সম্পাদনা করা হয়নি! দয়া করে রুক্ষ অনুবাদ করবেন না!! -মেরাজ (আলাপ) ১৬:০৯, ২৩ আগস্ট ২০১৮ (ইউটিসি)

গ্রামের নিবন্ধ মুছে ফেলা প্রসঙ্গে

প্রিয় সুধী, বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। আপনি সম্প্রতি একটি গ্রামের নামে একটি নিবন্ধ তৈরি করেছিলেন। বাংলা উইকিপিডিয়ায় সম্প্রদায়ের মতানুসারে, শুধুমাত্র উল্লেখযোগ্য (প্রত্নতাত্ত্বিক, সাংস্কৃতিক কিংবা অন্য কারণে) গ্রামের নিবন্ধই থাকবে। বাকি সব গ্রামের নিবন্ধ অনুল্লেখ্য বলে ধরা হবে। তাই আপনার নিবন্ধ মুছে ফেলা হয়েছে। আপনি নতুন নিবন্ধ তৈরি বা সম্পাদনা করার পূর্বে উপরের স্বাগতম বার্তায় দেয়া পাতাগুলো পড়ে নেবার অনুরোধ জানাচ্ছি। তাহলে কি করতে হবে বা কি লেখা যাবে আর কি লেখা যাবে না, সে বিষয়ে আপনি একটি সম্যক ধারণা পাবেন। কোনো সমস্যা থাকলে আমার আলাপ পাতায় যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, আপনার উইকি যাত্রা শুভ হোক। - মেরাজ (আলাপ) ০৪:২২, ২৫ আগস্ট ২০১৮ (ইউটিসি)

১০০০+ নিবন্ধ

১০০০+ নিবন্ধের প্রণেতা
দেখতে দেখতে আপনি প্রায় ১০০০টির বেশি নিবন্ধ তৈরি করে ফেলেছেন। আমার কাছ থেকে আপনাকে এই ছোট্ট ১০০০+ নিবন্ধের প্রণেতা উইকিপদকটি দিলাম। আশা করি আপনি আরো দ্রুত ২০০০ নিবন্ধের মাইলফলক স্পর্শ করবেন। --আফতাব (আলাপ) ১৫:০৮, ১৬ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)
আফতাব -আপনাকে ধন্যবাদ। ...নিজের সমান্য ক্ষমতা অনুযায়ী বাংলা উইকিপিডিয়াতে অবদান রাখার চেষ্টা করব।

আপনার জন্য একটি পদক!

অসাধারণ ধারণা পদক
নিরলস প্রয়াসের অসামান্য কৃতিত্বের পুরস্কার স্বরূপ এই পদক প্রদান করা হল। আপনার সাফল্য কামনা করি। লক্ষ্মণ ভাণ্ডারী (আলাপ) ০৫:৪৩, ১ অক্টোবর ২০১৮ (ইউটিসি)

২০১১ ভাষা সংশোধন সম্বন্ধীয় ফিরতি বার্তা

http://www.censusindia.gov.in/2011census/C-16.html .. শুভেন্দু খাঁ দা ,এতে ২০১১ এর সমস্ত রাজ্যে ভাষা ভিত্তিক গণনার তালিকা আছে , যা জেলা ও ব্লকভিত্তিক তথ্যসমৃৃদ্ধ ৷ যদিও এই শুমারীতে কিছু ভুল বেরিয়েছে প্রকাশ-পরবর্তীকালে, তৎসত্ত্বেও সরকারীভাবে প্রকাশিত হওয়ার দরুণ সম্পাদনাগুলো করেছি ৷ তা ছাড়া সুরজাপুরী , সাদরি , খোরঠা , কুরমালীর মতো ভাষাকে হিন্দীতে অন্তর্ভুক্ত করা হয়েছে ৷ চেষ্টা করেছি সেগুলোকে আলাদা করতে ৷ নিজস্ব অজ্ঞতার জন্য আমি তথ্যের উৎস দিতে অক্ষম ৷ উপরের লিঙ্কটি ঐসমস্ত পাতাতে যুক্ত করার অনুরোধ রইলো ৷ Saradindu Bhattacharyya sb (আলাপ) ০৪:১২, ১১ অক্টোবর ২০১৮ (ইউটিসি)

Saradindu Bhattacharyya sb কাজ চালিয়ে যাও। আমি তথ্যসূত্র যোগ করেদেব। তুমি নিবন্ধের লিঙ্ক পাঠিয়ে দিও। তোমাকেও ধীরে ধীরে তথ্যসূত্র যোগ করা শিখতে হবে। খাঁ শুভেন্দু (আলাপ) ১১:১৯, ২৬ অক্টোবর ২০১৮ (ইউটিসি)

এশীয় মাস এডিটাথন ও গুগল ট্রান্সলেটর ব্যবহার প্রসঙ্গে

সুপ্রিয় খাঁ শুভেন্দু , উইকিপিডিয়া এশীয় মাস ২০১৮ তে অংশগ্রহণের জন্য ধন্যবাদ। আপনার তৈরিকৃত নিবন্ধে দূর্ভাগ্যজনকভাবে এখনো গুগল ট্রান্সলেটরের প্রভাব তীব্রভাবে লক্ষণীয়। সম্প্রতি তৈরি পেশাওয়ার জেলা নিবন্ধটি আমি পরিমার্জন করেছি। দয়া করে সরাসরি গুগল ট্রান্সলেটর থেকে হুবুহু কপি পেস্ট করবেন না। এতে মূল বক্তব্য যেমন হারিয়ে যায় তেমনি পরিমার্জন করতে গেলে প্রকৃতপক্ষে পুণরায় অনুবাদ করতে হয়। ধন্যবাদ আপনার সম্পাদনার জন্য। শুভ কামনা রইল। S Shamima Nasrin (আলাপ) ০০:১৯, ৪ নভেম্বর ২০১৮ (ইউটিসি)

ভারতের সরকারী ভাষা পুণর্বিবেচনা

ভারতের রাষ্ট্রীয় ভাষা সংক্রান্ত ভ্রান্ত ধারণার অবসান ঘটানোর জন্য ও সকলের দৃষ্টি আকর্ষন করার জন্য ধন্যবাদ , তৎসত্ত্বেও একটি ভুল গোচরে আনতে চাই ৷ English Wikipedia তে যদিও সরকারী ভাষার তালিকাতে "মিজো" ও "ককবরক" এর নাম আছে কিন্তু সরকারী তথ্যানুসারে ঐ দুটি তালিকাভুক্ত নয় ৷ ২২ টি হলো যথাক্রমে - হিন্দী , বাংলা , মারাঠী , তেলুগু , তামিল , গুজরাটী , উর্দু , কন্নড় , ওড়িয়া , মলয়ালম ,পাঞ্জাবি , অসমীয়া , মৈথিলী , সাঁওতালি , কাশ্মীরি , নেপালী , সিন্ধি , ডোগরি , কোঙ্কণী , মণিপুরী(মৈতৈ) , বোড়ো , সংস্কৃৃত ৷ এর মধ্যে কেন্দ্রস্তরীয় ভাষা দেশজ হিন্দী ও সর্বজনগ্রাহ্য ইংলিশ ৷ সহজেই "languages of india by population 2011 pdf" অনুসন্ধানের মাধ্যমে সত্যতাপ্রাপ্তি করা যেতে পারে ৷ Saradindu Bhattacharyya sb (আলাপ) ১৮:৫০, ৫ নভেম্বর ২০১৮ (ইউটিসি)

সুপ্রিয় শুভেন্দু,

উইকিপিডিয়া এশীয় মাস ২০১৮তে শেষ দিনে নিবন্ধ জমা করতে যাদের অসুুবিধা হয়েছে তাঁরা এখানে জমা দিন১লা নভেম্বর ২০১৮ থেকে ৩০শে নভেম্বর ২০১৮ পর্যন্ত এই সময়ের মধ্যে তৈরি নিবন্ধ বাংলাদেশ ও ভারত বিষয়ক ছাড়া, এশিয়া (মানুষ, স্থান, সংস্কৃতি, ইত্যাদি) সম্পর্কিত, ৩০০০ বাইট এবং ৩০০ শব্দ বা তার বেশি, সূত্রসহ জমা করে দেবেন। জমা দেবার শেষ তারিখ ৫ ডিসেম্বর ২০১৮।

সুমিতা রায় দত্ত ১১:৩১, ৩ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)

এশীয় মাস ২০১৮ WAM Address Collection

Congratulations! You have more than 4 accepted articles in Wikipedia Asian Month! Please submit your postal mailing address via this form or email to Email This User before the end of January 10th 2019. The Wikimedia Asian Month team only has access to this form, and they will only share your address with local affiliates to send postcards. All personal data will be destroyed immediately after postcards are sent. Please ask us if you have any question. All ambassadors will receive an electronic certificate from the team. Be sure to fill out your email if you are enlisted Ambassadors list.

Thanks, বিপ্লবী (বিজয় না হওয়া পর্যন্ত, সবসময়!) ১৯:০৪, ২০ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি) (Organizer)

জাতীয় সংসদ নির্বাচন পদক

জাতীয় সংসদ নির্বাচন পদক
সুপ্রিয় খাঁ শুভেন্দু,

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলা উইকিপিডিয়াতে আয়োজিত এডিটাথনে নির্বাচন সংক্রান্ত নিবন্ধ সৃষ্টি অথবা মানোন্নয়ন করে উইকিপিডিয়া সমৃদ্ধিতে সহায়তা করার জন্য আপনাকে ধন্যবাদ। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। -নাহিদ সুলতান (আলাপ) মঙ্গলবার ১১:০০, ১৫ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)

ভালো প্রচেষ্টা

অল্প সময়ের মধ্যে ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে একটা ভালো উদ্যোগে সামিল হতে পেরে আনন্দিত বোধ করছি। তার ওপর আবার স্বীকৃতি। এটা বাড়তি পাওয়া। অনেক ধন্যবাদ শুভেন্দু।
সুমস / Sumasa sukan (আলাপ) ১৮:০৩, ৩০ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)

ভারতের সাধারণতন্ত্র দিবস এডিটাথনে প্রথম স্থান অধিকার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার উইকি যাত্রা শুভ হোক। খাঁ শুভেন্দু (আলাপ) ১৭:৩৮, ১ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)

বিষয়শ্রেণী:উইকি লাভস ওমেন ২০১৯ অনলাইন এডিটাথন প্রকল্পাধীন নিবন্ধ

শুভেন্দু, এই প্রশাসনিক বিষয়শ্রেণীগুলো নিবন্ধের আলাপ পাতায় যুক্ত করতে হয় মূল নিবন্ধ নামস্থানে নয়।~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:০০, ২০ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)

@NahidSultan:

আচ্ছা। ঠিক করেদিচ্ছি। খাঁ শুভেন্দু (আলাপ) ১১:৩৯, ২০ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)

আন্তঃউইকি সংযোগে সমস্যা

@শুভেন্দু দাদা, সঙ্গম (১৯৬৪-এর হিন্দি চলচ্চিত্র) এবং সঙ্গম (১৯৬৪-এর উর্দু চলচ্চিত্র) পাতাদুটিতে আন্তঃউইকি সংযোগ দিতে সমস্যা হচ্ছে, আপনি ঠিক করে দিন। আমি পাতাদুটি পুনর্নির্দেশ করেছি। প্রেমিকা তুষার (আলাপ) ০৭:৩৮, ২৭ মার্চ ২০১৯ (ইউটিসি)

@প্রেমিকা তুষার: সঙ্গম (১৯৬৪-এর হিন্দি চলচ্চিত্র) এবং সঙ্গম (১৯৬৪-এর উর্দু চলচ্চিত্র) নিবন্ধ দুটিতে আন্তঃউইকি সংযোগ করে দিয়েছি। ......খাঁ শুভেন্দু (আলাপ) ০৭:৪৭, ২৭ মার্চ ২০১৯ (ইউটিসি)

অবকাঠামো নাকি পরিকাঠামো?

অবকাঠামো নাকি পরিকাঠামো? আপনার মতামত কি? শক্তিশেল (আলাপ) ১০:৪৯, ২৯ মার্চ ২০১৯ (ইউটিসি)


@শক্তিশেল: অবকাঠামো নাকি পরিকাঠামো?- দুটি শব্দ একই অর্থে ব্যবহার করা যায়। আমি তো এটাই জানি। এই বিষয়ে আপনার কোন মতামত থাকলে জানাতে পারেন। আমি ভুল হল নিজেকে ঠিক করে নেব। খাঁ শুভেন্দু (আলাপ) ১১:০৫, ২৯ মার্চ ২০১৯ (ইউটিসি)

@খাঁ শুভেন্দু: হ্যাঁ, আপনি যা জানেন আমিও ঠিক তাইই জানি। তবে একটি বাংলাদেশের বাংলা একাডেমি অনুসারে অপরটি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি অনুসারে। আপনার কি মনে হয়, পশ্চিমবঙ্গের একজন নিরলস উইকিপিডিয়ান হিসেবে আপনার কোনটা অনুসরণ করা উচিত? অবশ্যই মত আপনার একান্ত নিজেস্ব এবং কোনটা গ্রহণ করবেন সেটাও একান্তই আপনার ইচ্ছে। আমি কেবলই আপনার মত জানতে চাইছি। শক্তিশেল (আলাপ) ১২:৫০, ২৯ মার্চ ২০১৯ (ইউটিসি)

@শক্তিশেল: আসলে আমি শব্দ দুটি আতিতেও ব্যবহার করেছি। ফলে এভাবে পৃথক করে ভাবিনি। ... ভবিষ্যতেও শব্দ দুটি ব্যবহার করবো। তবে আপনার যুক্তিও অনুসরণ করার চেষ্টা করব। ............ বিষয়টি সম্পর্কে আলোকপাত কররা জন্য ধন্যবাদ। খাঁ শুভেন্দু (আলাপ) ১৫:৫৯, ২৯ মার্চ ২০১৯ (ইউটিসি)

উইকি লাভস ওমেন ২০১৯ নিবন্ধ জমা

নাদিরা বাব্বর এই প্রবন্ধটি সবগুলো শর্ত পূরণ করলেও জমা হচ্ছেনা। সাবমিট করলে একটি ইরর দেখাচ্ছে। কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি। Jubair Sayeed Linas (আলাপ) ১৯:৩২, ২৯ মার্চ ২০১৯ (ইউটিসি)

@Jubair Sayeed Linas:--- সমস্যার তো কোন কারণ দেখছি না। আবার চেষ্টা করে দেখুন। খাঁ শুভেন্দু (আলাপ) ২০:২২, ২৯ মার্চ ২০১৯ (ইউটিসি)

উইকি লাভস ওমেন ২০১৯

দাদা, ফরমটি পূরণ করেছি। একটু দেখেন তো, ঠিকঠাক মত ফরমটি পূরণ করা হয়েছে কি না। একটু দেখে দিলে কৃতার্থ থাকতাম। Smnsbd1971 (আলাপ) ১৬:৪৯, ৪ এপ্রিল ২০১৯ (ইউটিসি)

বক্সার শর্টস পাতাটির আন্তঃউইকি ভাষা সংযোগ

@শুভেন্দু দাদা, বক্সার শর্টস পাতাটির আন্তঃউইকি ভাষা সংযোগ করে দিন। বিশাল তুষার ফেমিন (আলাপ) ০৪:২২, ১৫ এপ্রিল ২০১৯ (ইউটিসি)

@বিশাল তুষার ফেমিন:, বক্সার শর্টস পাতাটির আন্তঃউইকি ভাষা সংযোগ করা হয়েছে। ............ আপনার ব্যবহারকারী পাতায় নিজের সম্পর্কে কিছু লিখলে আমরা আপনার সম্পর্কে জানতে পাড়ব। যদি সম্ভব হয় তাহলে লিখুন। খাঁ শুভেন্দু (আলাপ) ০৪:৩২, ১৫ এপ্রিল ২০১৯ (ইউটিসি)

ইংরেজি পাতা 1700s এবং বাংলা ১৭০০ এর শতক কি সামঞ্জস্যপূর্ণ?

@শুভেন্দু দাদা, দেখুন তো ১৭০০ এর শতক পাতাটির শিরোনাম কি ঠিক আছে? নাকি এই পাতার শিরোনাম '১৭০০ এর সময়কাল' হওয়া উচিৎ ছিলো? কারণ ইংরেজি পাতা 1700s বলতে শুধু ১৭০০ এর শতক অর্থাৎ অষ্টাদশ শতাব্দী বোঝায় না, এটা বলতে ১৭০০ এর দশক অর্থাৎ ১৭০০ সাল থেকে ১৭০৯ সালও বোঝায়, ঠিক যেমন 2010s বলতে ২০১০ সাল থেকে ২০১৯ সাল বোঝায়, সুতরাং দাদা পাতাটির শিরোনাম ১৭০০ এর শতক থেকে '১৭০০ এর সময়কাল' শিরোনামে স্থানান্তর করে দিন, মানে পাতাটির নাম পরিবর্তন করে দিন। বিশাল তুষার ফেমিন (আলাপ) ০৬:২৩, ১৫ এপ্রিল ২০১৯ (ইউটিসি)

আন্তঃভাষা সংযোগ

@শুভেন্দু দাদা, ব্যাং ব্যাং! পাতাটির আন্তঃভাষা সংযোগ করে দিন। পারভেজ সিরাজি (আলাপ) ০৭:২৭, ৪ মে ২০১৯ (ইউটিসি)

@পারভেজ সিরাজি:

ব্যবহারকারী:Masum Ibn Musa ব্যাং ব্যাং! পাতাটির আন্তঃভাষা সংযোগ করে দিয়েছেন। ......ভবিষ্যতে কোন সমস্যা হলে জানাবেন। ...... আপনার উইকি যাত্রা শুভ হোক। খাঁ শুভেন্দু (আলাপ) ০৭:৩৯, ৪ মে ২০১৯ (ইউটিসি)

চট্টগ্রাম-মিউনিখ অনুবাদ পদক ২০১৯

চট্টগ্রাম-মিউনিখ অনুবাদ পদক ২০১৯


সুপ্রিয় খাঁ শুভেন্দু!
চট্টগ্রাম-মিউনিখ অনুবাদ ২০১৯ এডিটাথনে আপনার অসাধারণ অবদানের জন্য ধন্যবাদ।
এর স্বীকৃতিতে সংগঠক দলের পক্ষ থেকে আপনাকে এই উইকিপদক প্রদান করা হল। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে।
~মহীন (আলাপ), মঙ্গলবার ১৭:১১, ০৪ জুন ২০১৯ (ইউটিসি)

ধন্যবাদ। খাঁ শুভেন্দু (আলাপ) ০০:০১, ৫ জুন ২০১৯ (ইউটিসি)

নিরীক্ষক মঞ্জুর

হ্যালো। আপনার অ্যাকাউন্টের সাথে "নিরীক্ষক" ব্যবহারকারী অধিকার যুক্ত করা হয়েছে, যা আপনাকে সুরক্ষিত পাতাসমূহে অন্য ব্যবহারকারীদের করা অপেক্ষমান সম্পাদনাসমূহ পর্যবেক্ষণ করার সুবিধা দিবে। পর্যালোচনার জন্য অপেক্ষায় থাকা অমীমাংসিত পরিবর্তনসহ পাতাসমূহ এখানে পাবেন এবং অমীমাংসিত পরিবর্তন সুরক্ষা চালু করা সমস্ত পাতাসমূহের স্বয়ংক্রিয় একটি তালিকা এখানে রয়েছে।

মনে রাখবেন এই অধিকারটি আপনার অবস্থার কোন পরিবর্তন ঘটাবে না বা আপনার নিবন্ধ সম্পাদনাতেও প্রভাব ফেলবে না। আপনি যদি এই ব্যবহারকারী অধিকারটি না চান তাহলে যেকোন সময় যেকোন প্রশাসককে অপনার অ্যাকাউন্ট থেকে অধিকারটি প্রত্যাহারের জন্য অনুরোধ করুন।

আরো দেখুন:

@Ferdous:, ধন্যবাদ। ...... আমি নীতিমালা অনুযায়ী কাজ চালিয়ে যাব। খাঁ শুভেন্দু (আলাপ) ০৭:৫৩, ১২ জুন ২০১৯ (ইউটিসি)


বাংলা উইকিপিডিয়া কলকাতা সম্প্রদায়ের সাথে যুক্ত হতে ইচ্ছুক

হ্যাঁ, আমি বাংলা উইকিপিডিয়ার পশ্চিমবঙ্গ-ভিত্তিক [পশ্চিমবঙ্গ উইকিপিডিয়া সম্প্রদায়ের] সঙ্গে যুক্ত হতে চাই। কিন্তু তার আগে এই সংগঠনে যোগ দিলে আমার বিশেষভাবে করণীয় অর্থাৎ দায়িত্ব কী কী হবে সে সম্পর্কে বিস্তারিত জানালে ভাল হয়। ব্যবহারকারী:রণি বসু (আলাপ) ১১:৪৪, ১৩ জুন ২০১৯ (ইউটিসি)

সুপ্রিয় খাঁ শুভেন্দু,

উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ও জাগো নিউজের সহযোগিতায় চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯। অংশ নিন, নিবন্ধ লিখুন ও পুরস্কার জিতুন। ১ জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধন্যবাদ।

আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বৃহস্পতিবার ৫:৫৫, ০৪ জুলাই ২০১৯ (ইউটিসি)

একটু সাহায্য করুন

@শুভেন্দু দাদা, ভারতীয় সেনা পাতাটিকে কি নাম দেয়া যায় বলুন তো? भारतीय थलसेना এর আসল বাংলা কি? ভারতীয় থলসেনা নাকি ভারতীয় স্থলসেনা? পারভেজ সিরাজি (আলাপ) ০৫:৫০, ৯ জুলাই ২০১৯ (ইউটিসি)

@পারভেজ সিরাজি:
ভারতীয় সেনা নিবন্ধটি ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনী নামে স্থানান্তরিত করা হয়েছে। আমার মনে হয় ভারতীয় সেনাবাহিনী এই নামটিই যুক্তিযুক্ত, কারণ এই নামটিই বিভিন্ন সংবাদ পত্র ব্যবহার করে, অপর পক্ষে ভারতীয় থলসেনা (ভারতীয় স্থলসেনা) কখনো কোথাও ব্যবহৃত হতে দেখিনি। ......... খাঁ শুভেন্দু (আলাপ) ০৭:১৩, ৯ জুলাই ২০১৯ (ইউটিসি)

আপনার জন্য একটি চিজবার্গার!

শুভেন্দু দাদা আপনি নিরলস সম্পাদনা করেছেন এই ওয়েবসাইটে, আপনার সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, আপনি যেন আপনার কাঙ্ক্ষিত জিনিস জীবনে পান। পারভেজ সিরাজি (আলাপ) ০৮:০১, ১১ জুলাই ২০১৯ (ইউটিসি)

Project Tiger 2.0

Sorry for writing this message in English - feel free to help us translating it

তামিল চলচ্চিত্র বসন্ত মালিগাই

@শুভেন্দু দাদা, অনুগ্রহ করে বসন্ত মালিগাই (তামিল চলচ্চিত্র) পাতাটিতে চিত্র আপলোড করে দিন। বিসাল খান (আলাপ) ০৮:২৫, ২৮ আগস্ট ২০১৯ (ইউটিসি)

@বিসাল খান: বসন্ত মালিগাই (তামিল চলচ্চিত্র) পাতাটিতে চিত্র আপলোড করা সম্পূর্ণ হল। খাঁ শুভেন্দু (আলাপ) ০৮:৩৮, ২৮ আগস্ট ২০১৯ (ইউটিসি)

মুন্নাভাই এমবিবিএস চলচ্চিত্রের তামিল সংস্করণ

@শুভেন্দু দাদা, ভাসুল রাজা এমবিবিএস (মুন্নাভাই এমবিবিএসের তামিল সংস্করণ) পাতাটিতে চিত্র আপলোড করে দিন। বাংলার অশান্ত (আলাপ) ১২:০৪, ৩ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)

এইমস কল্যাণী

শুভেন্দু দা পরের বছর অলমোস্ট কল্যাণী এইমস এর বিল্ডিং তৈরি হয়ে যাবে, এই বছর আগস্ট মাস থেকে এমবিবিএস কোর্স শুরু হয়ে গেছে, কিন্তু কেন জানিনা ইংরেজি উইকিপিডিয়ায় কল্যাণী এইমস এর পেইজটা একটিভ করছে না আপনি একটু দেখুন।। Kulbhushan Jhadav (আলাপ) ১২:২৬, ৯ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)

@Kulbhushan Jhadav: এইমস কল্যাণী এর নিবন্ধ ইংরেজিতে তৈরি করা হয়েছিল, তবে নিবন্ধটি All India Institutes of Medical Sciences" -এই নিবন্ধের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। আশা করি এইমস কল্যাণী চালু হলে ইংরেজি নিবন্ধটি ফিরিয়ে আনা হবে। খাঁ শুভেন্দু (আলাপ) ১৭:০৫, ৯ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)

একটি চলচ্চিত্রের পোস্টার আপলোড করে দিন

@শুভেন্দু দাদা, এন সোয়াসা কাট্রে (চলচ্চিত্র) পাতাটিতে চিত্র আপলোড করে দিন। অরবিন্দ স্বামী (আলাপ) ০৩:৫২, ২৮ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)

আন্তঃভাষা সংযোগ প্রসঙ্গে

@খাঁ শুভেন্দু: মাধবন অভিনীত চলচ্চিত্রের তালিকা পাতাটি ইংরেজি R. Madhavan filmography এর সঙ্গে যুক্ত করে দিন (আন্তঃউইকি সংযোগ)। 169.57.90.169 (আলাপ) ০৫:০৪, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

আমরা আপনার কাছ থেকে শুনতে চাই

প্রিয় ব্যবহারকারী:খাঁ শুভেন্দু/সংগ্রহশালা ১,

ভাষা দলটি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের বৃদ্ধিতে সহায়তার জন্য অনুবাদ ব্যবহারের বিষয়টি বিস্তৃত করার জন্য একটি নতুন উদ্যোগ শুরু করছে। আপনার প্রতিক্রিয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু আপনি বিষয়বস্তু অনুবাদ সরঞ্জামটি দিয়ে বেশ কয়েকটি নিবন্ধ অনুবাদ করেছেন। (bn:উইকিপিডিয়া:আলোচনাসভা#বাংলা_উইকিপিডিয়ার_জন্য_অনুবাদ_সমর্থন_উন্নত_করা) দয়া করে আপনি আপনার স্থানীয় সম্প্রদায়ের আলোচনায় অথবা মিডিয়াউইকি প্রকল্পের আলাপ পাতার আলোচনায় অংশগ্রহণ করুন এবং আপনার মতামত প্রদান করুন। ভাষা দলের পক্ষ থেকে, আপনাকে ধন্যবাদ! Elitre (WMF) ১৩:১১, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

WikiConference India 2020: IRC today

{{subst:WCI2020-IRC (Oct 2019)}} MediaWiki message delivery (আলাপ) ০৫:২৭, ২০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

WikiConference India 2020: IRC today

Greetings, thanks for taking part in the initial conversation around the proposal for WikiConference India 2020 in Hyderabad. Firstly, we are happy to share the news that there has been a very good positive response from individual Wikimedians. Also there have been community-wide discussions on local Village Pumps on various languages. Several of these discussions have reached consensus, and supported the initiative. To conclude this initial conversation and formalise the consensus, an IRC is being hosted today evening. We can clear any concerns/doubts that we have during the IRC. Looking forward to your participation.

The details of the IRC are

Note: Initially, all the users who have engaged on WikiConference India 2020: Initial conversations page or its talk page were added to the WCI2020 notification list. Members of this list will receive regular updates regarding WCI2020. If you would like to opt-out or change the target page, please do so on this page.

This message is being sent again because template substitution failed on non-Meta-Wiki Wikis. Sorry for the inconvenience. MediaWiki message delivery (আলাপ) ০৫:৫৮, ২০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

গ্রামের নিবন্ধ মুছে ফেলা প্রসঙ্গে ২

প্রিয় সুধী, বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। আপনি সম্প্রতি একটি গ্রামের নামে একটি নিবন্ধ তৈরি করেছিলেন। বাংলা উইকিপিডিয়ায় সম্প্রদায়ের মতানুসারে, শুধুমাত্র উল্লেখযোগ্য (প্রত্নতাত্ত্বিক, সাংস্কৃতিক কিংবা অন্য কারণে) গ্রামের নিবন্ধই থাকবে। বাকি সব গ্রামের নিবন্ধ অনুল্লেখ্য বলে ধরা হবে। তাই আপনার নিবন্ধ মুছে ফেলা হয়েছে। আপনি নতুন নিবন্ধ তৈরি বা সম্পাদনা করার পূর্বে উপরের স্বাগতম বার্তায় দেয়া পাতাগুলো পড়ে নেবার অনুরোধ জানাচ্ছি। তাহলে কি করতে হবে বা কি লেখা যাবে আর কি লেখা যাবে না, সে বিষয়ে আপনি একটি সম্যক ধারণা পাবেন। কোনো সমস্যা থাকলে আমার আলাপ পাতায় যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, আপনার উইকি যাত্রা শুভ হোক। - মেরাজ (আলাপ) ১৯:৩৫, ২২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

@Ibrahim Husain Meraj: কিভাবে গ্রামে নিবন্ধ অনুল্লেখ্য হয়? উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা_(ভৌগোলিক_উপাদান)#ভৌগলিক_অঞ্চল,_এলাকা_এবং_স্থান (জনবহুল, আইন দ্বারা স্বীকৃত স্থান) দেখুন। ([এটিও দেখুন]। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৪৭, ২২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
@Ibrahim Husain Meraj: আপনি কোন নিবন্ধটির কথা বলছেন তা বুঝতে পারছিনা, যদি নিবন্ধের নামটা বলেন তো ভালো হয়। খাঁ শুভেন্দু (আলাপ) ২০:০৩, ২২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
এগুলি যা আমি পরে উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা_(ভৌগোলিক_উপাদান)#ভৌগলিক_অঞ্চল,_এলাকা_এবং_স্থান অনুসারে উদ্ধার করেছি। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:৩১, ২২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
@আফতাবুজ্জামান: .. ধন্যবাদ। খাঁ শুভেন্দু (আলাপ) ২১:০২, ২২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
প্রিয় @আফতাবুজ্জামান: ভাই, ইতিপূর্বে বেশ কয়েকবার গ্রামের নিবন্ধগুলোর উল্লেখযোগ্যতা নিয়ে আলোচনা হয়েছিলো। এই সবগুলো লিংক খুঁজে পাচ্ছি না যদিও আলোচনা ১, আলোচনা ২; তবুও এগুলো দেখতে পারেন। যতদূর মনে পড়ে প্রত্নতাত্ত্বিক, সাংস্কৃতিক কিংবা অন্য কারণে উল্লেখযোগ্য গ্রাম ছাড়া বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের গ্রাম গুলো মুছে ফেলা হবে। ধন্যবাদ। -মেরাজ (আলাপ) ০৩:৫২, ২৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
@Ibrahim Husain Meraj: উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা_(ভৌগোলিক_উপাদান)#ভৌগলিক_অঞ্চল,_এলাকা_এবং_স্থান নীতিমালা অনুসারে জনবহুল, আইন দ্বারা স্বীকৃত স্থান (বাংলাদেশ/ ভারতের সব গ্রাম আইন দ্বারা স্বীকৃত) উইকিতে থাকার মত উল্লেখযোগ্য। অর্থাৎ তথ্যসূত্রসহ (যা প্রমাণ করে গ্রামটির অস্তিত্ব আছে) গ্রামের সকল নিবন্ধ উল্লেখযোগ্য। আপনি যেগুলি অপসারণ করেছেন, এই গ্রামগুলির স্ব স্ব জেলা/মহকুমা/সমষ্টির আওতাধীন একটি প্রশাসনিক অঞ্চল (আইনী স্বীকৃত)। এই গ্রাম নিয়ে তথ্যসূত্র আছে, ফলে এগুলি নীতিমালা অনুসারে অবশ্যই উল্লেখযোগ্য বলা যায়।
সমস্যা হল, অতীতে গ্রাম নিয়ে বাংলা উইকিতে খালি নিবন্ধ তৈরি হত। যার ফলে অতীত আলোচনায় অনেকে বিভিন্ন প্রস্তাব করেছে (গ্রামের নিবন্ধ একেবারে না করাসহ)। অন্যদেশের গ্রামের নিবন্ধ রাখা যাবে কিন্তু ভারত/বাংলাদেশের রাখা যাবে না এটা কোন যৌক্তিক নয়। সকল উইকিতে গ্রাম বা তার সমতূল্য পর্যায়ের নিবন্ধ রাখা হয়। এমনকি অন্য উইকিগুলিতে ভারত ও বাংলাদেশের গ্রাম নিয়ে নিবন্ধ আছে। ফলে যে দেশের হোক, মোটামুটি সম্পূর্ণ গ্রামের নিবন্ধ অপসারণ যৌক্তিক নয় ও হতে পারে না। আফতাবুজ্জামান (আলাপ) ১৪:১২, ২৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

Thank you and Happy Diwali

Thank you and Happy Diwali
"Thank you for being you." —anonymous
Hello, this is the festive season. The sky is full of fireworks, tbe houses are decorated with lamps and rangoli. On behalf of the Project Tiger 2.0 team, I sincerely thank you for your contribution and support. Wishing you a Happy Diwali and a festive season. Regards and all the best. --টিটো দত্ত (কথা কও, কথা কও, অনাদি অতীত. . .) ১২:৫২, ২৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

জিজ্ঞাসা

ভাইয়া, আশা করি ভাল আছেন। আমি আপনাকে সক্রিয় দেখে একটা ব্যাপারে জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম। আচ্ছা, ব্রোঞ্জ আর কাঁসা কি একই জিনিস? যদি একই হয় তাহলে ব্রোঞ্জ পাতাটি কাঁসা শিরোনামে স্থানান্তর করার অনুরোধ জানাচ্ছি। পুনশ্চঃ (আপনি যদি কিছু না মনে করেন) আপনার আলাপ পাতা খুবই দীর্ঘ হয়ে গেছে। অনুগ্রহ করে যদি সংগ্রহশালায় স্থানান্তর করতেন তাহলে সম্পাদনা করতে একটু সুবিধা হতো। ধন্যবাদ নকীব সরকার বলুন... ১১:০০, ৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি)

@Nokib Sarkar: ব্রোঞ্জ আর কাঁসা ভাই এক জিনিস না। ব্রোঞ্জকে ইংরেজিতে Bronze এবং কাঁসাকে ইংরেজিতে Bell Metal বলা হয়। বিস্তারিত তথ্য নিবন্ধদ্বয়ে পাবেন। আমি কাঁসা নিবন্ধটিকে Bell Metal এর সাথে উইকিউপাত্তে সংযোগ করে দিয়েছি। ধন্যবাদ - রিয়াজ (আলাপ) ১১:১৯, ৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি)

Happy Diwali

Happy Diwali
"Hello, In this festive season of lights, rangoli, fireworks and sweets. I like to wish you & your family a very Happy and Prosperous Diwali". Regards,--Rajeeb (talk!)

Be the first to try new editing features

প্রিয় খাঁ শুভেন্দু,

আমরা উইকিপিডিয়ার নতুন কয়েকটি বৈশিষ্ট্য তৈরি করছি এবং বাংলা উইকিপিডিয়ার সাথে আপনার দীর্ঘ যোগাযোগের কারণে আপনার মতামত জানতে আমরা এই নতুন বৈশিষ্ট্যটি পরীক্ষা করার আমন্ত্রণ জানাতে ইচ্ছুক।

সার্বজনীন ব্যবহারের জন্য এটি উপলব্ধ হওয়ার পূর্বে আপনি এটি যাচাই করতে পারবেন ও আপনার কোনো মতামত থাকলে আমাদের তা জানাতে পারবেন। বিশেষ করে বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারীদের নিত্য কার্যপ্রণালীর ক্ষেত্রে প্রযোজ্য উপদেশ, এই বৈশিষ্ট্যের গুণগত মান উন্নত করতে আমাদের সাহায্য করবে।

এই বিষয়ে বিস্তারিতভাবে জানাতে আমরা কয়েকটি প্রশ্ন তৈরি করেছি, এবং আপনার উত্তরের ভিত্তিতে আমরা সুবিধাজনক একটি সময়ে আপনার সাথে যোগাযোগ করব।

বাংলা উইকিপিডিয়ার অন্যান্য ইচ্ছুক সদস্যরাও আপনার মত এটি পরীক্ষা করতে পারবেন। তাই আপনি এই নিমন্ত্রণবার্তা তাদেরকেও পাঠিয়ে দিতে পারেন।

আশা করি আপনি এই পরীক্ষায় আমাদের সাথে সামিল হবেন। প্রশ্নগুলি এই লিঙ্ক-এ উপলব্ধ রয়েছে।

ধন্যবাদ EAsikingarmager (WMF) (আলাপ) ২০:৫০, ২১ নভেম্বর ২০১৯ (ইউটিসি)

এই সর্বেক্ষণটি একটি স্বতন্ত্র পরিসেবা দ্বারা চালিত হওয়ার ফলে কিছু অতিরিক্ত শর্তাবলী প্রযোজ্য হতে পারে। এই সর্বেক্ষণের গোপনীয়তা বার্তায় আপনি গোপনীয়তা ও তথ্য পরিচালনা সংক্রান্ত বিবরণ জানতে পারবেন।

যশোর রোড মেট্রো স্টেশন

প্রিয় শুভেন্দু, দয়া করে যশোর রোড মেট্রো স্টেশন -এর মান উন্নয়ন করুন, নতুবা পাতাটি মুছে ফেলা হতে পারে। যেহেতু তাতে কোনো তথ্য নেই। ধন্যবাদ। -মেরাজ (আলাপ) ১০:২১, ২১ নভেম্বর ২০১৯ (ইউটিসি)

@Ibrahim Husain Meraj: দাদা, আজকের মধ্যেই নিবন্ধটি সম্পূর্ণ করে দেব। ... জানানোর জন্য ধন্যবাদ। খাঁ শুভেন্দু (আলাপ) ১০:৩৫, ২১ নভেম্বর ২০১৯ (ইউটিসি)

আপনার জন্য একটি বিড়ালছানা!

উইকিপিডিয়াতে এত পরিশ্রম প্রদান করার জন্য।

ডোরেমন(আলাপ) ০৯:১৪, ২৭ নভেম্বর ২০১৯ (ইউটিসি)

@ইফতেখার নাইম:, ........ ধন্যবাদ। খাঁ শুভেন্দু (আলাপ) ০৯:১৮, ২৭ নভেম্বর ২০১৯ (ইউটিসি)

চাচী ৪২০ চলচ্চিত্র

@খাঁ শুভেন্দু:, চাচী ৪২০ নিবন্ধটিতে চিত্র আপলোড করে দিন। রনি শিকদার (আলাপ) ১১:২৪, ৫ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)

@রনি শিকদার:,

নিবন্ধে চিত্র আপলোড করা রয়েছে। খাঁ শুভেন্দু (আলাপ) ১৩:১৯, ৫ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)

[WikiConference India 2020] Invitation to participate in the Community Engagement Survey

This is an invitation to participate in the Community Engagement Survey, which is one of the key requirements for drafting the Conference & Event Grant application for WikiConference India 2020 to the Wikimedia Foundation. The survey will have questions regarding a few demographic details, your experience with Wikimedia, challenges and needs, and your expectations for WCI 2020. The responses will help us to form an initial idea of what is expected out of WCI 2020, and draft the grant application accordingly. Please note that this will not directly influence the specificities of the program, there will be a detailed survey to assess the program needs post-funding decision.

MediaWiki message delivery (আলাপ) ০৫:১০, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)

রোলব্যাক অধিকার প্রসঙ্গে

অতীব আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আপনার আবেদনক্রমে অ্যাকাউন্টের সাথে "রোলব্যাক" অধিকার যুক্ত করা হয়েছে। আশাবাদী যে, ধ্বংসপ্রবণতা রোধের উদ্দেশ্যে রোল্যব্যাক অধিকার যথাযথভাবে প্রয়োগ ঘটাবেন। এ অধিকারটি বিশ্বস্ত সম্পাদনা প্রত্যাবর্তন বা ফেরত নেয়ার কাজে অথবা সম্পাদনা যুদ্ধের কাজে ব্যবহার করবেন না। রোলব্যাক অধিকার সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্যে - উইকিপিডিয়া:রোলব্যাক পড়ুন। ধন্যবাদ সহযোগে - Suvray (আলাপ) ১৫:২৪, ১৪ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)

@Suvray:, ...... ধন্যবাদ। .... রোলব্যাক নীতি অনুযায়ী এই অধিকার আমি ব্যবহার করে বাংলা উইকির উন্নতির জন্য কাজ করে যাবো। খাঁ শুভেন্দু (আলাপ) ০১:০৯, ১৫ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)

WAM 2019 Postcard

Dear Participants and Organizers,

Congratulations!

It's WAM's honor to have you all participated in Wikipedia Asian Month 2019, the fifth edition of WAM. Your achievements were fabulous, and all the articles you created make the world can know more about Asia in different languages! Here we, the WAM International team, would like to say thank you for your contribution also cheer for you that you are eligible for the postcard of Wikipedia Asian Month 2019. Please kindly fill the form, let the postcard can send to you asap!

Cheers!

Thank you and best regards,

Wikipedia Asian Month International Team --MediaWiki message delivery (আলাপ) ০৮:১৬, ৩ জানুয়ারি ২০২০ (ইউটিসি)

হবে রে হইচই নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

হবে রে হইচই নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/হবে রে হইচই পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। এস. এম. নাজমুস শাকিব (আলাপ) ০৩:১২, ১৯ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)

[WikiConference India 2020] Conference & Event Grant proposal

WikiConference India 2020 team is happy to inform you that the Conference & Event Grant proposal for WikiConference India 2020 has been submitted to the Wikimedia Foundation. This is to notify community members that for the last two weeks we have opened the proposal for community review, according to the timeline, post notifying on Indian Wikimedia community mailing list. After receiving feedback from several community members, certain aspects of the proposal and the budget have been changed. However, community members can still continue engage on the talk page, for any suggestions/questions/comments. After going through the proposal + FAQs, if you feel contented, please endorse the proposal at WikiConference_India_2020#Endorsements, along with a rationale for endorsing this project. MediaWiki message delivery (আলাপ) ১৮:২১, ১৯ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক

কর্মঠ পুরুষ উইকিপিডিয়ান পদক
বেশি কিছু বলব না। বোধ করি, আপনার জন্য এই পদক কম হয়ে যায়! এস. এম. নাজমুস শাকিব (আলাপ) ১৩:৩৬, ২৭ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)


গোয়ালপোখর না গোলপোখর ?

সুধী, Goalpokhar -এর বাংলা নাম কি হবে? গোয়ালপোখর না গোলপোখর। জানাবেন কি ? City of Zion (আলাপ) ০৬:২৮, ১ মার্চ ২০২০ (ইউটিসি)

@FaysaLBinDaruL:,

বাংলা নাম - "গোয়ালপোখর". খাঁ শুভেন্দু (আলাপ) ০৬:৫৪, ১ মার্চ ২০২০ (ইউটিসি)

অনুগ্রহ করুন শুভেন্দু দাদা, উপঅংশ শিরোনাম বাদ দেওয়া যায় কিনা (আমি ভেতরের লেখাগুলো বাদ দিতে বলছিনা)

@খাঁ শুভেন্দু:, @শুভেন্দু দাদা, হুমায়ুন আজাদ নিবন্ধটির এই অংশের উপঅংশগুলো সব বাদ দিয়ে দিন, কারণ লক্ষ্য করুন ভাই রবীন্দ্রনাথ ঠাকুর নিবন্ধটিতে একই ধরণের লেখা আছে তবে রবীন্দ্রনাথ ঠাকুর প্রচুর তথ্য তথ্যসূত্রসহ সমৃদ্ধ, আর রবীন্দ্রনাথ ঠাকুর নিবন্ধটির ভূমিকা অংশের শেষ অনুচ্ছেদের প্রথম লাইনে 'রবীন্দ্রনাথের কাব্যসাহিত্যের বৈশিষ্ট্য ভাবগভীরতা, গীতিধর্মিতা চিত্ররূপময়তা, অধ্যাত্মচেতনা, ঐতিহ্যপ্রীতি, প্রকৃতিপ্রেম, মানবপ্রেম, স্বদেশপ্রেম, বিশ্বপ্রেম, রোম্যান্টিক সৌন্দর্যচেতনা, ভাব, ভাষা, ছন্দ ও আঙ্গিকের বৈচিত্র্য, বাস্তবচেতনা ও প্রগতিচেতনা।' এই বাক্যটি আবার হুমায়ুন আজাদ নিবন্ধটির ভূমিকা অংশের দ্বিতীয় অনুচ্ছেদের দ্বিতীয় লাইনে লিখা হয়েছে হুবহু ভাবে, 'হুমায়ুন আজাদ' নিবন্ধটির ঐ লাইনটি কেটে দিন, কারণ লাইনটি রবীন্দ্রনাথ ঠাকুর নিবন্ধের ২৮ নম্বর তথ্যসূত্র থেকে নেওয়া। রবীন্দ্রনাথ-সম্পর্কিত বাক্য হুমায়ুন আজাদ নিবন্ধে কেন থাকবে?

আর 'ব্যক্তিগত জীবন' অংশে বাবামার মৃত্যুর কথার উল্লেখ করা হয়েছে এটা 'জীবন' অংশেই মানানসই ছিলো, 'ব্যক্তিগত জীবন'এ ওনার স্ত্রী আর সন্তানদের কথা লেখা, উইকিপিডিয়াতে সাধারণত 'ব্যক্তিগত জীবন' অংশে বাবামার কথা লেখা থাকেনা, আপনি শুধু উপঅংশের শিরোনাম (শৈশব, কৈশোর, যৌবন) এগুলো কেটে দিন, শুধু 'জীবন' অংশের মধ্যেই সব লেখা থাক। হুমায়ুন আজাদ নিবন্ধটি অর্ধসুরক্ষিত বিধায় আমার পক্ষে সম্পাদনা করা সম্ভব হচ্ছেনা, আপনি দয়া করে সম্পাদনা করে দিন। রাজ মাহিন (আলাপ) ০৬:২৩, ২ মার্চ ২০২০ (ইউটিসি)

হবে রে হইচই নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

হবে রে হইচই নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/হবে রে হইচই (২য় মনোনয়ন) পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। এস. এম. নাজমুস শাকিব (আলাপ) ০৩:০৪, ৩ মার্চ ২০২০ (ইউটিসি)

জাতীয় যোগ্যতার ভারতীয় পদক

জাতীয় যোগ্যতার ভারতীয় পদক
ভারত নিয়ে বাংলা উইকিপিডিয়ায় আপনার অবদান বলে শেষ করা যাবে না। আপনি না থাকলে বর্তমানে বাংলায় ভারত নিয়ে যা আছে তার অর্ধেকও তৈরি হত না। আমার পক্ষ থেকে এই পদকটি গ্রহণ করুন। আফতাবুজ্জামান (আলাপ) ২২:৩৮, ৭ মার্চ ২০২০ (ইউটিসি)
@আফতাবুজ্জামান: ...... ধন্যবাদ দাদা।.... খাঁ শুভেন্দু (আলাপ) ২২:৪৯, ৭ মার্চ ২০২০ (ইউটিসি)

বাংলা পক্ষ নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

বাংলা পক্ষ নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/বাংলা পক্ষ পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। বোধিসত্ত্ব (আলাপ) ০৫:৫৫, ৫ এপ্রিল ২০২০ (ইউটিসি)

ঈদ শুভেচ্ছা

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

সুপ্রিয় খাঁ শুভেন্দু,
ইদ নিয়ে আসে আনন্দ, ইদ নিয়ে আসে সুখের বার্তা। কিন্তু আমাদের চারপাশে মহামারী বিস্তারকারী করোনাভাইরাস তার কালো থাবা বিছিয়ে বসে আছে। তাই উৎসব পালনে আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে হবে। আমরা যেন আনন্দ ভাগাভাগি করতে গিয়ে করোনাভাইরাস ভাগাভাগি করে না বসি।

সুপ্রিয় উইকিপিডিয়ান, আপনার এবং আপনার পরিবারের জন্যে পবিত্র ইদ-উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। বাংলা উইকিপিডিয়া আপনার উপস্থিতিতে আরো প্রাণবন্ত ও সমৃদ্ধ হয়ে উঠুক। মহান সৃষ্টিকর্তা আমাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ করুন।
ইদ মোবারক! ফেরদৌস

ঈদ মোবারক

প্রিয় শুভেন্দু দা, আপনাকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা৷ আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন, সে কামনা করছি। ঈদ মোবারক ~ নাহিয়ান আলাপ ১৩:৫০, ২৪ মে ২০২০ (ইউটিসি)

Project Tiger 2.0 - Feedback from writing contest participants (editors) and Hardware support recipients

tiger face
tiger face

Dear Wikimedians,

We hope this message finds you well.

We sincerely thank you for your participation in Project Tiger 2.0 and we want to inform you that almost all the processes such as prize distribution etc related to the contest have been completed now. As we indicated earlier, because of the ongoing pandemic, we were unsure and currently cannot conduct the on-ground community Project Tiger workshop.

We are at the last phase of this Project Tiger 2.0 and as a part of the online community consultation, we request you to spend some time to share your valuable feedback on the Project Tiger 2.0 writing contest.

Please fill this form to share your feedback, suggestions or concerns so that we can improve the program further.

Note: If you want to answer any of the descriptive questions in your native language, please feel free to do so.

Thank you. Nitesh Gill (talk) 15:57, 10 June 2020 (UTC)

Wiki Loves Women South Asia Barnstar Award

Greetings!

Thank you for contributing to the Wiki Loves Women South Asia 2020. We are appreciative of your tireless efforts to create articles about Women in Folklore on Wikipedia. We are deeply inspired by your persistent efforts, dedication to bridge the gender and cultural gap on Wikipedia. Your tireless perseverance and love for the movement has brought us one step closer to our quest for attaining equity for underrepresented knowledge in our Wikimedia Projects. We are lucky to have amazing Wikimedians like you in our movement. Please find your Wiki Loves Women South Asia postcard here. Kindly obtain your postcards before 15th July 2020.

Keep shining!

Wiki Loves Women South Asia Team

MediaWiki message delivery (আলাপ) ১৩:২৭, ৫ জুলাই ২০২০ (ইউটিসি)

অনলাইন কুস্তি বিষয়ক এডিটাথন ২০২০

সুপ্রিয় খাঁ শুভেন্দু,
শুভেচ্ছা নিবেন, বাংলা উইকিপিডিয়ায় কুস্তি বিষয়ক নিবন্ধের সংখ্যা বৃদ্ধি এবং মান উন্নয়নের লক্ষ্যে উইকিপিডিয়া অনলাইন এডিটাথন কুস্তি-এর আয়োজন করা হয়েছে। এই অনলাইন এডিটাথনটি ১৫ জুলাই ২০২০ থেকে ৩১ জুলাই ২০২০ পর্যন্ত চলবে। এতে আপনার সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।
ধন্যবাদ। ‍‍‍‍ ~ নাহিয়ান আলাপ ০৬:০১, ১৫ জুলাই ২০২০ (ইউটিসি)

হবে রে হইচই নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

হবে রে হইচই নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/হবে রে হইচই (৩য় মনোনয়ন) পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Nasrin (আলাপ) ১৫:৪১, ২৪ জুলাই ২০২০ (ইউটিসি)

সংগ্রহশালা তৈরিতে সাহায্যের প্রস্তাব

প্রিয় শুভেন্দুদা,

আশা করি ভালই আছেন। আপনি সম্ভবত জেনে থাকবেন যে আলাপ পাতার সংগ্রহশালা ব্যবস্থাপনার জন্য আমার তৈরি স্ক্রিপ্ট কাজের অনুমতি পেয়েছে। তাই যদি আপনি আপনার আলাপ পাতার পুরনো বার্তাগুলো স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহশালায় স্থানান্তরিত করতে চান, তবে আপনার আলাপ পাতার (এই পাতাটিতেই) সবার উপরে {{স্বয়ংক্রিয় সংগ্রহশালা|max-day=7|current-index=1}} যুক্ত করুন। টেমপ্লেটটির অন্যান্য সেটিং সম্পর্কে জানতে টেমপ্লেট:স্বয়ংক্রিয় সংগ্রহশালা/নথি দেখুন। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০৪:৫৩, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)