বিষয়বস্তুতে চলুন

ভিক্টর ফ্রান্সিস হেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভিক্টর ফ্রান্সিস হেস
জন্ম
ভিক্টর ফ্রাঞ্জ হেস

(১৮৮৩-০৬-২৪)২৪ জুন ১৮৮৩
মৃত্যু১৭ ডিসেম্বর ১৯৬৪(1964-12-17) (বয়স ৮১)
মাউন্ট ভার্নন, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তাঅস্ট্রো-হাঙ্গেরিয়ান, অস্ট্রিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনUniversity of Graz
পরিচিতির কারণমহাজাগতিক রশ্মি আবিষ্কার
দাম্পত্য সঙ্গীMarie Bertha Warner Breisky (বি. ১৯২০১৯৫৫)
Elizabeth M. Hoenke (বি. ১৯৫৫১৯৬৪)
পুরস্কারপদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৩৬)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহUniversity of Graz
Austrian Academy of Sciences
ইউনিভার্সিটি অফ ইন্সব্রুক
ফোর্ডহ্যাম ইউনিভার্সিটি
কর্মক্ষেত্রে হেস (কেন্দ্র)

ভিক্টর ফ্রান্সিস হেস (জুন ২৪, ১৮৮৩ – ডিসেম্বর ১৭, ১৯৬৪) একজন অস্ট্রীয়-মার্কিন পদার্থবিজ্ঞানী। অস্ট্রিয়াতে গ্রাৎস এবং ইন্স‌ব্রুক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার পর ১৯৩৮ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। মূলত নাৎসি বাহিনীর অত্যাচার থেকে বাঁচতেই তিনি পালিয়ে গিয়েছিলেন, কারণ তার স্ত্রী ছিলেন ইহুদি। যুক্তরাষ্ট্রে গেলে তাকে ফর্ডহাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় নিযুক্ত করা হয়। কিছুকাল পর তিনি একজন স্বাভাবিক মার্কিন নাগরিকের মর্যাদা লাভ করেন। বেলুনের মাধ্যমে বহনযোগ্য বিভিন্ন যন্ত্রের মাধ্যমে হেস এবং তার সহকর্মীরা প্রমাণ করেছিলেন, যে বিকিরণ পরিবেশকে আয়নিত করে তার উৎস হল মহাজাগতিক। মহাজাগতিক রশ্মি আবিষ্কারের জন্য তিনি ১৯৩৬ সালে অপর বিজ্ঞানী কার্ল ডেভিড অ্যান্ডারসনের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]