ড্যানিয়েল চি ৎসুই
ড্যানিয়েল চি ৎসুই | |
---|---|
崔琦 (Cuī Qí) | |
![]() ড্যানিয়েল চি ৎসুই | |
জন্ম | হেনান | ২৮ ফেব্রুয়ারি ১৯৩৯
জাতীয়তা | মার্কিন যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | শিকাগো বিশ্ববিদ্যালয় (PhD) Augustana College (BSc) |
পরিচিতির কারণ | Fractional quantum Hall effect |
পুরস্কার | Oliver E. Buckley Condensed Matter Prize (1984)![]() |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | পরীক্ষামূলক পদার্থবিজ্ঞান তড়িৎ প্রকৌশল |
প্রতিষ্ঠানসমূহ | প্রিন্সটন বিশ্ববিদ্যালয় বেল ল্যাব্স কলাম্বিয়া ইউনিভার্সিটি |
ড্যানিয়েল চি ৎসুই একজন চীনা বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী। তিনি ১৯৯৮ সালে বিজ্ঞানী রবার্ট বি. লাফলিন এবং হর্স্ট লুডভিগ স্ট্যোরমার-এর সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেছিলেন।
জীবনী[সম্পাদনা]
দ্যানিয়েল শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৮ সালে তিনি বেল ল্যাবসে যোগদান করেন। ১৯৮২ সালে তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এ তড়িৎ প্রকৌশলের অধ্যাপক নিযুক্ত হন। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ভিজিটিং অধ্যাপক হিসেবেও কাজ করেন। বর্তমানে তিনি বোস্টন বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক।
সম্মাননা[সম্পাদনা]
ফেলো, আমেরিকান ফিজিক্যাল সোসাইটি