হেনরি ওয়ে কেন্ডাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হেনরি ওয়ে কেন্ডাল
Henry Kendall by Tom Frost.jpg
যশেমাইট উপত্যকায় কেন্ডালের পর্বতারোহণ ফটো: টম ফ্রস্ট
জন্ম(১৯২৬-১২-০৯)৯ ডিসেম্বর ১৯২৬
মৃত্যুফেব্রুয়ারি ১৫, ১৯৯৯(1999-02-15) (বয়স ৭২)
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনঅ্যামহার্স্ট কলেজ,
ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি
পুরস্কারনোবেল পুরস্কার.png পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৯০)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি,
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
ডক্টরাল উপদেষ্টাMartin Deutsch

হেনরি ওয়ে কেন্ডাল (৯ ডিসেম্বর, ১৯২৬ - ১৫ ফেব্রুয়ারি, ১৯৯৯) মার্কিন পদার্থবিজ্ঞানী ছিলেন। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট্‌স অঙ্গরাজ্যের বোস্টনে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯০ সালে জেরোম আইজ্যাক ফ্রিডম্যান এবং রিচার্ড টেইলর-এর সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তাদের নোবেল পুরস্কার প্রাপ্তির কারণ হিসেবে নোবেল কমিটি উল্লেখ করেছে, প্রোটন এবং আবদ্ধ নিউট্রনের উপর ইলেকট্রনের গভীর অস্থিতিস্থাপক বিচ্ছুরণ বিষয়ে অগ্রগামী গবেষণা, যা কণা পদার্থবিজ্ঞানের কোয়ার্ক নকশা উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছে।

জীবনী[সম্পাদনা]

কেন্ডালের শিক্ষা জীবন শুরু হয় ডিয়ারফিল্ড একাডেমি থেকে। এরপর আমহার্স্ট কলেজে পড়াশোনা করেন। কর্মজীবনের অধিকাংশ সময়ই এমআইটিতে (ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকসোলজি) শিক্ষকতা করে কাটান।

বহিঃসযোগ[সম্পাদনা]