পোরশা উপজেলা
অবয়ব
(Porsha Upazila থেকে পুনর্নির্দেশিত)
পোরশা | |
---|---|
উপজেলা | |
ডাকনাম: পোরশা | |
মানচিত্রে পোরশা উপজেলা | |
স্থানাঙ্ক: ২৫°১′২১″ উত্তর ৮৮°২৮′৫১″ পূর্ব / ২৫.০২২৫০° উত্তর ৮৮.৪৮০৮৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | নওগাঁ জেলা |
নওগাঁ-১ | নওগাঁ-১ |
সরকার | |
• ধরন | উপজেলা পরিষদ |
• চেয়ারম্যান | শাহ্ মনজুর মোরশেদ চৌধুরী (আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ২৭২ বর্গকিমি (১০৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ১,৪২,৫৩৫ |
• জনঘনত্ব | ৫২০/বর্গকিমি (১,৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৫০ ৬৪ ৭৯ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
পোরশা উপজেলা বাংলাদেশের নওগাঁ জেলার অন্তর্গত একটি উপজেলা।
অবস্থান ও আয়তন
[সম্পাদনা]পোরশা উপজেলার উত্তরে সাপাহার উপজেলা, দক্ষিণে গোমস্তাপুর উপজেলা ও নিয়ামতপুর উপজেলা, পূর্বে পত্নীতলা উপজেলা ও মহাদেবপুর উপজেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]এই উপজেলার ইউনিয়ন সমূহ হল -
- ১নং নিতপুর ইউনিয়ন
- ২নং তেঁতুলিয়া ইউনিয়ন, পোরশা
- ৩নং ছাওড় ইউনিয়ন
- ৪নং গাংগুরিয়া ইউনিয়ন
- ৫নং ঘাটনগর ইউনিয়ন
- ৬নং মশিদপুর ইউনিয়ন
ইতিহাস
[সম্পাদনা]১৭৯৩ সালে পোরশা অবিভক্ত দিনাজপুর জেলার থানা হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে মালদা জেলার নবাবগঞ্জ মহকুমার একটি থানায় পরিবর্তিত হলেও দেশ ভাগের পর এটি অবস্থানগত কারণে নওগাঁ মহকুমায় অন্তর্ভুক্ত হয়। [২]
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]কলেজ
[সম্পাদনা]- পোরশা সরকারি কলেজ
- গাংগুরিয়া ডিগ্রি কলেজ
- নিতপুর স্কুল এন্ড কলেজ।
উচ্চ বিদ্যালয়
- কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয়
- পোরশা উচ্চ স্কুল
- গাংগুরিয়া উচ্চ বিদ্যালয়
- শিশা উচ্চ বিদ্যালয়
- আমদা উচ্চ বিদ্যালয়
- নিতপুর উচ্চ বিদ্যালয়।
- কালাইবাড়ি উচ্চ বিদ্যালয়
অর্থনীতি
[সম্পাদনা]পোরশা উপজেলার অর্থনীতি মূলত কৃষিপ্রধান। বর্তমানে এখানে প্রচুর পরিমানে বিভিন্ন জাতের আম উৎপাদিত হয়।
উপজেলায় শিশা হাট, গাঙ্গুরিয়া হাট, মর্শিদপুর হাট ক্রয়-বিক্রয়ের পাইকারী এবং খুচরা সাপ্তাহিক হাট।
স্বাস্থ্য সেবা কেন্দ্র
[সম্পাদনা]- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স[৩]
- কমিউনিটি ক্লিনিক
- কালাইবাড়ী কমিউনিটি ক্লিনিক
- শ্রীকৃষ্ণপুর কমিউনিটি ক্লিনিক
- মনোহরপুর কমিউনিটি ক্লিনিক
- বড় তেতুলিয়া কমিউনিটি ক্লিনিক
- সহড়ন্দ কমিউনিটি ক্লিনিক,সহড়ন্দ গ্রাম।
- মহাডাঙ্গা কমিউনিটি ক্লিনিক
- ছাওড় কমিউনিটি ক্লিনিক
- গাংগুরিয়া কমিউনিটি ক্লিনিক
- খোর্দ্দ হরিপুর কমিউনিটি ক্লিনিক
- কুড়িপুকুর কমিউনিটি ক্লিনিক
- পাঁচড়াই কমিউনিটি ক্লিনিক
- শরিয়ালা কমিউনিটি ক্লিনিক
- বোরাম কমিউনিটি ক্লিনিক
ঐতিহাসিক নিদর্শন ও ঐতিহ্য
[সম্পাদনা]- পোরশা মসজিদ
- বালাশহীদ মাজার
- নিতপুর ক্যাম্পঘাট
- জামেয়া আরাবিয়া দারুল হেদায়া পোরশা বড় মাদ্রাসা
- পোরশা মিনাবাজার মার্কাজ (বড়) মসজিদ সংলগ্ন মুসাফির খানা
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে পোরশা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ধনঞ্জয় রায়, দিনাজপুর জেলার ইতিহাস, কে পি বাগচী অ্যান্ড কোম্পানি কলকাতা, প্রথম প্রকাশ ২০০৬, পৃষ্ঠা ২১১
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩১ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |