বিষয়বস্তুতে চলুন

ড্যানিয়েল চি ৎসুই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ড্যানিয়েল চি ৎসুই
崔琦 (Cuī Qí)
ড্যানিয়েল চি ৎসুই
জন্ম (1939-02-28) ২৮ ফেব্রুয়ারি ১৯৩৯ (বয়স ৮৫)
হেনান
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনশিকাগো বিশ্ববিদ্যালয় (PhD)
Augustana College (BSc)
পরিচিতির কারণFractional quantum Hall effect
পুরস্কারOliver E. Buckley Condensed Matter Prize (1984)
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৯৮)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপরীক্ষামূলক পদার্থবিজ্ঞান
তড়িৎ প্রকৌশল
প্রতিষ্ঠানসমূহপ্রিন্সটন বিশ্ববিদ্যালয়
বেল ল্যাব্‌স
কলাম্বিয়া ইউনিভার্সিটি

ড্যানিয়েল চি ৎসুই একজন চীনা বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী। তিনি ১৯৯৮ সালে বিজ্ঞানী রবার্ট বি. লাফলিন এবং হর্স্ট লুডভিগ স্ট্যোরমার-এর সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেছিলেন।

জীবনী

[সম্পাদনা]

দ্যানিয়েল শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৮ সালে তিনি বেল ল্যাবসে যোগদান করেন। ১৯৮২ সালে তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এ তড়িৎ প্রকৌশলের অধ্যাপক নিযুক্ত হন। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ভিজিটিং অধ্যাপক হিসেবেও কাজ করেন। বর্তমানে তিনি বোস্টন বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক।

সম্মাননা

[সম্পাদনা]

ফেলো, আমেরিকান ফিজিক্যাল সোসাইটি

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]