মাসাতোশি কোশিবা
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
মাসাতোশি কোশিবা 小柴 昌俊 | |
---|---|
![]() মাসাতোশি কোশিবা, ২০০২ সালে | |
দেশীয় নাম | 小柴 昌俊 |
জন্ম | তোয়োহাসি, আইচি, জাপান | ১৯ সেপ্টেম্বর ১৯২৬
জাতীয়তা | ![]() |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠান | শিকাগো বিশ্ববিদ্যালয় টোকিও বিশ্ববিদ্যালয় Tokai University |
প্রাক্তন ছাত্র | টোকিও বিশ্ববিদ্যালয় রোচেস্টার বিশ্ববিদ্যালয় |
পিএইচডি উপদেষ্টা | Morton F. Kaplon |
অন্যান্য শিক্ষায়তনিক উপদেষ্টা | সিন-ইতিরো তোমোনাগা Takahiko Yamanouchi |
পিএইচডি ছাত্ররা | Yoji Totsuka |
অন্যান্য উল্লেখযোগ্য ছাত্র | তাকাকি কাজিটা |
পরিচিতির কারণ | জ্যোতিঃপদার্থবিজ্ঞান, নিউট্রিনো |
উল্লেখযোগ্য পুরস্কার | Humboldt Prize (1997) পদার্থবিজ্ঞানে ওলফ প্রাইজ (২০০০) ![]() |
মাসাতোশি কোশিবা (জাপানি: 小柴 昌俊) একজন জাপানি পদার্থবিজ্ঞানী। তিনি ২০০২ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
জীবনী[সম্পাদনা]
কোশিবা টোকিও বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫১ সালে গ্র্যাজুয়েট হন এবং ১৯৫৫ সালে রোচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৫৫ সালের জুলাই থেকে ১৯৫৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি শিকাগো বিশ্ববিদ্যালয় এ রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কর্মরত ছিলেন। ১৯৫৮ সালের মার্চ থেকে ১৯৬৩ সালের অক্টোবর পর্যন্ত টোকিও বিশ্ববিদ্যালয় এর ইন্সটিটিউট অব নিউক্লিয়ার স্টাডিতে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।