বিষয়বস্তুতে চলুন

বাঘনাপাড়া রেলওয়ে স্টেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা মো সোহানুর রহমান (আলোচনা | অবদান) কর্তৃক ০৯:১৮, ২১ মে ২০২২ তারিখে সম্পাদিত হয়েছিল (মো সোহানুর রহমান (আলাপ)-এর সম্পাদিত সংস্করণ হতে আফতাব বট-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।


বাঘনাপাড়া
কলকাতা ও কলকাতা শহরতলীর রেলওয়ে স্টেশনের তালিকা
অবস্থানবাঘনাপাড়া রেলওয়ে স্টেশন, কালনা-মেমারী রোড, পিন ৭১৩৫০১, জেলা - পূর্ব বর্ধমান রাজ্য: পশ্চিমবঙ্গ
ভারত
উচ্চতা১৫ মিটার (৪৯ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতপূর্ব রেলওয়ে
লাইনব্যান্ডেল কাটোয়া লাইন
প্ল্যাটফর্ম
রেলপথ
নির্মাণ
গঠনের ধরনস্ট্যান্ডার্ড
পার্কিংনেই
সাইকেলের সুবিধাহ্যাঁ
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
স্টেশন কোডBGRA
অঞ্চল পূর্ব
বিভাগ হাওড়া
বৈদ্যুতীকরণ১৯৯৪ ২৫ কিলো ভোল্ট
পরিষেবা
পূর্ববর্তী স্টেশন   ভারতীয় রেলওয়ে   পরবর্তী স্টেশন
পূর্ব রেলওয়ে
অবস্থান
মানচিত্র

বাঘনাপাড়া রেলওয়ে স্টেশন হল পূর্ব রেল জোনের ব্যান্ডেল কাটোয়া রেলপথের একটি রেলওয়ে স্টেশন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত স্টেশনটি বাঘনাপাড়া এবং পার্শ্ববর্তী এলাকায় রেল পরিষেবা প্রদান করে। যাত্রী ট্রেন (প্যাসেঞ্জার) ট্রেনগুলি রেলওয়ে স্টেশনের উপর দিয়ে যায়।[]

ইতিহাস

প্রাথমিকভাবে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের অন্তর্গত কলকাতা (শিয়ালদহ)-কুষ্টিয়া রেলপথ ১৮৬২ সালে যাত্রী পরিবহনের জন্য খোলা হয়েছিল। হুগলি - কাটোয়া শাখা রেলপথ ১৯১৩ সালে হাওড়া শাখার একটি সম্প্রসারিত অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৯৪ - ৯৬ সালের মধ্যে এই শাখাটি বৈদ্যুতিক ট্রেন চলার উপযুক্ত করা হয়।[] এই স্টেশনটি পরে যাত্রীদের সুবিধার জন্য করা হয়।

অবস্থান

বাঘনাপাড়া রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। হাওড়া-ব্যান্ডেল-নবদ্বীপ ধাম- কাটোয়া-নিউ জলপাইগুড়ি মধ্য দিয়ে রেলপথটি অগ্রসর হয়েছে। স্টেশন শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে ৯২ কিলোমিটার ও হাওড়া থেকে ৮৭ কিমি দুরে অবস্থিত এবং ব্যান্ডেল থেকে ৪৭ কিমি দূরে পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত।

পরিকাঠামো

দ্বৈত রেল ট্র্যাক স্থাপন করার পর রেলওয়ে স্টেশনে ২ টি প্ল্যাটফর্ম রয়েছে।

বৈদ্যুতিকীকরণ

কাটোয়া-ব্যান্ডেল বিভাগকে ১৯৯৪-১৯৯৬ সালে বিদ্যুতায়িত করা হয়েছে।

তথ্যসূত্র

  1. Ghosh, Pran Pratim। "Departures from BGRA/Baghnapara"indiarailinfo.com। সংগ্রহের তারিখ ২০১৯-০২-০২ 
  2. "Nabadwip Dham-Patuli DL Railway Line"। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৬, ২০১৮ 

বহিঃসংযোগ