ডগলাস ডীন অশেররফ
ডগলাস ডীন অশেররফ | |
---|---|
ডগলাস ডীন অশেররফ | |
জন্ম | অ্যাবারডিন, ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র | ১ আগস্ট ১৯৪৫
বাসস্থান | ক্যালিফোর্নিয়া |
নাগরিকত্ব | মার্কিন যুক্তরাষ্ট্র |
জাতীয়তা | মার্কিন |
কর্মক্ষেত্র | পরীক্ষামূলক পদার্থবিজ্ঞান, Condensed Matter Physics |
প্রতিষ্ঠান | স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় বেল ল্যাবস |
প্রাক্তন ছাত্র | ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি (ব্যাচেলর অব সায়েন্স), কর্নেল ইউনিভার্সিটি (পিএইচডি) |
পিএইচডি উপদেষ্টা | ডেভিড মরিস লী |
পরিচিতির কারণ | Discovering superfluidity in Helium-3 |
যাদের দ্বারা প্রভাবান্বিত | রিচার্ড ফাইনম্যান |
উল্লেখযোগ্য পুরস্কার | ![]() Simon Memorial Prize (1976) Oliver E. Buckley Condensed Matter Prize (1970) |
স্ত্রী/স্বামী | Phyllis Liu-Osheroff (m. 1970 – present) |
ডগলাস ডীন অশেররফ একজন পদার্থবিজ্ঞানী। তিনি হিলিয়াম-৩ এর সুপারফ্লুইডিটি এর একজন গবেষক। তিনি ১৯৯৬ সালে ডেভিড লী এবং রবার্ট সি. রিচার্ডসন এর সাথে পদার্থে নোবেল পুরস্কার লাভ করেন।[১]
জীবনী[সম্পাদনা]
অশেররফ ১৯৬৭ সালে ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি থেকে ব্যাচেলর্স ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৭৩ সালে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এরপর তিনি নিউ জার্সির বেল ল্যাবসে ১৫ বছর কাজ করেন। ১৯৮৭ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ও ফলিত পদার্থবিজ্ঞান বিভাগে যোগদান করেন। ১৯৯৩-১৯৯৬ সাল পর্যন্ত তিনি এই বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "The Nobel Prize in Physics 1996"। Nobel Foundation। সংগ্রহের তারিখ ২০০৯-১০-০৪।