সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর
![]() সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর | |
দেশীয় নাম | சுப்பிரமணியன் சந்திரசேகர் |
জন্ম | পাঞ্জাব, লাহোর, ব্রিটিশ ভারত, বর্তমানে পাকিস্তানে | ১৯ অক্টোবর ১৯১০
মৃত্যু | ২১ আগস্ট ১৯৯৫ শিকাগো, ইলিনয়, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৮৪)
বাসস্থান | ব্রিটিশ ভারত (১৯১০-১৯৩০), ব্রিটেন(1930-1937), যুক্তরাষ্ট্র (১৯৩৭-১৯৯৫) |
জাতীয়তা | ব্রিটিশ ভারত (১৯১০-১৯৪৭), ভারত (১৯৪৭-১৯৫৩), যুক্তরাষ্ট্র (১৯৫৩-১৯৯৫) |
কর্মক্ষেত্র | জ্যোতিঃপদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠান | শিকাগো বিশ্ববিদ্যালয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় |
প্রাক্তন ছাত্র | ট্রিনিটি কলেজ, কেমব্রিজ প্রেসিডেন্সি কলেজ, মাদ্রাজ |
পিএইচডি উপদেষ্টা | রাল্ফ এইচ ফাউলার আর্থার স্ট্যানলি এডিংটন |
পিএইচডি ছাত্ররা | ডোনাল্ড এডওয়ার্ড অস্টারব্রক |
পরিচিতির কারণ | চন্দ্রশেখর সীমা |
উল্লেখযোগ্য পুরস্কার | ![]() কপলি মেডেল (১৯৮৪) ন্যাশনাল মেডেল অফ সাইন্স (১৯৬৭) পদ্মবিভূষণ (১৯৬৮) |
স্বাক্ষর |
সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর (তামিল: சுப்பிரமணியன் சந்திரசேகர்) (আইপিএ: [ˌtʃʌn.dɹʌ.ˈʃe(ɪ).kɑɹ]) (জম্ন: ১৯ অক্টোবর ১৯১০- মৃত্যু: ২১ আগস্ট ১৯৯৫)ব্রিটিশ ভারতে জন্মগ্রহণকারী মার্কিন জ্যোতিঃপদার্থবিজ্ঞানী। তিনি এক তামিল পরিবারে জন্ম নিয়েছিলেন। ১৯৮৩ খ্রিস্টাব্দে তারার বিবর্তন এবং জীবন চক্র সম্বন্ধে গুরুত্বপূর্ণ তাত্ত্বিক আবিষ্কারের জন্য তাকে উইলিয়াম আলফ্রেড ফাউলারের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করা হয়। তারার বিবর্তন বিষয়ে তার আবিষ্কৃত বিষয়টির নাম চন্দ্রশেখর সীমা।
চন্দ্রশেখর তার জীবদ্দশায় বিভিন্ন ধরনের পদার্থবিজ্ঞানের সমস্যাগুলি নিয়ে কাজ করেছেন। তার সমসাময়িক অবদানগুলো হচ্ছে- নাক্ষত্রিক কাঠামো, শ্বেত বামন, নাক্ষত্রিক গতিবিদ্যা, দৈব প্রক্রিয়া, বিকিরণীয় স্থানান্তর, হাইড্রোজেন অ্যানায়নের কোয়ান্টাম তত্ত্ব , হাইড্রোডাইনামিক এবং হাইড্রোম্যাগনেটিক স্থিতিশীলতা, টার্বুলেন্স, সাম্যাবস্থা এবং সাম্যাবস্থায় উপবৃত্তাকার আকার এর সুস্থিতি, সাধারণ আপেক্ষিকতা, কৃষ্ণ গহ্বরের গাণিতিক তত্ত্ব এবং পরম্পরবিরোধী মহাকর্ষীয় তরঙ্গ তত্ত্ব । [১]
পারিবারিক সম্পর্ক[সম্পাদনা]
তিনি স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমনের ভাইপো ছিলেন, যিনি ১৯৩০ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ উদ্ধৃতি ত্রুটি: অবৈধ
<ref>
ট্যাগ;standrews
নামের সূত্রের জন্য কোন লেখা প্রদান করা হয়নি
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
- ১৯১০-এ জন্ম
- ১৯৯৫-এ মৃত্যু
- মার্কিন জ্যোতির্বিজ্ঞানী
- মার্কিন গণিতবিদ
- মার্কিন পদার্থবিজ্ঞানী
- ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী
- ভারতীয় গণিতবিদ
- ভারতীয় নোবেল বিজয়ী
- ভারতীয় পদার্থবিজ্ঞানী
- ম্যানহাটন প্রকল্পের ব্যক্তিত্ব
- নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী
- ব্রুস পদক বিজয়ী
- তামিল বিজ্ঞানী
- শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- ন্যাশনাল মেডেল অব সায়েন্স বিজয়ী