হেনরি ওয়ে কেন্ডাল
অবয়ব
হেনরি ওয়ে কেন্ডাল | |
---|---|
![]() যশেমাইট উপত্যকায় কেন্ডালের পর্বতারোহণ ফটো: টম ফ্রস্ট | |
জন্ম | |
মৃত্যু | ফেব্রুয়ারি ১৫, ১৯৯৯ | (বয়স ৭২)
জাতীয়তা | মার্কিন যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | অ্যামহার্স্ট কলেজ, ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি |
পুরস্কার | ![]() |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় |
ডক্টরাল উপদেষ্টা | Martin Deutsch |
হেনরি ওয়ে কেন্ডাল (৯ ডিসেম্বর, ১৯২৬ - ১৫ ফেব্রুয়ারি, ১৯৯৯) মার্কিন পদার্থবিজ্ঞানী ছিলেন। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট্স অঙ্গরাজ্যের বোস্টনে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯০ সালে জেরোম আইজ্যাক ফ্রিডম্যান এবং রিচার্ড টেইলর-এর সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তাদের নোবেল পুরস্কার প্রাপ্তির কারণ হিসেবে নোবেল কমিটি উল্লেখ করেছে, প্রোটন এবং আবদ্ধ নিউট্রনের উপর ইলেকট্রনের গভীর অস্থিতিস্থাপক বিচ্ছুরণ বিষয়ে অগ্রগামী গবেষণা, যা কণা পদার্থবিজ্ঞানের কোয়ার্ক নকশা উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছে।
জীবনী
[সম্পাদনা]কেন্ডালের শিক্ষা জীবন শুরু হয় ডিয়ারফিল্ড একাডেমি থেকে। এরপর আমহার্স্ট কলেজে পড়াশোনা করেন। কর্মজীবনের অধিকাংশ সময়ই এমআইটিতে (ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকসোলজি) শিক্ষকতা করে কাটান।
বহিঃসযোগ
[সম্পাদনা]বিষয়শ্রেণীসমূহ:
- পদার্থবিজ্ঞানীদের উপর লেখা অসম্পূর্ণ নিবন্ধসমূহ
- ১৯২৬-এ জন্ম
- ১৯৯৯-এ মৃত্যু
- পরীক্ষণমূলক পদার্থবিজ্ঞানী
- নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী
- মার্কিন পদার্থবিজ্ঞানী
- মার্কিন নোবেল বিজয়ী
- আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেসের বিশিষ্ট সভ্য
- অ্যামহার্স্ট কলেজের সাবেক শিক্ষার্থী
- ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির প্রাক্তন শিক্ষার্থী
- আমেরিকান ফিজিক্যাল সোসাইটির বিশিষ্ট সভ্য
- ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি স্কুল অব সায়েন্সের শিক্ষক