ব্যবহারকারী আলাপ:প্রতিভা মনির

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

উইকিপ্রকল্প ইসলামে আমন্ত্রণ[সম্পাদনা]

উইকিপ্রকল্প ইসলামে অংশগ্রহণ করার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে, এটি ইসলামমুসলমানদের সাথে সম্পর্কিত নিবন্ধসমূহের মানোন্নয়ন ও সংষ্কারের জন্য উৎসর্গীকৃত একটি প্রকল্প।

বর্তমানে আমরা এ প্রকল্পের উন্নতিকল্পে কাজ করছি; আপনিও আমাদের সাথে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে ইসলামী নিবন্ধগুলিকে মানসম্মত পর্যায়ে আনতে সাহায্য করতে পারেন। ধন্যবাদ আপনাকে; আপনার উইকি সম্পাদনা শুভ হোক।

বাউন্ডুলে দার্শনিক (আলাপ) ০৭:২৯, ২ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

অযাচিত মন্তব্য/অনুরোধ করা থেকে বিরত থাকুন[সম্পাদনা]

জনাব বিশাল খান, দয়া করে অন্য উইকিপিডিয়ানের আলাপ পাতায় যেয়ে অযাচিত মন্তব্য/অনুরোধ করা থেকে বিরত থাকুন। আপনি বিভিন্ন আলোচনায় আস্তিক-নাস্তিক ধর্মকে টেনে আনছেন। আস্তিক-নাস্তিক যার যার ব্যক্তিগত ব্যাপার, উইকিতে তা টেনে আনবেন না। আপনি এতদিন সক পাপেট দিয়ে ধ্বংসপ্রবণতা করেছেন, এখন উইকি শিষ্টাচার ভঙ্গ করে চলেছেন। দয়া করে তা বন্ধ করুন। --আফতাব (আলাপ) ১৫:৩৩, ৪ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাব ভাই, আমি ক্ষমাপ্রার্থী, আর ওসব কর্মে জড়াচ্ছিনা। প্রতিভা মনির (আলাপ) ০৫:২৩, ৫ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
আপনাকে সতর্ক করার পরও আপনি আবার আফতাবের আলাপ পাতায় ব্যবহারকারীর সাথে অপ্রয়োজনীয় আলোচনায় জড়াচ্ছেন, যা শিষ্টাচার বর্হিভূত। আর অনুরোধ করা বন্ধ করুন।

আর আমার পক্ষ থেকে আপনাকে শেষ সতর্ক বার্তা। -মেরাজ (আলাপ) ১২:৩৩, ১৫ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

কামল হাসন[সম্পাদনা]

কমল হাসন পাতায় আন্ত উইকি সংযোগ কোরে দিয়েছি। একবার দেখে নিয়ো। কোন অসুবিধা হলে জানিও। ধন্যবাদ । খাঁ শুভেন্দু (আলাপ) ০৫:৫৬, ৭ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

যৌনশিল্প পদক![সম্পাদনা]

যৌনশিল্প পদক
বাংলা উইকিপিডিয়াতে পর্নোগ্রাফি ও যৌনতা বিষয়ক বিভিন্ন নিবন্ধ তৈরকরণের জন্য আমার তরফ থেকে এই পদকটি দিলাম। আশা করি এভাবেই সক্রিয় থাকবেন। পরমাণু আলাপ

আপনার নিবন্ধগুলির জন্য ধন্যবাদ। তবে নিবন্ধগুলি আরো বড় করবেন। আফতাব (আলাপ) ১৯:৩৯, ৭ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

নভেম্বর 2017[সম্পাদনা]

উইকিপিডিয়ায় স্বাগতম, আমি Kayser Ahmad। যদিও উইকিপিডিয়া যে কেউই সম্পাদনা করতে পারেন, কিন্তু আমি সালাম ফায়াদ-এ আপনার এক বা একাধিক সাম্প্রতিক অবদান বাতিল করেছি। কারণ এই সম্পাদনাগুলো গঠনমূলক ছিল না বরং ধ্বংসপ্রবণতা হিসেবে বিবেচিত হয়েছে। অনুগ্রহপূর্বক যে-কোনো প্রকারের পরীক্ষামূলক সম্পাদনার জন্য খেলাঘর ব্যবহার করুন। সেই সাথে বিশ্বকোষীয় ও কোনো গঠনমূলক সম্পাদনার জন্য আমাদের স্বাগত পাতাটিও পড়ে নিন। আপনি যদি মনে করেন যে সম্পাদনা বাতিলের কাজটি সঠিক হয়নি, অথবা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ! >>কায়সার আহমাদ (আলাপ) ১৪:৪৫, ৮ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

দীপক কাপুর[সম্পাদনা]

আন্ত ভাষা সংযোগ আগে থেকেই ছিল। নিবন্ধটি এখন অসম্পূর্ণ রয়েছে। নিবন্ধটি সম্পূর্ণ করলে ভালো হয়। খাঁ শুভেন্দু (আলাপ) ১৩:৪৬, ১১ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

ট্যাগ[সম্পাদনা]

আমার প্রণীত হিঙ্গল নদী নিবন্ধে মাত্র ৪ মিনিটের মধ্যে আপনি অসম্পূর্ণ ট্যাগ লাগিয়েছেন। অথচ শর্তানুযায়ী কোন নিবন্ধে ১৫-২০ মিনিট পরে ট্যাগ লাগানো উচিৎ। এতে করে আমার গুরুত্বপূর্ন কিছু লেখা সম্পাদনা দ্বন্দে হয়ে মুছে গেছে যার দরুন অনেক সময়ও নষ্ট হল আমার। কেন এমন কাজ করলেন জানতে পারি কি?  মাসুম ইবনে মুসা  কথোপকথন ০৭:২২, ১৩ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

অনুবাদ প্রসঙ্গে[সম্পাদনা]

@প্রতিভা মনির: আপনার কাছ থেকে একটু সাহায্য চাই। কিভাবে একটি পাতা বাংলা থেকে ইংরেজিতে এবং ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করবো।এবং কিভাবে একটার সাথে অন্যটার সংযোগ দিব।Ripon ১০:৩৯, ১৪ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
@প্রতিভা মনির: ভাই আপনি বলছেন যে আন্তঃ উইকি সংযোগ এ গিয়ে নিয়মাবলী দেখতে। কিন্তু সিস্টেম টা তো ডেস্কটপ কম্পিউটার এর।এটা মোবাইলে করা যাচ্ছে না।মোবাইল এ করার কোনো সিস্টেম থাকলে যদি বলেন,উপকৃত হতাম।Ripon ১০:৩০, ১৫ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

নভেম্বর ২০১৭[সম্পাদনা]

দয়া করে, আপনি ধ্বংসপ্রবণ সম্পাদনা করা থেকে বিরত থাকুন। আপনি যদি উইকিপিডিয়ায় ধ্বংসপ্রবণতা অব্যাহত রাখেন, তবে আপনাকে উইকিপিডিয়া সম্পাদনা করা থেকে বাধাদান করা হতে পারেবাউন্ডুলে দার্শনিক (আলাপ) ১৪:৪৪, ১৭ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

Stop icon
আপনাকে সম্পাদনা করা থেকে অনির্দিষ্টকালের জন্য বাধাদান করা হয়েছে কারণ আপনি সম্পাদনা অধিকারের অপব্যবহার করেছেন। আপনি যদি মনে করেন যে আপনার বাধা তুলে নেয়ার জন্য আপনার কাছে ভাল কারণ আছে, তাহলে আপনি আপনার আলাপ পাতার নীচে নিম্নলিখিত লেখা: {{বাধা অপসারণ|কারণ=এখানে আপনার যুক্তি লিখুন ~~~~}} যোগ করে বাধা তুলে নেয়ার আবেদন করতে পারেন।  আফতাব (আলাপ) ১৮:৩৬, ১৭ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]

সুপ্রিয় প্রতিভা মনির,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৪০, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]