চট্টগ্রাম-১৬
অবয়ব
চট্টগ্রাম-১৬ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | চট্টগ্রাম জেলা |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
চট্টগ্রাম-১৬ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৯৩নং আসন।
সীমানা
[সম্পাদনা]চট্টগ্রাম-১৬ আসনটি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা নিয়ে গঠিত।[২]
ইতিহাস
[সম্পাদনা]২০০১ সালের বাংলাদেশ আদমশুমারিতে জনসংখ্যা বৃদ্ধি লক্ষ করার পর, বাংলাদেশ নির্বাচন কমিশন ২০০৮ সালের সাধারণ নির্বাচনের পূর্বে জনসংখ্যার পরিবর্তন প্রতিফলিত করার জন্য জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণ করে এই নির্বাচনী আসন সৃষ্টি করে। এ পুনর্নির্ধারণের ফলে চট্টগ্রাম জেলায় ১টি নতুন আসন যোগ করা হয়, যার ফলে এ বন্দরনগরীতে আসন বৃদ্ধি পেয়ে ১৬টি হয়।
নির্বাচিত সাংসদ
[সম্পাদনা]নির্বাচন
[সম্পাদনা]২০১০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোস্তাফিজুর রহমান চৌধুরী | ১,৪৭,৮৫৫ | ৯৫.৬ | +৭৮.৩ | ||
জাতীয় পার্টি | এএএম হায়দার আলী চৌধুরী | ৬,৮৪৮ | ৪.৪ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১,৪১,০০৭ | ৯১.১ | +৬৬.৪ | |||
ভোটার উপস্থিতি | ১,৫৪,৭০৩ | ৫৭.৬ | −১৮.৭ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
২০০০-এর দশকে নির্বাচন
[সম্পাদনা]দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | মোস্তফা কামাল পাশা | ৬২,৩৯৭ | ৫৩.৪ | প্র/না | |
স্বতন্ত্র | মাহফুজুর রহমান | ৩৩,৫৪৪ | ২৮.৭ | প্র/না | |
আওয়ামী লীগ | জামাল উদ্দিন চৌধুরী | ২০,২৪৫ | ১৭.৩ | প্র/না | |
ইসলামী আন্দোলন | দিদারুল মাওলা | ৫৬৫ | ০.৫ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ২৮,৮৫৩ | ২৪.৭ | প্র/না | ||
ভোটার উপস্থিতি | ১,১৬,৭৫১ | ৭৬.৩ | প্র/না | ||
বিএনপি জয়ী (নতুন আসন) |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "চট্টগ্রাম-১৬ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "Chittagong-16"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১৩ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- প্রথম আলোতে চট্টগ্রাম-১৬
বাংলাদেশের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |