বিষয়বস্তুতে চলুন

কাঁসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাঁসার তৈরী বিভিন্ন পণ্যের দোকান, ঢাকা।

কাঁসা হচ্ছে রাং/টিন (Tin) এবং তামা (Copper) এর সংমিশ্রণে তৈরী একটি মিশ্র ধাতু, অনেকেই ধারণা করে থাকেন যে, কাঁসা আর পিতল হচ্ছে একই জিনিস (মিশ্র ধাতু), কিন্তু পিতল হচ্ছে দস্তা (Zinc) ২০% এবং তামা (Copper)৮০% এর সংমিশ্রণে তৈরী একটি মিশ্র ধাতু । কাজেই, কাঁসা আর পিতল একই জিনিস (মিশ্র ধাতু) নহে ।[]

বাংলাদেশ এবং ভারতে বিভিন্ন ধরনের অলংকারাদি এবং গৃহস্থালির উপকরণ তৈরীতে কাঁসা এবং পিতল ব্যবহার করা হয়ে থাকে । এই দুই ধরনের ধাতুর তৈরী ব্যবহার্য জিনিস-পত্র দ্বারা পারিবারিক ঐতিহ্য (বনেদী-ভাবধারা) প্রকাশ পেয়ে থাকে । বর্তমান যুগে যেমন কোনো পরিবারে স্টেইনলেস স্টীলের জিনিস দ্বারা পরিবারের স্বচ্ছলতাকে নির্দেশ করে, তেমনি আগেরকার যুগে ধনী পরিবারগুলোর কাঁসা এবং পিতলের ব্যবহার দ্বারা ঐ সকল পরিবারগুলোর আভিজাত্য প্রকাশ পেয়ে থাকত । শুধু তাই নয়, এখনও অনেক ধনী পরিবার রান্না-বান্নার কাজে কাঁসা কিংবা, পিতল ব্যবহার না করলেও কাঁসা এবং পিতলের ফুলদানী, টেবিল-ল্যাম্প, কিংবা, ঝাঁড়বাতি, ইত্যাদি ক্রয় এবং ব্যবহার করে থাকেন ।

এছাড়াও বাংলাদেশের জামালপুর জেলার ইসলামপুর উপজেলা কাঁসা শিল্পের জন্য এখনো বিখ্যাত। বর্তমান ইসলামপুর কাঁসাশিল্প তৈরি করার জায়গার নাম কাঁসারীপাড়া। ইসলামপুরী অরজিনাল কাঁসার সামগ্রী নিতে যোগাযোগ করতে পারেন www.kasaripara.com এই ওয়েবসাইটে https://kasaripara.com/[]

[]

কাঁসার ব্যবহার

[সম্পাদনা]

বাংলাদেশের নানান স্থানে কাঁসা ব্যবহার করে নানান ধরণের গৃহস্থালির প্রয়োজনীয় সরাঞ্জামাদি প্রস্তুত করা হয়ে থাকে। তার মধ্যে জামালপুর জেলার ইসলামপুর উপজেলা কাঁসা শিল্পের জন্য এখনো বিখ্যাত। জামালপুরের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ জেলা কাঁসা শিল্পের জন্য বিখ্যাত। যদিও ৩০০ বছরের পুরনো চাঁপাইনববাবগঞ্জ জেলার কাঁসা শিল্প এখন প্রায় বিলুপ্তির পথে। [][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. http://www.ebangladictionary.org/9876%5B%5D
  2. "Kasaripara" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৫
  3. "Kasaripara" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৫
  4. DBC NEWS (৮ জুলাই ২০২৫)। "বিলুপ্তির পথে চাঁপাইনবাবগঞ্জের ৩০০ বছরের পুরনো কাঁসা-পিতল শিল্প | DBC NEWS" {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  5. bdnews24.com। "কেন মরে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের কাঁসা শিল্প?"কেন মরে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের কাঁসা শিল্প? (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)