জর্জ এফ স্মুট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জর্জ ফিট্‌জারেল্ড স্মুট
George Smoot.jpg
লরেন্স বার্কলি ন্যাশনাল ল্যাবরেটরিতে নোবেল পুরস্কার উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্মুট
জন্ম (1945-02-20) ২০ ফেব্রুয়ারি ১৯৪৫ (বয়স ৭৮)
জাতীয়তাFlag of the United States.svg মার্কিন
মাতৃশিক্ষায়তনম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি
পরিচিতির কারণমহাজাগতিক ক্ষুদ্রতরঙ্গ পটভূমি বিকিরণ
পুরস্কার
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞানী
প্রতিষ্ঠানসমূহইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে
লরেন্স বার্কলি ন্যাশনাল ল্যাবরেটরি

জর্জ ফিট্‌জারেল্ড স্মুট ৩ মার্কিন যুক্তরাষ্ট্রের জ্যোতিঃপদার্থবিজ্ঞানী, বিশ্বতত্ত্ববিদ এবং পদার্থবিজ্ঞানী। তিনি ২০০৬ সালে বিজ্ঞানী জন সি. ম্যাথারের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তার গবেষণার মূল বিষয় মহাজাগতিক ক্ষুদ্রতরঙ্গ পটভূমি বিকিরণ। এই বিকিরণের এনিসোট্রপির মধ্যে কৃষ্ণ বস্তু বিকিরণ আবিষ্কারের জন্যই নোবেল পুরস্কার লাভ করেন। এই গবেষণার ফলেই কোবে নামক কৃত্রিম উপগ্রহ দ্বারা মহা বিস্ফোরণ তত্ত্বের প্রমাণ সংগ্রহ করা সম্ভব হয়েছে। নোবেল কমিটির মতে কোবে প্রকল্প বিশ্বতত্ত্বকে আধুনিক এবং সূক্ষ্ণ বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Information for the public" (PDF)The Royal Swedish Academy of Sciences। ২০০৬-১০-০৩। সংগ্রহের তারিখ ২০০৬-১০-০৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]