ব্যবহারকারী আলাপ:Kulbhushan Jhadav

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

এইমস কল্যাণী[সম্পাদনা]

এইমস কল্যাণী এর নিবন্ধ ইংরেজিতে তৈরি করা হয়েছিল, তবে নিবন্ধটি All India Institutes of Medical Sciences" -এই নিবন্ধের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। আশা করি এইমস কল্যাণী চালু হলে ইংরেজি নিবন্ধটি ফিরিয়ে আনা হবে। খাঁ শুভেন্দু (আলাপ) ১৭:০৪, ৯ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

সাম্প্রতিক তথ্য[সম্পাদনা]

অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান, কল্যাণী নিবন্ধে সাম্প্রতিক তথ্য যুক্ত করার জন্য ধন্যবাদ। তবে, যেহেতু আপনি তথ্যসূত্র মুছে দিয়েছেন, তাই উচিত হবে যাচাইযোগ্যতার স্বার্থে আপনার তথ্যের প্রমাণে নতুন সূত্র দেয়া। -ইয়াহিয়াবলুন... ২১:১৯, ১৫ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২[সম্পাদনা]

সুপ্রিয় Kulbhushan Jhadav,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১[সম্পাদনা]

প্রিয় Kulbhushan Jhadav,
আশা করি কোভিড-১৯ বৈশ্বিক মহামারী পরিস্থিতিতেও ভাল আছেন। চলতি বছরের গত ১লা সেপ্টেম্বর থেকে উইকিপিডিয়ায় লিঙ্গ-ব্যবধান হ্রাস এবং দক্ষিণ এশীয় নারীদের সম্পর্কে জীবনী তৈরি করার উদ্দেশ্যে বাংলা উইকিপিডিয়াতে শুরু হয়েছে উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ নিবন্ধ প্রতিযোগিতা, যা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই প্রতিযোগিতা অভিজ্ঞ, অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই উন্মুক্ত। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রয়েছে। বিস্তারিত জানতে পারবেন এখানে

প্রতিযোগিতায় আপনাকে স্বাগত....
শুভেচ্ছান্তে,
উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ আয়োজক দল ০৮:৫৪, ৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)

যান্ত্রিক অনুবাদ[সম্পাদনা]

ভাই/দাদা আপনি যে ইংরেজি নিবন্ধগুলোর বাংলা অনুবাদ করছেন সেগুলো সম্পূর্ণই যান্ত্রিক অনুবাদ, গুগল ট্রান্সলেশন শুধু অনুবাদে সহায়ক হয় এই কারণে রাখা, কিন্তু আপনি হুবহু ট্রান্সলেটর দিয়ে করা অনুবাদই রেখে দিচ্ছেন এতে বাংলা উইকির উপকার না হয়ে বরং ক্ষতিই হবে! অনুরোধ করবো যে, নতুন পাতা তৈরি না করে ইতোমধ্যে যে নিবন্ধগুলো অনুবাদ করেছেন সেগুলোর মানোন্নয়ন করুন। -- পরমাণু আলাপ

দাদা এটা একটু দেখুন। অনুগ্রহ করে আপনার তৈরি নিবন্ধগুলিতে গিয়ে বাক্যের ভুল-ত্রুটিগুলো সংশোধন করে দিতে অনুরোধ জানাচ্ছি।
উদা: আর্মি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, কলকাতা থেকে এটি 28 জুলাই 1997-এ ভারতীয় সেনাবাহিনী দ্বারা আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি (AWES), নয়াদিল্লির অধীনে, সেনা কর্মীদের ওয়ার্ডগুলির জন্য সাধারণ প্রার্থীদের জন্যও সুযোগ সহ একটি ব্যবস্থাপনা প্রোগ্রাম (এমবিএ) পরিচালনার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। লাইনটি ইংরেজি বাক্যের অনুকরণে করা কিন্তু বাংলায় পড়তে ভালো ও বোধগম্য হচ্ছে না। এটি ভেঙ্গে একাধিক লাইনে লিখুন। যেমন: এটি ২৮ জুলাই ১৯৯৭ সালে নতুন দিল্লিতে অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি কর্তৃক প্রতিষ্ঠিত হয়। সাধারণ শিক্ষার্থীদের সুযোগ দেওয়াসহ সেনা কর্মীদের ওয়ার্ডগুলির জন্য একটি ম্যানেজমেন্ট প্রোগ্রাম (এমবিএ) পরিচালনা করতে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। লিখতে পারেন।
বাংলা উইকিপিডিয়া খুব ছোট একটি উইকি ও এখানে প্রতিদিন হাতে গোনা ১৫-২০ জন বাঙালি স্বেচ্ছাসেবক কাজ করে (বিপরীতে ইংরেজি উইকিতে ৫-৬ হাজারও বেশি)। আপনার সাহায্য কামনা করছি। আপনাকে অনেক ধন্যবাদ। --আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৩৪, ১৯ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
হঠাত আজ আপনার ব্যবহারকারী পাতা নজরে এলো ও এই আলোচনা দেখলাম। গত এক বছরেও কেউ আর্মি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, কলকাতা সংশোধন করেনি। বাংলা উইকিপিডিয়া স্বেচ্ছাসেবক অতি নগণ্য। সম্ভব হলে নিবন্ধটি সংশোধন করুন। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৫২, ১২ জুলাই ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

ইদ মোবারক[সম্পাদনা]

টাকা নয়, বিকাশ নয়,
নয়তো কোনো স্মারক
বার্তা দিয়েই জানালাম এবার,
ইদ মোবারক

সুধী, পবিত্র ইদুল আযহার শুভেচ্ছা জানাই। এই সুন্দর উৎসবের প্রতিটি মুহূর্ত আনন্দের সাথে কাটুক এই আশাবাদই ব্যক্ত করছি। আপনার এবারের ইদ কাটুক আনন্দে, সে আশাই ব্যক্ত করছি। উইকিপিডিয়ায় এ মাসে আপনার রাখা অবদানের জন্য উইকিপিডিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। এই মাসে উইকিতে আপনার সম্পাদনা সংখ্যা 7টি এবং আপনার মোট সম্পাদনা সংখ্যা প্রায় 185টি
- ধন্যবাদন্তে মোঃ মারুফ হাসান (আলাপ) ১৪:১২, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]