মুররাহ ইবনে কা’ব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুররাহ ইবনে কা’ব
সন্তানপুত্র:
পিতা-মাতাপিতা: কা'ব ইবনে লুয়াই
মাতা:


মুররাহ ইবনে কা’ব (আরবি: مرة بن كعب‎) ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহর  কুরাইশ বংশের একজন ব্যক্তি। তিনি চতুর্থ শতাব্দীতে জীবিত ছিলেন এমন ধারণা করা হয়।[১] তিনি মুহাম্মদ এর ৬ষ্ঠ পূর্বপুরুষ ছিলেন। তিনি মুহাম্মদ এর দাদা-দাদী ও নানা-নানী চার জনেরই পূর্বপুরুষ ছিলেন। এছাড়াও তিনি মুহাম্মদ  এর আটজন প্রপিতামহ-প্রপিতামহী ও প্রমাতামহ-প্রমাতামহীর মধ্যে ছয়জনের পূর্ব পুরুষ ছিলেন।

উত্তরপুরুষ[সম্পাদনা]

মুররাহ পর্যন্ত নবী মুহাম্মাদ  ঊর্ধ্বতন পুরুষের তালিকা
পিতা:হাশিম ইবনে আবদে মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররাহ ইবনে কা’ব।
মাতা:সালমা বিনতে আমর আন নাজ্জারিয়া (মুররার বংশধর নন)।
পিতা: আমর ইবনে আয়েয ইবনে ইমরান ইবনে মাখযুম ইবনে ইয়াকযা ইবনে মুররাহ ইবনে কা’ব.
মাতা: সাখরা বিনতে আবদ ইবনে ইমরান ইবনে মাখযুম ইবনে ইয়াকযা ইবনে মুররাহ ইবনে কা’ব।
  • ওয়াহাব ইবনে আবদে মনাফ (মুহাম্মাদের নানা):
পিতা: আবদে মনাফ ইবনে যুহরা ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কা’ব।
মাতা: আতিকা বিনতে আওকাস আস সুলামিয়া[২] (মুররার বংশধর নন)।
  • বাররাহ বিনতে আবদুল উযযা (মুহাম্মাদ সা. এর নানী):
পিতা: আবদুল উযযা ইবনে ওসমান ইবনে আবদ আদ্দার ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররাহ ইবনে কা’ব।
মাতা: উম্মে হাবিব বিনতে আসাদ ইবনে আবদুল উযযা ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কা’ব।

তার মাতা ছিলেন ওয়াহশিয়া বিনতে শাইবান ইবনে মুহারিব ইবনে ফিহর ইবনে মালিক, অর্থাৎ তার মাতা তার পিতার জ্ঞাতি বোন ছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Estimated according to number of generations between him and the Islamic prophet, Muhammad.
  2. "الموسوعة الشاملة - الكامل في التاريخ" (ইংরেজি ভাষায়)। Islamport.com। ২০১৭-০৬-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০২-১৪ 

উৎস[সম্পাদনা]